একটা দুঃখের কথা
সেদিন গৌতমদা' একটা পোস্টে লিখেছিলেন, রাত্রে বউএর সঙ্গে টাংকি মারার কথা। আমি ছোট মানুষ। বিষয়টা এক চান্সে ধরতে পারি নাই। তাই সরলমনে তার কাছে জানতে চাইলাম, ভাই নিজের বউএর সঙ্গে কিভাবে টাংকি মারে? তিনি প্রত্যাশিত উত্তর দিলেন- পুলাপান এগুলি বুঝবো না।
বুঝায়ে দিলেন মাসুম ভাই। বউ ব্লগ পড়লে নাকি এমন কথা লেখা লাগে। নাইলে নাকি বিপদ। তো আমি গতকাল সকালে ১১ টা ২৯ মিনিটে সেইটা দেখে পোস্টটায় একটা কমেন্ট দিলাম- প্রথমে যে বিষয়টা বুঝতে পারি নাই, সেটা বুঝায় দেয়ার জন্য মাসুম ভাইকে ধন্যবাদ।
ব্যস্ এরপরে এখন যখন এই লেখাটা লিখছি, তখন ১৩ ঘন্টার কাছাকাছি সময় পার হয়ে গেছে। পাল্টে গেছে ক্যালেন্ডারের একটা তারিখ। অথচ আমাদের ব্লগটায় একটা নতুন লেখাও পোস্ট হয় নি! লেখাতো দূরের ব্যপার, কমেন্টই পড়েছে মোটে একটা!! মহার্ঘ্য সেই কমেন্টটা করেছেন জোনাকি। তাকে অজস্র আন্তরিক ধন্যবাদ। নাহলে এই পুরো সময়ে একটা কমেন্টও পড়তো না আমাদের ব্লগটায়!
এটা কেমন কথা????
উত্তরটাও বলি, এটা একটা দুঃখের কথা। আমরা যারা এখানে কেবলই ব্লগার, যারা এই ব্লগ ছাড়া আর কোথাও লিখি-টিখি না, ফেসবুকেও খুব বেশি স্বচ্ছন্দ্য না; তাদের জন্য একটা মারাত্মকরকম দুঃখের কথা।
কারণ, এই ঘটনা দেখে আমি ভয়াবহরকম নিরুৎসাহিত বোধ করছি এবং আমার ধারণা, শুধু আমি না; আমার মতো অনেকেই নিরুৎসাহিত বোধ করছে।
প্লীজ প্রিয় বন্ধুরা, আসুন আমরা দৈনন্দিন জীবনের আর সব কিছুর মতো নিজেদের ব্লগটাকেও একটু সময় দিই। দুই-চারটা কমেন্ট, এক-আধটা লেখা দিই। হোক ছোট্ট চার লাইনের কোনো লেখা, তাও লিখি। চেষ্টা করি এই জায়গাটাকে আরেকটু প্রাণবন্ত করে রাখার। খুব কি বেশি কষ্ট হবে, এই সামান্য কাজটুকু করতে?
নাহলে হয়তো একদিন শূন্য একটা 'ওয়েবসাইট মাত্র' হয়ে পড়বে আমাদের প্রিয় এ ব্লগিং প্লাটফর্মটি। এখানে আর কেউ আসবে না। কেউ বসবে না। সুখের-দুঃখের, ভালোর-মন্দের ছয়-পাঁচটা কথা বলবে না। ব্যস্ত নগরজীবন থেকে দু'দণ্ডের মুক্তির আশায় কেউ তার ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখবে না- ডব্লিউডব্লিউডব্লিউ ডট আমরাবন্ধু ডট কম।
এখনো কিন্তু দিনশেষে ঘরে ফিরে আমার ফায়ার্ফক্সের অ্যাড্রেসবারে কথাটা আমি লিখি। আজো এই ব্লগটাই আমার একমাত্র ভার্চুয়াল ঠিকানা। আমার মতো অনেকেরই হয়তো, আমি ঠিক জানি না।
আপনারা কেউ কি শুনছেন, আমার কথা?
ছিলাম;
আছি,
থাকবো - ইন শা আল্লাহ।
তবে একটা কথা বলি
মীর ভাই।
এসব বলার বিষয় না।
অনুরোধ করে কি আর স্বতস্ফুর্ততা আনা যায়?!
কে কি করল না করল তাতে কি ই বা আসে যায়। যে যার মত নিজের অংশটুকু করে নিলেই হল।
নিজে নিয়মিত আসেন, থাকেন, লেখেন। আস্তে আস্তে যারা থাকার তারাও নিয়মিত হইব।
আর একটা কথা,
এই কথাগুলার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকেন, লিখতে থাকেন।
ধন্যবাদ বাউন্ডুলে, আপনার মূল্যবান মতামতের জন্য।
চেষ্টা করবো লিখতে। আপনাদের অনুপ্রেরণা হয়তো সে চেষ্টার পালে হাওয়া জোগাবে।
আসলেই দুঃখের কথা,
ঘুরে ফিরে দেখে যাই , নতুন কোনো লেখা নাই
হুমম, লেখেন না যে, এইজন্য। এরপর থেকে ঘুরে-ফিরে শুধু দেখে গেলে হবে না। লিখেও যাবেন কিছু না কিছু। মনে থাকবে?
এই জীবনে বাজারের লিস্ট আর পরীক্ষার খাতায় লেখা এইটুকুই লেখালেখির সম্বল... এইজন্য লিখতে গেলেই ভয় লাগে, বুড়া বয়সে মাইর খাওয়ার সম্ভাবনা আছে..
বাজারের লিস্টই ছাপান। আমরা সেইটাও পড়তে রাজি আছি। জিনিসপত্রের দাম তো এই সরকারের আমলে একটা বিরাট ইস্যূ
post r jonyo ek bosta dhoinna.monek katha bolechen.
(
Amar to net e nai,ami ki korbo?
আপনে দুধভাত। কিছু করতে হবে না। তবে আমার পোস্টে অবশ্যই বাংলায় হোক, ইংরেজিতে হোক, বাংরেজিতে হোক; কমেন্ট করে যাবেন। নাইলে কিন্তুক খপর আচে
নেট পাইছি। রুবাই ব্যবস্থা করে দিয়ে গেছে।
উনি কেডা? মাথামোটা নিকধারী ব্যক্তিটি নাকি?
হ্যাঁ। আমার নেট নাই আর লোকজনকে ব্যপক জালাইছি নেটের জন্য। অবশেষে রুবাই একটা ব্যবস্থা করে দিলো।
আমি নেট না থাকার সময়ে মোবাইল দিয়া ব্লগ পড়ি। কি যে নেশা! ইংরেজীতে কমেন্ট হলেও সেটা করার লোভও সামলাতে পারি না।
ব্লগটা আমার কাছে একটা ডিফল্ট নেট পেইজের মতো হয়ে গেছে। যেকোনখানে ব্রাউজার ওপেন করলেই, এটায় একটা ঢু মেরে যাই। হাতে বেশি সময় না থাকলে লগিন করি না। কিন্তু সময় থাকলে লগিন করা/ কমেন্ট করা/ কিছু একটা লেখা- এসবের লোভ থেকে নিজেকে দূরে রাখতে পারি না। এভাবে যে আজ কতদিন ধরে চলছে, হিসেব নেই। যাক্ সেসব আবোল-তাবোল। আপনে বলেন, আছেন কেমন আজকাল?
Abr english/ banglish.sarir voyaboho kharap,bose r thaka gelo na.
Achi r ki!emnitei digital desher digital obosthai manus beche thake tai ba kom ki!
Uponyas ta koi mir?
দিবো দিবো। আলসেমী লাগে খালি। ডিজিটাল শাসনামল আমারে ভীষণ অলস বানায় তুলসে। তত্ত্বাবধায়কের সময় ভালো ছিলাম। সারাদিন দৌঁড়ের উপ্রে থাকতাম। আজকাল তো কাজ দেখলেই ডরাই। যখনি দেখি একগাদা লেখা ইউনিকোডে কনভার্ট করতে হবে, তখনি মনে হয় পরে করি। এইভাবে উপন্যাসটা পিছিয়ে যাচ্ছে প্রতিদিন। আপনের নতুন লেখা কই? না চাইলে তো কোনোদিন একটা লেখাও দেন না। আবার আমারে পাইলেই খালি ঝাড়ি!
দিব পোস্ট। সেই কবে থেকে ভাবছি। যেদিন আমরা গাজীপুর গেলাম, সেদিন থেকেই। কিন্তু অনেক ঝামেলায় কাটলো, এখনো কাটছে। তার মধ্যে অসুস্থ হয়ে বসে আছি। সুস্থ হয়েই পোস্ট দিব। আপনার পোস্ট না পেলে সত্যি আমি, আমরা ব্যপক মিস করি।
আমরা আবার কারা? কি অসুখ হইসে? কি ওষুধ খাইসেন?
আমরা মানে আমরা সবাই।
(
ওষুধ তো খাইছি। সাথে স্যালাইন খাইতেছি
পুলাপাইন খালি ফেসবুকে বইসা থাকে। তীব্র ধিক্কার।
হ্যাঁ, ডাকলেও শুনে না। দিক্কার দিক্কার।
এই ব্লগে পুলাপাইন পাইলেন কই? এটা বুড়া তো চাচা/চাচীআম্মাদের ব্লগ।
(
তাইলে যে গৌতমদা' আমারে ঐদিন পুলাপান বললো?
এবি খোলা হয় প্রতিদিন, পড়া হয় প্রায় প্রতিটি পোস্টই। কিন্তু কেন যেন লগইন করতে আর মন্তব্য করতে আলস্য লাগে! ওষুধ দেন।
কিন্তু গৌতম ভাই, আজকে তো আমার মনে আরেকটা প্রশ্ন জেগেছে আপনের একটা কমেন্ট দেখে।
আবার কী প্রশ্ন! কী মুশকিল!
প্রশ্ন হইলো, আক্ষরিক অর্থে গিটার বাজানো অর্থ কি?
বড় হন। বড় হওয়ার অনেক সুবিধা।
জানতাম এইটাই বলবেন। যাউক্গা, নতুন লেখা দেন গৌতমদা'। আপনের নতুন লেখা পড়ি না অনেকদিন।
মাসুম ভাইরে জিগান
মাইরের উপড়ে কোন ওষুধ নাই।
ভালো কইসেন ……………….
হ, বইতে দিলে শুইতে চায়' টাইপ বক্তব্য হইসে ঐটা একটা। আসল ঠিকানারই কোনো ঠিক নাই, তার আবার ভার্চুয়াল ঠিকানা!!!
দীর্ঘশ্বাস
আপনে নিজে ক্যান সিরিয়াসলি ব্লগিং করেন না, সেই ব্যপারে একটা তিন নম্বর হাত দেখান তো ভাইজান।
এক্টা বিরাট ঝাড়ি দেন টুটুলরে।
অনেকেই ভাল লিখছেন, কিন্তু কমেন্টের খাতায় শূন্য। ভাল বা মন্দ,যাই হোক, কিছু কমেন্ট করা যেতে পারে। এতে যিনি লেখেন তার উৎসাহ বাড়ে নিসন্দেহে।
কমেন্টের 'খাতা' টাইপের কোনোকিছু নিয়া আমার মাথাব্যথা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, ব্লগের ভেতরে ব্লগারদের মিথস্ক্রিয়া তো থাকবে, তাই না? এইটা একেবারেই না থাকলে ব্যপারটা কেমন দেখায়?
যাক্ মিতুল আপনার সঙ্গে ব্লগে একবার একটা ঝামেলা হয়েছিলো। সেটার ব্যপারে আগেও স্যরি বলেছি। আবারও বলছি। ভুলে যান মেইট। টু এরর ইজ হিউম্যান = মানুষ মরণশীল। তাই না?
পোষ্টটাতো উইথড্র করেছি অনেক আগেই।আমি কিছু লিখেছিলাম যা বেশীরভাগ বন্ধুরাই না ভোট দিয়েছে, এইতো। এটা হতেই পারে।সবাই একরকম ভাববে,. এটা নাও হতে পারে।তাছাড়া কোন কিছুই ব্যক্তিগত নয় বলেই আমি মনে করি।মজার একটা তথ্য দিই, ম্যুরাল এখনো আমার টেবিলে, প্রতিদিনই দেখি, ধূলো ঝাড়ি, কিন্তু পৃষ্ঠা উল্টাই না, পড়ি না। আমি এমনই।

যাকগে, মিখষ্ক্রিয়া তো পোষ্ট এ মন্তব্য দিয়েই হতে পারে, একটু পিছনে গেলে দেখবেন, কিছু পোষ্টে কোন মন্তব্যই নেই। লেখক এতে কনফিউসড হবে।ভাববে এমন কি লিখলাম যা কাউকে নাড়া দিতে পারলো না এবং সে নিরুৎসাহিত হবে পরবর্তী পোষ্ট দিতে বা পোষ্টে আলোচনা করতে।
তবে, আমরা বন্ধুতে অযথা ভিড় নেই । এটা আমার জন্য যথেষ্ট সুখকর।
সবাই ভালো থাকুন।
আরে বাপরে....আমি দেখি একটা কাজের কাজ করে ফেলছি ...আমিও পুষ্টামু ভাবতেছি...কাইলকা একটা ঝাইড়া পুষ্ট দিমু দেখি
হ আপনের কাইল্কার পুস্টের লিগা অপেক্ষা করতেসি। আজকে বোনাস যেইটা দিছেন, সেইটার লিগা
এবি'র সেই জমজমাট পরিস্থিতি মিস করি! আসলেই আলসেমী করে লগইন করা হয় না, কিন্তু আসা হয় সবসময়ই, পড়াও হয়!
মন্তব্য করুন