ভাল লাগা ভাবনারা- ৫
সবুজ সাবমেরিন- হুমায়ুন আজাদ
আমার কবিতা, তোমার জন্য লেখা, ধাতব লাল
নগ্ন, এবং নিদ্রাহীন
সামনে এগোয়, পাথর ভেঙে আর তুষার ঠেলে
দূরপাল্লার সাবমেরিন;
কেউ ব’সে আছে ভেতরে মগ্নলোকে, চোখের মণি
স্বপ্ন খাচ্ছে ভীষণ নীল,
গোপন কবিতা তোমার বক্ষে ওঠে- উত্তেজিত,
বিবস্ত্র, আর অশ্লীল!
মাতাল কবিতা তোমার ওষ্ঠে ত্বকে ছড়ানো চুলে
তীক্ষ্ণ স্তনে বসায় দাঁত,
কেঁপে ওঠে দূর গোপন বস্তুরাশি, মাংসে নাচে
অক্টোবরের তৃতীয় রাত,
তাপে গলে তামা লোহা ও রৌপ্য সোনা, জমছে দ্যাখো
সঙ্গীত-ঢালা এক দ্বিনাট্য,
আমার কবিতা, তোমার জন্য লেখা, যতিবিহীন
অভদ্র, আর অপাঠ্য!
সমকালচ্যুত, অশীল স্বপ্নে গাঁথা, কবিতা সেই
জীবনের চেয়ে অবাস্তব
কামনায় কাঁপে, কঠিন অঙ্গে তার খচিত রাত
ওষ্ঠে বিদ্ধ অসম্ভব;
মাতাল মনিষী ব্যাপক বক্ষে ক্ষুধা, শরীর তার
ব্রোঞ্জের মতো বস্ত্রহীন,
অজর কবিতা তোমার মাংসে ঢোকে তুষার ঠেলে
সবুজ রঙের সাবমেরিন!
পাপ- হুমায়ুন আজাদ
হ'তে যদি তুমি সুন্দরবনে মৃগী
অথবা হংসী শৈবাল হ্রদে বুনো,
মাতিয়ে শোভায় রূপভারাতুর দিঘি
হ'তে যদি তুমি তারাপরা রুই কোনো
তাহলে এখন হতো না ব্যর্থ উভয় মাংসকোষে
যেই ক্ষুধা জ্বলে, অস্থিতে ঢুকে দাউদাউ ক'রে ফোঁসে।
আমরা হতাম যদি আকাশের চিল
চার ডানাভরা সোনারুপো কারুকাজ,
অথবা হতাম প্রেমের ছোবলে নীল
হিংস্র কোব্রা, শানকি বা দুধরাজ,
তাহলে এখন দুই দেহভরা শরীরী উত্তেজনা
ব্যর্থ হতো না কালো কংক্রিটে কস্তুরী এক কণা।
যদিবা হতাম রঙধনুমাখা মাছি
স্বপ্নবিদ্ধ, পাতার আড়ালে, চুপে-
তাহলে দেখতে আমি ঢুকে ব'সে আছি
তোমার আদ্র দশলাখ লোমকূপে
আমাদের প্রেম ব্যর্থ হতো না এমন শরীরী দিনে
চারদিক-ঘেরা অ্যাভেনিউ স্ট্রিট ড্রেন আর ডাস্টবিনে।
তোমার মাংস কয়লার মতো জ্বলে,
আমার অস্থি পুড়েপুড়ে ঝরে ছাই
তোমাকে ফাড়ছে হিংস্র করাত কলে
আমার রক্তে একফোঁটা লাল নাই।
বইছি দুজনে স্বপ্নেমাংসে অশ্লীল অভিশাপ-
আর কিছু নয়, ব্যর্থতাভরা মানুষ হওয়ার পাপ।
---
বইছি দুজনে স্বপ্নেমাংসে অশ্লীল অভিশাপ-

আর কিছু নয়, ব্যর্থতাভরা মানুষ হওয়ার পাপ।
সুন্দর লেগেছে লাইন দু'টো আমার কাছে।
হুমায়ুন আজাদের কবিতা দুটি দিয়ে মনটা হঠাত ভাল করে দেবার বদলে কঠিন বাস্তবতা সামনে এসে দাড়াল।
আপনার মন ভালো করার জন্য কিছু খুঁজে পাই কিনা দেখি
থ্যাংকিউ, হাসিমুখ ইমোটিকনের জন্য।
তোমার নিজের কবিতা কই!!!!
মন্তব্য করুন