ইউজার লগইন

ভাঙা পেন্সিলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও

এতদিন ধরে আমরা বন্ধুর ব্যানার সাম্রাজ্যে আমিই ছিলাম একমেবিদ্বিতীয়ম। মনোপোলির চূড়ান্ত কইরা ছাড়ছি। যা খুশি তাই বানায়া দিছি, মডুরা ঝুলাইতে বাধ্য ছিলো।

আমার সেই সুখরাজ্যে আজ দূর্যোগের ঘনঘটা। আরেকটা ১/১১র সম্ভাবনা দেখা যাইতেছে। ভাঙা পেন্সিল নামক এক দুষ্কৃতকারী এই বিদ্রোহের মূল ব্যক্তি। তিনি আজ একটি অসাধারণ সুন্দর ব্যানার করিয়া আমার পেটে লাত্থি দিলো। হায় হায়, এখন আমার কী হবে রে?

এখন আমি মোস্তফা জব্বার হয়া যামু। জনকণ্ঠে আর্টিকেল লেখুম। ভাঙা আমার ব্যানার পাইরেসি কইরা এইটা বানাইছে Wink

যাহোক... অতীব দুঃখের সঙ্গে হইলেও জানাইতে বাধ্য হইতেছি যে ভাঙার ব্যানারটা আসলেই ফাটাফাটি হইছে। ওস্তাদের মাইর শেষ রাইতের মতো। এর জন্য ভাঙারে বিরাট অভিনন্দন।

কিন্তু এতদিন কেন সে হাত গুটায়া বইসা ছিলো, সেটার জন্য একটা শাস্তি তার প্রাপ্য হয়ে গেছে। শাস্তি স্বরুপ এখন থেকে আগামী দশটা ব্যানার ভাঙা করবে...

ভাঙা তুমি এগিয়ে চলো, আমি আছি তোমার পিছে।

আর মডু ডেভুদের কাছে দাবী, ব্যানারের নিচে ক্রেডিট দেওনের ব্যবস্থা করেন।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

মুকুল's picture


আমি এতক্ষণ খেয়াল করি নাই। এখন পেজ কন্ট্রোল+এফ৫ দিয়ে রিফ্রেশ করার পর দেখলাম। ব্যানারটা আসলেই ফাটাফাটি হইছে।

কাঁকন's picture


আমিও; আসলেই পোস্টার টা ভালো হইছে

কাঁকন's picture


ভাংার কালো হাত ভাঙিদাও গুড়ায় দাও

মামুন হক's picture


হ, আমরা বন্ধুর এই পর্যন্ত সেরা ব্যানার। নজু চোক্ষের পানি মুছতে গামছা লাগলে বলিস মামা

নীড় সন্ধানী's picture


আমি হাতে লেখা 'অ' অক্ষরের এর কপিরাইট দাবী করলাম। এইটা আমি ৩ বছর বয়সে প্রথম লিখছি।

so this banner মানি না মানবো না।....

i protest, i protest.......i love bangla, i love অ more than you!! i am more older than you, i protest ............i will write to UN, this is not fair, oh my bangla i die for u i love you অ !!!

কাঁকন's picture


আমার দাদীর বয়স ৯০ এর কোঠায় সে আপনার চাইতেও আগে হাতে অ আ লিখছিলো সো পেটেন্ট টা আমার দাদীর পাওয়া উচিৎ উত্তরাধিকার সূত্রেআমি পরে পাইয়া যামু Yell

নজরুল ইসলাম's picture


এহ্, আইছে...
আমার দাদা, কিংবা তার দাদার দাদা, অথবা তারো জন্মের আগে তার দাদা প্রথম 'অ' লেখছিলো। কপিরাইট তাঁর। আর সেই সুবাদে এই কপিরাইটের উত্তরাধিকার সূত্রে দাবীদার আমি...

পাইরেসি আইনে মামলামু কইলাম

নীড় সন্ধানী's picture


আমার দাদী বাইচা থাকলে ৯৫ বছর হইত, আমি দাদীর মরনোত্তর কপিরাইট দাবী করবো! Smile

জ্যোতি's picture


আহা কি সুন্দর ব্যানার! ভাঙ্গার হাতের ছোঁয়া থাকুক আমরা বন্ধুর ব্যানারে।নজরূ ভাই আর ভাঙ্গার হাত এক সাথে মিলুক সৃষ্টিশীলতায়।

১০

টুটুল's picture


ভাঙ্গার হাত ভাইঙ্গা ফয়দা কি?

ভাঙার কাছে কেক্কুক খাইতাম্ছায় Smile

জোশীলা ব্যানার.... আরো চাই..

১১

মেসবাহ য়াযাদ's picture


দশ কথার এক কথা,
ভাঙ্গার কাছে খাইতে চাই...
নইলে ভাঙ্গার রক্ষা নাই....

১২

জ্যোতি's picture


খাইতাম মন্চায়। ভাঙ্গা কবে খাওয়াইব খাদক গোষ্ঠীরে?

১৩

ভাঙ্গা পেন্সিল's picture


ইয়ে মানে...আমারেই কি খাওয়ানোর কথা না? Big smile

১৪

টুটুল's picture


নতুন চাক্রি যে পায় ... সে খাওয়ায় Smile
নতুন ব্যানার যে বানায় ... সে খাওয়ায় Smile

ভাইডি... তার আগে তুমি আড্ডায় আইসো ...

১৫

নজরুল ইসলাম's picture


এইটা ঠিক না। কোথায় পোলাটা একটা সুন্দর ব্যানার বানাইছে দেইখা একটা থ্যাঙ্কু কইবেন... তা না খালি...

১৬

ভাঙ্গা পেন্সিল's picture


আগামী দশটা ব্যানারের জন্য আমারে লাগায় দিয়া তো আপ্নে আবার আমারে একমেবিদ্বিতীয়ম বানায় দিলেন Tongue

১৭

নজরুল ইসলাম's picture


আরে দশটার কথা বললাম সে তো পয়লা কিস্তি। এরপরের কিস্তিগুলোর কথা তো এখনো কই নাই। আপাতত পরের দশটার জন্য রেডি হোন।

সিরিয়াসলি ভাঙ্গা, ব্যানারটা অসাধারণ হইছে। সবাই আপনার কাছে খাইতে চায়, আর আমি আপনেরে খাওয়াইতে চাই। বলেন কবে খাবেন...

১৮

নড়বড়ে's picture


ভাঙ্গার কালো হাত না, কালো পেন্সিল গুঁড়ায় দেয়া হোক যাতে হাতে কী-বোর্ড (সাবধান, বিজয় লে-আউট যাতে না থাকে!) আর মাউস তুলে নিতে বাধ্য হয় - তাইলে এইরকম ব্যানার আরো আসবে ...Wink

ব্যানারটা আসলেই সুন্দর হইছে। ভাঙ্গাকে গোটা একটা ধন্যবাদ!

১৯

তানবীরা's picture


ভাঙা তুমি এগিয়ে চলো, আমি আছি তোমার পিছে।

২০

সুহান রিজওয়ান's picture


সত্যি, বড় চমৎকার ব্যানার হয়েছে.।

ধন্যবাদ ভাঙ্গা পেন্সিলকে.....

২১

জ্বিনের বাদশা's picture


ভেঙে দাও, গুঁড়িয়ে দাও
এখন যে ব্যানারটা ঝুলছে এটা ভাঙার বানানো? গ্রেট!!

২২

মানুষ's picture


গুড জব ভাঙ্গা। থাম্বস আপ (ইমোটিটা ক্যামনে দেয়?)

২৩

আহমেদ রাকিব's picture


ব্যানারটা জব্বর (কাগু জব্বর না কিন্ত আবার) হইছে। ভাঙ্গারে অভিনন্দন।

২৪

সাহাদাত উদরাজী's picture


বাপারটা আমি দেরিতে বুঝলাম।
সুন্দর, সুন্দর, সুন্দর।

২৫

নীড় _হারা_পাখি's picture


ব্যানার অতীব সুন্দর হইছে। ভাঙ্গা কে অভিনন্দন। ভাঙ্গা তুমি এগিয়ে চলো আমি আছি তোমার সাথে। কপি রাইটের আন্দোলনে যে জিতবে খাদক গোষ্ঠি কি তাকে ছেরে দিবে? তার কাছে থেকে কি খাওয়া দাওয়া পাওনা হবে না?প্রস্তাব টা বিবেচনার জন্য উথাপন করা হইলো।

২৬

~স্বপ্নজয়~'s picture


এত সুন্দর ব্যানার বানানোর জন্য ভাঙ্গা পেন্সিলের পেন্সিলটা জোড়া লাগানোর ব্যাবস্থা কইরা দেওয়া হোক Wink Wink

২৭

জেবীন's picture


দারুন একটা ব্যানার বানানোর জন্যে ভাঙ্গাপেন্সিল'কে অনেক অভিনন্দন, আর শুভকামনা রইল বাকি ১০টা'র জন্যে।

তবে ভাঙ্গাপেন্সিলের কালো হাত সুপারগ্লু দিয়া বান্ধানি হইলেও নজু'ভাই যেন নিজের হাত গুটাইয়া না থাকেন, পয়লা বৈশাখের টার মতন ঝলমলিয়া ব্যানার যেন আমরা দেখতে পাই....  

aB র ব্যানার দেখে খুশিতে দাতঁ বাইর হয়ে গেছে আনন্দে... Smile

২৮

হাসান রায়হান's picture


সুন্দর হইছে

২৯

টুটুল's picture


অসাধারণ একটা ব্যানারের জন্য ভাঙ্গা'রে অসাধারণ একটা থেংকু Smile

৩০

নুশেরা's picture


আমি ভাঙ্গা'র বহুত পুরান পাঙ্খা। এই পোস্টের জন্য নজুভাইরে বিরাট থেঙ্কু।

৩১

টুটুল's picture


আমার মনে হয় গ্রাফিক্সে যাদের হাত ভালো তারা এবির জন্য ব্যানার বানাইতে পারেন... মডুর ব্যানার সংক্রান্ত পোস্টে দেখলাম মাপ 1000 x 150 ... আমি বরাবরের মতই আকাইম্মা... সো আমার "চেয়ে চেয়ে দেখলাম... " টাইপে ছাড়া আর কি বা করার আছে? Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.