আব্দুল কাদের মোল্লা আর কামরুজ্জামান গ্রেপ্তার
রাজাকার কামরুজ্জামান আর আব্দুল কাদের মোল্লা গ্রেপ্তার। মুক্তিযুদ্ধকালে গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে গ্রেপ্তার হয়েছে শীর্ষ তিন যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ আর দেলোয়ার হোসেন সাঈদী।
খবরটা শুনে এত বিরাট আনন্দ হইতেছে। একে একে সবগুলারে আটক করা হইতেছে। অবস্থাদৃষ্টে মনে হইতেছে এইবার আর ছাড়াছাড়ি নাই।
এখন পালের গোদা গোলামাজমটারে আটকাইলেই কেল্লাফতে...
অচিরেই কেল্লাফতে হবে এতে আর সন্দেহ কি
আওয়ামী লীগ তো দেখি খেল দেখায়ে দিতেসে। পোস্টের লিগা নজরুল ভাইলে ধইন্যা।
চৌক্ষে পানি আয়া পড়ল
জামাতি ছাগুদের ভালো একটা সাইট পাইছি। যাবতীয় ফলোআপ এখান থেকেই জানা যাবে। মন্তব্যের অপসনও আছে
http://freejamatleaders.com/bangla/
ভাই, ঐখানে রেজি করন যাইবো??
জানি না, চেষ্টা করি নাই। তয় মনে হয় যাবে।
Forbidden কয় দেখি ... ঢুকতে দেয় না ...
এখন পালের গোদা গোলামাজমটারে আটকাইলেই কেল্লাফতে...
অবস্থা দেখে মনে হচ্ছে সেই দিন আর বেশি দেরীর নয়... একে একে সবটিরেই ধরবে।
এবং খোদার কসম কই... এই টার্মে যদি আওয়ামী লীগ এগুলার বিচার করতে পারে, তাইলে লীগের সাতখুন মাফ করে দিবো আমি। দেশে এমনিতেই সমস্যার কমতি নাই। সমস্যার ভিতর দিয়াই বাঁইচা আছি বহুবছর যাবত। আরো ৪ বছর সহ্য করতে রাজী, তবু এগুলার শাস্তির বিষয়টারে সরকার প্রায়োরিটি দিক।
ডিমের দাম বাড়বে?!
একটা একটা রাজাকার ধর,
সকাল বিকাল নাস্তা কর!
একটাই দাবী, দ্রুত নিষ্পত্তি আদালতে এদের ফাঁসির রায় চাই, অনতিবিলম্বে।
জেলখানাগুলান বড় করা লাগে...
~
খবরটা শুনে এত বিরাট আনন্দ হইতেছে। একে একে সবগুলারে আটক করা হইতেছে। অবস্থাদৃষ্টে মনে হইতেছে এইবার আর ছাড়াছাড়ি নাই।
এখন পালের গোদা গোলামাজমটারে আটকাইলেই কেল্লাফতে..
আমিও এ আশায় আছি
নজরুল ভাই , ২ বার চেষ্টা করেও সচলে কমেন্ট টা আসল না তাই এখানে পেস্ট করে দিলাম
---------------------------
নজরুল ভাই , বছরের মাঝে এমন মেলার প্রয়াস খুবই আনন্দের খবর । ছোট পরিসরে শুরু হলেও সামনে এগিয়ে যাবে নিশ্চয়ই ।
যেটা ভালো লাগেনি , এই মেলায় এবং শুক্রবারের বই এর হাটে কিছু স্টলের অধিকাংশ বই পশ্চিম বাংলার প্রকাশনীর দেখে । এই নীতি আমাদের প্রকাশনা শিল্পের জন্য কি পজেটিভ ?
ভালো থাকবেন ।
নাহ এসেছে । আমি আগে কমেন্ট করিনাই তো , কিছু সময় পরে আসে মনে হয় । জানতাম না । ২ বার দিয়ে ফেলছি
মন্তব্য করুন