ইউজার লগইন

আব্দুল কাদের মোল্লা আর কামরুজ্জামান গ্রেপ্তার

রাজাকার কামরুজ্জামান আর আব্দুল কাদের মোল্লা গ্রেপ্তার। মুক্তিযুদ্ধকালে গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে গ্রেপ্তার হয়েছে শীর্ষ তিন যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ আর দেলোয়ার হোসেন সাঈদী।

খবরটা শুনে এত বিরাট আনন্দ হইতেছে। একে একে সবগুলারে আটক করা হইতেছে। অবস্থাদৃষ্টে মনে হইতেছে এইবার আর ছাড়াছাড়ি নাই।
এখন পালের গোদা গোলামাজমটারে আটকাইলেই কেল্লাফতে...

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


অচিরেই কেল্লাফতে হবে এতে আর সন্দেহ কি Smile

আওয়ামী লীগ তো দেখি খেল দেখায়ে দিতেসে। পোস্টের লিগা নজরুল ভাইলে ধইন্যা।

মানুষ's picture


চৌক্ষে পানি আয়া পড়ল Stare

নজরুল ইসলাম's picture


জামাতি ছাগুদের ভালো একটা সাইট পাইছি। যাবতীয় ফলোআপ এখান থেকেই জানা যাবে। মন্তব্যের অপসনও আছে
http://freejamatleaders.com/bangla/

শাওন৩৫০৪'s picture


ভাই, ঐখানে রেজি করন যাইবো?? Crazy Crazy Crazy Crazy Crazy

নজরুল ইসলাম's picture


জানি না, চেষ্টা করি নাই। তয় মনে হয় যাবে।

নড়বড়ে's picture


Forbidden  কয় দেখি ...  ঢুকতে দেয় না ... Stare

শওকত মাসুম's picture


এখন পালের গোদা গোলামাজমটারে আটকাইলেই কেল্লাফতে...

নজরুল ইসলাম's picture


অবস্থা দেখে মনে হচ্ছে সেই দিন আর বেশি দেরীর নয়... একে একে সবটিরেই ধরবে।

এবং খোদার কসম কই... এই টার্মে যদি আওয়ামী লীগ এগুলার বিচার করতে পারে, তাইলে লীগের সাতখুন মাফ করে দিবো আমি। দেশে এমনিতেই সমস্যার কমতি নাই। সমস্যার ভিতর দিয়াই বাঁইচা আছি বহুবছর যাবত। আরো ৪ বছর সহ্য করতে রাজী, তবু এগুলার শাস্তির বিষয়টারে সরকার প্রায়োরিটি দিক।

মুকুল's picture


Party

১০

সাহাদাত উদরাজী's picture


Laughing out loud

১১

আসিফ's picture


ডিমের দাম বাড়বে?! Worried Worried

১২

নড়বড়ে's picture


একটা একটা রাজাকার ধর,
সকাল বিকাল নাস্তা কর!

১৩

মামুন হক's picture


একটাই দাবী, দ্রুত নিষ্পত্তি আদালতে এদের ফাঁসির রায় চাই, অনতিবিলম্বে।

১৪

স্বপ্নের ফেরীওয়ালা's picture


জেলখানাগুলান বড় করা লাগে... Laughing out loud Laughing out loud

~

১৫

তানবীরা's picture


খবরটা শুনে এত বিরাট আনন্দ হইতেছে। একে একে সবগুলারে আটক করা হইতেছে। অবস্থাদৃষ্টে মনে হইতেছে এইবার আর ছাড়াছাড়ি নাই।
এখন পালের গোদা গোলামাজমটারে আটকাইলেই কেল্লাফতে..

আমিও এ আশায় আছি

১৬

একলব্যের পুনর্জন্ম's picture


নজরুল ভাই , ২ বার চেষ্টা করেও সচলে কমেন্ট টা আসল না তাই এখানে পেস্ট করে দিলাম Sad

---------------------------

নজরুল ভাই , বছরের মাঝে এমন মেলার প্রয়াস খুবই আনন্দের খবর । ছোট পরিসরে শুরু হলেও সামনে এগিয়ে যাবে নিশ্চয়ই ।

যেটা ভালো লাগেনি , এই মেলায় এবং শুক্রবারের বই এর হাটে কিছু স্টলের অধিকাংশ বই পশ্চিম বাংলার প্রকাশনীর দেখে । এই নীতি আমাদের প্রকাশনা শিল্পের জন্য কি পজেটিভ ?

ভালো থাকবেন ।

১৭

একলব্যের পুনর্জন্ম's picture


নাহ এসেছে । আমি আগে কমেন্ট করিনাই তো , কিছু সময় পরে আসে মনে হয় । জানতাম না । ২ বার দিয়ে ফেলছি Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.