ইউজার লগইন

পারভেইচ্যারে, বল খেলাডা তওবা কইরা ছাড়। উৎসর্গ: আর্জেন্টিনার দুস্থ সাপোর্টারদের উদ্দেশ্যে ;)

আর্জেন্টাইনদের জন্য নিবেদিত,
ব্রাজিল সমর্থক গোষ্ঠী প্রযোজিত
নজরুল ইসলাম পরিচালিত
ইউটিউব পরিবেশিত
মাসুম ভাই এবং লীনা আপাকে উৎসর্গীকৃত
মহান ফুটবল সঙ্গীত
"বল খেলাডা তওবা কইরা ছাড়"
ছাড় ছাড় ছাড় ছাড় [ইকো ইফেক্ট হবে]

অডিও ভিডিও ডাউনলোড লিঙ্ক: http://www.youtube.com/watch?v=KaQOF2uqcHU

জনগনের বিশেষ সুবিধার্থে গানের কথা নিচে লিপিবদ্ধ করে দেওয়া হইলো:

পারভেইচ্যারে
বল খেলাডা তওবা কইরা ছাড়
আমি তোরে না করতাছি পাগল ছত্তার

২২ জনে একটা বল লয়া
বড় একটা মাঠে গিয়া
দৌড়াদৌড়ি ক্যার লাগিয়া
এইডা কী ব্যাপার?
পারবেইচ্যারে
বল খেলাডা তওবা কইরা ছাড়

বল লয়া দৌড়াদৌড়ি
গোলের হুমনে পাড়াপাড়ি
বেডি বেডায় কয় লাত্থি মারি
হয়া যাউক কর্ণার

পরে দুইজনের লাত্থির চুডে
দেখ বল কই গ্যায়া উডে
মাথায় হেট লয় রাগের চোটে
ডরায় না বাঙ্গে যদি ঘাড়
পারবেইচ্যারে
বল খেলাডা তওবা কইরা ছাড়

বেডারারায় অফসাইড করে
দেখ ব্যাকওয়ারায় ফাউল করে কয়বার
বেশি দৌড় তো পারে যারা
তারা খেলায় গেছেন তার
হাফ বেগিরা বাঘরা জঙ্গার ষাঁড়
রাইট লাইফটে আরামের খেলা
গোলিরা হাল দ্যায়া বলডা ধইরা মাডিত ফরে
মরনের ভয় নাইগা তার
পারভেইচ্যারে
বল খেলাডা তওবা কইরা ছাড়

এই যে খেলা হইলো শুরু
আউট হইলে আবার করে থুরু
রেফারি কিন্তু সবার গুরু
সবাই কতা মানে তার

পেনাল্টিক শট অইলে পরে
একলা গোলি যায়া বলডা দরে
না জানি বল কই বান পরে
মরিলে তো সবই অন্দকার
পারবেইচ্যারে
বল খেলাডা তওবা কইরা ছাড়
আমি তরে না করতাছি পাগলও ছত্তার
পারভেইচ্যারে...

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


নজু ভাই তু সি গ্রেট হো.।।।
তোফা কবুল করো.
।.।.।.।।। Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug

মানুষ's picture


Crazy

সালাহ উদ্দিন শুভ্র's picture


আপনার কল্যাণে অনেকদিন পরে শুনতেছি। থ্যাঙ্কু।

শাওন৩৫০৪'s picture


হা হা হা হা--------
আইজ মনে হৈতাছে, মাঠের খেলা ব্লগে হবো--------
অক্কি-ডক্কি, কোল্ড ড্রিংস আর চিপস লৈয়া সাইডে বসি, লগে ফুঁ বাঁশি Party Party Party .......
আর্গেন টীনা আর ব্রা জিলের বিশ্বকাপ কি পয়লা রাউন্ডেই শেষ হবে, নাকি কোনো একদল ২ য় রাউন্ডে উঠবে?
এরম একটা কুশ্চেন ও রাইখা গেলাম...

শওকত মাসুম's picture


messi1.jpg

maradona_worldcup_argentina.jpg

তানবীরা's picture


আমার সবচেয়ে প্রিয় গান এইটা Big smile

মুকুল's picture


Shock)

লীনা দিলরুবা's picture


নজরুল ভাই পোস্ট দিয়া পলায় গেলেন নাকী Tongue পলানোর আর শরমের কিছু নাই মেসিডোনা (কপিরাইট প্রথম আলো) দেখায় দিছে নান্দনিক ফুটবল খেলা কারে কয় Big smile আমরা পরমতসহিষ্ণু মানুষ দুস্থ টুস্থ কইয়া চিল্লাপাল্লা করিনা, খালি একটা প্রত্যাশা রাখলাম, এই বিশ্বকাপটা ব্রাজিলকে হার্ইয়াই আর্জুরা যেন জয় করে Cool

মীর's picture


এবারে বিশ্বকাপ কোন প্রত্যাশার ধার কিন্তু ধরতেসে না। এতে মজা বেশি

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.