নয়নদার জন্মদিনে
নয়নদা... নয়ন বড়ুয়া। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা। আমরা বন্ধু গ্রুপের সেই অমানবিক পত্র চালাচালির দিনগুলো থেকে আছেন। শুধু আছেন না, ব্যাপক ভাবে আছেন। ঢাকায় এলেই একটা আড্ডা জমে যেতো। আমরা বন্ধুর প্রথম পিকনিকে সপরিবারে চলে এসেছিলেন। ঢাকা থেকে কেউ চট্টগ্রাম গেলে একবার দেখা হতোই, যতো ব্যস্ততাই থাকুক। কক্সবাজার যাবার আসবার কালে চট্টগ্রামে এক টুকরো দেখা হলেও করে এসেছি নয়নদার সঙ্গে।
নয়নদার সৌজন্যেই একবার চট্টগ্রামে এবির আড্ডা হওনের যাবতীয় আয়োজন হয়ে গেছিলো। কিন্তু শেষতক সেটা আর হয়নি।
সদা হাসিখুশি বন্ধু বৎসল এই মানুষটা হয়তো ব্লগ পর্যন্ত আসতে পারেন নাই। কিন্তু আমরা বন্ধুর প্রায় জন্মলগ্ন থেকে সঙ্গী, প্রিয় মানুষ।
আজ নয়নদার জন্মদিন।
শুভ জন্মদিন নয়নদা...
:party:শুভ জন্মদিন
শুভ জন্মদিন ।
শুভ জন্মদিন নয়নদা...অনেক ভাল থাকেন...
(আমি আইতেসি চট্টগ্রাম, দেখা হইব আপ্নের সাথে)
নয়ন'দা, ক্যান আছন? গম আছন না? জন্ম দিনের শুভেচ্ছা।
নয়ন দা অনেক শুভেচ্ছা,আইতাছি বন্দর নগরী মাতাইতে।
শুভ ভুমিষ্ঠ দিন। ভালো থাকুন...
শুভ জন্মদিন ।
শুভ জনম দিন , নয়ন দা।
শুভ জন্মদিন ।
মন্তব্য করুন