ইউজার লগইন

একটি উত্তরাধুনিক ব্রাজিলিয়ান কবিতা ;)

brazil.jpg

পৃথিবীতে কোনো ফুটবল দল আছে?
আছে
বিশ্বের সেরা ফুটবল দল আছে?
আছে
কোন সে দল?
ব্রাজিল
জোরসে বলো
ব্রজিল
আরো জোরে
ব্রাজিল
তালে তালে
ব্রাজিল
তাল মিলায়ে
ব্রাজিল
সবার সেরা
ব্রাজিল
মাঠের সেরা
ব্রাজিল
আজকের খেলায়
ব্রাজিল
জিতবে কারা?
ব্রাজিল

আবার জিগস্!!!

আজকে শুরু হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ। শুভকামনা রইলো ব্রাজিলের প্রতি। ব্রাজিল্দাবাদ। ব্রাজিলের খেলার দিন গ্যালারি দেখতেও বিরাট আরাম। কিন্তু ইদানিং টিভিওয়ালারা খুব কাঠখোট্টা হয়ে গেছে। গ্যালারি দেখায় না Sad

[আজিব, এতো বড় একটা পোস্ট লিখলাম, তবু দেখি বলে পোস্ট র্শ্ট হইছে! মগের মুল্লুক নাকি? নিশ্চয়ই এইটা আর্জেন্টিনার আন্তর্জাতিক চক্রান্ত Wink আর্জেন্টিনার বিরুদ্ধে তাই ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানাই]

পোস্টটি ২৩ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


bra.jpg

মীর's picture


মাসুম ভাই অদ্ভূত।

রাফি's picture


তুফান হৈছে.........

এই ফাকে আর্জেন্টিনারে বাঁশ দেই.....

"যত শয়তান মিনমিনা
সব করে আর্জেন্টিনা" Devil

রাসেল আশরাফ's picture


কি শুনাইলেন নজু আর রাফি ভাই
এই ফাকে আর্জেন্টিনারে বাঁশ দেই Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause

বাফড়া's picture


বা... বা... বা...

এহেন চমতকার উত্তরাধুনিক কবিতার নাজিল
উপলক্ষ ওয়ান এন ওনলি ব্রাজিল;
এগ্রি উইথ নজু ভাই
ব্রাজিলের উপরে কথা নাই :দ Smile

কাকার পিকটা কপি করলাম Smile
========

@ মাসুম ভাই- আরো হট কোন পিক নাই???!!!! ব্রাজিলের সাপোটারগো লিগা ইরাম পাংসা ছবি দিলেন!!!!! দিক্কার

শওকত মাসুম's picture


ফ্যাসিস্ট মডুর ভয়ে দিতে পারতাছি না বাফড়া

বাফড়া's picture


মাসুম ভাই- এহেন ফ্যশিস্ট মডুর হটকারিতার জবাব আরো কিছু হট ছবি দেয়ার মাধ্যমেই সম্ভব.. আপনে পিক দিতে থাকেন...

ণিজের প্রফাইল পিক তো বহুত দেকলাম..... ব্রাজিলিয়ান বাফড়া দেখতাম চাই Wink Smile

নজরুল ইসলাম's picture


ণিজের প্রফাইল পিক তো বহুত দেকলাম..... ব্রাজিলিয়ান বাফড়া দেখতাম চাই

Rolling On The Floor

শওকত মাসুম's picture


আসেন দৃষ্টি একটু নীচে নামাই........

brazil_fan8.jpg

১০

স্বপ্নের ফেরীওয়ালা's picture


brz_0.JPG

১১

অপূর্ব সোহাগ's picture


ব্রাজিল ছাড়া আর কোনো দলই তো চোখে লাগে না।

১২

মীর's picture


নজরুল ভাই, ভালো ভালো।

১৩

শাওন৩৫০৪'s picture


ha ha ha, fodu deikha hashte hashte moira gelam-----

১৪

আশফাকুর র's picture


ব্রাজিল জিন্দাবাদ

১৫

মামুন হক's picture


এই পোস্ট আমার আর্জেন্টিনানুভূতিতে আঘাত হানছে। মডুরা গেলেন কই। নজুর ব্যাঞ্চাই। খাড়ান আর্জেন্টিনা নিয়াও পোস্ট আসিতেছে---অচিরেই Smile

১৬

আশফাকুর র's picture


তাড়াতাড়ি দেন।সেকেন্ড রাউন্ডের পর আর চান্স পাওয়া যাবেনা। Big smile Big smile

১৭

মুকুল's picture


ব্রাজিল নামটাই ম্রাত্মক সেক্সি! Love Cool Big smile
ব্রাজিলের উপ্রে কথা নাই। Party

১৮

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ফুটবল নিয়ে এটা বিশ্বের শ্রেষ্ঠ কবিতা হইছে Party Big smile Laughing out loud Party

~

১৯

মুক্ত বয়ান's picture


দিনের সেরা পোস্ট ভোটাভুটি হোক। আমি এইটারে নির্বাচিত করলাম। Smile

ব্রাজিল্দাবাদ। Smile

২০

তানবীরা's picture


হাসতে হাসতে গড়াগড়ি। ছবিগুলোর জন্য মাসুম ভাই চির স্মরনীয় হয়ে থাকবেন

২১

রুমন's picture


হা হা হা
দারুন কবিতা
পোস্টারটাও সুন্দর

২২

মামুন ম. আজিজ's picture


Tongue

২৩

হাসান রায়হান's picture


কাকাকাকী
kakakaki

২৪

সাঈদ's picture


মাছি থুক্কু মেছি Wink

২৫

সাঈদ's picture


এইটা মেছি থুক্কু মাছির ছবি ।

২৬

আহমেদ রাকিব's picture


Smile Smile Smile Smile

২৭

শওকত মাসুম's picture


কালকের রাতের শেষ খেলার রেজাল্ট কি?

২৮

আপন_আধার's picture


ব্রাজিল কুনুরকমে বাইচ্চা গেছে Laughing out loud

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.