আগে খুব করে মোরে মেরে ধরে শেষে আয় যাদু বাছা বলে, ও মা এই যে নিয়েছ কোলে
http://www.youtube.com/watch?v=mOpVdmFSkeU&feature=related
মা কে নিয়ে পৃথিবীতে অনেক অনেক গান হয়েছে। সেই ছোটবেলা থেকেই 'মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম' শুনতে শুনতে বড় হয়েছি। বড় হতে হতে জেমসের মা গাইতে গাইতে কণ্ঠ ফাটিয়েছি।
কিন্তু বছর তিনেক আগে সুমন পাটোয়ারির মারফত যখন ফসিলের 'মা' গানটা শুনলাম, তারপর থেকে আর কোন গান ভালো লাগে না। এই গানটাই হয়ে গেলো আমার মায়ের গান। মনে হলো যেন ক্বালব থেকে একেবারে নিঙড়ে বের হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা। স্কুল থেকে ফিরে অনেক দূর থেকেই চিৎকার করে 'মা ভাত দাও' বলার মতো। আবার মা মুখে তুলে খাইয়ে দেওয়ার মতো।
সব মিলিয়ে এই গানটা আমার খুব প্রিয় একটা গান হয়ে গেছে। মা এখন দেশে নাই। ওবামার রাজত্বে গিয়ে বসে আছে। আর আমি চিৎকার করে করে গাই...
তুমি তোমারই ধারারই মাঝে
মোরে পাঠালে আপন কাজে
আমি খেলা করি পথে
ফিরি পথ হতে
আঁধার জীবন সাঝে
আমি দাঁড়ায়ে ছিলাম তাই
ভীত নীরব অপরাধী সম
সুধালে জবাব নাই
মা তোর স্নেহের শাষণে
ক্ষমার আদরে
হৃদয় গিয়েছে গলে
ও মা এই যে নিয়েছ কোলে
আগে খুব করে মোরে মেরে ধরে
শেষে আয় যাদু বাছা বলে
ও মা এই যে নিয়েছ কোলে
গানটার একটা ভদ্র ভার্সন আছে। কিন্তু আমার উপরের পাগলামী ভার্সনটাই বেশি পছন্দ...
আপনার কল্যানে গানটা দেখা হল। আগে কখনো দেখি নাই। ভালো লাগলো
নজু ভাইরে ধৈন্যা----
ভালো লাগলো গান্টা। মা এর জন্য সব কিছুই ভালো লাগে।
কখনো শুনিনি গানটা। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমাদের ছোটবেলায় ফেরদৌস ওয়াহিদ এর, "এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা, যে মায়ের সন্তানেরা কাঁন্দে আবার হাসতে জানে" গানটাও খুব জনপ্রিয় ছিল
গানটার লিরিকস পড়ে যতো ভাল হবে আশা করেছিলাম ততো ভালাল্গে নাই
গানটা শোনা হয় নাই কখনো ...
ধন্যবাদ নতুন একটা গান শেয়ার করার জন্য
রূপমের সব গানই ভালা পাই : শুভেচ্ছা থাকলো ।
ধন্যবাদ গানটা শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই , শেয়ারের জন্য। আগে দেখি নাই, দেখতে হবে।
গানটা ডাউনলোড দিতাছি!
Nice Song!
দারুণ!
মা'কে নিয়ে গাওয়া সব গানই আমার ভাল লাগে, বাবাকে নিয়েও তেমন। এমনকি সেই গানটিও, আম্মাজান আম্মাজান চোখের মণি আম্মাজান।
bah.............
++++++ এর বাটন দেখতাচিনা।
বাহ
নজু ভাই পাগলামি গান টা ভাল লাগেনি। তবে ভদ্র ভার্সনেও চেচিয়ে উঠতে চেয়েছিল বালক। গান টা ভালি লাগলো।।
শুনি তাইলে গানটা।
তানিম্ভাই'র কল্যাণে গান্টা প্রথম শুনি। এরপর থেকে আমার ডেস্কটপে এইটা সেভ করা। প্রতিদিন উঠেই গান্টা চালায়ে দেই।
জোশ একটা গান।
অসাধারণ একটা গান ..................
গানটা দারুণ। নজরুল ভাইকে ধইন্যা এত সুন্দর গান রিকমেন্ড করার জন্য। ভাই কিরাম আছেন জানতে মুঞ্চায়..
মন্তব্য করুন