বইমেলায় কেনা (আউট) বই
এবার বইমেলায় সেরা পাওয়া ছড়াকার লুৎফর রহমান রিটন ভাইয়ের একটা বই। লাল লাল নীল নীল নামের এই বইটা তিনি উৎসর্গ করেছেন আমাদের "ন" পরিবারকে
এবারের মেলায় নতুন বই তেমন কেনা হয়নি এখনো। আমি পুরনো আর বিষয়ভিত্তিক কিছু বই খুজেঁ খুঁজে হয়রান হইছি। নতুন বইগুলো জমিয়ে রেখেছি শেষদিকে কিনবো বলে। জয়িতার অনুরোধে তালিকা শুরু করলাম-
ওজারতির দুই বছর- আতাউর রহমান খান
মেজর জলিল রচনাবলী
উপন্যাস সমগ্র- রশীদ করীম
রোদের অসুখ- আশরাফ মাহমুদ
অশ্রু ও রক্তপাতের গল্প- আহমাদ মোস্তফা কামাল
অবিশ্বাসের দর্শন- অভিজিৎ রায়, রায়হান আবীর
বঙ্গভবনে পাঁচবছর- মাহবুব তালুকদার
অবরুদ্ধ নয়মাস- আতাউর রহমান খান
যখন সময় এল- সৈয়দ আলী আহসান
মারবেল ফলের মওসুম- পিয়াস মজিদ
ট্রেন টু পাকিস্তান- খুশবন্ত সিং
সাদা কালোর অর্থনীতি- শওকত হোসেন মাসুম
একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর- কর্নেল শাফায়াত জামিল
চিত্রনাট্যকলা- সম্পাদনা অনুপম হায়াৎ
সুখ দুঃখের গল্প- সৈয়দ মনজুরুল ইসলাম
সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র- শেখ হাসিনা
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের কয়েকটি দিক- বদরুদ্দীন উমর
সময়ের কথা এবং আত্মবিশ্লেষণ- হুসেইন মুহম্মদ এরশাদ
প্রধানমন্ত্রীত্বের নয় মাস- আতাউর রহমান খান
পৃষ্ঠাগুলি নিজের- নাহার মনিকা
গণআদালত অসমাপ্ত মুক্তি সংগ্রামের জের- বদরুদ্দীন উমর
রাশপ্রিন্ট সঞ্জীব চৌধুরী
স্বৈরাচারের দশ বছর- আতাউর রহমান খান
মুক্তিযুদ্ধে নৌ অভিযান- কমান্ডো মোঃ খলিলুর রহমান
মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো- মেজর রফিকুল ইসলাম
মুক্তিযুদ্ধে নৌকমান্ডো- কর্ণেল মোহাম্মদ সফিক উল্লাহ
এক জীবন এক ইতিহাস- সিরাজুর রহমান
তিন দাগে ঘেরা বাংলাদেশ- হাসানুল হক ইনু
পাট: শিল্প ও শ্রমিক- প্রবন্ধ সংকলন
রাষ্ট্র ও রাজনীতিঃ বাংলাদেশের দুই দশক- আনু মুহাম্মদ
রাজনীকির তিনকাল- মিনানুর রহমান চৌধুরী
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস- ড। মোহাম্মদ হাননান
রমেশ শীল: অগ্রথিত গীতিগুচ্ছ
ভূতের বাচ্চা কটকটি- মুহাম্মদ জাফর ইকবাল
একটা লিটল ম্যাগ- গাণ্ডীব
হুমায়ুন আজাদের "বাক্যতত্ত্ব" বইটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বের করে, এখন আগামী প্রকাশনীর। ঢাবি সংস্করণের শেষ কয়েক কপি বাজারে আছে, দাম কম.. সেখান থেকে একটা কিনে নিলাম
রাসেল ভাই উপহার দিছে আমার ব্লগের সংকলন আমার চিঠি
এছাড়া আমারে কেউ উপহার দেয় না, নূপুররে সবাই দেয়
কতো নদী সরোবর- হুমায়ুন আজাদ
লাল নীল দীপাবলী- হুমায়ুন আজাদ
আব্বুকে মনে পড়ে- হুমায়ুন আজাদ
প্রকাশিত ও অর্ধপ্রকাশিত বক্রবয়ান- আরিফ জেবতিক
খুশবন্তু সিং এর আত্মজীবনী
বাদশাহ নামদার- হুমায়ুন আহমেদ
মাহমুদুল হক এ পর্যন্ত যা পড়েছি বেশিরভাগই অফিস থেকে হারিয়ে গেছে, আবার কিনতে চাচ্ছিলাম না, সমগ্র বের হলে একবারে কিনবো বলে, দুবছর ধরেই সাহিত্য প্রকাশকে গুঁতায়ে যাচ্ছিলাম সমগ্র বের করার জন্য। কিন্তু জানলাম সেটা হবে না, তাই এবার আলাদা আলাদাই কিনে ফেললা-
জীবন আমার বোন
অশরীরী
প্রতিদিন একটি রুমাল
অনুর পাঠশালা
পাতালপুরী
মাটির জাহাজ
নিরাপদ তন্দ্রা
বাংলাদেশের প্রকাশনা শিল্পে চিত্তরঞ্জন সাহার নাম নতুন করে কিছু বলার নাই, অতুলনীয়। তাঁর পান্ডুলিপি বাছাই কাজটা দারুণ। ফলে মুক্তধারার পুরনো বইগুলো বেছে কিনতে হয় না, চোখ বন্ধ করে কিনে ফেললেই হয়। দামও কম। আর তারচেয়ে বড় কথা এই বইগুলো আর হয়তো পাওয়া যাবে না। তাই আমি দাদার পিছে লেগে থেকে গোডাউন থেকে কুড়িয়ে কাড়িয়ে পুরনো বই সবগুলো তুলে তুলে আনছি আর কিনছি। এবারও কিনলাম অনেকগুলো-
আগমন সংবাদ- মঈনুল আহসান সাবের
জাগ্রত বাংলাদেশ- আহমদ ছফা
[মুক্তিযুদ্ধ চলাকালে পুঁথিঘর এর চিত্তরঞ্জন সাহা কোলকাতায় মুক্তিযুদ্ধের সমর্থনে মুক্তধারা নামের প্রকাশনী শুরু করেন। সম্ভবত প্রথম বই প্রকাশিত হয় আহমদ ছফার জাগ্রত বাংলাদেশ। বইটার নতুন সংস্করণ বাজারে আসছে]
শিলায় শিলায় আগুন- রিজিয়া রহমান
অন্য নায়ক- নাজমা জেসমিন চৌধুরী
দুই নায়ক- সাইফুল ইসলাম
গাদ্দার- কৃষণ চন্দর [এই বইটা এই নিয়া যে কতবার কিনলাম!]
গ্রহণের দিন- সুব্রত বড়ুয়া
আরেকজন আমি- মাহবুব তালুকদার
নদীর নাম গণতন্ত্র- বিপ্রদাশ বড়ুয়া
বাক্সবন্দী সব- রেজাউর রহমান
মায়ের কাছে যাচ্ছি- রশীদ করিম
দুর্জন উবাচ- খোন্দকার আলী আশরাফ [এই কলামটা ছোটবেলায় দৈনিক বাংলায় পড়তাম]
চেরাপুঞ্জী পলিটিকস- সাজেদুল করিম
বিচিত্র যত পদার্থ- আব্দুল হক খন্দকার
রক্তাক্ত মানচিত্র- আব্দুল হাফিজ সম্পাদিত
কুলিমেম- অজয় ভট্টাচার্য
সিন্ধুপারের উপাখ্যান- দিলারা হাশেম
মহুয়ার দেশে- তাসাদ্দুক হোসেন
পঞ্চুজরির শেষ বিবাহ- বিপ্লব দাশ
পরাবর্তন- আবুল ফজল
গাঙচিল- বিপ্রদাশ বড়ুয়া
নমামি- জিতেশ চন্দ্র লাহিড়ী
বাজ- আবুল হাসনাত
লেভ তলস্তোয়- আফ্রো এশীয় লেখক ইউনিয়ন
মংপুতে রবীন্দ্রনাথ- মৈত্রেয়ী দেবী
রায়হানের রাজহাঁস- আবু কায়সার
আমার একটা আকাশ ছিলো- ফারুক নওয়াজ
যমনিস সংবাদ- মিরজা আব্দুল হাই
কুটিরবাসী রবীন্দ্রনাথ- মৈত্রেয়ী দেবী
গণআন্দোলন- সৈয়দ আবুল মকসুদ সম্পাদিত
গণসংগ্রামের রক্তফসল- শুভ রহমান
গণঅভ্যুত্থান- বিপ্রদাশ বড়ুয়া সম্পাদিত
নির্বাচিত প্রেমের গল্প- বিপ্রদাশ বড়ুয়া
সুদুরের রংধনু- আজিজুর রহমান আজিজ
অমল ধবল চাকরি- রাহাত খান
বাঙলা একাডেমীর সেরদরে বিক্রির একটা স্টল আছে। পুরানা বই বিক্রি করে। সেখানেও মাঝে মধ্যে কিছু ভালো বই পাওয়া যায়, একদিন ঢুকলাম কিন্তু ততক্ষণে বই খুঁটায়া খুঁটায়া দেখার টাইম শেষ। কিছু বই প্রথমে বাছাই করলাম, কিন্তু তারপর আর সময় নাই। দাম কম তাই চিন্তা করলাম যে কয়টা বই সন্দেহজনক পাবো সেগুলো নিয়ে নেই, বাড়িতে বসেই নাহয় বাছবিচার করবোনে-
শঙ্খচিল- আন্তন শেখভ
তৃতীয় মীর- শান্তনু কায়সার [আমাদের মীর না কিন্তু, এইটা মোশাররফ হোসেন মীর]
তাঁদের সৃষ্টির পথ- বশীর আলহেলাল
গভীর গভীরতর অসুখ গদ্যসত্তার জীবনানন্দ- শান্তনু কায়সার
মীর মোশাররফ হোসেন নাট্য সমগ্র
বৈশাখী লোক উৎসব প্রবন্ধ ১৪০০
শতপুষ্পা- প্রবন্ধ সংকলন
বাংলাদেশে রবীন্দ্রচর্চা মূল্যায়নের রূপান্তর- মনিরা কায়েস [এইটা হুদাই কেনা হইলো :(]
আর এক দৃষ্টিকোণ- রশীদ করীম
টলস্টয় বিষ্ঞু দে ও অন্যান্য- হেলাল আহমেদ
মহিন শাহের পদাবলী
রত্নবতী থেকে অগ্নিবীণা সমকালের দর্পণে- মোহাম্মদ আব্দুল কাইউম [এইটাও দেখি হুদাই]
কাজী আব্দুল ওদুদের পত্রাবলী
কিংবদন্তীর গল্প [চট্টগ্রাম] সুচরিত চৌধুরী
অতীত হয় নূতন পুনরায়- রশীদ করীম
হারামণি- মুহম্মদ মনসুরউদ্দনি
বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈঃসঙ্গ্য চেতনার রূপায়ন- বিশ্বজিঃ ঘোষ
রবীন্দ্রনাথকে লেখা জগদীশচন্দ্র বসুর পত্রাবলী
বৈঠকী ছড়া- এখলাস উদ্দিন আহমদ
বাংলা কথা সাহিত্যে যুদ্ধজীবন- মাহমুদ উল আলম
মনের গহনে তোমার মুরতিখানি- রশীদ করীম
একই কাণ্ড ইউপিএল-এ। তাদেরও খোঁচায়া তাদের কিছু পুরনো স্টক আনায়ে নিলাম। নতুন পুরাতন মিলিয়ে তাদের বেশকিছু কেনা হলো-
প্রতিরোধের প্রথম প্রহর- মেজর রফিকুল ইসলাম
অনুত্তম বক্তব্য- সন্তোষ গুপ্ত
কালের ভেলায়- বাসন্তী গুহঠাকুরতা
সদর অন্দর- দিলারা হাশেম
সিকস্তি- হাসনাত আব্দুল হাই
চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন্স
পাকিস্তান ধর্ম ও দ্বন্দ্বের রাজনীতি- হাসান গারদেজি, জামিল রশিদ
শেষ পানপাত্র- বশীর আল হেলাল
চরবিনাশকাল- আবুবকর সিদ্দিক
মধ্যরাতের অশ্বারোহী- ফয়েজ আহমদ
সোয়ালো- হাসনাত আব্দুল হাই
সাতজন- হাসনাত আব্দুল হাই
তিন পুরুষের রাজনীতি- রফিক কায়সার
উড্ডীন কড়চা- আলমগীর সাত্তার
মহাপুরুষ- হাসনাত আব্দুল হাই
একালের বয়ান- আতাউস সামাদ
শুন হে লখিন্দর- শওকত আলী
জেন এয়ার- শার্লোট ব্রন্টি
বঙ্গবন্ধুর মন্ত্রিসভায়- মফিজ চৌধুরী
লেখকের রোজনামচায় চার দশকের রাজনীতি পরিক্রমা প্রেক্ষাপট বাংলাদেশ- আব্দুল হক
বাংলাদেশ পুনর্গঠন ও জাতীয় ঐকমত্য- আবুল মাল আব্দুল মুহিত
ইতিহাস আমাদের দিকে- সন্তোষ গুপ্ত
পতঙ্গ পিঞ্জর- শওকত ওসমান
ল্যাংড়ী- আবু জাফর শামসুদ্দীন
জেল হাজতের মানুষ- ফজলুল কাশেম
তোমার পতাকা- মিরজা আব্দুল হাই
ঘর মন জানালা- দিলারা হাশেম
একটি ফুলকে বাঁচাবো বলে- মেজর রফিকুল ইসলাম
বাঙালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য- যতীন সরকার
মানিক বন্দোপাধ্যায়- কায়েস আহমেদ সম্পাদিত
স্মরণীয় সাংবাদিক- মুহাম্মদ জাহাঙ্গীর
সেই পাখি- শহীদ আখন্দ
এছাড়া অনেকগুলা সেবার বই কিনছে নূপুর, আর বাচ্চাদেরও অনেকগুলা বই কেনা হইছে নিধির জন্য
আপাতত এই, গরীব হয়ে গেছি... দেখা যাক আগামী দুই তিনদিন কিছু কিনতে পারি কী না। তবে আমার জানামতে এবার কবি আশরাফ মাহমুদ প্রচুর বই কিনছে, তার লিস্ট দেখতে চাই
আরাশীর বইটাও আছে ঘরে, তালিকায় দিতে ভুলে গেছি
একই কথা গোয়েন্দা ঝাকানাকার ক্ষেত্রেও
পোস্টের জন্য ধইন্যা নজরুল ভাই।
মাথাটা ঘুরাইতেছে! এত্ত বই কিনেছেন!!
বইগুলো পড়ে কয়েকটা রিভিউ দেবার অনুরোধ রাখলাম।
রিভিউ লেখা অনেক কষ্টের কাজ, পণ্ডিতরা লিখবে, আমি মনের আনন্দে পড়ি
আপ্নে মনের আনন্দেই লিখেন। আপনার বই বাছাই পছন্দ হৈছে। বই কেনার কারণ নিয়াও বলেন। কি কারণে কোন বইটা কিনলেন। ওজারতির দশ বছর টাইপের বই যে কত মজাদার এইগুলা অন্যের মুখেও জানতে ইচ্ছা করে। আমিও মনের আনন্দে বই পড়ি, কিনি। আপনার তালিকার বেশ কয়েকটা বই আমার আছে। স্বৈরাচারের টাও আছে। খুশবন্ত তো অনবদ্য। প্রমীলারা পড়েছেন জটিল।
কয়েকবছর আগে ফেরদৌসী মজুমদারের 'মনে পড়ে' পড়ছিলাম এবার রামেন্দু মজুমদারের- প্রথম তিরিশ কিনলাম, পড়লাম। ওনাদের বিয়ে কিভাবে হলো, কি করে সামলেছেন বয়ে পরবর্তী ঝামেলা এসব অনেক কৌতুহল মিটিয়েছে বইটি। জিনান সৈয়দের আর মৌলি আজাদের নিজেদের বাবা নিয়ে লেখা বই দুইটাও কিনলাম-পড়লাম। ভালো লেগেছে।
প্রতিটা বই কেন কিনলাম তা লিখতে গেলে বিরাট লম্বা হয়ে যাবে, কিন্তু প্রতিটা বই কেনার পেছনেই কারণ আছে। লিখতে পারলে মজাই হতো। আতাউর রহমান খানের চার বইয়ের সেটটাই কিনছি। এবার স্বৈরাচার বিষয়ক বেশ কিছু বই কিনছি, পড়তেছিও। খুশবন্ত আমারও ভালো লাগে
প্রমীলারা পড়ি নাই এখনো
ফেরদৌসী মজুমদার আর রামেন্দু মজুমদারের বই দুইটার একটাও পড়ি নাই, জিনান সৈয়দ মৌলি আজাদেরটাও না
টাকা নাই গো লীনা আপা, গরীব হয়া গেছি, এই দুঃখে বইমেলায় যাওয়াই বন্ধ করে দিছি
আমার বাবার কয়েকটা ডায়েরী আছে সেখানে উনি ঠিক কি কারণে কোন বই কিনেছেন তার বিস্তারিত লেখা আছে। কোন দোকান থেকে, কত টাকায় বইটি কিনলেন সেটা ডায়েরীতে বিস্তারিত লেখা। বাবার ডায়েরী লেখার অভ্যাস। এত নিখুঁতভাবে ডায়েরী লিখতে আমি কাউকে দেখিনাই। বাবার বিয়ের দিন খাবারের কি কি মেন্যু ছিল, কে কে গেল, কারা কি উপহার দিলো, গেটে কে কি মজা করেছে সব লিখা আছে। অদ্ভুত লাগে পড়তে। আমাদের সাত ভাই বোনের কার কখন জন্ম, কোন দিন কান ফোঁড়ানি, প্রথম স্কুল....সব সবই আছে। প্রত্যেকের জন্য বিশ-পঁচিশ পাতার চ্যাপ্টার। সেখানে সবার প্রতিটি ঘটণাই আপডেট হচ্ছে। অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেল্লাম
আপ্নে গরীব!! এত এত বই যে কেনে সে যদি গরীব হয় আমরা তাইলে কি!!
আপনার বাবার যা অভ্যাস, হুবহু আমার বাবার এই অভ্যাস ছিলো। দিনপঞ্জী লিখতো না, কিন্তু ডায়রিতে সবকিছু লিখে রাখতো। বই কেনার ইতিহাস বইতেই লিখে রাখতো। আমি কলেজে পড়ার সময় একটা কাগজ ছাপছিলাম, বই কিনে সেই কাগজ বইয়ের গায়ে সাঁটায়ে দিতাম, তাতে বইয়ের নাম ধাম লেখা থাকতো। এখন আর নাই সেসব, সেসব বইও সব গোল্লায় গেছে
আমি তো গরীবই, এখন তো ঘরে চাউল কিনার পয়সা নাই, দুইডা বাজার কইরা দিয়া যান গো আফা
বাহ! আপনার বাবারও এমন অভ্যেস! ভালো লাগলো জেনে। চিমটি আপনারে
নজরুল ভাই কুটি কুটি বই কিনে ফতুর হয়ে গেছেন নাকী! ইহাকে বেদবাক্য মাইনেন, 'বই কিনে কেউ দেউলিয়া হয়না'
আপ্নের ব্যাঙ্কার বৌরে কন চাল কিনতে। আফায় বরং ব্লগাই আর আপনের বইর লিস্টি থেইকা নাম বাছাই করি
আহারে। লীনাপা , বইমেলায় গেলে নজরুল ভাইরে ফ্রাইড রাইস খাওয়াইয়েন।
দুনিয়ার সবচেয়ে ভালো কথাটা এইমাত্র জয়িতা আপা লেখলো
নজরুল ভাই বাংলাদেশের পরের খেলা আমরা জমায়া দেখুম। আপ্নেও আইসেন। জয়িতা যেমন বলছে সেইটাও খাওয়া হবেনে। ঠিকাছে বস?
আমিও বাসা থেকে হাতির ডিম, ঘোড়ার ডিম কিছু এক্টা নিয়া আসবোনে।
পুনরায় হাততালি...
হাততালি... এখন থেকেই না খায়া বইসা থাকলাম
আরে না, এখন তো আমরা আপনার বাড়ির কাছে থাকি, ভাবতেছি তিনবেলা আপনের বাড়িতে হাজির হমু। সকালে মর্নিং ওয়াক করতে করতে, দুপুরে মেয়েরে স্কুল থেকে আনার পথে, আর রাতের বেলা বেড়াতে যাবো
নিশ্চয়ই আপনি তাড়ায়া দিতে পারবেন না তাই না?
হ। লীনাপা লুক ভালু।তাড়ায়া দিবো না। আমিও তাইলে যামুনে। রানতে অনেক কষ্ট লাগে।তবে ক্রসফায়ারের এক্টা ভয় থেকেই যায়।
গইড়ায়া হাসলাম এই কথা শুইনা। আবার ডরাইলামও
নজরুল ভাই আপ্নে নিধিরে নিয়া আসলে বেপদ আছে, আমার মেয়ে নিধিরে রেখে আপনারে ফেরত পাঠাবে। ও বাচ্চা দেখলে সেইটারে দখল করে। রায়হান ভাইর মেয়ে রিমঝিমের সাথে খেলে আর নাচনাচি করে এখন বলে, মা তোমার বন্ধুর বেবীকে আনো
আমি মোটামুটি রানতে পারি, জয়িতাও আরো ভালো পারে, কালকে যে শুটকির ভর্তা দিছে সেইটা খেয়ে আমি ভাস্করদার মতো ওরে আক্রমণ করুম কিনা ভাবতেছি
নিধির লগে নিধির বাপরে পেটেভাতে রাইখা দিলে আমার আপত্তি নাই
আমিও রানতে পারি
নিধির লগে নিধির বাপরে পেটেভাতে রাইখা দিলে আমার আপত্তি নাই
নজরুল ভাই এর জানে ডর ভয় নাই। বাঘের বাচ্চা।বন্দুকের নল মাথায় লাগায়াও বলে আপত্তি নাই।
পেটে খাইলে পিঠে সয় রে ভাই
নজরুল ভাই গুলাছে।পিঠ থাকলে তো পিঠে সইবে। কিছু বুঝনের আগেই পুলিশ দুলাভাই দিবো ক্রসফায়ারে।
ডরাইছি... তাইলে তফাৎ যাই
আরে জয়িতা দেখি আমার শান্ত-ভদ্র জামাইটার বদনাম করে। যার নাম 'বাবু' সে ক্যামনে গুল্লি মারবো !! নজরুল ভাই ডরায়েন্না। জয়িতা সহ আসেন, দুপুর বেলা ভাইবোনরা মিল্যা ভাত খাই
দিলেন তো মন্টা খ্রাপ কইরা। আজ খাবার আনি নাই। দুপুরে ভাত খাই নাই।
বদনাম করলাম নাকি আপনার বাবুর? পুলিশ দুলাভাই তো লুক ভালু। তাই বলে নজরুল ভাইরে এমুন অভয় দিয়া বিপদে ফালাইয়েন না।
ছি ছি। নাউজুবিল্লাহ। এইটা আমি বানাই নাই।
নিধির লগে নিধির বাপেরে রাখলে তো আমিই ক্রস ফায়ারে যামু
আচ্ছা আমার কথা প্রত্যাহার করলাম
গইড়ায়া হাসনের ইমো
গরীবদের কান্ড দেইখা তব্দা খাইতেছি। আমি ফকির তাই চুপ। খুশবন্ত কিনুম যেদিন যামু।যদিও ফকির।
সব ট্যাকা শেষ... তার উপরে বই রাখার জন্য আসবাবপত্র বানাইছি গতমাসে
এই নেন
চাটনী বানায়া আমাদের দাওয়াত দিয়েন।
ঠিকাছে
বাদশাহ নামদার এর ব্যাপারে প্রথম আলোতে পড়েছি। এইটার প্রিরিকুইজিট গুলবদন বেগমের হুমায়ুন নামা নওরোজ থেকে কিনছি। হুমায়ুন আহমেদ এইটার সাহায্য নিছেন বলে জানালেন। লোকটার তো ঠিকঠিকানা নাই, ওর বই কিনতে ভরসা পাইনা। আপ্নে একটা রিভিউ দেন, তাইলে কিনুম
এই বই আমার না, আমি তারে কিনি না।
নূপুরের সম্পত্তি এইটা, পড়তে দেরী আছে আমার
কবে দেশে যামু এত এত বই কিনুম
আপনার কালেকশান দেখে কিনতে না পারলেও শান্তি লাগছে।
বই মানে শান্তি। বই কিনুন। শান্তি অব্যাহত থাকুক
চিন্তার কী আছে, ডলার পাঠায়ে দেন, আমি নিজ দায়িত্বে কিনে রাখবো আপনার জন্য
কিনে রাখলে আমি পাবো কেমনে? আপানার বই এর বিশাল ভান্ডার দেখে মনে হলো আপনি কিনে পড়তে পড়তে পুরান করে ফেলবেন
আপনাকে দেবো তা তো বলি নাই, আপনি কিনবেন আমি পড়বো। আপনার কেনার সুখটা হইলো, আমার পড়ার সুখটা হইলো
আমিও সে কথা বলছে চেয়েছি। সরাসরি বলতে পারি নি
আপাতত আপনার বই পড়ে একটা একটা রিভিও লিখেন। আমরা তা পড়ে বই না কেনার সুখ পাই
এতগুলা বই পড়ে মাত্র একটা রিভিউ লিখুম!
একটা বই এর জন্য একটা একটা রিভিও
কথা এত প্যাচ খায় কেন?
এত রিভিউ লিখতে গেলে মইরা যামু... বাঁচান আমারে
রিভিউ লিখে কেউ দেউলিয়া হয় না
আমি তো রিভিউ লেখনের আগেই দেউলিয়া হয়ে গেলাম
খাইছে।মাথা ঘুরানির ইমো কই?এত্ত বই কিনলেন?রাখছেন কই?ঠিকানা দেন।
লাভ নাই, এইবার বইমেলা আসনের আগেই বইয়ের বৃহৎ বৃহৎ আলমারি বানাইছি। সব তালামারা
খাইছে আমি এত বই কোন দোকানেও দেখি নাই।
লাইব্রেরী খুললে খবর দিয়েন পেটে ভাতে লাইব্রেরিয়ান চাকরীটা করতে চাই।
ধুর মিয়া, কী যে কন... ট্যাকা নাই সেই কষ্টে মেলাতেই যাইতেছি না
বই কিনে কেউ দেউলিয়া হয় নাই! আপনার জন্য অভিনন্দন।
আমি হইছি
অমল ধবল চাকরি- রাহাত খান কোথা থেকে কিনলেন? এইটা পড়ার ইচ্ছা আছে।
উপন্যাস সমগ্র- রশীদ করীম কিনলেন তাইলে আবার আলাদা করে মায়ের কাছে যাচ্ছি কিনলেন কেন? এইটাতো উপন্যাস সমগ্রতেই রয়েছে।
অমল ধবল চাকরি আমার খুব প্রিয় একটা উপন্যাস। এটা পয়লা কেনার পরে হারাইছি, দ্বিতীয়বার কেনার পরে একজনে পড়তে নিয়া আর দেয় নাই। গত বইমেলার সময় স্টলে ছিলো না, দাদার হাতে পায়ে ধইরা গোডাউন তালাশ কইরা আনায়া কিনছি, সেইটাও কে যেন মাইরা দিছে। এইবার দাদারে আবার হাতে পায়ে ধরছি, গোডাউনেও ছিলো না, দাদা কোথা থেকে যেন ছিঁড়া একটা কপি এনে আমারে উপহার দিছে। এইবার এইটারে সিন্দুকে ভইরা রাখুম
মায়ের কাছে যাচ্ছি আগে কিনছি। তারপর মনে হইলো রশীদ করীম উপন্যাস সমগ্রটার দাম এবছর কম আছে, বইয়ের দাম যেভাবে বাড়তেছে, আগামীবার ডবল হয়ে যাবে, তাই কিনে রাখলাম। আইচ্ছা যান, মায়ের কাছে যাচ্ছি আপনের জন্য উপহার হিসেবে থাকলো।
চোখের সামরে উপহাড় দেওয়াদেয়ি হইতাছে! ফকির আমি, দান করে আরেকজনরে! এই কি বিচার!
আছে, ব্যবস্থা আছে, চুপ কইরা বইসা থাকেন, আখেড়ে ফজিলত পাইবেন
অমল ধবল চাকরি আমারে পড়তে দিয়েন। আমি বই মারিং- কাটিং করিনা, ফেরত দিমু। আপনের একটা বই আমার কাছে আছে, ওইটা নিবেন্না?
মাসুম ভাই রশীদ করীম এর উপন্যাস সমগ্র নিয়া ব্যাপক প্রসংশা করছেন দেখে এইটা কিনছি, পড়াও শুরু করছি। দারুণ ধার ওনার লেখার। মায়ের কাছে যাচ্ছি ওইটাতেই আছে, এইটা আপ্নে বরং ছায়া আপা জয়িতারে গিফট কৈরা দেন
ঠিকাছে, অমল ধবল চাকরি পড়তে দিমু। সন্ন্যাসের সহচর ফেরত নিমু।
রশীদ করীম দুর্দান্ত লেখক। তাইলে মায়ের কাছে যাচ্ছি এখন জয়িতার কাছে যাবে
সন্ন্যাসের সহচর কেনার কারণ আপ্নে বলছিলেন, এই বইর মত করে পরে আপ্নে একটা বই লিখবেন, বইর গল্প ধরায় দিলাম, নেন এবার বইর গল্প লেখা শুরু করেন, পর্বে পর্বে লেখেন, কোনটা চার পাঁচটা বই নিয়ে কোন টা ধরেন একটা বই নিয়াই।
আপ্নের কাছে কত গল্প, ধরেন সুবর্ণা মুস্তফা। এই ভদ্র মহিলার প্রতি আমার খুব আগ্রহ, এনারে এত ভালোলাগে.......... সুবর্ণা মুস্তফারে নিয়া লেখেন্না একটা লেখা
জয়িতা বই পায়া গেল....হাততালি
সুবর্ণা মুস্তফা। এই ভদ্র মহিলার প্রতি আমার খুব আগ্রহ, এনারে এত ভালোলাগে.......... সুবর্ণা মুস্তফারে নিয়া লেখেন্না একটা লেখা !!
ঠিক আছে, বই কেনার গল নামে একটা সিরিজ চালু করুম তাইলে
আর সুবর্ণা আপারে নিয়া কী লেখুম? আমি সেই ছুটুবেলা থেকে তার ফ্যান। জীবনে কারো কাছে অটোগ্রাফ চাই নাই ছোটবেলায়, কিন্তু এরশাদ বিরোধী এক সভা হইতেছিলো টিএসসিতে, সেখানে দেখি তিনি বসা। সোজা অটোগ্রাফের আব্দার জানাইলেম, দিলো না। তখন অবশ্য দেওনের পরিস্থিতিও ছিলো না।
কিন্তু জেদ রয়ে গেলো...
তার প্রায় বহুগুলা বছর পরে এক সকালে আবিষ্কার করলাম নাটকে আমি পরিচালনা করতেছি, সুবর্না আপা অভিনয় করতেছে।
বইর গল্প পড়ার অপেক্ষায় থাকলাম।
আমিতো জানি আপ্নের পরিচালিত নাটকে উনি অভিনয় করেছেন তাই আপনার কাছে ওনার গল্প শুনতে চাই। আপ্নে নির্মোহ ভঙ্গিতে গল্প বলতে পারেন তাই সেইটা উমদা হবে না পড়েই বুঝতে পারছি।
সুবর্ণা কথন তাইলে পাচ্ছি
বন্ধু আমার জন্য কী কিনলি?
তুই গতবারে যা কিনে দিলি তার সব এখন পর্যন্ত পড়া শেষ হয় নাই, তাই খুব্বেশী এইবারে না কিনলেও চলবে
কবে আবি দেশে?
আইতে তো চাই, কিন্তু টেকা যে নাই বন্ধু..
মিছা কথা কইলে আল্লায় গুনা দেয়
বাহ্ দারুণ! পুরনো বইগুলোর অনেকগুলোই বাসায় আছে, কমন পড়লো দেখে ভালো লাগলো। আপনার তালিকার বেশ কয়েকটা বই আমার খুব পছন্দের; ট্রেন টু পাকিস্তান বোধহয় সবচেয়ে বেশিবার পড়েছি। শহীদ আখন্দের বইয়ের নাম দেখে স্মৃতিকাতর হলাম, অনেকদিন দেখা হয়নি তাঁর সাথে, শৈশবে প্রচুর বই উপহার পেতাম তাঁর কাছ থেকে, 'স্বপ্নের হাসিকান্না' তাঁর লেখা সেরা বই, শিশু-কিশোরপাঠ্য অবশ্য।
এবার ব্লগারদের বই কিনেছি অগ্রাধিকার ভিত্তিতে। মাসুমভাইয়ের বইও কিনতে হয়েছে । সৌভাগ্যক্রমে অটোগ্রাফটা অবশ্য পেয়েছি।
উপহার দিয়েছি কিছু; পেয়েছি সুমন্ত আসলামের বই, সঙ্গে অসাধারণ এক অটোগ্রাফ।
ব্লগারদের মধ্যে সাইফুল আকবর খানের চমৎকার বই 'ত্রিধা' দ্বিতীয়বারের মতো অটোগ্রাফসহ উপহার পাবার সৌভাগ্য হয়েছে।
আমি অটোগ্রাফসহ বই উপহার দেওয়া এখনো শুরু করি নাই। নুশেরাসহ কিছু কাছের মানুষ তো পাবেই।
থাক, কষ্ট কৈরেন না আর, অটোগ্রাফ অলরেডি যেটা পাইছি, কাফি
দেবপ্রিয় দাকেও এখনও দেওয়া হয়নি। সুতরাং.................
আরে আমার কাছে তো আছেই, উইথ অটোগ্রাফ, কাজেই......
ইয়ে মানে আমার কপিটা
বই লাগবো না, অটোগ্রাফ চাই
আপনার বই আর পড়ার অভিজ্ঞতার কাছে আমি নস্যি...
অনেকগুলো বই কমন পড়ে গেল। আপনার তো এবারও পলান সরকার হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে।
বাহ আপনিও সুচরিত চৌধুরীর বইটা কিনলেন? আমি তিন জনরে মেলায় পাঠিয়েও কিনতে পারলাম না। তাই তো কই এই বই এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন?
এবার পলান সরকারের ধারে কাছেই ঘেঁষবো না। এবার পাইলে আশরাফ মাহমুদ পাইতে পারে। সে অনেক বই কিনছে। যদিও ধারণা করি এতো বই সে নিয়ে যাইতে পারবে না বিদেশে। তক্কে তক্কে আছি উদ্বৃত্তগুলা দখল করার
সুচরিত চৌধুরীর বইটা আপনার দরকার তাইলে একবার আমারে কইলেন না ক্যান?
ওরে বাপরে। তখন পড়বেন এত্তো বই? আমিও একটা লিস্ট দেবো ভাবতেছিলাম।
কিন্তু আপনার তালিকা দেইখা আর ভরসা পাইলাম না।
আরে দিয়া দেন দিয়া দেন... এবার আমি হইলাম গরীব অথচ মেধাবী পাঠক। খুঁজে খুঁজে কমদামী বইগুলা কিনছি
আপনার তালিকা পড়তে চাই।
আজকেও বেশ কিছু বই কেনা হলো...
রুশ রস- মাসুদ মাহমুদ
সোভিয়েতস্কি কৌতুকভ- মাসুদ মাহমুদ
চেতনার এলবাম এবং বিবিধ প্রসঙ্গ- আবদুল হক
কাঙাল হরিনাথ মজুমদার স্মারকগ্রন্থ
ছিলটে প্রচলিত পই-প্রবাদ ডাক-ডিঠান
কালো ছেলেঃ শৈশব ও যৌবনের বৃত্তান্ত- রিচার্ড রাইট
কাভিগো- গ্যোয়েটে
কামরুল হাসান জীবন ও কর্ম- সৈয়দ আজিজুল হক
সেদিন চিন্তা করছিলাম, আপনি নিশ্চই এবারও মেলার অধিকাংশ বই একাই কিনে ফেলছেন। এর আগের বছরের পোস্টটা দেখেছিলাম তো
যাক্। ওস্তাদ কখনো আমারেও এমুন মওকা মিলাক।
ভাইরে, ট্যাকার অভাবে এইবার মেলায় যাওয়াই বন্ধ করে দিছি শেষদিকে
কতো বই কেনা বাকী... কিছুই হইলো না
থাক্ আপনে অলরেডী যা কিনেছেন, তাতেই সাধারণ জনগণের ভাগে টান পড়েছে। বাকীগুলো নাহয় আগামীবার
আপনার মতোন বইপাগল মানুষ আমি অনেক কম দেখছি।
পাগল কইলেন
মেঘলাকে আমার খাবারটা দিয়ে প্রায়ই আমি বলি, তোমার খাওয়াই আমার খাওয়া। ইচ্ছে করছে আপনাকে বলি, আপনার পড়াই আমার পড়া নজু ভাই
এখন পড়ছি মাসুদ মাহমুদ [সন্ন্যাসীদা] এর লেখা বই রুশ রস... সেখান থেকে ছোট্ট তিনটা গফ কই শোনেন-
-নতুন করে জীবন যাপনের উপায় কী?
-আত্মজীবনী লিখতে বসুন।
-ডিসিপ্লিন কী?
-বসের চেয়ে বোকা হবার ভান করার আর্ট।
পোষা কুকুরটা হারিয়ে গেছে। গুগলেও খুঁজে পাইনি
এইবারও পুরস্কার নেওনের খেয়াল আছে ?
আপনার দারুণ পাঠোভ্যাস আর আপনার বই কেনার সাহসকে সম্মান জানাই ।
এবার এই এক সমস্যা হইছে, মেলায় আমার হাতে বই দেখলেই সবাই খালি জিগায় পুরষ্কারের খায়েশ আছে নাকি?
ঐ ঘোড়ার ডিমের পুরষ্কারের জন্য কেউ বই কেনে? টাকা থাকলে তো আরো কতো বই কিনে ভাসায়া দিতাম
আরো দুইটা বই-
রাজনীতি '৯৫- ফয়েজ আহমদ
বাংলাদেশ: রাষ্ট্র ও সরকারের সামরিকীকরণ- হাসান উজ্জামান
আপনে তো মিয়াভাই 'বই পালোয়ান!' অনেকককককককদিন বাদে আপনার চাঁদবদন খান দেখি বড়ই ভালা পাইলাম। 'রোদের অসুখ' বইখান পড়া হইলে একখান রিভিউ লেখবার বিনীত অনুরোধ/আব্দার জানাইয়া গেলাম। নিধি-নিধির মা আর বাপের জন্য হৈ হৈ বই বই মৌ মৌ গন্ধভরা পুষ্পিত শুভেচ্ছা (এইগুলি নিধির জন্ন)
ওরে, কবিতা তো বুঝিই না, রিভিউ লেখুম কেম্নে!
ধইন্যবাদ
তাইলে কিনছেন কেনু কেনু কেনু
শেষবারের মতো বুঝার চেষ্টায়
আমি এই বার বেশী কিনছি সমগ্র তালিকা বানইতাছি।
লগে ঠিকানাও দিয়েন, বই চুরি করতে আসতে হবে না?
জলদি দেন
আমি নতুন পুরান মিলিয়ে যা কিনছি এইবার ...............
সাদা কালোর অর্থনীতি- শওকত হোসেন মাসুম
প্রকাশিত ও অর্ধপ্রকাশিত বক্রবয়ান- আরিফ জেবতিক
চন্দ্রাবতীর চোখে কাজল রং -আবদুর রাজ্জাক শিপন
অশ্রু ও রক্তপাতের গল্প- আহমাদ মোস্তফা কামাল
শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় - নির্ঝর নৈঃশব্দ্য
পাখি ও পাপ - নির্ঝর নৈঃশব্দ্য
রোদের অসুখ- আশরাফ মাহমুদ
অসমাপ্ত বিপ্লব, অমর বিপ্লবী কমরেড চারু মজুমদার - মনজুরুল হক
ব্রুটাল - মনজুরুল হক
মানবসঙ্গবিরল - সালাহ উদ্দিন শুভ্রু
শোকার্ত আলোর নিচে - প্রণব আচর্য্য
রাশপ্রিন্ট - সঞ্জীব চৌধুরী
মুসলিম জগতের জ্ঞানতাত্ত্বিক লড়াই - পারভেজ আলম
আমাদের কোনো প্লাতেরো ছিল না - তমিজ উদ্দীন লোদী
দোতলার মানুষ - স্বদেশ হাসনাইন
টোটেম সঙ্গীত - আন্দালীব
গুহার দরিয়া থেকে ভাসে সূর্যমেঘ - ফকির ইলিয়াস
স্বরচিত অন্ধকার - আতাউর রহমান মিলাদ
বৃষ্টির বীজপক্ষ- কাজল রশীদ
রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট - সরদার ফজলুল করিম
স্ফুলিঙ্গ থেকে দাবানল - বেলাল চৌধুরী
আখতারুজ্জামান ইলিয়াস : নির্মাণে বিনির্মাণ - ড. আলাউদ্দিন মন্ডল
প্রবন্ধসমগ্র-১ - আবদুল মান্নান সৈয়দ
নির্বাচিত কিশোর সাহিত্য - কাজী নজরুলইসলাম
নির্বাচিত প্রবন্ধ -আহমদ ছাফা
আধুনিক বাংলা কবিতাও মিথ - বেগম আকতার কামাল
আমার নজরুল - কবীর চৌধুরী
আমার আশাবাদ -আবদুল্লাগ আবু সায়ীদ
রচনাবলী-১ - হুমায়ুন আজাদ
রচনাসমগ্র -১ - আখতারুজ্জামান ইলিয়াস
রচনাসমগ্র -২ - আখতারুজ্জামান ইলিয়াস
রচনাসমগ্র -৩ - আখতারুজ্জামান ইলিয়াস
রচনাবলী -১ - সেলিম আল দীন
রচনাবলী -২ - সেলিম আল দীন
রচনাবলী -৩ - সেলিম আল দীন
রচনাবলী -৪ - সেলিম আল দীন
রচনাবলী -৫ - সেলিম আল দীন
রচনাবলী -৬ - সেলিম আল দীন
রচনাবলী -৫ আহমদ শরীফ
রচনাবলী -১ - রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
রচনাবলী -২ - রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
সুকান্তসমগ্র - সুকান্ত ভট্টাচার্য
গল্পসমগ্র - আবদুশ শাকুর
গল্পসমগ্র - রাবেয়া খাতুন
উপন্যাসসমগ্র ১ - হুমায়ুন আজাদ
কিশোর সমগ্র - হুমায়ুন আজাদ
উপন্যাসসমগ্র ৩ - হাসনাত আবদুল হাই
শ্রেষ্ঠ উপস্যাস - মানিক বন্দ্যোপাধ্যায়
মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র - হুমায়ূন আহামেদ
কবিতাসমগ্র -আবু জাফর ওবায়দুল্লাহ
দহনকাল - হরিশংকর জলদাস
জলপুত্র - হরিশংকর জলদাস
কসবি - হরিশংকর জলদাস
কৈবর্তকথা - হরিশংকর জলদাস
জলতাসীর গল্প - হরিশংকর জলদাস
লাল নীল দীপাবলী- হুমায়ুন আজাদ
ভগবানের সাথে কিছূক্ষণ - কৃষণ চন্দর
গাদ্দার- কৃষণ চন্দর
সংশপ্তক - শহীদুল্লাহ কায়সার
আরো কিছু আছে পরে দিমুনে।
কী কী চুরি করুম সেইটার লিস্ট করে ফেললাম, এইবার ঠিকানা দেন। আর আলাদা পোস্ট দেন না ক্যান?
ঠিকানা দিয়া কী বিপদে পড়তে কন নাকি ?
বিপদে পড়বেন না তো, বইগুলা হারাইবেন
এইটা তো সব চেয়ে বড় বিপদ
মেলায় যাইবেন না আজকে? যাইতাছি অখন
আসার ইচ্ছা ছিল কিন্তু রেল দুর্ঘটনার জন্য আর আসা হয়নি।
রেল দুর্ঘটনা মানে!
২৮ তারিখে ঢাকা নারায়ণগঞ্জ রুটে যে রেল দুর্ঘটনা হয়েছিলো তার কথা বলছি। সেই জন্যই আসা হয়নি, কেননা বাসে আসতে গেলে প্রায় ৪ ঘন্টা লাগে আর রেলে লাগ ৫০ মিঃ
আর কদিনই বা বাঁচবো! ক'টা বই আর পড়তে পারবো? বাকী দিনগুলো বইয়ের নাম আর লেখকের নাম পড়েই কাটিয়ে দিতে পারবো মনে হচ্ছে। কেউ যদি এ সব বই পড়ে কোন রিভিউ দেয়, তা-ই পড়ে দুধের স্বাদ ঘোলে মেটাবো। বই কিনে যারা দেউলে হয়েছেন আর দেউলে হবার ইচ্ছা পোষণ করছেন তাদের সবাইকে অভিনন্দন!
[আবদুল্লাহ আবু সায়ীদের কিশোর সমগ্র এবার কিনেছি। যদি না-পড়ে থাকেন, কিনতে পারেন। (আর যে কটা কিনেছি, সেগুলোর নাম পোস্টে ও মন্তব্যে আগেই এসে গেছে)] ।
দীর্ঘদিন বিশ্ব সাহিত্য কেন্দ্রে কামলাগিরির সুবাদে সায়্যীদ স্যারের অধিকাংশ বই-ই পড়া আছে। সমগ্র যদি কিনতে হয় তাইলে আরো পরে কিনুম
আমার অনেকগুলো হারিয়ে যাওয়া বইয়ের বেশ কিছু খোঁজ নজু ভাই'র তালিকায় পাওয়া যাচ্ছে ! অতীব সন্দেহজনক !! একদিন দাওয়াত খেতে যেতে হবে দেখছি !!!
লাভ নাই, এইবার বইমেলার আগে বড় দুইটা বইয়ের আলমারি বানাইছি। তারপর চাবি মাইরা দিছি ছাইড়া
পোষ্টটা প্রিয়তে রাখলাম।নজরুল ভাই রুবেলের থেকে যা চুরি করবেন তা থেকে কমিশন বাবদ কিছু দিয়া দিয়েন।
রুবেলের ঠিকানাটা খালি জোগাড় করেন, ডাকাতির দায়িত্ব আমার
আমি রুবেলের ঠিকানা জানি। কাউকে বলব না। চুরি-ডাকাতী যা করবার আমিই করবো। কাউকে সাথে নেবনা, কাউকে ভাগও দেবনা। সব একা খাবো।
আপনের ম্যালা বয়স হইছে, এখন এতো খাওন ভালো না
রুবেলের বাড়ি নারায়নগঞ্জ। নারায়নগঞ্জের বাসে উঠে বললেই যাওয়া যাবে। অথবা আমরা বেড়াতেও যেতে পারি।
ওরে, কতো দূর রে
না খেয়ে ধুঁকে মরে যে দেশের লোক,
সে দেশে খেয়ে মৃত্যু হয় যদি হোক।
দারুণ ছড়া
খাইছে! এত বই পড়বেন কবে?
----
ইয়ে, মানে, ওপরের দিক থেকে পাঁচ নম্বরটা একটু বোল্ড কইরা দেন নজরুল ভাই!
নমামি বইটা কোন প্রকাশনি'র?
এখন আর আগের মত বই কেনা হয় না
মন্তব্য করুন