ইউজার লগইন

ছয়টি ব্লগরব্লগর

১.
এক লোক গলায় দড়ি দিয়ে মরার জন্য দড়ির গাছি নিয়ে গাছে উঠছিল। মাঝপথে উঠে দেখলো গাছের কোটরে একটা সবুজ সাপ সাড়ে তিন প্যাচ দিয়ে বসে বসে ধ্যান করছে। লোকটা আর উপরে উঠতে সাহস পেলো না। সুরসুর করে নেমে এল মাটিতে। সাপটাকে কষে গাল দিল, দুশশালা শান্তিতে মরতেও দিলি না।

২.
টাঙ্গুয়ার হাওর দেখার সাধ আমার অনেকদিনের। কোন সুযোগ পাচ্ছিলাম না। তাই প্রস্তাব পাওয়ামাত্র চাকরীর গুল্লি মেরে টাঙ্গুয়া যাবার জন্য তৈরী হচ্ছিলাম। তখন চাকরীর সাথে সত্যি সত্যি গোলাগুলি চলছিল। যে কোন সময় আমি বা চাকরী যে কেউ যে কাউকে লাল কার্ড দেখিয়ে দিতে পারি। বেপরোয়া সিদ্ধান্ত নেবার মতো চমৎকার একটা পরিস্থিতি। কিন্তু টাঙ্গুয়া যাবার জন্য চুড়ান্ত সিদ্ধান্ত নেবার কদিন পর একদিন সাদা পতাকা তুললো চাকরী। শান্তি স্থাপন হয়ে গেল চাকরীর সাথে। শান্তি হবার পর পর এমন একটা কাজের শিডিউল পেলাম, আমার টাঙ্গুয়া স্বপ্ন লাটে উঠলো। শান্তিকালীন সময়ে চাকরীকে লালকার্ড দেখানোর কোন কায়দা আছে কি?

৩.
বই বিষয়ে একটা কমন ট্রাজেডি হলো, যে বইগুলো পড়ে পরীক্ষার খাতায় নাম্বার পাই, সেগুলো কোন কাজে আসেনা, আনন্দ যোগায় না। কিন্তু যেগুলো পড়ে কোন নাম্বার পাইনা, সেগুলোই চিরকাল আনন্দের খোরাক হয়ে থাকে, স্মৃতির কোষে কোষে। কনরাড রিখটারের হাতি সাইজ The Awakening Land বইটার অনুবাদটা পড়ে শেষ করতে খেয়ে না খেয়ে এক সপ্তাহ লেগেছিল। ২২ বছর আগের সেই স্মৃতিটা এখনো সুখ দেয়। বইটা ধুলো ঝেড়ে কয়েকবার নামিয়েছি আবার পড়বো বলে, কিন্তু দেড় বছর চেষ্টা করার পর দেখা গেল এক নাগাড়ে সাত দিনের বই পড়ার অবকাশ সুদূর পরাহত।

৪.
চমৎকার একটা নারীকন্ঠ গাইছে - যদি মন কাঁদে তুমি ফিরে এসো এক বরষায়। গান শেষ হবার পর দেখলাম শিল্পীর নাম শাওন। এটা কি হুমায়ূন আহমেদের বউ শাওন? টু বি অনেষ্ট এই মেয়েকে হুআ বিয়ে করার আগ থেকেই অসহ্য লাগতো। একটা অসহ্য মেয়ের কন্ঠে এমন চমৎকার একটা গান। কোন দিকে যাই। শিল্পীর চেহারা ভুলে শুধু গান শোনার কোন ব্যবস্থা আছে মগজের কোয়ান্টাম থিউরিতে?

৫.
বিজ্ঞানীরা নতুন একটা কণা হিগস বোসন আবিষ্কার করার পর কোন এক মিডিয়া রসিক তাকে 'ঈশ্বর কণা' বলে ডাকতে শুরু করেছে। জাকির নায়েকরা কি মিডিয়ার রসিকতা বুঝবে নাকি এটা নিয়ে নতুন একটা ধর্মীয় লেকচার তৈরী করে ফেলবে।

৬.
সরকারঃ আপনাদের আর ভালো লাগছে না। আপনাদের দুর্দিন আসছে। আপনারা সতর্ক হউন। আপনারা চোখ থেকে সানগ্লাস, কান থেকে তুলো খুলে নিন।
বিরোধী দলঃ আপনার নতুন কিছু করতে পারছেন না। আপনারা আলুপোড়া খেয়ে আবার ক্ষমতায় যাবেন এবং যথারীতি গুনিতক হারে ভুল করতে শুরু করবেন অতীত পদাংক অনুসরণ করে।
দেশঃ তোমার আমার কপাল একই আগুনে পোড়া। তোমার কপালে কপাল ঘষে আমার কোন লাভ নাই। আমরা গরমে পুড়ি, শীতে কাঁপি, বৃষ্টিতে ভিজি, অবহেলায় কাঁদি। কেয়ামতের আগে তোমার আমার পরকালের ভিসা নাই।

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

মৃন্ময় মিজান's picture


টাঙ্গুয়ায় গেলে আপনার সাথে দেখা হইত। না যাওয়ায় দেখা হইলনা। তয় হঠাৎ পেট খারাপের দোহাই দিয়া চামে চইলা আসতে পারেন কিন্তু নীড় দা।

নীড় সন্ধানী's picture


হ্যাঁ সবার সাথে দেখা সাক্ষাত আড্ডাবাজির সুযোগটা হারাইলাম Sad

সাঈদ's picture


আপনি যাবেন শুনে আনন্দের মাত্রা বেড়ে গিয়েছিল ।

নীড় সন্ধানী's picture


আমারও Sad

মেসবাহ য়াযাদ's picture


সবাই সাহসী নয়, কেউ কেউ সাহসী... Wink

নীড় সন্ধানী's picture


কথা ঠিক।
তবে ব্যাপক গিরায় আটকেছি। Stare

নিভৃত স্বপ্নচারী's picture


যে বইগুলো পড়ে পরীক্ষার খাতায় নাম্বার পাই, সেগুলো কোন কাজে আসেনা, আনন্দ যোগায় না। কিন্তু যেগুলো পড়ে কোন নাম্বার পাইনা, সেগুলোই চিরকাল আনন্দের খোরাক হয়ে থাকে, স্মৃতির কোষে কোষে।

খাঁটি কথা !

আবার টাঙ্গুয়ায় যাবার প্ল্যান করলে আমারেও কইয়েন, যামুনে ! Smile
ব্লগর ব্লগর ভালই লাগলো।

নীড় সন্ধানী's picture


নেক্সট নেক্সট নেক্সট...........যখনি আসুক Smile

লাবণী's picture


১ নং পড়ে হাসলাম!
====================
আবারো টাঙ্গুয়া টাঙ্গুয়া! Dont Tell Anyone
====================

যে বইগুলো পড়ে পরীক্ষার খাতায় নাম্বার পাই, সেগুলো কোন কাজে আসেনা, আনন্দ যোগায় না। কিন্তু যেগুলো পড়ে কোন নাম্বার পাইনা, সেগুলোই চিরকাল আনন্দের খোরাক হয়ে থাকে, স্মৃতির কোষে কোষে।

আসলেই
====================
ব্লগরব্লগর ভালো লাগলো! Smile

১০

আরাফাত শান্ত's picture


ব্লগর ব্লগর ভালো হইছে। গানটা শাওনেরই!

১১

উচ্ছল's picture


ভালো লাগলো। টাঙ্গুয়ার প্লানটা কি?

১২

রন's picture


ব্লগরব্লগর ভালো লাগলো নীড় ভাই Big smile

১৩

টুটুল's picture


আপনারে মিস করুম Sad ...

সবাই নীড়দারে অনেক ভালোবাসে... এইটা এইবার টের পাইছি Smile

১৪

জ্যোতি's picture


ব্লগর ব্লগর তো ব্যাপক ভালো লাগলো।
টাঙ্গুয়ায় যাবেন না, ভালোই হলো Laughing out loud
ব্লগর ব্লগরের শেষ অংশটা একদম মনের কথা।

১৫

আচার্য's picture


আপনার লেখা তো আগে থেকেই পড়ছি। ভাল লাগে খুব। এই ব্লগর ব্লগরও খুব ভাল লেগেছে।

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লেখা ভাল্লাগছে। এত ডুব দিয়া থাকেন কেন ভাই?

১৭

শওকত মাসুম's picture


ধুর, টাঙ্গুয়ার যায় মাইনষে এসময় Wink

১৮

তানবীরা's picture


ব্লগরব্লগর ভালো লাগলো!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নীড় সন্ধানী's picture

নিজের সম্পর্কে

ভুল ভূগোলে জন্ম নেয়া একজন অতৃপ্ত কিন্তু স্বঘোষিত সুখী মানুষ!