সম্পর্ক
(ন জাতু কামঃ কামানামুপভোগেন শাম্যতি
হবিষা কৃষ্ণবর্ত্মেব ভূয় এবাভিবর্ধতে।।)
তোমার মন খারাপ- জানতেই
আমার সপ্তাহ পার হয়ে যায়
শেভ করিনি, কিংবা উড়ুক্কু চক্রাবক্রায়- দেখতে
তুমিও তাকাও ভিন্ন চোখের শার্সিতে
আমাদের কুশলাদী থেকে সবকিছু
এইভাবে পরজীবি
বাহকের মর্জিতে ওঠে নামে খবরের দাম
অথচ প্রবল নৈকট্যের তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ
তুমি আমি বিলক্ষণ বুঝি তা
তবুও রাধা মলাট বন্দী থাকে
মোহন বাঁশীতে আকুল কুঞ্জবনে ধায়
গতিহীন জলাশয়ে শ্যাওলা-পানা
সমুদয় চাওয়া পাওয়া ঢোকে গিলে
আমরা প্রান্তিক থেকে যাই
প্রাকৃত নই, প্রকৃত হই না।।
গতিহীন জলাশয়ে শ্যাওলা-পানা
সমুদয় চাওয়া পাওয়া ঢোকে গিলে।
**************************
চমৎকার রূপক!!! :)
খাইছে! কবিরা মন্তব্য দিলে ভয় পাই
পিয়াল কবিতাও লেখে শুনছি, এর আগে কখনো পড়া হয়নি। এবার পড়লাম।
বাহ.....
লিখতাম অনেক আগে, এইটা আসলে একঘেয়েমি কাটানোর জন্য লেখা, বিরক্তিকর কিছু কাজ করতেছি এখন
পিয়াল ভাই আপনারে দেখলেই তো মনে হয় এই বুঝি ইতিহাস নিয়া বইলেন ।
কবিতা ভালা পাইছি।
ওহ আচ্ছা, এরম ভয়াবহ ইমেজ নিয়া চলি নাকি! ডরায়েন না, এইখানে আপনারে ইতিহাস গিলামু না, তয় এরম অখাদ্য প্রায়ই নজরে আসতে পারে
কি কঠিন কবিতা!
বুঝতে পারি নাই আগে, দেখি সহজ কিছু লিখতারি কিনা
ম্যালা দিন পর পিয়াল ভাইয়ের কবিতা! :)
+++++
আসলেই, তয় এইটাতে আর কাটাছেড়া করি নাই, হুবহু রাখছি
আসলেই...
অনেকদিন পর পিয়াল ভাইয়ের কবিতা পড়লাম
+++++
লিখলাম বহুদিন বাদে, পড়ার জন্য ধন্যবাদ
আরে ভাই এইটা কি দিলেন? এজাতীয় আপনার কাছ থেকে প্রথম পাইলাম। তবে ভালো লাগছে কিন্তু।
কবিতা দিলাম, আপনার জন্য প্রথমই বটে তবে আগে প্রচুর আছে, ব্লগে ঢু মারলে পাইবেন, ভালা লাগায় থ্যাঙ্কু
আরে ভাই এইটা কি দিলেন? এজাতীয় আপনার কাছ থেকে প্রথম পাইলাম। তবে ভালো লাগছে কিন্তু।
http://www.somewhereinblog.net/blog/omipialblog/28747530
বাহ দারুন লাগলো
ধন্যবাদ আপনাকে
আমি তো মনে করছিলাম এই কবিতার ইতিহাস নিয়া আলোচনা করবেন! :-S
আপনার আগ্রহ থাকলে আমার আপত্তি নাই। মানুষ কত কিছুই তো মনে করে, যেমন আমি মনে করছি আপনে এই কমেন্টটা কইরা মজা নিলেন।
সাধু
ধন্যবাদ
অরে অমিদা কবিতাও লিখেননি........................... এরাম আরো আরো চাই..............প্রথম আপ্নার কবিতা পড়লাম.....ভালো লাগছে.......
লিখতাম তো। এইখানে দেখেন আছে কিছু
আপনার কবিতা আগে পড়া হয় নাই... ভালো লাগলো...
প্রথম আপনার কবিতা পড়লাম।
মন্তব্য করুন