ইউজার লগইন

কম খরচে ভালোবাসা যাচাই...

6a00d8341f703553ef00e54f13df108833-800wi.jpg

ডেইজী ফুলের বাঙলা খুজতে গিয়েই জন্ম এই পোস্টের। ফাটাছেড়া অভিধানটায় অর্থ পেলাম তারা ফুল। নাহ, খুব একটা পরিচিত নয় আমার কাছে। আমি ভেবেছিলাম গাঁদা। দেখেছি। সুগন্ধী কিনা জানি না, তবে ভালোবাসার জন্য এতবড় বলিদান আর কোনো ফুলকেই দিতে হয় না। রোমান্টিক জাত ফরাসিরা শুরু করেছিলো প্রথম। effeuiller la marguerite নামে একটা খেলা খেলতো তারা। প্রেমিক বা প্রেমিকা খুব নিবিষ্ট মনে একটার পর একটা পাঁপড়ি ছিড়ে আউরে যেত 'শি/হি লাভস মি, শি/হি লাভস মি নট'। ইংলিশ চ্যানেলই শুধু নয় আটলান্টিক পেরিয়ে তুমুল জনপ্রিয়তা। চিটকোড আছে কিনা জানি না। মানে ডেইজির পাঁপড়ি কি জোড় না বেজোড় সেটা জানা নেই। জোড় হলে আমি নির্ঘাত শি লাভস মি নট বলে প্রথম পাঁপড়িটা ছিড়ব।

ছোটবেলায় দেওয়ালে পছন্দের মেয়ের নামটা যোগ করে দিয়েই খালাস। আরেকটু বড় হওয়ার পর প্রিয় খেলা হয়ে দাড়ালো আরেকটু স্মার্ট। লাভ-লাইক-পিটি-হেইট-ম্যারি-পিস। নিজের নামের ইংরেজী অক্ষর আর প্রেমিক প্রেমিকার নামের ইংরেজি অক্ষর। যেগুলো মিলে যাবে, কেটে ফেলা। এরপর ধারাবাহিক আউরে যাওয়া উপরের কথাগুলো। কাটত কাটতে যেটায় থামবে। দুজনের সম্পর্কের সেটাই নিয়তি। তবে লাইক উঠার সম্ভাবনাই বেশী।

she-loves-me-she-loves-me-not.jpg

রাশি জানা থাকলে লাভ কম্পাটিবিলিটি দিয়েও দেখতে পারেন। আগে মহাজাতকের রাশিফলে থাকতো বিভিন্ন রাশির জাতক-জাতিকার সম্ভাব্য প্রেম বিয়ে সংসার। আমার রাশি বৃশ্চিক। হিসাবে মীন আর কর্কট হচ্ছে আমার আদর্শ সঙ্গিনী। অথচ ঘুরে ফিরে মেষ, সিংহ, কন্যা, তুলা বান্ধবী পেয়েছিই বেশী। আমার বউ বৃষ। এখন ইয়াহু কিংবা ফেসবুকেও আছে কম্পাটিবিলিটি যাচাইয়ের অপশন। আর কিছু না পেলে শাকিলা জাফরের তুলা রাশির মেয়ে, মিথুন রাশির ছেলে গানটা শুনবেন। গানটা খুজেছিলাম, পাইনি। পেলে দিয়ে দিতাম।

শুরুতে যা বলেছি, তার বাইরেও এই পোস্টের আলাদা একটা মর্তবা আছে। আজ জয়িতার জন্মদিন। দারুণ মানুষ, দারুণ হাসি। উনার অবশ্য ধারণা আমি তার নাম জানি না (পিকনিকের দিন সকালে সেটা বলেওছেন)। এই পোস্টের সকল সোয়াব জয়িতাকে দিলাম।

সঙ্গে আমার খুজে পাওয়া খুব প্রিয় একটা গান

শুভ জন্মদিন জয়িতা, ভালো থাকবেন, খুব ভালো।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

মুকুল's picture


Smile

অমি রহমান পিয়াল's picture


 আরে আরে ভুইলাই গেছিলাম আপনার কথা
টেরাই মারেন, বহুত সময় বাচবো

টুটুল's picture


জয়িতার কপাল দেইখা হিংসা হৈতাছে Smile

তারপরেও শুভ জন্মদিন বললাম আরো একবার

অ.ট.পিয়াল ভাই বৃহষ্পতিবার ধানমন্ডি ৫এ চৈলা আইসেন... মিলাদ আছে Wink

অমি রহমান পিয়াল's picture


ইনশাল্লাহ। মওলানা কেডা?

টুটুল's picture


মাসুম ভাই Wink ... নাইলে ইয়াজিদ ভাই Wink

মুক্ত বয়ান's picture


আম্রা কি দাওয়াত-টাওয়াত পামু নিকি?? Smile

সালাহ উদ্দিন শুভ্র's picture


মারছে.........প্রেম ভালোবাসার কাহিনী নাকি। 

অমি রহমান পিয়াল's picture


কাছাকাছি

নজরুল ইসলাম's picture


আজকে রাশিতে দেখলাম আমার প্রেমের ক্ষেত্রে শুভযোগ আছে। বিসমিল্লা বলিয়া নেটে বসে আছি, কিন্তু লাভ হইতেছে না কিছু।

গতকাল রাশিতে ছিলো বিয়ের আলোচনায় অগ্রগতি। সারাদিন হাপিত্যেশ করেও কোনো লাভ হইলো না। Sad

শুভ জন্মদিন জয়িতা

১০

অমি রহমান পিয়াল's picture


হাহাহাহা, ঠিক কইছেন। আমি এখন ফেসবুকেরটা ফলো করি। বেশ চারদিক সামাল দিয়া ভালো ভালো কথা কয়

১১

শওকত মাসুম's picture


এই খেলা কখনো আমার পক্ষে যায় নাই। আফসুস।

১২

অমি রহমান পিয়াল's picture


বস আপনার নাম দেইখা ভিড়মি খাইছিলাম, লেখা পইড়া চিনছি। মিশরের লেখাটা লাজবাব

১৩

হাসান রায়হান's picture


তুলা রাশির মেয়ে গানটা আমাদের বাসায় সবার এত ফেভারিট ছিল! আমার ছোটবোনের তখন দশ বারো বছর বয়স। গানের লাইন ছিল তুলা রাশির মেয়ে অমুক রাশির ছেলে যদি বাধে ঘর..ছোট বোনের তুলা রাশি। গানটা শোনার পর মন খারাপ করে বলল ও এই রাশি(যেই রাশির ছেলের কথা বলা হইছিল)! আমরা পরে খুব চেতাইতাম এইটা নিয়া। এখনো কয়েকবছর পর ভাইবোনেরা একসাথে হইলে এইটা নিয়া হাসাহাসি হয়।

১৪

অমি রহমান পিয়াল's picture


আমারও একই কেইস। প্রথমবার গানটা শুইনা খুব মন খারাপ হইছিলো। আমি যারে পছন্দ করতাম তার রাশি তুলা

১৫

বিষাক্ত মানুষ's picture


গানটা আমিও শুনছি.।

তুলা রাশির মেয়ে
মিথুন রাশির ছেলে
এই দু'জনায় ঘর বাঁধিলে
সংসার সুখের হয় সুখের হয় সুখের হয়...........

১৬

অমি রহমান পিয়াল's picture


দুটি মিলে ঘর বাধিলে
সেঘর সুখের হয়

নাহ, আমি তো ভাবছিলাম গান মনে রাখার ব্যাপারে তুমি একটা প্রডিজি

১৭

বিষাক্ত মানুষ's picture


হে হে হে .... আপনে হইলেন বস ,,, আমি তো ভুল-ভাল দিয়া কাজ চালায় যাই মাঝে মাঝে

১৮

টুটুল's picture


তুলা রাশি মেয়ে
কন্যা রাশি ছেলে
মধুর মধুর মিলন হবে
দুজনাতে মিলে

১৯

অমি রহমান পিয়াল's picture


এহ নিজের কথা নিজের সুর, গাইছে কেডা? আইয়ুব বাচ্চু?

২০

মুক্ত বয়ান's picture


সংসার সুখের হয় রমনীর গুণে
আর নারীর ঝামটা পুরুষে হাসিমুখে খেলে!!!! Tongue

ডেইজী ফুল মনে হয় বেজোড় হইয়া থাকে। Wink Wink

২১

অমি রহমান পিয়াল's picture


দ্বিতীয় ছবিতে তো আমি ১২টা পাপড়ি গুনলাম

২২

মুক্ত বয়ান's picture


মাঝে যে জায়গাটুকু আছে, তাতে ২টা পাপড়ি হওয়ার জায়গা। একটা হাতে, ওটা সহ ১২টা। আরেকটা নাই। ঐটা সহ ১৩ হবে। Smile

২৩

অমি রহমান পিয়াল's picture


রাইট

২৪

সোহেল কাজী's picture


এর নাম যে তারা ফুল সেটা আজই প্রথম জানলাম Tongue
জয়িবুকে জন্মদিনের শুভেচ্ছা

২৫

অমি রহমান পিয়াল's picture


আমিও তাই। জয়ির কথা আর বইলেন না, তার খবর নাই আর আমাগো ঘুম নাই

২৬

সামী মিয়াদাদ's picture


তারা ফুলের শুভেচ্ছা

২৭

অমি রহমান পিয়াল's picture


আপনারেও

২৮

জ্যোতি's picture


টুটুলের সাথে আমিও একমত। জয়িতার কপাল জব্বর। পিয়াল ভাই, আমি সত্যি মুগ্ধ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ধন্যবাদ কথাটা খু্বই ফরমাল। এইটা দিয়া ভালোলাগা বুঝানো যায় না।
আপনার সাথে অনেকদিন আগে দেখা হয়েছিলো তাই ভেবেছিলাম নাম মনে নাই।
বৃহস্পতিবার কিন্তু মিলাদে চলে আসবেন। একটা জম্পেশ মিলাদ হবে। রাজকন্যাকে আদর দিয়েন।

২৯

অমি রহমান পিয়াল's picture


ফরমালিটিতে আমিও আর গেলাম না। মিলাদ মিস নাই

৩০

তানবীরা's picture


পোষ্ট দিলেন কম খরচায়, এখানেতো দেখি নিখরচায় ভালোবাসা যাচাই হচ্ছে ঃ)।

জয়িতাকে তৃতীয়বারের মতো শুভেচ্ছা জানাই

৩১

অমি রহমান পিয়াল's picture


জয়িতাকে তৃতীয়বারের মতো শুভেচ্ছা জানাই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.