কম খরচে ভালোবাসা যাচাই...
ডেইজী ফুলের বাঙলা খুজতে গিয়েই জন্ম এই পোস্টের। ফাটাছেড়া অভিধানটায় অর্থ পেলাম তারা ফুল। নাহ, খুব একটা পরিচিত নয় আমার কাছে। আমি ভেবেছিলাম গাঁদা। দেখেছি। সুগন্ধী কিনা জানি না, তবে ভালোবাসার জন্য এতবড় বলিদান আর কোনো ফুলকেই দিতে হয় না। রোমান্টিক জাত ফরাসিরা শুরু করেছিলো প্রথম। effeuiller la marguerite নামে একটা খেলা খেলতো তারা। প্রেমিক বা প্রেমিকা খুব নিবিষ্ট মনে একটার পর একটা পাঁপড়ি ছিড়ে আউরে যেত 'শি/হি লাভস মি, শি/হি লাভস মি নট'। ইংলিশ চ্যানেলই শুধু নয় আটলান্টিক পেরিয়ে তুমুল জনপ্রিয়তা। চিটকোড আছে কিনা জানি না। মানে ডেইজির পাঁপড়ি কি জোড় না বেজোড় সেটা জানা নেই। জোড় হলে আমি নির্ঘাত শি লাভস মি নট বলে প্রথম পাঁপড়িটা ছিড়ব।
ছোটবেলায় দেওয়ালে পছন্দের মেয়ের নামটা যোগ করে দিয়েই খালাস। আরেকটু বড় হওয়ার পর প্রিয় খেলা হয়ে দাড়ালো আরেকটু স্মার্ট। লাভ-লাইক-পিটি-হেইট-ম্যারি-পিস। নিজের নামের ইংরেজী অক্ষর আর প্রেমিক প্রেমিকার নামের ইংরেজি অক্ষর। যেগুলো মিলে যাবে, কেটে ফেলা। এরপর ধারাবাহিক আউরে যাওয়া উপরের কথাগুলো। কাটত কাটতে যেটায় থামবে। দুজনের সম্পর্কের সেটাই নিয়তি। তবে লাইক উঠার সম্ভাবনাই বেশী।

রাশি জানা থাকলে লাভ কম্পাটিবিলিটি দিয়েও দেখতে পারেন। আগে মহাজাতকের রাশিফলে থাকতো বিভিন্ন রাশির জাতক-জাতিকার সম্ভাব্য প্রেম বিয়ে সংসার। আমার রাশি বৃশ্চিক। হিসাবে মীন আর কর্কট হচ্ছে আমার আদর্শ সঙ্গিনী। অথচ ঘুরে ফিরে মেষ, সিংহ, কন্যা, তুলা বান্ধবী পেয়েছিই বেশী। আমার বউ বৃষ। এখন ইয়াহু কিংবা ফেসবুকেও আছে কম্পাটিবিলিটি যাচাইয়ের অপশন। আর কিছু না পেলে শাকিলা জাফরের তুলা রাশির মেয়ে, মিথুন রাশির ছেলে গানটা শুনবেন। গানটা খুজেছিলাম, পাইনি। পেলে দিয়ে দিতাম।
শুরুতে যা বলেছি, তার বাইরেও এই পোস্টের আলাদা একটা মর্তবা আছে। আজ জয়িতার জন্মদিন। দারুণ মানুষ, দারুণ হাসি। উনার অবশ্য ধারণা আমি তার নাম জানি না (পিকনিকের দিন সকালে সেটা বলেওছেন)। এই পোস্টের সকল সোয়াব জয়িতাকে দিলাম।
সঙ্গে আমার খুজে পাওয়া খুব প্রিয় একটা গান
শুভ জন্মদিন জয়িতা, ভালো থাকবেন, খুব ভালো।





আরে আরে ভুইলাই গেছিলাম আপনার কথা
টেরাই মারেন, বহুত সময় বাচবো
জয়িতার কপাল দেইখা হিংসা হৈতাছে
তারপরেও শুভ জন্মদিন বললাম আরো একবার
অ.ট.পিয়াল ভাই বৃহষ্পতিবার ধানমন্ডি ৫এ চৈলা আইসেন... মিলাদ আছে
ইনশাল্লাহ। মওলানা কেডা?
মাসুম ভাই
... নাইলে ইয়াজিদ ভাই 
আম্রা কি দাওয়াত-টাওয়াত পামু নিকি??
মারছে.........প্রেম ভালোবাসার কাহিনী নাকি।
কাছাকাছি
আজকে রাশিতে দেখলাম আমার প্রেমের ক্ষেত্রে শুভযোগ আছে। বিসমিল্লা বলিয়া নেটে বসে আছি, কিন্তু লাভ হইতেছে না কিছু।
গতকাল রাশিতে ছিলো বিয়ের আলোচনায় অগ্রগতি। সারাদিন হাপিত্যেশ করেও কোনো লাভ হইলো না।
শুভ জন্মদিন জয়িতা
হাহাহাহা, ঠিক কইছেন। আমি এখন ফেসবুকেরটা ফলো করি। বেশ চারদিক সামাল দিয়া ভালো ভালো কথা কয়
এই খেলা কখনো আমার পক্ষে যায় নাই। আফসুস।
বস আপনার নাম দেইখা ভিড়মি খাইছিলাম, লেখা পইড়া চিনছি। মিশরের লেখাটা লাজবাব
তুলা রাশির মেয়ে গানটা আমাদের বাসায় সবার এত ফেভারিট ছিল! আমার ছোটবোনের তখন দশ বারো বছর বয়স। গানের লাইন ছিল তুলা রাশির মেয়ে অমুক রাশির ছেলে যদি বাধে ঘর..ছোট বোনের তুলা রাশি। গানটা শোনার পর মন খারাপ করে বলল ও এই রাশি(যেই রাশির ছেলের কথা বলা হইছিল)! আমরা পরে খুব চেতাইতাম এইটা নিয়া। এখনো কয়েকবছর পর ভাইবোনেরা একসাথে হইলে এইটা নিয়া হাসাহাসি হয়।
আমারও একই কেইস। প্রথমবার গানটা শুইনা খুব মন খারাপ হইছিলো। আমি যারে পছন্দ করতাম তার রাশি তুলা
গানটা আমিও শুনছি.।
তুলা রাশির মেয়ে
মিথুন রাশির ছেলে
এই দু'জনায় ঘর বাঁধিলে
সংসার সুখের হয় সুখের হয় সুখের হয়...........
দুটি মিলে ঘর বাধিলে
সেঘর সুখের হয়
নাহ, আমি তো ভাবছিলাম গান মনে রাখার ব্যাপারে তুমি একটা প্রডিজি
হে হে হে .... আপনে হইলেন বস ,,, আমি তো ভুল-ভাল দিয়া কাজ চালায় যাই মাঝে মাঝে
তুলা রাশি মেয়ে
কন্যা রাশি ছেলে
মধুর মধুর মিলন হবে
দুজনাতে মিলে
এহ নিজের কথা নিজের সুর, গাইছে কেডা? আইয়ুব বাচ্চু?
সংসার সুখের হয় রমনীর গুণে
আর নারীর ঝামটা পুরুষে হাসিমুখে খেলে!!!!
ডেইজী ফুল মনে হয় বেজোড় হইয়া থাকে।

দ্বিতীয় ছবিতে তো আমি ১২টা পাপড়ি গুনলাম
মাঝে যে জায়গাটুকু আছে, তাতে ২টা পাপড়ি হওয়ার জায়গা। একটা হাতে, ওটা সহ ১২টা। আরেকটা নাই। ঐটা সহ ১৩ হবে।
রাইট
এর নাম যে তারা ফুল সেটা আজই প্রথম জানলাম

জয়িবুকে জন্মদিনের শুভেচ্ছা
আমিও তাই। জয়ির কথা আর বইলেন না, তার খবর নাই আর আমাগো ঘুম নাই
তারা ফুলের শুভেচ্ছা
আপনারেও
টুটুলের সাথে আমিও একমত। জয়িতার কপাল জব্বর। পিয়াল ভাই, আমি সত্যি মুগ্ধ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ধন্যবাদ কথাটা খু্বই ফরমাল। এইটা দিয়া ভালোলাগা বুঝানো যায় না।
আপনার সাথে অনেকদিন আগে দেখা হয়েছিলো তাই ভেবেছিলাম নাম মনে নাই।
বৃহস্পতিবার কিন্তু মিলাদে চলে আসবেন। একটা জম্পেশ মিলাদ হবে। রাজকন্যাকে আদর দিয়েন।
ফরমালিটিতে আমিও আর গেলাম না। মিলাদ মিস নাই
পোষ্ট দিলেন কম খরচায়, এখানেতো দেখি নিখরচায় ভালোবাসা যাচাই হচ্ছে ঃ)।
জয়িতাকে তৃতীয়বারের মতো শুভেচ্ছা জানাই
জয়িতাকে তৃতীয়বারের মতো শুভেচ্ছা জানাই
মন্তব্য করুন