প্রেজেন্ট স্যার
আমি রোল নং ৬৩। আপনাদের ক্লাসে আপাতত সবচেয়ে পেছনের বেঞ্চের ছাত্র। হাজিরা দিতে এলাম। প্রেজেন্ট স্যার।
আমার নাম জাবির। আমি ক্লাস ব্লগে পড়ি। আমি খুব সুন্দর নাচতে পারি। আমি কবিতাও আবৃত্তি করতে পারি। উম এছাড়া, আমি ছড়া পড়তে পারি। ছোটন ছোটন পায়রা গুলো ঝোটন বেধেছে............ Twinkle Twinkle big star .........
আচ্ছা আজকে যাই , কালকে আবার হাজিরা দিবো।
ভুখে আয় কুদ্দুস
চকলেট দিলে আইমু নাইলে আইমু না।
ইয়ে লে চকলেট, আভি আজা
আইলাম ভাবুল
স্বাগতম
ধনে পাতা ভাই
ভুখে আয় কুদ্দুস কপিরাইটঃ সোহেল
সেইজন্যই ... (কপিরাইট নো কমেন্টস) খিকজ
স্ব্যাগেতম জাবির।।
ম্যারা কালিয়া ............ কেয়া করতাহে এদার?
স্বাগতম !!
((( ইমো নাই আফসুস )))
ইমো আছে। enable rich text click কইরা ইমোর অপশন এ ক্লিক করলে ছুট আরেকটা স্ক্রীন আইবো , ওইখানে কয়টা ইমো আছে।
সাঈদ ভাই , খেক খেক দেখেন !!!!
Click here to more funny images
কাওছার আর পাখি ড্যান্সিং " আই এম এ ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হোতা ক্যান্সার "
মোডাইয়া টা জাবির !!
চিকনা টা আনুপ !!!
মুহাহাহহাহা
মোডাইয়াডা পক্ষি মিয়া আর মিডিয়াম মোডাইয়াডা কাওছার। পাখি ও চিকেন ঝুটি। হি হি হি
আম্মো ইমু দিতারি
ইতা ইমো আর ভালা পাই না !! লেটেষ্ট দেক্তাম মুন চায় !!
তুহীন ভাইরে বোলান
এদার ব্লগ করতা হ্যায়। রাজনীতি নেহি ভালা লাগতা হায়... ব্লগ করতে চাতা হ্যায়।
স্বাগতম ভাইগনা :)
লেখা শুরু হোক...
ধইন্যা মামা।
স্বাগতম! মন খুলে লিখে জাও।
এইটা ভালা... হাত খোলার দর্কার নাই ;)
মামা তাইলে লেখুম ক্যাম্নে?
থ্যাংকু হাসান ভাই
রায়হান সাহেব বলেছেন : স্বাগতম! মন খুলে লিখে জাও।
এখানে মন খুলে বলতে মন্তব্যকারী কী বুঝাতে চেয়েছেন ? মূরখ মানুষ, জাইনতে চাই...
@মেসবাহ য়াযাদ, একটু গিয়ানি ভাব নিয়া কথা বলবেন। কারণ এইখানে আমি আর আপনে সাবথেকে বুইড়া
আম্মো মূর্ক মানুষ
স্যরি টু সে মিঃ রায়হান, নিজে যা - অন্যকে তা বানাতে চাচ্ছেন কেনো, জনাব !!!
হা হা হা য়াযাদ মামা আপনেরে কৈলে আমি চিনি
হে হে, কানা ছেলের নাম পদ্মলোচন ! তা ভাগনে, ভালো অাছিস কেমন ???
ভালা আছি মামা। আপনে কিরাম? মামী আর পিচ্চি কিরাম আসে?
তোমার মামি বালাই, কোন্ পিচ্ছি ?
হৈছেটা নাকী হৈবোটা ............
পিচ্ছিরা
স্বাগতম জাবির। আছো ক্যামন?
ভালো আছি
স্বাগতম
ধইন্যা @ নজরুল।
নিজের ঘরে কেউ কাউকে স্বাগত জানায় না। ( কপিরাইট টুটুল)
লাব্বায়েক সার
বহুত গিয়ানি কতা.........
হ
আছি ছার!
আমিই তো প্রেজেন্ট দিলাম। প্রক্সি দেন ক্যান? ধরা পড়লে কৈলে টিসি
মন্তব্য করুন