ইউজার লগইন

প্রেজেন্ট স্যার

আমি রোল নং ৬৩। আপনাদের ক্লাসে আপাতত সবচেয়ে পেছনের বেঞ্চের ছাত্র। হাজিরা দিতে এলাম। প্রেজেন্ট স্যার।

আমার নাম জাবির। আমি ক্লাস ব্লগে পড়ি। আমি খুব সুন্দর নাচতে পারি। আমি কবিতাও আবৃত্তি করতে পারি। উম এছাড়া, আমি ছড়া পড়তে পারি। ছোটন ছোটন পায়রা গুলো ঝোটন বেধেছে............ Twinkle Twinkle big star .........

আচ্ছা আজকে যাই , কালকে আবার হাজিরা দিবো।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

সোহেল কাজী's picture


Laughingভুখে আয় কুদ্দুস

পদ্মলোচন's picture


চকলেট দিলে আইমু নাইলে আইমু না। Innocent

সোহেল কাজী's picture


ইয়ে লে চকলেট, আভি আজা Laughing

jabir

পদ্মলোচন's picture


আইলাম ভাবুল

লোকেন বোস's picture


স্বাগতম

পদ্মলোচন's picture


ধনে পাতা ভাই

সাঈদ's picture


ভুখে আয় কুদ্দুস কপিরাইটঃ সোহেল

পদ্মলোচন's picture


সেইজন্যই ... (কপিরাইট নো কমেন্টস) খিকজ

মলিকিউল's picture


স্ব্যাগেতম জাবির।।

১০

অতিথি পাখি's picture


ম্যারা কালিয়া ............ কেয়া করতাহে এদার?
স্বাগতম !!

((( ইমো নাই আফসুস )))

১১

সাঈদ's picture


ইমো আছে। enable rich text click কইরা ইমোর অপশন এ ক্লিক করলে ছুট আরেকটা স্ক্রীন আইবো , ওইখানে কয়টা ইমো আছে।

১২

অতিথি পাখি's picture


সাঈদ ভাই , খেক খেক দেখেন !!!!

Free Image Hosting Photo Sharing Funny Pics
Click here to more funny images

১৩

পদ্মলোচন's picture


কাওছার আর পাখি ড্যান্সিং " আই এম এ ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হোতা ক্যান্সার "

১৪

অতিথি পাখি's picture


মোডাইয়া টা জাবির !!
চিকনা টা আনুপ !!!

মুহাহাহহাহা

১৫

পদ্মলোচন's picture


মোডাইয়াডা পক্ষি মিয়া আর মিডিয়াম মোডাইয়াডা কাওছার। পাখি ও চিকেন ঝুটি। হি হি হি

১৬

পদ্মলোচন's picture


Cool আম্মো ইমু দিতারি

১৭

অতিথি পাখি's picture


ইতা ইমো আর ভালা পাই না !! লেটেষ্ট দেক্তাম মুন চায় !!

১৮

পদ্মলোচন's picture


তুহীন ভাইরে বোলান

১৯

পদ্মলোচন's picture


এদার ব্লগ করতা হ্যায়। রাজনীতি নেহি ভালা লাগতা হায়... ব্লগ করতে চাতা হ্যায়।

২০

টুটুল's picture


স্বাগতম ভাইগনা :)

লেখা শুরু হোক...

২১

পদ্মলোচন's picture


ধইন্যা মামা।

২২

হাসান রায়হান's picture


স্বাগতম! মন খুলে লিখে জাও। Smile

২৩

টুটুল's picture


এইটা ভালা... হাত খোলার দর্কার নাই ;)

২৪

পদ্মলোচন's picture


মামা তাইলে লেখুম ক্যাম্নে?

২৫

পদ্মলোচন's picture


থ্যাংকু হাসান ভাই

২৬

মেসবাহ য়াযাদ's picture


রায়হান সাহেব বলেছেন : স্বাগতম! মন খুলে লিখে জাও।

এখানে  মন খুলে বলতে মন্তব্যকারী কী বুঝাতে চেয়েছেন ? মূরখ মানুষ, জাইনতে চাই... 

২৭

হাসান রায়হান's picture


@মেসবাহ য়াযাদ, একটু গিয়ানি ভাব নিয়া কথা বলবেন। কারণ এইখানে আমি আর আপনে সাবথেকে বুইড়া Frown

২৮

পদ্মলোচন's picture


আম্মো মূর্ক মানুষ

২৯

মেসবাহ য়াযাদ's picture


স্যরি টু সে মিঃ রায়হান, নিজে যা - অন্যকে তা বানাতে চাচ্ছেন কেনো, জনাব !!!

৩০

পদ্মলোচন's picture


হা হা হা য়াযাদ মামা আপনেরে কৈলে আমি চিনি

৩১

মেসবাহ য়াযাদ's picture


হে হে, কানা ছেলের নাম পদ্মলোচন ! তা ভাগনে, ভালো অাছিস কেমন ???

৩২

পদ্মলোচন's picture


ভালা আছি মামা। আপনে কিরাম? মামী আর পিচ্চি কিরাম আসে?

৩৩

মেসবাহ য়াযাদ's picture


তোমার মামি বালাই, কোন্ পিচ্ছি ?

হৈছেটা  নাকী হৈবোটা ............Wink

৩৪

পদ্মলোচন's picture


Coolপিচ্ছিরা Sealed

৩৫

সুমনা's picture


স্বাগতম জাবির। আছো ক্যামন?

৩৬

পদ্মলোচন's picture


ভালো আছি

৩৭

নজরুল ইসলাম's picture


স্বাগতম

৩৮

পদ্মলোচন's picture


ধইন্যা @ নজরুল।

৩৯

ডানপিটে's picture


নিজের ঘরে কেউ কাউকে স্বাগত জানায় না। ( কপিরাইট টুটুল)

৪০

পদ্মলোচন's picture


লাব্বায়েক সার

৪১

মেসবাহ য়াযাদ's picture


বহুত গিয়ানি কতা.........

৪২

পদ্মলোচন's picture


৪৩

রন's picture


আছি ছার!

৪৪

পদ্মলোচন's picture


আমিই তো প্রেজেন্ট দিলাম। প্রক্সি দেন ক্যান? ধরা পড়লে কৈলে টিসি

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.