আজমেরীর জন্যে আমরা কি কিছু করতে পারি না?
সামহোয়্যারে ঘুরতে গিয়ে একটা পোস্ট চকখে পড়ল। পড়ে চোখের কোনে একটু পানি জমে উঠলো নিজের অজান্তেই। আমি পুরা পোস্টটাই দিচ্ছি নিচে।
শেষ হয়েছে আজমেরীর অপারেশন, ডোনার ও আজমেরী দুজনে সুস্থ আছে..।আগামীকাল ওষুধ কেনার টাকাটাও নেই হাতে... টাকা উঠেছে ৪৬,৯৩৯। মঙ্গলবারের মধ্যে কমপক্ষে ৭৫০০০ টাকা লাগবে ইন্জেকশনের জন্য।
পরশু আমার বন্ধুটি দেখা হতেই কেঁদে দিলো। দৃষ্টিতে হতাশার নীল গহ্বরে ডুবতে থাকা এক মানুষের আর্তনাদ। বললো, আমার বোনটাকে আর বাঁচাতে পারলামনা মনে হয় দোস্ত! আমি হতবাক। বলি, কি হয়েছে? যা বললো তাতে শিউরে উঠলাম। তার ছোট বোন, নাম আজমেরী। দুটি কিডনীই অকেজো হয়ে গেছে। বেঁচে আছে কোনরকমে শুধু আমরা ভাইয়েরা তাকে কতটুকু ভালোবাসি সেটি দেখার অপেক্ষায় যেন...
যে ছাত্রী কখনো স্কুলে দ্বিতীয় হয়নি, তার জীবন প্রদীপ আজ নিভু নিভু। মেধাবী ছাত্রী আজমেরীর জীবন ও লেখাপড়া কি শেষ পর্যন্ত থেমে যাবে? প্রায় ছয় বছর ধরে আজমেরী জটিল কিডনী রোগে ভুগছে। তাকে সুস্থ রাখতে ডায়ালাইসিস ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাবদ তার পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তার বাবা গরীব কৃষক আব্দুল আজীজ তাঁর শেষ সম্বল টুকু বিক্রি করে একমাত্র মেয়ের চিকিৎসা করেছেন। আজমেরী এখন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ শহিদুল ইসলাম সেলিমের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসক তাকে বাঁচানোর জন্য অতি সত্বর কিডনী প্রতিস্থাপন করতে বলেছেন, এজন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। হাতে আছে ২ লক্ষ। আরো ৩ লক্ষ টাকা তার নিঃস্ব পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তার কিডনী প্রতিস্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও টাকার অভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না।
কৃষক বাবা ছেলেকে প্রাইভেটে পড়ান জমি বেচে। ছোট বোনটির অসুখের জন্য যা ছিলো সবই গেছে। ১৭ বছরের আজমেরীর চোখে আজ ধুসর হতাশা। চিকিৎসা কি ওর হবেনা? ফুটফুটে মেধাবী মেয়েটির চোখে আজ বাঁচার আকুতি। ঠিক হলো একটা কনসার্ট করবো। কনসার্ট ফর লাইফ। বোনটাকে বাঁচাতে হবে...
বৃহস্পতিবার, ৪ তারিখ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটরিয়ামে (এডমিন বিল্ডিং, ১০ তলা) হয়েছে কনসার্টটি। আমার বোনটি হাসপাতালের বেডে শুয়ে অপেক্ষায় থাকবে, ভাইয়া তার চিকিৎসার টাকা নিয়ে আসবে...
আপডেট:
০৫.০২.১০ সকাল
কাল ব্লগার সমুদ্রকন্যা তার প্রতিষ্ঠানের জন্য টিকিট নিয়েছেন ৫টি। ব্লগার মাহমুদ েহােসন নিজেও অসুস্থ, তারপরও তিনি দিয়েছেন ৫০০০ টাকা। সমস্ত খরচ বাদ দিয়ে কাল কনসার্ট শেষে নূর মোহাম্মদের হাতে তুলে দেয়া হয় ৪২৩৩৯ টাকা।
আপডেট
০৫.০২.১০ রাত
সামহোয়ারইন পিকনিকের জন্য আড্ডায় জোগাড় হয়েছে ৪৬০০ টাকা। অনেক ব্লগারই আপত্তি করায় নাম দিলাম না। রক্ত দিয়েছেন পাহাড়ের কান্না, অবাক বিস্ময়, সাথে আমি। ঠিকানা ভাই এর ওয়াইফের সাথে দেখা করার কথা থাকলেও ব্যাস্ততার জন্য পারিনি। কাল সকালে যাবো। নূর মোহাম্মদ এসেছিলো আড্ডায়, কথা হয়েছে সবার সাথে। সবাই তাকে সাহস দিয়েছেন, শান্তনা দিয়েছেন। আজমেরীর সাথে দেখা করলাম আমি, পাহাড়ের কান্না ও অবাক বিস্ময়।
৫ মাস সে আছে হসপিটালে। ৩বার অপারেশন করতে গিয়েও করা হয়নি টাকার অভাবে ও শারীরিক অসুস্থতার জন্য। শুকিয়ে বোনটি আমার এতটুকু হয়ে গেছে। চোখের দিকে তাকাতে পারছিলাম না।আমি যে এখনো পারিনি তার জন্য কিছু করতে! আড়চোখে একবার তাকিয়ে দেখি জুল জুল করা চোখের মাঝে বেঁচে থাকার অসহায় আর্তনাদ। পালিয়ে এসে বাঁচলাম।
কিডনী ম্যাচিং এর জন্য কাল একটা ইন্জেকশন দিতে হবে, দাম ৭৫,০০০টাকা। মন্গলবার আবার দিতে হবে ঐ ইন্জেকশন। তাহলে কিডনীর স্থায়িত্বকাল ৩০ বছর হতে পারে।
০৬.০২.১০
অপারেশন শেষে সুস্থ আছে আজমেরী। দেখে এলাম আইসিইউতে শুয়ে আছে।
বইমেলায় আমি, গরম কফি ও সরল মানুষ মিলে টাকা তুলেছি মাত্র ১৪১৩। ৬.৩৯- ৮.৪০। গরম কফি এনেছিলেন ৫০০। ১৯১৩ টাকা দেয়া হয় লিখনের হাতে। দেখা করে আসার সময় আন্টি বললেন- বাড়ি উনি ফোন দিয়ে বলেছেন, তোরা চিন্তা করিস না, দেশে আমার অনেক ছেলে আছে...
ফোন দিয়েছিলেন, ত্রেয়া, লালসালু, মাহমুদ হোসেন। আমার ব্লগের বেলের কাঁটা পাঠিয়েছেন ৩০০০, কাল সকালে তুলবো। নিউ ডি.ও.এইচ.এস ক্লাব, মহাখালীর পক্ষ হতে একজন ব্লগার দিয়েছেন ২০০০। মোট সংগ্রহ দাঁড়ালো- ৫৩৮৫২ টাকা। এখনো আড়াই লাখ টাকা কে দেবে?
অনেকেই ফোন করছেন, সাহস দিচ্ছেন। তাদেরকে ধন্যবাদ। যারা ঘটনা সত্যি কিনা জানতে চান, তারা কষ্ট করে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (পিজি নামে পরিচিত) সি ব্লক, ৪ তলা, ওয়ার্ড-৪/এ, বেড-১৩- এখানে গিয়ে সত্যতা যাচাই করে আসতে পারেন।
টাকা দিয়ে সাহায্য না করতে পারলে, টাকা জোগাড়ে সাহায্য করুন।
সাহায্যের জন্য আমাকে ফোন করতে পারেন- ০১৯১৩২২১৪৪৮
চট্টগ্রামের ব্লগাররা যোগাযোগ করতে পারেন-
হোসাইন১৯৫০- ০১৮২২ ৮৩৬ ৮৩৮ ( শহর )
পাপী ০০৭ - ০১৬৭৫ ৪৬৮ ৪৯৬ ( চুয়েট )
আপনি যদি কোন সামান্য সাহায্যও করতে চান, পাঠাতে পারেন এই একাউন্টে-
নুর মোহাম্মাদ ( লিখন) [বড় ভাই]
০১৭১৭৭১২৮৬০
সঞ্চয়ী হিসাব নং- ৩৪১১৫৯৩১
জনতা ব্যাংক ফার্মগেট কর্পোরেট শাখা
ডাচবাংলা ব্যাংক
MD MAHMUDUL HAQUE MUNSHI
114.101.78662
মহাখালী শাখা
কনসার্টটির ফেসবুক ইভেন্ট => http://www.facebook.com/event.php?eid=285134266477
আসুন, হাত বাড়িয়ে দেই আজমেরীর জন্য...
আজমেরীর আশু আরোগ্য কামনা করি।
পোস্টের জন্য ধন্যবাদ। দেশে পরিজনদের বলবো।
আজমেরীর জন্য আমরা আমাদের সাধ্যমতো করব।
আশা করছি ৩ লাখ টাকা বিগ ডিল নয়
সবাই মিলে চেষ্টা করলে আসলেই সম্ভব। আজমেরী নিশ্চই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
আমিও সূবর্ণার সাথে একমত। সবাই মিলে চেস্টা করি চলুন।
অনেক অনেক শুভকামনা রইলো
চেষ্টা করবো
উদ্যোগ সফল হোক
পোষ্টের জন্য ধন্যবাদ জাবীরকে, সাধ্যমত চেষ্টা করবো কিছু করার জন্য।
পড়ে খারাপ লাগলো। চেষ্টা করবো কিছু করতে... পোস্টের জন্য ধন্যবাদ
মন্তব্য করুন