ইউজার লগইন

১০০ ভাগ হালাল মৌলিক পোস্ট










১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮

হে মডারেটর ইহা হয় একটি সম্পুর্ণ মৌলিক (১০০ ভাগ হালাল) পোস্ট।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


রোবট নানা ... এইডা কৈলাম ঠিক হৈল না... হুদাই পায়ে পাড়া দিয়া নিজেরা নিজেরা ঝগড়া বাধাইয়া ফয়দা কি?

রোবোট's picture


আমি ঝগড়াইট্যা..

কবি বলেছেন, ঝগড়ায় বাড়ে হিট..

ভাস্কর's picture


খুব সাধারণ সংখ্যা মালা লেইখা ফেলছেন...বুঝন যায় আপনের মৌলিক সৃজনশীলতা খুব ভালো না...

হাসান রায়হান's picture


হা হা

রোবোট's picture


ভাসকরের এই কমেন্ট প্রিয়তে নিতে চাই

নজরুল ইসলাম's picture


এইটা তো আমার মেয়ের অঙ্ক বই থেকে হুবহু কপি পেস্ট মনে হইতেছে। কপি পেস্ট পোস্ট কি এলাউ করে আমরা বন্ধু?

রোবোট's picture


উহু ঐখানে লম্বালমবি থাকে না, পাথাইল্যা থাকে

মাহবুব সুমন's picture


ফালতু

নজরুল ইসলাম's picture


সহমত

১০

রোবোট's picture


আমি ফালতু ব্লগার, তাই আমার পোস্টও ফালতু

১১

টুটুল's picture


যতদুর বুঝলাম রোবট নানার একটা পোস্ট প্রথম পাতা থেকে সরে গেছে... ডুয়েল এবং অন্য ব্লগে পাবলিশড হওয়ার কারণে ... অথচ পোস্টটা ভালো ছিল ... অন্তত এই পোস্টের বিচারে।

বিষয়টা রোবট নানার ইচ্ছাকৃত। তিনি যেটা বুঝাইতে চাইতেছে যে, ১/২ লাইনের আইলাম/খাইলাম মার্কা পোস্ট থেকে ভালো টেক্সট সম্পন্য লেখা রাখা উচিত।
.
রোবট নানার মতামতকে সন্মানপ্রদর্শন পূর্বক বলতে চাই... একটু সময় দেন... দেখবেন ১/২ লাইনের পোস্ট থাকবে না... একটা নতুন ব্লগ সাইট দাড়াতে সময় দেয়া দরকার। অল্প সময়েই এবি বাংলা ব্লগগুলোতে তার নিজস্বতা নিয়ে দাড়িয়ে গেছে। আরো একটু সময় প্রয়োজন... প্রয়োজন আপনাদের সচেতনতা... আপনাদের সহযোগীতা।
.
এই আমি... এই আপনি এই ব্লগটারে ভালবাইসাই পইরা থাকি বস... এবি ভালো অবস্থানে গেলে আমার ভালো লাগবে... আপনার ভালো লাগবে... সকল ব্লগারদের ভালো লাগবে... কেউ যখন বলে এবি পরিচ্ছন্ন ব্লগ... আমার ধারণা এইখানে যারা ব্লগিং করে তাদের সকলের প্রানটাই জুড়ায়।

বস কূল প্লিজ... আমাদের ধ্যৈর্যশীলতা না থাকলে এই ব্লগ দাড়তে পারবে না। চলেন ব্লগের সৌন্দর্য্য বৃদ্ধিতে ১/২ লাইনের ব্লগিংকে নিরুৎসাহিত করি।

১২

রোবোট's picture


যতদুর বুঝলাম রোবট নানার একটা পোস্ট প্রথম পাতা থেকে সরে গেছে... ডুয়েল এবং অন্য ব্লগে পাবলিশড হওয়ার কারণে ... অথচ পোস্টটা ভালো ছিল ... অন্তত এই পোস্টের বিচারে।
- এইতো কাহিনী ধরসো। এখন বল, ঐ পোস্ট দিয়া আমি কি পাপ করসি। আর এই পোস্ট দিয়া কি সোয়াব করসি?
সময় দেয়রা কিছু নাই। ডেভেলোপমেন্ট ইস্যুতে অবশ্যই দেবো। পোস্টে ক্যানো কেমন্ট পড়ে না- শিউর। নীতিমালা ইস্যুতে - না। যেসব ইসু্য সামু/আমু/সচু ফেইস করেছে সেগুলা এই ব্লগের মডােরটররা জানেনা সেটা ামি বিশ্বাস করিনা। সেজন্য নীতিমালায় ওদের চেয়ে ডাইনামিক হওয়াটাই উচিত।

ব্যাকতিগত ভাবে আমার মনে হয় এবিতে যত ভালো ব্লগার আছে সে অনুযায়ী পোস্ট নাই। এখানে ডুয়াল পোসটিং এর কোন ব্যাপার নাই।

আমার পোস্ট কিন্তু শুক্রবার সরানো হৈসে। সামুতে শুক্রবার মডারেশন হৈলো হৈচৈ হয়। এইখানে কি আমি হৈ চৈ করবো? Smile

১৩

জেবীন's picture


১ থেকে ১০ কিবা ১ থেকে ২০ হলে একটা কথা ছিলো...   বাকি ১৯, ২০ গেলো কই?!! Smile

 

রোবট@ কাহীনি কি? আন্দাজ করছি যে, ডুয়েল পোষ্টিং নিয়ে আপ্নের প্রতিবাদ এটা, আগে কই যেন বলছিলেন এমন,   সবব্লগেই  একটা নীতিমালা থাকে, মডারেটর তার যুক্তি দিয়ে আমাদের জানান, অযৌক্তিক না হলে ওইসব মেনেই আমরা শুরু করি নিজেদের ভালো মন্দ লেখা, খুব ভালো লেখকদের সাথে আমার  বাজে লেখাও চলে আসে এখানে,  তো ডুয়েল পোষ্ট সরানো মডারেটরদের কাজের মাঝে পড়ছে, সরিয়েছে তারা, এর আগে মানু'র একটা ভালো লেখাও সরাইছে দেখলাম...  মনে আছে আমি যে বার বার পুরানা লেখা দিতাম, আপনিই আমাকে বিটিভি'র "চ্যানেল ৬" ডাকছিলেন, কারন বার বার দেখা লেখা বিরক্তি এনেছে,  এটা মানি আমি......  তো যতদূর আমার মনে হলো, মডারেটররা চাইছেন পাঠকের যেন সেই বিরক্তি না আসে, একই পোষ্ট পাঠক কেন সবখানে সহ্য করবে, পাঠক যেন এবি'তে টাটকা লেখা পায় এটাই মূল উদ্দেশ্য ডুয়েল পোষ্টিং নীতিমালার।   

১৪

রোবোট's picture


অনেক সময় অনেক হ্যাকার হ্যাক করে সাইটের ডেভেলপার, এ্যাডমিনিস্ট্রেটরদের বোঝায় সিকিউরিটি বাড়াও। এটাও তাই। ডু্য়াল পোসটিং নিয়া অবসেসড হবার কিছু নাই। শুরুতে এবির বকতব্য ছিলো ডুয়াল পোস্টিং নিরুতসাহিত করা, নিষিদধ না। তখন আমিও তোমাকে নিরুতসাহিত করসি। তোমার নামে রিপোর্ট কিনতু করিনাই। ব্যাপারটা বিরকতির না, শুধুই অবসারভেশনের। তুমি যদি ১টা পুরনা লেখা দাও, ১ টা নতুন লেখা দাও সমস্যা নাই। সবই পুরান হৈলে তুমিই ব্লগার হিসেবে পাঠক পাবানা। সামুতে জিনের বাদশার ৭ই নভেমবর নিয়া একটা, আমোকার ধরম নিয়ে একটা লেখা আছে, যেটা তারা যে ব্লগেই যান সেখানে তাদের রিপোস্ট করে অবশ্য করণীয়।
লেখা (বা গান) টাটকা হলেই ভাল মানলাম না। তাইলে তো হেমনতের চেয়ে মিলা ভালো। বিটলসের চেয়ে ওয়েসটারন মিলন ভালো।
এই পোস্টতো পুরাই নীতিমালা মানা পোস্ট। Smile

১৫

জেবীন's picture


আমার নামে রিপোর্ট করবেন!!! বালাইষাট!!...   আর আমারে আপ্নে যেটা বলছেন আমি কিচ্ছু মনে করি নাই...   মজাই পাইছি।  Smile    টাটকা বলতে আমি কি বুঝাইছি আপ্নে বুঝছেনই,  ওয়েস্টার্ন মিলন প্রীতি নাই আমার তাই তার নাম বলে ডর দেখায়েন্না...  Frown

শতকিয়া'র এই পোষ্টে আমিও মজাই করতেই আসছিলাম, শেষের গুতানিতে ভয়ে সব ভুইলা গেছি!! Frown

শুঞ্ছি রাগ করলে শাক খায়,  সো বেশি বেশি মাছ-মাংশ খান, আর ধুন্ধুমার লেখা দেন...  Innocent

১৬

শাওন৩৫০৪'s picture


হা হা হা,,,,,,,এইরম পোষ্টের প্রোয়োজন কিন্তু অস্বীকার করা যায়না...Laughing out loud

১৭

টুটুল's picture


নানায় সেইটা বুঝপে না Sad

১৮

মুকুল's picture


টুটুল্ভাইয়ের সাথে একমত। রোবোট ভাই ঠান্ডা হোন। আম্রা আম্রাই তো। সবে মিল্যা এইটারে আগায়ে নিয়া যাইতে হৈবো।
নতুন লেখা দেন।

১৯

রোবোট's picture


ঠানডা গরমের কিছু নাই, আমরা-আমরা, তোমরা-তোমরারও কিছু নাই। মডারেশন নীতিমালার একটা গলদ দেখায়া গেলাম। অবশ্য আমি সর্ব্ত্রই বিশৃংখলা সৃষ্টিকারী ব্লগার।

২০

ভাঙ্গা পেন্সিল's picture


হিমালয়ভাই কয়েকদিন আগে ভাল প্রসংগ টানছিল। আমরা কি সচলের ছোট ভাই কিনা?

তবে প্রথম পাতায় এই ধরণের পোস্ট আমার ভাল লাগে না।

২১

নজরুল ইসলাম's picture


আপনে গেঞ্জি পরেন বলে আমি যদি গেঞ্জি পরি, তাইলে সেইটা আপনার অনুকরণ না। আমি আপনের ছোটভাইও হয়ে যাই না।

আজকে ডুয়াল পোস্ট এলাউ না করলে যদি সেটা সচলায়তনের ছোট ভাই হওয়া হয়, তাইলে ডুয়াল পোস্ট এলাউ করলে কি সামু বা আমু বা অন্য কারো ছোটভাই হবে?

নাকি বাংলা ভাষায় যখনই নতুন কোনো কমিউনিটি ব্লগ আসবে তখন একেবারে আনকোড়া নতুন নীতিমালা নিয়া আসতে হবে, যাতে অন্য কোনো ব্লগের সঙ্গে না মেলে?

একটা দুইটা পয়েন্টের মিল থাকায় সচলায়তনের ছোট ভাই কওয়ার স্টাইলটা জব্বার কাগুর মতো হয়ে গেলো...

২২

শাওন৩৫০৪'s picture


আপনে গেঞ্জি পরে???
কি আজব ঘটনা, আমিওতো!!!

২৩

নজরুল ইসলাম's picture


Smileতাইলে আপনে আমার ছোটভাই...

২৪

টুটুল's picture


এইটা পাইরেটেড... নজ্রুলভইরে হ্যাক করা হইছে

২৫

ভাঙ্গা পেন্সিল's picture


সুস্থ সুন্দর প্লাটফর্মের জন্য যে ডূয়েল পোস্টিং নিষিদ্ধ রাখতেই হবে তার কোনো মানে নাই। আমার এক লাইনে হয়তো বুঝা যায় নাই, কিন্তু হিমলু ভাইয়ের কমেন্ট একেবারে অযৌক্তিক না। ব্লগ আর রাইটার্স কম্যুনিটি এক না।
এভাবে আমরা হয়তো সুস্থ ব্লগিং প্লাটফর্ম পাব, তবে সেটা যেন হিমালয় কিংবা রোবটের মতো ব্লগারের বিদায়ের বিনিময়ে না হয়।

আমার ব্যক্তিগত মতামত, ডুয়েল পোস্টিং নিষিদ্ধ করার মাধ্যমে ব্লগারদের ভাগ করে ফেলা হয়।

২৬

নজরুল ইসলাম's picture


আমার আগের মন্তব্যটা ডুয়াল পোস্টিং নিয়া ছিলো না, ডুয়াল পোস্টিং নিষিদ্ধ মানেই যে সচলায়তনের ছোট ভাই না, এটা বোঝানো।

আমি ব্যক্তিগতভাবে ডুয়াল পোস্টের বিরোধী। কেন, সেটা আগে বলেছি কোথায় যেন, বার বার কারণ দর্শাইতে পারুম না।

যেখানে ডুয়াল পোস্ট এলাউ করে, আমি সেখানে যাই না। এবিতেও যদি ডুয়াল পোস্টের রীতি চালু করে মডারেটররা... তাইলে আমারেও ভাগতে হবে এখান থেকে।

২৭

মাহবুব সুমন's picture


"ছাল নাই কুত্তার নাম টাইগার" এইটা অনেক ফোরামের জন্য প্রযোজ্য। কি নামে ডাকে সেইটার চাইতে আচরন ও চরিত্রগত ভাবে কি সেইটাই দেখার ব্যপার। ব্লগ বলি আর রাইটার্স ফোরাম বলি এরা সবগুলোই আদতে একই মাল। "খোকা" নাম হলেই সাদেক হোসেন খোকা , ছোট্ট বাবু সোনা হয়ে যাবে না ;)।

ডুয়াল পোস্টিং এর ব্যপারে একটা নীতিমালা আছে। এখানে যারা লেখে সেই নীতিমালা মাইনাই বা সম্মান কইরাই লিখে। সেই নীতিমালা যদি কেউ যদি না মানে তারেতো অন্য কেউ নীতিমালা না মাইনা গালীও দিতে পারে। আমি নীতিমালা মানারট ব্যপারে আলোকপাত করছি।

২৮

ভাস্কর's picture


ডুয়্যাল পোস্ট প্রথম পাতায় না রাখনের যুক্তিগুলি আমার খেলোই লাগে। ব্লগ জগতে কোন ব্লগার দাসখত লেইখা দিতে বাধ্য না। ডুয়্যাল পোস্টের বেলায় যেই যুক্তি হাজির করতেছেন আমরা বন্ধু কর্তৃপক্ষ সেইসব কোন যুক্তি বচন হইতে পারে না। একটা লেখা ব্লগের পাতায় দেওয়া নিয়ন্ত্রণ করতে চাওয়া পত্রিকাওয়ালাদের সাজে, কারণ সেইখানে অন্য রাজনীতি কাজ করে। কিন্তু আমি ডাইরী লিখি, সেই লেখা আমরা বন্ধুর প্রথম পাতায় থাকবো কি থাকবো না সেই সিদ্ধান্ত নেওনের মাধ্যমে আমরা বন্ধু কর্তৃপক্ষ বুঝাইতেছেন যে আমারে তারা এই জায়গাটুক দিয়া দয়া করতেছেন...তার এইখানে আমার লেখা থাকতে পারে কেবল ননডুয়্যালিটির বিবেচনায়। এই যে গিভ এন্ড টেইকের রীতি, যারে নীতিমালা কইতে চান কর্তৃপক্ষ, তাতে আমার আস্থা নাই।

২৯

টুটুল's picture


সেই একি ভাবে আপনার ডুয়েল পোস্টের যুক্তিও কারো কাছে খেলো লাগতে পারে... নাকি আপনি যেটা বলবেন সেটা যুক্তি আর বাকি গুলো কুযুক্তি? আমার জানামতে এবিও কাউরে দাসখত দিয়া আনে নাই। এবি তার নিজের নিয়ম বইলা দিছে... আপনে যতক্ষণ এবি তে আছেন ততক্ষন সেটা মানতেই হইবো। সেইটা পছন্দ হোক অথবা না হোক। আমি সেইটা মাইনাই এবিতে আছি।

এই ব্লগের লেখা দিয়ে যখন আপনি বই হিসেবে ছাপাতে যান আপনে কিন্তু ১৪টা পাবলিশাররে দিয়া ছাপতে পারেন না ... তখন সেই নিয়ম আপনার খেলো লাগে না। যখন আপনি পত্রিকায় লেখা পাঠান তখন অন্য কোন পত্রিকায় সেইটা দিতে পারেন না ... তখন সেইটা অন্য রাজনীতি মনে হয়। রিয়েল লাইফে আপনে দুনিয়ার নিয়ম মানতে কোন সমস্যা হয় না ... কিন্তু ভার্চুয়াল লাইফে আইসাই আপনের স্বাধীনতা জাইগা ওঠে... তখন কোন নিয়ম মানতে ইচ্ছা করেনা। এইটা বস ডাবল স্ট্যান্ডার্ড।

আপনার পারসোনাল ব্লগে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। কমিউনিটি ব্লগে কমিউনিটির জন্য নিয়ম থাকবেই সেটা মাইনাই আমরা চলি। এখনো পর্যন্ত নিয়মহীন কোন কমিউনিটি ব্লগ আছে বৈলা আমার জানা নাই। আপনার জানা থাকলে জানাইয়েন। জ্ঞানী হমুনে।

৩০

ভাস্কর's picture


ডুয়্যাল পোস্টিংয়ের যেই যুক্তি সেইগুলি আমার কাছে যুক্তিই মনে হয় না, মনে হয় আবেগের বশবর্তী কতোগুলি বচন। আমরা বন্ধু একটা নিয়ম বইলা দিছে আর সেইটা নিয়ম হইছে এই এপ্রোচেই তো টের পাওয়া যায় এইখানে যুক্তির ধার ধারা হয় নাই। অন্য জায়গায় প্রকাশিত পোস্ট আমরা বন্ধুতে দেওয়া যাইবো না, এই ধরণের নিয়মের পেছনে থাকে আভিজাত্য বোধ। এই এলিট হওনের বাসনা ধীরে ধীরে আরো অনেক দিকেই ছড়ায়, অতীত অভিজ্ঞতা থেইকা ভালোই জানি এই প্রক্রিয়া।

ভাই পত্রিকায় প্রকাশিত লেখা, পাবলিশারের বই ছাপানের প্রসেসের লগে কখনোই একটা কমিউনিটি ব্লগ সাইটের তুলনা করতে পারবেন না। দুই জায়গাতেই পয়সার বিনিময়ে লেখাগুলি কিনা নেয় তারা। অর্থ-কড়ি যুক্ত থাকে বইলাই সেইখানে নন-ডুয়্যালিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়।

কমিউনিটি ব্লগের নিয়ম কি সূত্রে তৈরী হয় সেইটা একটু আমারে জানাইয়েন। কমিউনিটি বইলা যখন বিষয়টারে গণতান্ত্রিক বানাইতেছেন তখন তার নিয়ম তৈরীর প্রত্রিয়াতে কদ্দূর গণতন্ত্র ছিলো সেইটাও জানাইয়েন...

৩১

জ্যোতি's picture


জীবনের সবকিছু কি দস্তগত দিয়া হয়?হয় না বলেই আমার অল্প জ্ঞানে জানি।আমার আমাদের নিজস্ব অনুভূতি দিয়া, বিবেচনা দিয়া বুঝি কি করাটা ঠিক হবে।একটা নীতিমালা তো থাকতেই পারে! সেটা মনে চলা মানে তাকে সম্মান করা। যদি না বিষয়টা অযৌক্তিক হয়। ব্লগ যেহেতু হলো, তার টার্গেট থাকবে জনপ্রিয় হওয়া।এখন একটই পোষ্ট যদি একই সাথে বিভিন্ন ব্লগে যায় তাহলে কোন আকর্ষনে নতুন কেউ একজন এই ব্লগেই আসবে?
আর আমি লিখছি আমার জন্য, ব্লগারদের জন্য। কর্তুপক্ষের জন্য না। তারা দয়া করার কেউ না বলেই আমি মনে করি। তবে কর্তৃপক্ষে র কাজ তো তাদেরকে করতেই হবে। তা না হলে সুস্থ ব্লগিং যে হবে তার নিশ্চয়তা কে দিবে?নাতিমালা না মানলে সবকিছুই বিশৃঙ্খল হবে। সেটা আমাদের কারো কাম্য হতে পারে না।

৩২

রোবোট's picture


১০ মাস ২১ দিন আগ করা পোস্ট রিপোস্ট করা কি একসাথে করা বলা যায়। অবশ্য মহাকালকে একক ধরলে আলাদা কথা।

৩৩

জ্যোতি's picture


তর্কের খাতিরে তর্ক করতে ভালো লাগে না। একসাথে আরো ব্লগে অনেকে দেয় বলে সে পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয় এটা আপনি জানেন। আর অনেক পুরোনো পো্ষ্ট যারা রগে মোটামুটি রেগুলার তারা পড়েই থাকে। অতএব, পুরোনো পোষ্ট না দিতে উৎসাহিত করাই তো ঠিক তাই না?আপনার কি মনে হয়?

৩৪

রোবোট's picture


আমারো না, তারচেয়ে ডুয়াল পোস্ট ভালো। সেটাই আমার পয়েন্ট। আমার সরা্য দেয়া পোস্ট দেয়াটা সে কারণেই। মডেরশন টিম ব্লগের ভালো চাইলে এইটা মুছে দিয়ে ঐটা রাখতেন।

৩৫

শাওন৩৫০৪'s picture


নানা, রাগ কৈরা গাল ফুলাইয়া বৈসা থাকলে হবে? আলাপ করেন, সবাই যেইডা ভালো কৈবো সেইডাই হৈবো, হাফিযারে দোর্রা মারাই হৈবো....

৩৬

রোবোট's picture


রাগ করিানই। বিশৃংখলা সৃষ্টি করছি। এইখানে কনফিউশন কনটিনউয়াসের অভাব বোধ করছি। আমি যে অন্য ব্লগের দালাল, তেমন থিউরী পাইতাম।

৩৭

নজরুল ইসলাম's picture


বিশৃংখলা সৃষ্টি করছি।

এই মন্তব্যটা আপত্তিকর। একজন ঘোষণা দিয়া বলতেছে যে ব্লগে সে বিশৃংখলা সৃষ্টি করতেছে। আমি অফিসিয়ালি আপত্তি জানালাম

৩৮

আশরাফ মাহমুদ's picture


এটা স্যাটায়ার। সেটা না বোঝার জন্য আমি আপনার বিরুদ্ধে আপত্তি জানালাম। Wink

৩৯

শওকত মাসুম's picture


নানা, রাগ কইরেন না্ আমরা আমরাই তো। পোস্ট দেন নতুন পোস্ট। দেখেন কমেন্ট দিয়া ঝড় তুইলা ফালাবো.............

৪০

রোবোট's picture


সামু-এবিতে ১০০ পোস্ট দিয়া আপনার চেহারা দেখি নাই। হাবিজবাি পোস্টের দরকার আছে। সেলিব্রিটর দেখা পাওয়া গেল

৪১

শওকত মাসুম's picture


আবার পোস্ট দেন। দেখেন কমেন্ট কইরা ভাসাইয়া কেমনে ভাসাইয়া দেই।

৪২

জ্যোতি's picture


নানা রাগ করছেন?ও নানা! ব্লগে আসেন জলদি।নয়া পোষ্ট দেন। আমরা বন্ধু নতুন ব্লগ। নতুন পোষ্ট দিয়েই সাজুক ব্লগের পাতা। আমরা যদি একটা পোষ্ট একই সময়ে আরো ব্লগে দেই তাহলে অন্যরা এখানে আসবে কোন আকর্ষনে? আমরা বন্ধুরা কেন একটু সহনশীলতা দিয়ে এটা বুঝতে চাইব না? আমরা আমাদের...বন্ধুদের ভালোবাসি বলেই তো ব্লগটাকে ভালোবাসি। এটা আমাদের পদচারনায় মুখরিত হবে। বন্ধুরা আছি বলেই ব্লগ আছে। একটা নতুন জিনিসকে সবাই মিলে পরিপূর্ণ্ করব...এটাই আমাদের ভালোবাসা। রাগ, অভিমান থাকবেই....কিন্তু মন দিয়েই একটু ভাবি! দেখেন অযৌক্তিক লাগবে না। আসেন নানা, নতুন পোষ্ট দেন। আমরা আড্ডা দেই।

৪৩

নীড় সন্ধানী's picture


ব্যাপার কি? অংক ক্লাস চলতেছে নাকি?

৪৪

রোবোট's picture



হোমও্যার্ক কৈ

৪৫

সোহেল কাজী's picture


ডুয়েল পোষ্ট নীতিমালার ব্যাপারে আমার কিছু কনফিউশন আছে। আশা করি কতৃপক্ষ বা সহব্লগার কারো নজরে পড়লে একটু ক্লিয়ার করবেন।
যেহেতু নিছক নির্বোধ প্রজাতির কেউ না সেহেতু বুঝতে পারি প্রতিটি ব্লগ সাইটই যার যার বৈশিষ্টে সে অনন্য। সেজন্যই এবির জন্য কোন কিছু লিখলে এই ব্লগের পরিবেশটা মাথায় রেখেই লিখি। আবার কিছু কিছু লিখা আছে যা এখানে প্রকাশ করলে অস্লীলতা কিংবা গালাগালীর দায়ে আটকে যাবে তাই এখানে দেয়ার কথা চিন্তাও করি না। এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু কনফিউশনটা অস্বাভাবিক বিষয়ে।

মানে সমসাময়িক কোন ঘটনা নিয়ে তাতক্ষণিক প্রতিকৃয়া কিংবা কোন ইনফরমেশনাল পোস্ট যদি বিভিন্ন ফোরামে ছড়িয়ে থাকা সব বন্ধুদের সাথে শ্যায়ার করতে চাই তখন কিভাবে তা সম্ভব হবে? কিংবা আমি যদি চাই বিশেষ কোন ভাবনা নিয়ে লিখা পোষ্ট তাৎক্ষণিক আমার সব বন্ধুরা পড়ুক তখন সেটা কি ভাবে করব?
শুধু তর্ক করা নয়, সত্যিই বিষয়টা জানা প্রয়োজন হয়ে পড়েছে, পোস্ট আকারে না দিয়ে এখানেই কতৃপক্ষ ও বন্ধুদের পরামর্শ আশা করছি।

৪৬

রায়েহাত শুভ's picture


এত ভারি ভারি কমেন্টের ভীড়ে আমার কমেন্টখান কেউ দেখবো কিনা চিন্তা না কৈরাই কমেন্টাইতেছি।

ঘটনা হৈলো রোবোটাংকেলের যেই পোস্টখান পৈলা পেঝৈতে সরায়া দেওয়া হৈছে সেই পোস্টটা এবি'র কয়জন ব্লগার আগে পর্ছিলো?

আমি যদ্দুর জানি বাফ্রা, টুটুলভাই আর স্বপ্নজয় কমেন্টাইছিলো ঐ পোস্টে, গত বছর জুনে। আমি পর্ছি বাট কমেন্টাইনাই। এই খানে যদি রোবোটাংকেল ব্যাপার্ডি কৈয়া না দিতো তৈলে কয়জন বুঝতার্তো এডি পুরান?

এখন জিনিস্টা আম্রা এইভাবে কি দেক্তারিনা যে এই লেখাডির সাথে যেই স্মৃতিডি জড়ায়া রৈছে সেইটারে এবি'র মানুষগুলান্রে কাছের লোক ভাইবাই রোবোটাংকেল তাদেরও এই স্মৃতির লগে জড়াইতে চাইছে? বা চাইছে এই ব্যাপারডি আরো লোকে জানুক?

কেজানে উল্টাপুল্টা অনেক কিছুই কয়া ফালাইলাম। ভালো থাইকেন সবাই।

৪৭

রোবোট's picture


নারে ভাই, তুমি একটা ইমপরট্যান্ট কথা বলসো। এক নুশেরা ছাড়া কেউ কিনতু কৈলো না এই পোস্ট পড়সি। আমার ধারণা এই পোস্টে যারা ভারী, ভারী অনেক কেমন্ট করসেন তারা জানেনও না আমার একটা পোস্ট ছিলো যেটা ১ম পাতা থেকে সরানো হৈসে। সেটাও কোন ইস্যু না।

সামুতে ঐ পোস্টে কেমন্ট ছিলো ২৭টা। (আমারগুলা সহ) সামুতে আমার সবচেয়ে ইমপরট্যান্ট ২টা পোস্টের একটা ছিলো এইটা।

কাছের মানুষ ভাবাটাতো েকটা ২ পকষীয় ব্যাপার।  আমি আপন ভাবলেই কি তারা আমারে াপন ভাববেন। আমি কেডা কও?

কবে কোন ছেলে খুন হৈল সেটা দিয়া মডারেশন টিমের কি আসে  যায়।  হাবিজাবি পোস্ট দিয়া ১ম পাতা ভরানোর দরকার কি।  

ডুয়াল পোস্্ট দিতে চাইনা দেখেই "আমার প্রিয় গান" সিরিজটা সামুতে না, এখানে কনটিনিউ করতে চাইসিলাম।

আমি সবসময়ই মডারেশন চাই। কোনকিছুই মডারেশন ছাড়া ভালো না। তবে কি মডারেশন করতে হবে , কিভাবে করতে হবে সেটাই কথা।

 

৪৮

রায়েহাত শুভ's picture


ব্যাপার্না আংকেল। নীতিমালা কঠোর্ভাবে প্রয়োগ শুরুরাগেই আমি প্যাঁচে পর্ছি। সেই হিসাবে ক্যাচাইল্লা হিসেবে আপ্নেরাগে আমার নামাইবো। আপ্নেরে ফাস্টো হৈতে আমি দিমুই না Smile

৪৯

রুমন's picture


এটা কি?

৫০

নুশেরা's picture


নানাজী কিরামাছেন? তিনকা তিনকা লিশাদার খবর কী? তারে ধারাপাত পড়াইতেছেন পোস্ট দেইখা মালুম হয় Smile

টুটুলদার কথাটাই আরেকবার বলি- কুল ডাউন নানা। ব্যক্তিগতভাবে নীড়পাতায় ডুয়াল পোস্টিংকে বিরক্তিকর মনে করি, তারপরও মনে হয় প্রথম পাতা নিজের পাতা মৌলিক পোস্ট ডুয়াল পোস্ট--- কোন কিছুকেই এতো সিরিয়াসলি নেয়ার কিছু নাই.. মডুমামা সিরিয়াসলি নিছেন, সাইটের সব ঝুটঝামেলা উনিই পোহান তাই উনার সিরিয়াসনেস থাকাটাও অস্বাভাবিক না Smile

কাক্না-ভাঙ্গা-এপু-মুক্ত-শাওন-বাফড়া-রোহান-রোবোট-নারুদা.... এরা যদি নিজ থেকে শুধু নিজের পাতায় পোস্ট দেয়, ্আমার কোন সমস্যা নাই, ব্লগে আসা হলে ঠিকই খুঁজে নিয়ে পড়ে যাবো

৫১

সাঈদ's picture


কিছু নিয়ম থাকা উচিত , না হলে অবস্থা একসময় বেগতিক হয়ে যাবে।

হয়তো আপনার লেখা বলে আপনি মাইন্ড করতে পারেন কিন্তু অন্য ব্লগে পড়া কোন লেখা এখানেও এসে দেখেন, তাহলে এই ব্লগে আসবেন কেন? আর একই জিনিস যদি সব জায়গায় প্রকাশ পায় তাহলে সেটা বার বার পড়তে আর পিঠ চুলকায়তে কি ভালো লাগবে ?

৫২

লীনা দিলরুবা's picture


নুশেরা বলছে,

কাক্না-ভাঙ্গা-এপু-মুক্ত-শাওন-বাফড়া-রোহান-রোবোট-নারুদা.... এরা যদি নিজ থেকে শুধু নিজের পাতায় পোস্ট দেয়, ্আমার কোন সমস্যা নাই, ব্লগে আসা হলে ঠিকই খুঁজে নিয়ে পড়ে যাবো

নানা দেখছেন আপনি ছিলিব্রিটি ব্লগারের আগমনে (মাসুম ভাই) খুশী হৈছিলেন, এদিকে আরেক ছিলিব্রিটি কিন্তু বেষ্ট ব্লগার লিস্ট দিয়া দিছে। আপনেরে আর পায় কে! নানা লেখেন লেখেন আমরা ছুট লোকরা আপনাদের লেখা পড়ার জন্য নাদান হয়ে রইলাম।

৫৩

নুশেরা's picture


ছিলিব্রিটি, বেস্ট ব্লগার লিস্ট- এই দুটো কথাতে আপত্তি জানাচ্ছি।

আমার কিছু পোস্ট অন্য সাইটে নিজের পাতায়, কিংবা শুধু্ই নিজের সাইটে রাখা থাকতো, সেইসব হাবিজাবি কেউ কেউ ঠিক খুঁজে নিয়ে পড়তো বা পড়ে। ব্যক্তিগত সম্পর্কের কারণে তাদের যে কোন লেখাও আমি খুঁজে নিয়ে পড়বো সেটাই স্বাভাবিক। কবি-সাহিত্যিক না হলেও ছিলিব্রিটি শব্দের ব্যাঙ্গার্থ অনুমান করতে পারি।

৫৪

শওকত মাসুম's picture


আমারও প্রচন্ড আপত্তি ও বিরক্তি। তারপরেও ব্লগ পর্যায়ে এসব নিয়া বাড়তি কুতর্ক এড়াতেই এ নিয়ে আর কিছু বলি নাই।
সবাই মিলে মিশে ব্লগিং লিখি এইটাই তো চাই।

৫৫

জ্যোতি's picture


নশেরাপু কেমন আছেন? অনেকদিন আপনাকে তেমন দেখি না। পোষ্ট তো দেন না। নতুন পোষ্ট দেন। আর দেখা পাবো বলে আশা বেঁধে রাখি।

৫৬

শওকত মাসুম's picture


লীনা, আপনার এই মন্তব্যের মূল অর্থ ধরতে পারি। এইটাই শুধু জানাইলাম।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রোবোট's picture

নিজের সম্পর্কে

Self moderated blog - moderated under personal rules and preferences.

Thanks for coming to this page.