আমার প্রিয় গান ১- নজরুলের গান
গল্পটা শোনা আমার বড় খালার কাছে। আজ থেকে প্রায় ৪৫ বছর আগের কথা। তখন আমার মা বোধ হয় নাইনটেনে পড়েন। আমার বাবামার বিয়ের আগের কথা। ঢাকায় বেড়াতে এসেছেন বড় বোনের বাসায়। মা যেহেতু এক আধটু গান করতেন, বোনের বাসায় গান ধরলেন বোন-দুলাভাইয়ের অনুরোধে। টিনের তৈরী বাসার বসার ঘরে বসে গান গাইলেন। দুটো গান গাওয়ার পর সবাই অবাক হয়ে দেখলো বাইরে রাস্তায় লোক জমে গেছে। আবার "আপা আরেকটা গান করেন" এমন অনুরোধ জানাতেও দ্বিধা করলেন না কেউ একজন । নাহ আমার মা বিরাট কোন সংগীতশিল্পী হননি, সম্ভবত হবার কথাও ছিলোনা। তবে আমার বয়স ৭-৮ বছর হওয়া পর্যন্ত গান টান করতেন। (ষেও প্রায় ৩০ বছর আগের কথা) বাসায় একটা হারমোনিয়ামও ছিলো। আমার মার সুর জ্ঞান খুব ভালো ছিলো এটা বুঝতাম। গত ১৫-২০ বছরে ওনাকে খুব একটা গান শুনতেও দেখিনি। তবে গান শোনাটা যদি কোন খারাপ কাজ হয়, তবে আমার সে খারাপ কাজের দায় পুরোটাই আমার মার। (আমি ডাকি মামণি)
****************************************************************
আমার বিজ্ঞাপন তরংগ ছাড়া গান শোনার ১ম উৎস হলেন আমার মা। মামণির নজরুলের গান খুব পছন্দ ছিলো তখন। বেশীর ভাগই যতটা বুঝি রাগ নির্ভর। "আজো কাঁদে কাননে কোয়েলিয়া" , "সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে", "রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে", "অন্জলী লহ মোর সংগীতে" "মোরা আর জনমে হংস মিথুন ছিলাম" এসব গানের কথা বেশ মনে আছে।
"জোছনা করেছে আড়ি" এটা মনে হয় নজরলের না, তবে কেন যেন মনে হয় নজরুলের গান। "আজি নিঝুম রাতে কে বাঁশি বাজায়" এটাকেও নজরুল গীতি বলে জেনে এসেছি। কি অসম্ভব সব মনকাড়া গান। ২য় গানটা শুনিনি গত ২৫ বছর।
আমাদের ক্যাসেট প্লেয়ার হয় ১ম বোধ হয় ৮০-৮১ সালে। ৭-৮টা অডিও ক্যাসেট থাকলেও তাতে নজরুলের গানের কোন ক্যাসেট ছিলো না। বিস্ময়কর।
সেভেন এইটে থাকতে থাকতে শুনলাম "মেঘমেদুর বরষায় কোথায় তুমি", "শাওন রাতে যদি"। পরের গানটা খালিদ হোসেনের গলায় কিযে ভালো লাগতো। এর মধ্যে শুনেছি নজরুলের "কারার ঐ লৌহ কপাট", "চল চল চল"। ৮৫ র সাফ গেমসের সময় শুনলাম "মোরা ঝঞ্ঝার মত উদ্দাম"। এখনো খুব প্রিয় একটা গান। এখনমনে হয় তখন আহ একদিন যদি ক্লাসের সব ছেলে মিলে যদি ডেস্কে ড্রাম-তবলা বাজিয়ে গানটা গাইতে পারতাম। অবশ্য সেটা করলে টিচাররা আমাদের পিঠকে আরো জোরে ড্রাম তবলা বাজাতেন বলে মন হয়।
একসময় মানবেন্দ্রর নজরুল গীতি শুনেছি নেশাসক্তের মত। "এতো জল ও কাজল চোখে" "আলগা করগো খোঁপার বাঁধন"- কিন্তু এখন আর কোনটার কথা মনে পড়ছে না। অনুপ জালোটার ভজনও বেশ লাগতো " হৃদি পদ্মে চরণ রাখো" -এটার কথা না বললেই না। অনুপ ঘোষাল এখনো প্রিয়। মূলত নজরুল গীতির জন্য। ওনার একটা গানের আসরে গিয়েছিলাম ২০০২ সালে। একটা নজরুল গীতিও করেননি। আফসুস আর রাগের খিচূড়ী। মাঝখানে(মাস ছয়েক আগে) "বসিয়া বিজনে কেন একা মনে" আমার জাতীয় সংগীত ছিলো। "আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়", "আমারও ঘরের মলিন দীপালোকে" এদুটোও খুব প্রিয় গান আমার। মোঃ রফির গলায় "আজো মধুর বাঁশী বাজে" কি যে ভালো লাগে।
রাগ সংগীত নিয়ে কোন পড়াশোনা নেই। তারপরও নজরলের রাগ প্রধান গানগুলো কিযে ভালো লাগে/লাগতো। আমার কাছে বাংলা গানের সুরকার দের মধ্যে নজরুল সবচেয়ে প্রিয়। কিন্তু কেন যেন, নজরুলের এই পরিচয়টা কেউ মনে রাখতে চায় না। মুসলিমকবি নজরুলের মর্যাদা বাড়াতে গিয়ে কখন যেন সুরকার নজরুলের কথা আমরা বেমালুম ভূলে গিয়েছি।
আবারো চোথাবাজি পোস্ট। সামুর লেকহা। হ্যত এ সিরিজটা এখানে কনটিনউ করতে পারি। হঠাত ২য় পর্ব থেকে কেমনে শুরু করি।
ঐ পাড়ার কমেন্টগুলাও দিয়ে দিলাম।
োরাবআবৃত্তবন্দী বলেছেন: ভালো লাগছে লেখাটা...
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১১
লেখক বলেছেন: খুশী হৈলাম
২. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৮ ভাঙ্গন বলেছেন: মুসলিমকবি নজরুলের মর্যাদা বাড়াতে গিয়ে কখন যেন সুরকার নজরুলের কথা আমরা বেমালুম ভূলে গিয়েছি।
.........
right... ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
লেখক বলেছেন: নজরুলের জন্ম মৃত্যুদিনের নাটক না দেখায় গান দিলে ভালো হয়। কার কথা কে শোনে।
৩. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১০ জনৈক আরাফাত বলেছেন: ভাল লাগা পোস্ট। আমি গান এর গ ও বুঝিনা। কিন্তু নজরুলের গান খুব খুব ভালো লাগে। অন্য গান শুনতে শুনতে প্রায়ই বিরক্ত হয়ে নজরুলের গানে ফিরে আসি। সেদিন ফাতেমা-তুজ-জোহরা কণ্ঠে কয়েকটি নেটে পেলাম। ভালো লাগলো! ইদানীং খায়রুল আনাম শাকিলের কণ্ঠেও খুব ভালো লাগে! আবারও ধন্যবাদ। ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১২
লেখক বলেছেন: অনুপ ঘোষালেরগুলোই সবচেয়ে ভালো লাগে। শাকিলেরগুলো শুনবো।
৪. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১২ মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: সাইফাই এর লিংক দিতে আইসা গান শুইনা গেলাম।
অ:ট:
নীচের তিনটা সাইফাই আপনের লাইগা উৎসর্গকৃত
Click This Link
Click This Link
Click This Link ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৮
লেখক বলেছেন: ১ম ২টা পড়লাম
৫. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২০ বৃত্তবন্দী বলেছেন:
আলগা করোগো খোঁপার বাঁধন
দিল ওয়াহি মেরা ফাঁস গ্যায়ি ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৮
লেখক বলেছেন: লিংকম্যান এপু এসে লিংক দিয়ে যাবে আশা করি
৬. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪০ সুখী মানুষ বলেছেন: আমি নজরুলের গান নিয়ে যতটুকু পেরেছি পড়েছি। আর গানের জগৎ বলতে নজরুল, রবীন্দ্রনাথই বেশীরভাগ জুড়ে আছেন।
ভালো লেগেছে লেখাটা। ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৮
লেখক বলেছেন: ধন্যবাদ
৭. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩ আশিক১১৪ বলেছেন: ভাল লাগে ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৯
লেখক বলেছেন: ধন্যবাদ
৮. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০১ মেহবুবা বলেছেন: ভাল লাগল আপনার নজরুল প্রীতি দেখে ।
আজ দেখলাম কেন্দ্রীয় লাইব্রেরীতে ৭৫% ডিসকাউন্টে নজরুলের বই পাওয়া যাচ্ছে । অনেকেই উৎসাহী হচ্ছে ।
অ:ট: আমার মেয়ের বেশী পছন্দ নজরুল গীতি , আমার রবীন্দ্রসঙ্গীত প্রীতি নিয়ে প্রায়ই খুনসুটি । ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২০
লেখক বলেছেন: আমার দুটোই বেশ লাগে। বহু বছর আগে সুনীলের আগে একটা লেখা পড়েছিলাম, "আমাদের শেষ দুই আধুনিক সংগীত স্রষ্টা নজরুল আর রবীন্দ্রনাথ"
৯. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭ ফয়সালরকস বলেছেন:
অনেক কথা মনে করিয়ে দিলেনরে ভাই। একজন গান গাইছে আর তার গান মানুষজন ভীর করে শুনছে...একজন গায়কের অনেক বড় পাওয়া! শ্রদ্ধাভরে আন্টিকে স্মরণ করলাম...
আমার মাও যে গান গাইতেন তা টের পেয়েছি গোডাউনে পরে থাকা একটা ভাঙ্গা হারমোনিয়াম দেখে! কিন্তু মা কখনোও গাননি! আমার ফ্যামিলি খুব রিজাভর্ড ছিল। আমি নিজে নজরুলের গান গাইতাম খুব পছন্দ করেই। নিজের কোন মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ছিল না...শুধু একটা মন্দিরা ছিল (তাও গিটার টিউন করার জন্য) আর ছিল একটা ভাংগা বাশী! মন্দিরাটা বাসা বদলানোর সময় হারিয়ে গেল...মিউজিক শুনিনা আজ প্রায় ৭/৮ বছর হবে!
অন্যদিকে রবীন্দ্রনাথ শুনত আমার মামা...হেমন্ত আর কবীর ইয়াসমীন আমার প্রিয় শিল্পী।
আপনাকে আমার আর একটা প্রিয় নেশার সাথে পরিচয় করিয়ে দেয়ার লোভ সামলাতে পারলাম না...অধমকে ক্ষমা করবেন। নিচে লিংক দিলাম...আপনার মতামত আশা করছি কারন আপনি অসম্ভব সংস্কৃতিমনা একজন মানুষ আমার বিশ্বাস!
Click This Link
(লেখাটা ভাল হয়েছে...আরও একটু লেখলে পারতেন) ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৪
লেখক বলেছেন: আমার মা অবশ্য এখন পুরো ঘটনাই অস্বীকার করেন।
খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার কন্যা (সাড়ে ৪ বছর বয়স) কথা শেখার আগেই গুনগুন করতো।
আপনার লেখাটা আগেই পড়েছি। আমি মুলত মেলোডী লাইনের লোক। তারপরও পিংক ফ্লয়েডের কয়েকটা গান ভালো লাগতো। এ্যনাদার ব্রিক ইন দ্যা ওয়াল, মাদার, উইশ ইউ আর হিয়ার।
বড় কমেন্টের জন্য ধন্যবাদ
১০. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১১ বড় বিলাই বলেছেন: শবনম মুশতারী, ইয়াসমিন মুশতারীর গাওয়া নজরুল সঙ্গীতও খুব ভালো লাগে। লেখার সাথে কয়েকটা গানের লিংক দিয়ে দিলে খারাপ হত না। বিশেষ করে "আজি মধুর বাঁশরী বাজে" আর "এত জল ও কাজল চোখে"। ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩০
লেখক বলেছেন: শবনম মুশতারীর গান ভালো লাগতো। লীনা তাপসীর দুয়েকটা খুব পছন্দ ছিলো। কখনো ভালো লাগেনি ফিরোজা বেগম।
১১. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২০ ভেবে ভেবে বলি বলেছেন: বাহ, অনেকগুলো পছন্দের গানের কথা মিলে গেলো। আমারও নজরুলগীতি অসম্ভব প্রিয়। বিশেষ করে অনুপ ঘোষাল, অজয় চক্রবর্তী, অনুপ জালোটা আর মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দারুণ লাগে! ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩০
লেখক বলেছেন: আপনার সাথে আমার গানের পছন্দে মিল আছে। আগেও দেখছি।
১২. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫২ ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল। আরও লিখবেন আশা করি। ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩
লেখক বলেছেন: ব্লগের দুই নজরুল গীতি প্রেমীর একজনরে পেয়ে খুশী লাগলো।
১৩. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৪ কঁাকন বলেছেন: আমার অনেকদিন পর্জন্ত ধারনা ছিল জোছনা করেছে আড়ি এটা নজরুল সংগীত
একবারতো একজনের সাথে তর্কও করছিলাম ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩১
লেখক বলেছেন: রাগ ইমনের কমেন্ট দেখো
১৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭ ফয়সালরকস বলেছেন:
আমার পুত্রের বয়স যখন এগারো মাস...তখন থেকে তার প্রিয় "ফুলে ফুলে ঢোলে ঢোলে"।
যখন ১৩ মাস তখন মনপুরা এলবাম...
১৫ মাসের সময় 'গুজারিশ'... (সোনুর হামিং ও আমাকে ঘুমানোর সময় গাইতে বলে!)
১৬ মাসে Dream Theater...Pink Floyd...
১৮ মাসে চৌরাশিয়া...আনন্দ শংকর...প্যাগানিনি!
এখন ২২ চলে! আমার তো পাগল হইতে বাকি!
খুব সতর্কতার সাথে মিউজিক সেশন চলছে যাতে বড় হয়ে খারাপ জিনিস একবাক্যে..দ্বিধাহীনভাবে ডিসকার্ড করতে পারে! ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩৫
লেখক বলেছেন: হা হা হা
ফুলে ফুলে ঢলে ঢলে ঐ বয়সে আমার কন্যারও খুব প্রিয় ছিলো। আমার কন্যার অলটাইম ফেভারিট "সহেনা যাতনা"। আমার একাধিক পোস্টে এগুলো এসেছে।
আপনার পুত্রের গান নিয়ে কিন্তু সুন্দর পোস্ট হতে পারে।
১৫. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৭ রাগ ইমন বলেছেন: পছন্দের গান ভীষণ ভাবে মিলে গেলো । সুলিখিত পোস্ট পড়ে ভালো লাগলো , খুব নস্টালজিক লেখা ! এখন গান শুনতে ইচ্ছা করছে !
" জোছনা দিয়েছে আড়ি " বেগম আখতারের গান। বেগম আখতারের অনেক গুলো গান শিপ্রা বসু গেয়েছেন পরে। সিডি পাওয়া যায় । শুনে দেখবেন ।
নজরুলের গান গুলোকে বাংলাদেশের খুব কম শিল্পীই সুবিচার করতে পেরেছেন । পূরবী দত্ত , শিপ্রা বসু , অজয় চক্রবর্তীর কন্ঠে নজরুলের গান শোনার পরে আর কারোটা শোনা মুশকিল। এমন কি অনুপ জালোটার ( খেলিছো এ বিশ্ব লয়ে) একটা ছাড়া বাকি গান তেমন শুনি না।
উচ্চাঙ্গ সঙ্গীতে খুব ভালো দখল না থাকলে নজরুলের গান গাওয়া আসলেই কঠিন। তবে নজরুলের চটুল সহজ গান যেমন আছে , রবিরও তেমন জটিল সুরের গান রয়েছে । অনেকের যেমন ধারণা , রবির গান গাওয়া বুঝি খুব সহজ , আসলে তা না । ব্যাকরণ মেনে গাইতে গেলে রবির গানও যথেষ্ট কঠিন।
পরিশেষে ধন্যবাদ । ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪০
লেখক বলেছেন: ২ বছরের ব্লগ জীবনে আমার পোস্টে আপনার ১ম কমেন্ট। (যতদুর মনে হয়)
পূরবী/শিপ্রা/অজয় কারোরই গান বেশী শুনিনি
১৬. ১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৮ রাগ ইমন বলেছেন: হা হা। দু:খিত বলা ছাড়া গতি নেই আপু ! সামনে আমার নিজের ব্লগই বন্ধ থাকবে ।
পোস্ট , মন্তব্য কিছুই করতে পারবো না । ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:২৫
লেখক বলেছেন: দুলাভাই, ব্লগ বন্ধ রাখবেন কেন?
কোন পুরুষ ব্লগার জেরীকে ছেলে ভাবলে ও তাকে আপা/ভাবী ডাকে।
১৭. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৩ নুশেরা বলেছেন: স্মৃতিকাতর করলেন। বুঝলাম আমাদের খালামণি কেন এই পিচ্চিকালেই গান ধরেছে
অনুপ ঘোষাল দারুণ লাগে। অনুপ জালোটা কেন যেন ভালো লাগেনা। অজয় চক্রবর্তীর এমন গায়কীও শুষ্কংকাষ্ঠং লাগে। অথচ উনার ঘরানায় গান করেন আমাদের দেশের খায়রুল আনাম শাকিল, তার কণ্ঠের কারণেই ভালো লাগে অনেক বেশী।
আমাদের দেশে আশি আর নব্বইয়ের দশকে বিটিভিতে নজরুল সঙ্গীতের কিছু অসাধারণ পরিবেশনা দেখেছি, মূলত মহিলা শিল্পীদের। প্রয়াত জান্নাত আরার গলা একেবারে খাপখোলা ছুরি! উনার ছোটবোন ফেরদৌস আরা, সাদিয়া আফরীন মল্লিক (পরে আংগুরবালা স্টাইলে গাইতে গিয়ে গলার বারোটা বাজিয়েছেন), ডালিয়া নওশীন, শবনম-ইয়াসমিন-পারভীন মুশতারী ভগ্নিত্রয়, ফাতেমাতুজজোহরা, রেবেকা সুলতানা (আবিদার বোন), কীর্তনাঙ্গের কিছু গানের জন্য নীলুফার ইয়াসমিন... ... ...। পুরুষ কণ্ঠের মধ্যে যোসেফ কমল রড্রিক্সকে মনে আছে একটু ভারী, সজল কণ্ঠের জন্য। (ফিরোজা বেগমকে মধ্যএশীয় ঘরানার সুরের শুকনো পাতার নূপুর পায়ে, নাচে ইরানী মেয়ে, মোমের পুতুল ধরণের কিছু গানের জন্য মাফ করে দেন রোবোটনানা)
আমার পছন্দের শীর্ষে নজরুলের এই তিন:
পরদেশী মেঘ যাওরে ফিরে বলিও আমার পরদেশীরে
জনম জনম গেলো আশা পথ চাহি
সে চলে গেছে বলে কিগো স্মৃতিও কি যায় ভোলা
============================================
অ.ট. জেমিনিকে কথা দেয়া, তাই কেকপোস্ট আপডেট করতে আসি। নয়তো ব্লগে আসা হয়না... পোস্ট দিলে মেইলে জানায়েন নানা
১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:২৮
লেখক বলেছেন: তোমার লিস্টের ২, ৩ ভালো লাগা গান। আনুপ জালোটার ভজন (নজরুলের) ভালো লাগতো।
এবার দেশে গিয়ে নজরুল গীতির সিডি কিনতে হবে।
অ:ট: তোমাকে ইফতারীর দাওয়াত কে দেবে?
১৮. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৬ নুশেরা বলেছেন: সংশোধনী:
সাদিয়া আফরীন মল্লিক (পরে আংগুরবালা স্টাইলে গাইতে গিয়ে গলার বারোটা বাজিয়েছেন),...
এটা হবে-
সাদিয়া আফরীন মল্লিক, শাহীন সামাদ (পরে আংগুরবালা স্টাইলে গাইতে গিয়ে গলার বারোটা বাজিয়েছেন), .... ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩২
লেখক বলেছেন: মনে হয় তোমার গান বিষয়ক পোস্ট না পড়লে মাথায় আসতো না এমন পোস্টের কথা
১৯. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৮ শাওন৩৫০৪ বলেছেন: লেখা ভালো লাগছে
গান গুলার লিন্ক দিয়া দিলে আরো ভালো হৈতো....
আমার বৌ গান গাইতে পারলে খুব ভালো হৈবো...
আর আমি তো ভাবছি আপনের বয়স ৫০'র উপরে, এখন দেখি ৪৫ বছর আগে আপনের জন্মও হয়নাই, কি আফসুস
১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩০
লেখক বলেছেন: লিংক তোমরা দাও।
নারে ভাই, বয়স অত বেশী না। চুলে পাক ধরসে বলে নানা-নানা ভাব ধরি।
২০. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৬ নাজনীন১ বলেছেন: স্কুল জীবনের একটা সময় রেডিওতে প্রচুর নজরুল সংগীত শুনেছি, একবার তো কোন এক অনুরোধের আসরে স্বয়ং নজরুলের গলায় গান শুনেছি, এত্তো সুন্দর কন্ঠ, অপূর্ব!!!
আমার কাছে ফেরদৌস আরা, শাহীন সামাদ, রওশন আরা মুস্তাফিজের কন্ঠে গাওয়া নজরুল সংগীত খুব ভাল লাগে। আর
আমাদের স্কুলে এক হিন্দু ম্যাডাম ছিলেন, উনার নজরুলের গানের গলা এতো ভাল লাগতো, এমন গলা তেমন একটা আর কারো শুনিনি, কিন্তু তিনি বেতার-টিভিতে বা কোন প্রোগ্রামে গাইতেন না।
আপনার মায়ের কথা শুনে ভাল লেগেছে। ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩১
লেখক বলেছেন: ধন্যবাদ বড় কমেন্টের জন্য
২১. ১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮ কঁাকন বলেছেন: সাদিয়া আফরিন মল্লিক আমার বাবার ফেভারিট ছিল
আর ফেরদৌস আরার কন্ঠে শাওনো রাতে শুনে আমার মনে হয়েছিলো নজরুল এই গানটা লিখেছেই ফেরদৌস আরা গাইবে বলে।
আমার নিজের কেন যেন নজরুল সংগীত মেয়ে কন্ঠেই ভালো লাগে ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৫
লেখক বলেছেন: হুমম। শাওন রাতে আমার অবশ্য খালিদ হোসেন/নিয়াজ মোঃ চৌধুরীর গলায় পছন্দ।
২২. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৮ কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হু, গান ভীষন ভালোবাসি
লেখায় +++ ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪৮
লেখক বলেছেন: গান ভীষণ ভালোবাসি। প্লাসের জন্য ধন্যবাদ
২৩. ১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:১১ রোবোট বলেছেন: গানগুলা কেউ লিংকাইলো না কেন? ইস্নিপসে নজরুল গীতি পাইনা। ২৪. ১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:৫৫ নুশেরা বলেছেন: ইস্নিপসে আছে তো। গানের প্রথম কলি সবরকম বানান দিয়ে, শব্দগুলোর মধ্যে হাইফেন দিয়ে সবরকমে খোঁজেন। আর আপনার জন্য এইটা দিলাম (এইটা কেন প্রিয় বলেন নাই, অবাক হইছি) http://www.mediafire.com/?zdnhmqzmifz
অ.ট. নানা, দাওয়াতের কাম নাই। আজকে আসলাম, আইসা দেখি আজিব আবহাওয়া। বিমা ব্যান, বিডিআইডলও। সৌম্যর একটা কথা খুব পছন্দ হইলো। ফেভারিট ব্লগাররা নাই হইয়া গেলে রেসিডেন্ট ভাঁড় আর লুলদের লেখা দেখতে আইসা ফায়দা কই? ২৫. ১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:০৭ নুশেরা বলেছেন: লিংক প্রসঙ্গে- আশার ভার্সনটা আমার বেশী ভালো লাগেনা উনার বাংলা উচ্চারণের জন্য। ইস্নিপসে এই গানের দারুণ কিছু ভার্সন ছিলো খুঁজে দেখতে পারেন। ১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫২
লেখক বলেছেন: দেখবো
আবারো চোথাবাজি পোস্ট। সামুতে লেখা। সিরিজটা কনটিনউ করতে পারি। হঠাত ২য় পরব থেকে কেমনে দেই।
আগের কমেন্টে ঐ পোস্টর সব কমেন্ট আনতে চেয়েছিলাম। কিছুই আসে নাই
কমেন সুদ্ধা লয়া আসবেন, এই আজীব প্ল্যান কোইত্থে আইলো আপ্নের সিপিইউতে!
" মুসলিমকবি নজরুলের মর্যাদা বাড়াতে গিয়ে কখন যেন সুরকার নজরুলের কথা আমরা বেমালুম ভূলে গিয়েছি।"- বাঁধাই করে রাখার মতো একটা কথা। তাড়াতাড়ি পরের পর্ব আসুক।
নজরুলগীতি যখন যেটা শুনি তখন সেটাই ভালো লাগে, সুরের এতো বৈচিত্র্য। তারপরও কথা-সুর মিলিয়ে আমার বিশেষ প্রিয় এগুলো-
পরদেশী মেঘ যাওরে ফিরে
সে চলে গেছে বলে কিগো স্মৃতিও কি যায় ভোলা
জনম জনম গেলো আশা পথ চাহি
=======================================
মামণিকে সালাম। আমার মা সারাজীবন রবীন্দ্রসঙ্গীতের বাইরে আসতে পারলেন না।
ভুল বানানে হ্রস্ব-উ কার।
নুশেরাবুর জন্য পরদেশী মেঘ - ড. দেবী প্রিয়া দাস
জনম জনম গেলো ভালো লাগে ফেরদৌস আরার কন্থে
ধুর এম্বেড ডিজেবল করা
এই লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=bbKanGWY1tw
কাজীদা ইজ গ্রেট!
ধন্যবাদ।
নুশেরাইটিস
ক্যান কমেন্ট আনলে সমস্যা কি? আফসুস।
ting
tong
নজরুল সঙ্গীতের মজাই আলাদা। এত বৈচিত্র্য! ইদানিংকালের মধ্যে খায়রুল আনাম শাকিলের কণ্ঠে নজরুল খুব ভাল লাগে।
ছাড়াছাড়া ভাবে শুনা হয়েছে অনেক; অনেকদিন ধরেই ভাবছি গোছগাছ করে সব নজরুলের গান একত্র করে রাখব-আলসেমীর চোটে কিছুই করা হয় না।
পরের পর্ব আসুক।
আলসেমীর জন্যই কত কিছু করা হয়না। সেটা পরের পর্বের জন্যও প্রযোজ্য।
ফিরোজা বেগম্রে বাদ দিলেন যে?
ভালো লাগে না তাই
বলেন কি!!
নজরুলের সুর বড়ই কঠিন! ছোট ভাই পদ্মার ঢেউ রে গলায় তুলতে এতোই খাটনি খেটেছিল...দেখে মায়াই লাগতো!
এটা আমারো খুব পছন্দের।
নজরুলের গান বরাবরই ভালো লাগে, সব শিল্পির কন্ঠে নজরুলের গান উঠেনা। সুর গুলো এতোই অদ্ভুত।
ধন্যবাদ পোষ্টের জন্য
সেটাই। খুব সহজ না নজরুল গীতি।
Get this widget | Track details | eSnips Social DNA
একটা গান দিলাম , নজরুলের , আশা করি ভালো লাগবে।
ধন্যবাদ
আমার গান দেখি ব্যাপক জনপ্রিয় এখানে
ভালো লাগলো লেখাটা। গান নিয়ে আরো পোস্ট চাই। 'জোছনা করেছে আড়ি' বেগম আখতারের গান।
আমার গান দেখি ব্যাপক জনপ্রিয় এখানে
ধন্যবাদ। সামুতে রাগ ইমন কমেন্টে জানিয়েছেন। সেজন্যই কমেন্ট গুলো আনতে চেয়ে ছিলাম।
নজরুল ইজ গ্রেট! তার সঙ্গীত প্রতিভার তুলনা নাই।
হুমম
এনেছি আমার শত জনমের প্রেম এইটা বাদ গেলো মনে হচ্ছে
ছোটবেলায় আমি যার নুপূরেরও ছন্দ বেনু কার সুর কিংবা নাচে নাচে ইরানী মেয়ে এগুলোতে নাচে নাই এমন ছোট মেয়ে বাংলাদেশে হয়তো বিরল
ভালো লেগেছে লেখা
শুধু একটা, অনকে গানই বাদ গেছে
নজরুলের গান ভালো লাগে।
তবে একটা জিনিসে মেজাজগরম হয়। অতিরিক্ত নজরুলপ্রেমীরা রাগের বাইরে অন্যসুরে গাইতে দেয় না, নারাজ হয়। এই ব্যাপারটা। কয়েকটা গানকে আধুনিক যন্ত্রসংগীতের মাধ্যমে গাইলে সেরকম হবে।
পোস্টের জন্য ধন্যু। নানার লেখা ভালু পাই।
তুমি কি সুর মিন করছো না ইনস্ট্রুমেন্ট মিন করছো? সুর বদলানোর উপায় নাই। ইনসট্রুমেন্টের নামে অপ্রয়োজনীয় এক্সপেরিমেন্ট ভালো লাগে না। যেমন অনেক লোকগীতিকে ইদানীং র্যাপ বানানো হচ্ছে। এটা ভালো লাগে না। রসমালাইও ভালো, খাসীর রেজালাও ভালো। কিনতু খাসীর রেজালায় রসমালাই দিলে কি স্বাদ বাড়বে?
পোস্টে দেখি সামুর কমেন্টগুলা দেখা যায়। কি আনন্দ। মডুমামার দয়ার শরীর।
মানুষজনের প্রোফাইল পিক সুদ্ধা কমেন্ট সব তুইলা আনছেন, কী আচানক তামশা
মডু মামার দয়ার শরীর
কেমন আছেন নানা ? পরী কেমন আছে ?
মোটামুটি
নানাজি, সিরিজ থামায় রাখছেন ক্যা?
কাকনের রোগে পাইসে।
এই রোগের নাম কী?
seriesiosis postio-stopitis (সিরিজ পোস্ট বন্ধ করে রাখা)
শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় - ফিরোজার গলায় আমার খুব পছন্দের ।
খালি কানু আনটিরে লিংক দিলে হবে, আমারগুলার কৈ?
এখানে তো অনেক গুলো গান ।
এই লিংক টায় বেশ ভালো নজরুল কালেকশন আছে মামা , আমি এখান থেকেই শুনি ।
http://www.kobitaogaan.com/singer.php?stype=Nazrul%20Geeti
ধন্যবাদ
পোরে লিকহবো।
মন্তব্য করুন