aB ইফতার অনুষ্ঠান'১২
আমরা বন্ধু ব্লগের জন্য ইফতার অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলতেসে! এই উপলক্ষে আয়োজক কমিটি পুরোদমে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন! ইফতার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানো হবে খুব শীঘ্রই! আশা করছি এবির সব বন্ধুদের কে পাওয়া যাবে ইফতার অনুস্থানে!
সম্ভাব্য স্থানঃ ক্যাপ্টেনস ওয়ার্ল্ড (মহাখালী)
সম্ভাব্য তারিখঃ আগামী রবিবার, ১২.০৮.১২
আজকে ইফতার করতে বসার আগে অব্যশই একটু দোয়া করবেন আয়োজক কমিটির জন্য, যেন তারা বন্ধুরের জন্য আয়োজন টা সুন্দর ভাবে করতে পারেন!
এইবার একটু আওয়াজ করেন দেখি সবাই
ঠাস করে আওয়াজ করলাম আসবো ইনশাল্লাহ। মহাখালী সেইদিন খালি থাকলে হয়।
টেকা নাইককা!
আশাকরছি আগামী রোজার আগেই ইফতার অনুষ্ঠান হয়ে যাবে
তারিখ ১৬ তারিখ করলে থাকতে পারব
চান্দার কথা বলা নাই। তাইলে রাজী আছি, চান্দা দিয়া খাইতে রাজী নাই ।
ইফতার অনূষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি...
অবশেষে ইফতারের ঘোষনা আসলো।
আহারে..ঈদের পরেও যদি ইফতার অনুষ্ঠান বইলা কিছু থাকত...ফ্রি খাওন খাইতে পারতাম..
১২ তারিখ করতে পারে... আমার অসুবিধা নাই... তার আগে ভেন্যু ফ্রি পাও কিনা সেইটা দেইখো...
অবশেষে ইফতারের ঘোষনা আসলো
মহাখালী খালী থাকে না অন্য কোথাও প্লিজ।।
এটা ঠিক মহাখালি না... তার আগেই... ক্যান্টনমেন্টের ঢোকার গেট ... মানে জাহাঙ্গীর গেটের পরেই ক্যাপ্টেনস ওয়ার্ল্ড।
বিস্তারিত জানার অপেক্ষায় ....
ফাইনাল কি?
ফাইনাল কি?
ফাইনাল মানে আগামীকাল ক্যাপ্টেনস ওয়ার্ল্ডে... ব্যস
মন্তব্য করুন