গোয়িং ব্লাক আউট: বার্থ থ্রু জেনোসাইড [অন্ধকারে নিমজ্জন অত:পর একটি রক্তস্নাত জন্ম]
২৫শে মার্চ, ১৯৭১- রাতের আঁধারে নেমে আসে হিংস্র হানাদারবাহিনী। ঘটে ইতিহাসের জঘণ্যতম গনহত্যা। আমরা স্মরণ করতে চাই সেই সকল শহীদদের। আমাদের হৃদয়ের গভীর থেকে তাদের প্রতি আমাদের সম্মান জানাতে চাই।
মনে করিয়ে দিন বিশ্বকে, সেই গনহত্যার কথা, যা আজও আমরা ভুলি নি। মনে করিয়ে দিন সেই জেনোসাইডের কথা, যার জন্য আজও ক্ষমাপ্রার্থনা করে নি পাকিস্তান আমাদের কাছে।
২৫শে মার্চ আমরা ৫ মিনিট ব্লাকআউট করবো। ঘরের সকল আলো নিভিয়ে দেব। নিজেদের প্রোফাইল পিকচার কালো করে দেব। সামনে থাকা কম্পিউটার/ল্যাপটপ বন্ধ করে দেব। ৫টি মিনিট কাটাবো আমরা অন্ধকারে, শহীদদের প্রতি সম্মানার্থে।
ব্ল্যাক আউট হয়ে যাক বাংলাদেশ। ১৯৭১ এর সেই কালো রাত- ২৫শে মার্চের স্মরণে।
গোয়িং ব্লাক আউট: বার্থ থ্রু জেনোসাইড
ফেইসবুক ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/111707482353513/
তারিখ: ২৫শে মার্চ
বাংলাদেশ সময়: রাত ১১.৫৫ - ১২.০০
সাথে থাকুন। আমরাই আপনারা, আপনারাই আমরা।
সাথে আছি।
এবি ব্লগ যে এই ইভেন্টের সাথে দাড়িয়েছে
তাতে নিজেকে এই ব্লগের অংশ
হিসেবে গর্বিত মনে হচ্ছে।
সাথে আছি, থাকবো...
দেশের বাইরে আছি । হৃদয় দিয়ে অনুভব করছি দেশ-বাসীর আবেগ । জয় বাংলা । সবাই ভাল থাকুন ।
দেশের বাইরে আছি । হৃদয় দিয়ে অনুভব করছি দেশ-বাসীর আবেগ । জয় বাংলা । সবাই ভাল থাকুন ।
অবশ্যই
৫০ মিনিট হইলে ভাল হইত.। ফিলিংস আসতে সময় লাগবো। ৫ মিনিট কম হয়ে গেছে। তাও আছি। থাকবো
আছি
ধন্য হইলাম.।
সাথে আছি, থাকবো...
মন্তব্য করুন