৪ এপ্রিল, জাগরণ মঞ্চের ডাক এসেছে
গত কিছুদিন ধরেই হতাশা ঘিরে ধরেছে আমাকে! বেশ কিছু কারনে ক্ষোভ জমেছে মনে! না পাওয়ার ভয় গুলোকে এতোদিন ইগ্নোর করছিলাম তবে গত কয়েকদিন সেই ভয় গুলোই সামনে এসে দাড়াচ্ছে বার বার! হ্যা, এই সব কিছুই শাহবাগ, প্রজন্ম চত্তর কে ঘিরে! ভাবছিলাম কি হবে শাহবাগ গিয়ে? এই আন্দোলনের সাথে থেকে? কেনো নিজের সময় নষ্ট করে যাচ্ছি ওখানে? যারা বিরোধীতা করছে কেনো তাদের সাথে লড়াই করে যাচ্ছি অনলাইনে? কেনো আজ আমার সব কিছুতেই শাহবাগ?
সব কয়টি প্রশ্নের উত্তর আমার কাছে স্পষ্ট! এই বাংলাদেশ যারা গড়ে দিয়ে গেছেন তারা একটি চেতনা বাস্তবায়ন করতে চেয়েছিলেন এবং আমি সেই চেতনা গুলোকেই বাস্তবায়ন করতে চাই! তাদের বিসর্জন গুলো বৃথা যেতে দিবোনা আমি! আমি তাদের অসমাপ্ত কাজ গুলো করার জন্য একটু ভাগিদারী হইতে চাই! হ্যা, পাওয়ার যায়গাটুকু হয়তো খুব সামান্য, তাই বলে কি আমি পিছু হাটবো? নাহ, আমি পিছু হটছিনা! আমি লড়াই করে যাবো! আমি আছি শাহবাগে!
কাল ৪ এপ্রিল, জাগরণ মঞ্চ থেকে একটি কর্মসূচী রয়েছে! শাহবাগ প্রজন্ম চত্তর থেকে মিছিল নিয়ে আমরা যাবো প্রধানমন্ত্রীর কার্যালয়ে! মঞ্চের পক্ষ হতে স্মারকলিপি দেয়া হবে এবং মঞ্চের করা দাবী দাওয়া গুলো সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাওয়া হবে! কি হবে গিয়ে তা নিয়েও বিরাট আলোচনা জুড়ে দেয়া যাবে তবে আমার কাছে এই মুহূর্তে মিছিলে উপস্থিত থাকাটা বেশি জরুরী!
মিছিলে উপস্থিত থেকে জাগরণ মঞ্চের দাবী গুলোকে আরো জোড়ালো করে তুলতে হবে আমাদের কে! মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকারে আবারো জানিয়ে দিতে হবে আমাদের প্রাণের দাবী গুলোকে! আমাদের এই সরব উপস্থিতি সরকারকে নাড়াতে বাধ্য হবে। আমাদের সোচ্চার কন্ঠ গুলো সরকারকে আরও সাহসী হয়ে আমাদের দাবীর পক্ষে অবস্থান ও পদক্ষেপ নিতে শক্তি যোগাবে!
আমরা ১৯৭১ সালে ত্যাগ স্বীকার করেছি এবং জয়লাভ করেছি, ঠিক তেমনি ২০১৩ সালে এসেও আমরা ত্যাগ স্বীকার করে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি ২০১৩ সালেও আমাদের জয় হবে!
আগামীকাল ১১টায় শাহবাগ, প্রজন্ম চত্তরে আপনার সকল কাজ ফেলেই চলে আসবেন! দেখা হবে মিছিলে, কথা হবে স্লোগানে!
জয় বাংলা!
জয় বাংলা!
যাওয়ার ইচ্ছা আছে
জয় বাংলা
মনে মনে ছিলাম সেখানে
মন্তব্য করুন