একটি রোবটের আবেগ
সময় কত দ্রুত কেটে যায় !!! এই তো সেদিনের কথা, সারাদিন অফিস করে গিয়েছিলাম একটা পার্টিতে। পার্টি যখন প্রায় শেষ তখন, হঠাত বড় আপার ফোন, ধরতেই জিজ্ঞেস করলো, কোথায় তুমি ?
আমি বললাম, এইতো একটু বাইরে আসছি।
তখন হঠাত বড় আপার কন্ঠ ভারী হয়ে গেলো, বললো তারাতারি বাড়ির উদ্দেশ্যে রউনা দাও । কাদতে কাদতে বললো, আব্বা আর নেই ।
আমি আর কিছুই জিজ্ঞাসা করতে পারলাম না। শুধু নিজেকে অস্তিত্বহীন মনেহল । বললাম আচ্ছা।
তারপর ঠিক এমন সময়েই রউনা হয়েছিলাম মৃত বাবার মুখটি দেখতে।
আজ আবার যাচ্ছি , দেখতে দেখতে একটি বছর কেটে গেলো, ছায়াহীন অবস্থায় বেচে আছি। কোথায় যেন একরাশ শূন্যতা। এখন আর শীতের দিনে কেউ কল করে আমায় বলে না, বেশিরাত পর্যন্ত বাইরে থেকো না, আর ঠান্ডা লাগিও না, তোমার তো আবার ঠান্ডার সমস্যা। এই বুঝি আমার একমাত্র হাহাকার।
মাঝে মাঝে বন্ধুদেরকে খুব ভাগ্যবান মনে হয় যখন দেখি ওদের বাবারা ওদের খোজ নিচ্ছে। তখন একটি দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলি, বাবা যেখানেই থাকো, ভালো থেকো। হয়তো তোমার ভালো ছেলে হতে পারিনি, কিন্তু বিশ্বাস করো খারাপ ছেলে ও হইনি । আর কথা দিচ্ছি হবোও না।
আহারে! ভাবতেই মনটা হাহাকারে ভরে যায়। তবু বলি ভালো থাকেন। বাবা-মা যার যেখানেই থাকুক.... ভালো থাকুক।
এ জাতীয় অনুভূতির সাথে বসবাস আমার প্রায় তের বছরের। একটু একটু করে বাবার জায়গাটির শূন্যতা ভরিয়ে দিচ্ছে আমার সন্তানেরা। এ চক্রই অবশেষে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে।
অনেক শুভকামনা।
সমবেদনা!
... এই সব অনুভূতি শুধু বাবাহীন হতভাগাদের । উনি যেখানেই থাকুন, ভালো থাকুন...
~
সমবেদনা।
বাবা যেখানেই থাকো, ভালো থেকো।
আহারে! ভাবতেই মনটা হাহাকারে ভরে যায়। তবু বলি ভালো থাকেন। বাবা-মা যার যেখানেই থাকুক.... ভালো থাকুক।
এ-ধরনের লেখায় মন্তব্য করা খুব কঠিন।
পড়লাম, এবং দুঃখবোধে আক্রান্ত হলাম।
মন্তব্য করুন