গায়েবি বুক
ফেসবুকে এখন গায়েবি বুকে(নগরীতে) পরিনত হয়েছে। সর্বত্র চলছে গায়েবি ফুউউউউউ।
আজ অমুক সেলিব্রেটির আইডি গায়েব তো কাল তমুক সেলিব্রেটির স্ট্যাটাস। আর পরশু আরেকজনের ফটো।
এভাবেই চলছে আইডি , স্ট্যাটাস আর ফটোর গুম।
এইতো গতকাল গুম হওয়া একটি আইডি পুনরুদ্ধার করা গেছে। এরপর তার কাছথেকে আমরা জানতে পেরেছি যে তাকে নাকি কতিপয় ছাগল খাওয়ার চেষ্টা করেছিলো।
এই কথা শুনে জনৈক মহাপুরুষ বলেছেন, “ আসলেই ছাগলে কি না খায় ?”
ছাগু সর্দার অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “ এই গায়েবের সাথে ছাগু সম্প্রদায়ের কোনো সম্পৃক্ততা নেই, ইহা শফি সাহেবের ফুউউউউ এর কারসাজি।”
আবেগঘন কন্ঠে তিনি আরও বলেন, “আমরা ছাগু, আমরা কাঁঠাল পাতা খাই; আর মাঝেমাঝে বাঁশের কেল্লায় গিয়ে বাঁশপাতা খাই, কিন্তু আমরা আইডি খাই না। ”
তাদের এই কথা শুনে প্রতিবাদী কন্ঠে সরকার সাহেব বলেন, “ আপনারা জানেন ছাগলে সবই খায়, আর তারই ধারাবাহিকতায় ছাগুরা বিভিন্ন চেতনাধারীদের আইডি খেয়ে দিচ্ছে।”
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জেনেছি যে, ছাগুদের সাথে মানুষের এই আক্রমণ প্রতি-আক্রমণের ফলশ্রুতিতে বিটিআরসি নেটের আপলোড স্পিড কমিয়ে দিয়েছে।
এই ব্যাপারে বিটিআরসি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ আপলোড স্পিড বেশি হলে সবাই সেটি কাজে লাগিয়ে উপরে উঠার চেষ্টা করবে, এতে ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা আছে, তাই আমরা জনস্বার্থে আপলোড স্পিডের উপর স্পিড ব্রেকার দিয়েছি। ”
মন্তব্য করুন