কেউনা
একটি ৩*৩ রুবিক্স কিউব। পুরোটাই অবিন্যস্ত। যদি সাজাতে পারো তবেই পেয়ে যাবে জন্মদিনের উপহার। প্রতিটি তলেই তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা দেয়া।
একটি নীলাভ পাঞ্জাবি। এটাকে যেমন জিন্সের সাথে মানাবে, তেমনি মানাবে সাধারন পায়জামার সাথে। পরলে পরীর মতো লাগবে।
একগুচ্ছ লাল গোলাপ। যা সুন্দরের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। হাতে নিয়ে তোমায় মনেহবে স্বর্গের অপ্সরী।
কুপার্সের ব্ল্যাকফরেস্ট কেক। স্বাদে সৌন্দর্যে অতুলনীয়। তাতে একটি মোমবাতি জ্বালানো থাকবে। এক ফুঁ তে নিভে যাবে , আর তখনই প্লাস্টিকের ছুরিটা তাকে এফোঁড় ওফোঁড় করে দেবে। একটুকরো মুখে তুলে খাইয়ে দেবে অতি আপন একজন কেউনা।
কেউনা রা সবসময়ই কেউনা হয়েই থাকে। তাদের স্বাবেক প্রেমিকারা তাদের বুকে মাথা রেখে বলে , যদি কক্ষনো চলে যাই তবে ভেবনা ভালোবাসিনি। আর তারা তা মেনে নেয়। বন্ধুরা অনেক চাহিদার সময়ে দেবার মতো সময় করে উঠতে পারে না। প্রচন্ড কষ্টের সময়ে অনিচ্ছাকৃত ভাবে অনুপস্থিত থাকে। ঠিক যেমন অনুপস্থিত থাকে প্রচন্ড ভালোবাসার প্রেমিকা। ঠিক যেমন অনিচ্ছাকৃত ভাবে ছেড়ে চলে যায়।
হয়তো অনেক ভালোবাসায় অপূর্ণতা থাকতে হয়। অসম্পূর্ণ সম্পর্কের আবেগ সম্পূর্ণের চেয়ে বেশি। কাঁটার মতো বিঁধে কলিজার ভিতরে। আর তাইতো কেউনা রা তাদের সন্তানের নাম পূর্ণ রাখবে বলে ঠিক করে। কিন্তু আফসোস কেউনা রা সকল স্থানেই থার্ড পারসোন সিঙ্গুলার নাম্বার। এরা অনেকটা সিনেমার এক্সট্রাদের মতো। যতই ভালো পারফর্ম করুক না কেনো , ফোকাস সেই তথাকথিত নায়িকার উপরেই পরে।
কেউনা রা এই চলমান পৃথিবীর এক্সট্রা। তাদের মনের আশার সাথে স্রষ্টার সর্বদাই শত্রুতা। তিনি তাদেরকে সব দিয়েও সুনিপুণ ভাবে কেরে নেন। আর তার এই খেলার মাঝেই কেউনা দের জীবন অতিবাহিত হয়। কেউনা দের মানসিক শক্তি এতই কম যে তারা সবসময়ই তিনি যা করেন ভালোর জন্যই করেন নামক উক্তির মাঝে স্বান্তনা খোঁজে।
প্রতিনিয়ত অপূর্ণতাকে পেছনে ফেলে তারা এগিয়ে যায় সামনের দিকে। হতাশায় ভরা অতীতকে পেছনে ফেলে চোখ মেলে দূরে , ভবিষ্যতে। নতুনভাবে জেগে নতুন স্বপ্নদেখে।
আর এভাবেই একদিন শূন্যে থেকে হঠাৎ হারিয়ে যায় একান্ত নিভৃতে।
যেভাবেই থাকুক ভালো থাকুক কেউনা রা। আর প্রতি মূহুর্ত আলোকিত করে জন্মগ্রহণ করুক তাদের স্বপ্নের প্রেমিকারা। তাদের জন্ম শুভ হোক আপন কর্মে।
অতি আপন একেকজনা কেউনাদের জন্য ভালোবাসা! <3
চিন্তা ও লেখনি, চমকপ্রদ।
দারুন লাগলো পড়তে, প্রিয় তে রেখে দিলাম।
অনেক ধন্যবাদ
অপুর্ব
ধন্যবাদ
অসম্পূর্ণ সম্পর্কের আবেগ সম্পূর্ণের চেয়ে বেশি। কাঁটার মতো বিঁধে কলিজার ভিতরে।@ননসেন্স মানে বোকা, বুদ্ধু, তোমার বোকামি আমাকে একটু ধার দেবে। কেমন করে লেখ এত সুন্দর
আপনিতো অসাধারণ লেখেন। আমি অত্তো ভালো পারিনা। তবে অবচেতন মনে মাঝেমধ্যে হয়েযায়
পুনশ্চঃ বুদ্ধি থাকলে দিতাম ; কিন্তু বোকামি দেওন যাইতো ন।
হুম্মম্মম্ম
কিতা ?
মন্তব্য করুন