ইউজার লগইন

আজ মালা'র জন্মদিন, এই দিনে যে একদিন কারো জীবন থেকে চলে গিয়েছিলো

আজ ১২ই মে।

আজ মালা'র জন্মদিন।

অপর্ণা সেনের মত ছিলো যার অভিমান। মধুবালার মত যে কথা বলতো।।

আজ এই দিনে যে মালা কারো জীবন থেকে সোফিয়া লরেনের মত যে হেঁটে হেঁটে চলে গিয়েছিলো। সেই মালা'র জন্য গান...

মালা

তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি
তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল
আজ ১২ই মে, তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল।

তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া
রেনী পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পড়ে
তোমার ঘরে নিয়ে
হাজারো বিদেশি উপহার

এই শুভ দিনে নানান কাজের ফাঁকে
পড়ছে কি মনে তোমার
এই ১২ই মে তুমি চলে গিয়ে ছিলে
জীবন থেকে আমার

আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে
মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে
মালা তুমি কে, তুমি কে

তোমার কথা বলা যেন মধুবালা
তোমার হাঁটা চলা সোফিয়া লরেন
তোমার গন্ধ ফরাসী আনায় আনায়
অভিমান অপর্না সেন

বৃষ্টি এলে চলে যাও জয়সালমির
শীতকালে গোদাই ক্যানাল
দমদমে নামলে তোমারই বাড়িতে
কফি খায় ইমরান খান

তোমার জন্য ওবেরয় ভাইদের
দরজা সদাই খোলা
সাতার শেখার আলিয়ঁস ফ্রাঁসে
দিনগুলি ঘেরা

তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে
মনে ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে
মালা তুমি কে

মনে পড়ে কি সেই মৌলালির মোড়
বাসস্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান
শোনাতাম আমি তোমায়

দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন
সেভাবে হোক যেমন করে
ছিলনা যে কিছুই বেঁচার আমার
তাই যে গেলাম হেরে

আজ রেইব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ
লুকোতে পারবে না
এন্টালী সিনেমার পেছনের বস্তির
মৌলালির মালা

আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে
মনের ভেতর ঘুমের ঘোরে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতর টা
আমি চিনি, আমি জানি তোমাকে............ তোমাকে

মালা - অঞ্জন দত্ত

পোস্টটি ২৪ জন ব্লগার পছন্দ করেছেন

বিষাক্ত মানুষ's picture


গানের লিংক দিলাম পোষ্টে মাগার আসলো না ক্যান !!!!

http://www.esnips.com/doc/db74dd65-19c4-44fb-a587-c9f0b1252c38/Mala

এরশাদ বাদশা's picture


কি কমু?? গান্টা হুনি আগে।

বিষাক্ত মানুষ's picture


আইচ্ছা শুনো

নজরুল ইসলাম's picture


জটিল পোস্ট হইছে।
শুভ জন্মদিন মালা

বিষাক্ত মানুষ's picture


মজার ব্যপার হৈলো আজ রাত ১০টার দিকে এইগানটা গুনগুন করতে করতে খেয়াল হইছে যে রাত পোহালেই মালা'র জন্মদিন Innocent

নজরুল ইসলাম's picture


এই গান সহস্র লক্ষ্যবার শোনা হইছে। রাতের পর রাত মাতাল হয়া আমরা কোরাসে মালার জন্য জিকির করছি।

আমাদের যাবতীয় জীবনের মালাদের স্মরণে এইটা জাতীয় সঙ্গীত একটা। কিন্তু কখনোই ভাবি নাই ১২ মে মালার জন্মদিন উপলক্ষ্যে একটা পোস্ট দেওয়া যাইতে পারে। আপনে রকাইছেন...

বিষাক্ত মানুষ's picture


থ্যাংকু নজরুল ভাই Cool

তানবীরা's picture


আপনে রকাইছেন..

অঃটঃ মালারা যাবার জ্জন্যেই আসে। শুধু আটকে থাকে কাটারা

বিষাক্ত মানুষ's picture


মালারা যাবার জ্জন্যেই আসে। শুধু আটকে থাকে কাটারা

ভাল বলেছেন Innocent

১০

এরশাদ বাদশা's picture


ম্যান অফ লিরিকসকে ধন্যবাদ। এতো গান শুনার টাইম পান কি ভাবে?

১১

বিষাক্ত মানুষ's picture


গান শুনাই তো জীবনের সবচেয়ে আনন্দদায়ক কাজ Innocent

১২

এরশাদ বাদশা's picture


টাইমিংও বরাবর। আজ ১২ ইমে।

১৩

বিষাক্ত মানুষ's picture


আবে টিউবলাইট ..... আজকের দিনটার জন্যইতো এই পোস্ট Smile

১৪

এরশাদ বাদশা's picture


হের লাইগ্যাই তো কইচি, টাইমিং বরাবর। রাগের ইমো হইবো।

১৫

বিষাক্ত মানুষ's picture


রাগের ইমো কুন্টা ? Yell< - এইটা ??

১৬

দুষ্ট বালিকা's picture


গানখানা ভালু পাই! Smile

১৭

বিষাক্ত মানুষ's picture


হ  Innocent

১৮

এরশাদ বাদশা's picture


Angry X#(

১৯

অতিথি's picture


এই গানটা একটা ট্যুরের স্মৃতির সাথে একদম মিলামিশা একাকার...একটা ছেলে গীটার নিয়া খালি এইটাই গাইতো, আর ওর সাথে সাথে আমরাও...ওর গার্লফ্রেন্ডকে ও ডাকতো মালা Smile
পরে ওই ছেলে আরেকদেশে চইলা যায়, আর মেয়ে ওরে ছাইড়া আরেকজনের সাথে প্রেম করা শুরু করে..গত বছর ১২-ই মে ছেলেটা একটা ভিডিও বানায়া পোস্ট করছিল ফেইসবুকে- ওই মেয়ের অনেক কয়টা ছবি দিয়ে, এই গানটা দিয়া, এই গানটা শুনলেই আমার ওই ট্যুর আর ওই ছেলেটার কথা মনে পড়ে।

শুভ জন্মদিন মালা!

২০

বিষাক্ত মানুষ's picture


তাই নাকি !!

২১

বাতিঘর's picture


মালা কেডা ? যিনিই হন তারে হেব্বি বার্থডে ! একদম ঠিক কথা, গান শোনা্র মধ্যেই জীবনের যাবতীয় আনন্দ! ধন্যবাদ ভাইডি । ভালো থাকবেন ।

২২

বিষাক্ত মানুষ's picture


Innocent

২৩

টুটুল's picture


শুভ জন্মদিন মালা

আর বিমারে মাইকে ধন্যবাদ Smile

২৪

বিষাক্ত মানুষ's picture


মাইকে ধন্যবাদ কথাটা শুইনা অনেক পুরানা কথা মনে পইড়া গেল । আহারে সোনালী দিনগুলিরে

২৫

টুটুল's picture


ওইদিন জেব্রিল পুরানা লিংকুটা দিলো... স্মৃতীকাতর হইছিলাম .. Smile

২৬

লীনা দিলরুবা's picture


শুনি আগে।

২৭

বিষাক্ত মানুষ's picture


ঠিকাছে শুনেন..........

২৮

জ্যোতি's picture


শুভ জন্মদিন মালা।

বিমাকে মাইনাস। কাল রাতে বলো নাই পোষ্ট দিছ, তাইলে রাতে গান্টা শুনতাম।

বহুদিন পর পোষ্ট দিছ, তোমারে ৫ কেজি ধইন্যা।এমন করে মাঝে মাঝে দিলেই তো পারো!আমরা কত খুশি হই!

২৯

বিষাক্ত মানুষ's picture


আরে ! রাতে যখন তোমার সাথে কথা হইছে তখনো পোস্টের বিষয় মাথাতেই আসে নাই। তোমার সাথে কথা বলার পর গুনগুন করে গানটা গাইছিলাম তখনই খেয়াল হল যে গতকাল ১১ মে ছিলো আর আজ ১২ মে , মালার জন্মদিন Innocent

৩০

জ্যোতি's picture


বিমা, একটা গানের আড্ডা হোক। ছবির হাটের পিছনে বিকাল/ সন্ধ্যায় গান শুনব তোমার গলায়। মুলামুলি করবা না।

৩১

শওকত মাসুম's picture


মালার জন্মদিনে কেককুক কে খাওয়াইবো, বিমা? কখন, কয়টায়, কোথায়/

৩২

বিষাক্ত মানুষ's picture


মালা চলে গেছে এই দুঃখে লাল পানীয় জাতীয় কিছু হইতে পারে , নো কেককুক Cry

৩৩

শওকত মাসুম's picture


লাল ভাই তো নাই। কেমনে হইবো?

৩৪

বিষাক্ত মানুষ's picture


লালদারে চ্রম মিস করতাছি

৩৫

শাওন৩৫০৪'s picture


কেকের যায়গায় কেক, কুকের যায়গায় লালপানি------সমস্যা সমাধান-----
আইজ বিমা আর বিমার মালায় খাওয়াইতে পারে----

৩৬

বিষাক্ত মানুষ's picture


এই গরমে লাল পানি খাওয়া নিষেধ আছে।

৩৭

শাওন৩৫০৪'s picture


চিলড্‌-----কুল।

৩৮

মানুষ's picture


অঞ্জনের অসাধারণ সৃষ্টি। এইটার সম্ভবত একটা ইংরেজী ভার্সন আছে। এই মুহুর্তে কথাগুলো মনে পড়ছে না।

৩৯

অতিথি's picture


where do you go to my lovely. peter sarstedt এর।

http://www.youtube.com/watch?v=0Wzf4jFgHwU

অঞ্জনের অনেকগুলা গান আছে ইংলিশ গান থেইকা adapt করা, 'বয়েস আমার বারো' হইল simon and garfunkel এর 'feeling groovy'-র একদম একই কম্পোজিশনে করা...কিন্তু তারপরেও... mary ann হোক আর মালা, সবার জন্যই সমান নস্টালজিক ভালবাসা Smile

৪০

মুক্ত বয়ান's picture


রেজিস্টার্ড না হলে, মন্তব্যের সাথে নিজের নাম উল্লেখ করে দিলে পরিচিত হতে সুবিধা হয়।
লিংকগুলার জন্যে ধন্যবাদ। আরো বিস্তারিত জানার আশা রাখছি আপনার কাছে।

৪১

কাঁকন's picture


নুশেরান্টিরে মিসাইতেসি এই পোস্টে; আন্টি আপনি কোথায় .....

৪২

এরশাদ বাদশা's picture


বিমা ভাই পুস্ট দিচে, মানু পোস্ট দিচে। বন্ধু ব্লগ আবার ভইরা যাইতেচে।

৪৩

সাঈদ's picture


হায় মালা !!! কেক্কুক কবে খাইতাম ?

৪৪

নাজ's picture


শুভ জন্মদিন

৪৫

মুকুল's picture


মালা কে?

যাউগ্গা, শুভ জন্মদিন!

৪৬

মুক্ত বয়ান's picture


আহা.... নস্টালজিক করে দিলেন তো ভাই। স্কুলে থাকতে কতবার যে গাইছিলাম। গার্লস স্কুলের সামনে দিয়া রাস্তা। প্রতিদিন রুটিন কইরা যাইবার সময় গাইতাম।
ইসসস...

শুভ জন্মদিন, মালা।

৪৭

আরাফাত শান্ত's picture


গানটা নিয়া যে কত স্মৃতি তা বলে শেষ করা যাবে না!
১২ইমে তে ছিলাম এবার জামালপুর।পথ ধরে হাটছি আর এই গান গাচ্ছি কি দারুন ব্যাপার!

ঢাকায় থাকলে এইরকম একটা পোস্ট লিখে ফেলতাম।
আপনি লিখে ফেলছেন তাতেই মনটা ভরে গেলো
থ্যান্কস মুক্তো
ওনা দেখালে পোস্ট টা পেতাম না:)

ব্লগটগ ভালো লাগেনা
আপনাদের মতো চেনাজানা মানুষের লেখা পড়তেই আনন্দ!

৪৮

মীর's picture


খুব প্রিয় একটা বাঙলা গান।

এই ১২ই মে তুমি চলে গিয়েছিলে, জীবন থেকে আমার/ আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে, তোমার সাজানো শরীরের ভেতরে/ মালা, তুমি কে/ তুমি কে

প্রত্যেকটা লাইন আপন। অন্যমনস্ক শরৎ-এর কাছ থেকে একদিন লিরিকটা পেয়েছিলাম। এর আগেই গানটা শুনি।

বিমা, ধইন্যা।

৪৯

টুটুল's picture


শুভ জন্মদিন মালা Smile

৫০

রাসেল আশরাফ's picture


এই পোস্টটা সকাল থেকে খুজঁছিলাম। আকাইম্মা ডেভু/মডুরে এত কইরা কইলাম ব্লগে একটা সার্চ অপশন চালু করেন কানেই তুললো না। Crazy Crazy

======================

শুভজন্মদিন মালা। পার্টি পার্টি

********************************

টুটুল ভাইরে থ্যাঙ্কস।

৫১

জ্যোতি's picture


এই পোষ্ট সকাল থেকে আমিও খুঁজতেছিলাম। টুটুল ভাইকে থ্যাংকস।

৫২

নিশ্চুপ প্রকৃতি's picture


Love শুভ জন্মদিন

৫৩

Saiful Wadud Helal's picture


জীবনে এই প্রথম এই গানটা শুনলাম! বিমারে ধন্যবাদ। ইউটিউবে খুঁজতে গিয়া ইংরেজী গানটা ও শুইনা ফালাইলাম। এই দুইটা গান একত্র কইরা কোথাও রাখতে ইচ্ছা করতেছে পরে শোনার জন্য। ভাবতেছি সামুতে যাইয়া একটা কপি পোস্ট রাইখা আসব না কি!

৫৪

একজন মায়াবতী's picture


আপনে রকাইছেন

Big smile

৫৫

রাসেল আশরাফ's picture


মালা'র জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

৫৬

টুটুল's picture


বিমা কি এখনো মালার কথা মনে রাখছে?

৫৭

বিষাক্ত মানুষ's picture


হু , রাখছি

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.