আজ মালা'র জন্মদিন, এই দিনে যে একদিন কারো জীবন থেকে চলে গিয়েছিলো
আজ ১২ই মে।
আজ মালা'র জন্মদিন।
অপর্ণা সেনের মত ছিলো যার অভিমান। মধুবালার মত যে কথা বলতো।।
আজ এই দিনে যে মালা কারো জীবন থেকে সোফিয়া লরেনের মত যে হেঁটে হেঁটে চলে গিয়েছিলো। সেই মালা'র জন্য গান...
মালা
তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি
তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল
আজ ১২ই মে, তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল।
তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া
রেনী পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পড়ে
তোমার ঘরে নিয়ে
হাজারো বিদেশি উপহার
এই শুভ দিনে নানান কাজের ফাঁকে
পড়ছে কি মনে তোমার
এই ১২ই মে তুমি চলে গিয়ে ছিলে
জীবন থেকে আমার
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে
মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে
মালা তুমি কে, তুমি কে
তোমার কথা বলা যেন মধুবালা
তোমার হাঁটা চলা সোফিয়া লরেন
তোমার গন্ধ ফরাসী আনায় আনায়
অভিমান অপর্না সেন
বৃষ্টি এলে চলে যাও জয়সালমির
শীতকালে গোদাই ক্যানাল
দমদমে নামলে তোমারই বাড়িতে
কফি খায় ইমরান খান
তোমার জন্য ওবেরয় ভাইদের
দরজা সদাই খোলা
সাতার শেখার আলিয়ঁস ফ্রাঁসে
দিনগুলি ঘেরা
তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে
মনে ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে
মালা তুমি কে
মনে পড়ে কি সেই মৌলালির মোড়
বাসস্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান
শোনাতাম আমি তোমায়
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন
সেভাবে হোক যেমন করে
ছিলনা যে কিছুই বেঁচার আমার
তাই যে গেলাম হেরে
আজ রেইব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ
লুকোতে পারবে না
এন্টালী সিনেমার পেছনের বস্তির
মৌলালির মালা
আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে
মনের ভেতর ঘুমের ঘোরে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতর টা
আমি চিনি, আমি জানি তোমাকে............ তোমাকে
গানের লিংক দিলাম পোষ্টে মাগার আসলো না ক্যান !!!!
http://www.esnips.com/doc/db74dd65-19c4-44fb-a587-c9f0b1252c38/Mala
কি কমু?? গান্টা হুনি আগে।
আইচ্ছা শুনো
জটিল পোস্ট হইছে।
শুভ জন্মদিন মালা
মজার ব্যপার হৈলো আজ রাত ১০টার দিকে এইগানটা গুনগুন করতে করতে খেয়াল হইছে যে রাত পোহালেই মালা'র জন্মদিন
এই গান সহস্র লক্ষ্যবার শোনা হইছে। রাতের পর রাত মাতাল হয়া আমরা কোরাসে মালার জন্য জিকির করছি।
আমাদের যাবতীয় জীবনের মালাদের স্মরণে এইটা জাতীয় সঙ্গীত একটা। কিন্তু কখনোই ভাবি নাই ১২ মে মালার জন্মদিন উপলক্ষ্যে একটা পোস্ট দেওয়া যাইতে পারে। আপনে রকাইছেন...
থ্যাংকু নজরুল ভাই
আপনে রকাইছেন..
অঃটঃ মালারা যাবার জ্জন্যেই আসে। শুধু আটকে থাকে কাটারা
ভাল বলেছেন
ম্যান অফ লিরিকসকে ধন্যবাদ। এতো গান শুনার টাইম পান কি ভাবে?
গান শুনাই তো জীবনের সবচেয়ে আনন্দদায়ক কাজ
টাইমিংও বরাবর। আজ ১২ ইমে।
আবে টিউবলাইট ..... আজকের দিনটার জন্যইতো এই পোস্ট
হের লাইগ্যাই তো কইচি, টাইমিং বরাবর। রাগের ইমো হইবো।
রাগের ইমো কুন্টা ? < - এইটা ??
গানখানা ভালু পাই!
হ
X#(
এই গানটা একটা ট্যুরের স্মৃতির সাথে একদম মিলামিশা একাকার...একটা ছেলে গীটার নিয়া খালি এইটাই গাইতো, আর ওর সাথে সাথে আমরাও...ওর গার্লফ্রেন্ডকে ও ডাকতো মালা
পরে ওই ছেলে আরেকদেশে চইলা যায়, আর মেয়ে ওরে ছাইড়া আরেকজনের সাথে প্রেম করা শুরু করে..গত বছর ১২-ই মে ছেলেটা একটা ভিডিও বানায়া পোস্ট করছিল ফেইসবুকে- ওই মেয়ের অনেক কয়টা ছবি দিয়ে, এই গানটা দিয়া, এই গানটা শুনলেই আমার ওই ট্যুর আর ওই ছেলেটার কথা মনে পড়ে।
শুভ জন্মদিন মালা!
তাই নাকি !!
মালা কেডা ? যিনিই হন তারে হেব্বি বার্থডে ! একদম ঠিক কথা, গান শোনা্র মধ্যেই জীবনের যাবতীয় আনন্দ! ধন্যবাদ ভাইডি । ভালো থাকবেন ।
শুভ জন্মদিন মালা
আর বিমারে মাইকে ধন্যবাদ
মাইকে ধন্যবাদ কথাটা শুইনা অনেক পুরানা কথা মনে পইড়া গেল । আহারে সোনালী দিনগুলিরে
ওইদিন জেব্রিল পুরানা লিংকুটা দিলো... স্মৃতীকাতর হইছিলাম ..
শুনি আগে।
ঠিকাছে শুনেন..........
শুভ জন্মদিন মালা।
বিমাকে মাইনাস। কাল রাতে বলো নাই পোষ্ট দিছ, তাইলে রাতে গান্টা শুনতাম।
বহুদিন পর পোষ্ট দিছ, তোমারে ৫ কেজি ধইন্যা।এমন করে মাঝে মাঝে দিলেই তো পারো!আমরা কত খুশি হই!
আরে ! রাতে যখন তোমার সাথে কথা হইছে তখনো পোস্টের বিষয় মাথাতেই আসে নাই। তোমার সাথে কথা বলার পর গুনগুন করে গানটা গাইছিলাম তখনই খেয়াল হল যে গতকাল ১১ মে ছিলো আর আজ ১২ মে , মালার জন্মদিন
বিমা, একটা গানের আড্ডা হোক। ছবির হাটের পিছনে বিকাল/ সন্ধ্যায় গান শুনব তোমার গলায়। মুলামুলি করবা না।
মালার জন্মদিনে কেককুক কে খাওয়াইবো, বিমা? কখন, কয়টায়, কোথায়/
মালা চলে গেছে এই দুঃখে লাল পানীয় জাতীয় কিছু হইতে পারে , নো কেককুক
লাল ভাই তো নাই। কেমনে হইবো?
লালদারে চ্রম মিস করতাছি
কেকের যায়গায় কেক, কুকের যায়গায় লালপানি------সমস্যা সমাধান-----
আইজ বিমা আর বিমার মালায় খাওয়াইতে পারে----
এই গরমে লাল পানি খাওয়া নিষেধ আছে।
চিলড্-----কুল।
অঞ্জনের অসাধারণ সৃষ্টি। এইটার সম্ভবত একটা ইংরেজী ভার্সন আছে। এই মুহুর্তে কথাগুলো মনে পড়ছে না।
where do you go to my lovely. peter sarstedt এর।
http://www.youtube.com/watch?v=0Wzf4jFgHwU
অঞ্জনের অনেকগুলা গান আছে ইংলিশ গান থেইকা adapt করা, 'বয়েস আমার বারো' হইল simon and garfunkel এর 'feeling groovy'-র একদম একই কম্পোজিশনে করা...কিন্তু তারপরেও... mary ann হোক আর মালা, সবার জন্যই সমান নস্টালজিক ভালবাসা
রেজিস্টার্ড না হলে, মন্তব্যের সাথে নিজের নাম উল্লেখ করে দিলে পরিচিত হতে সুবিধা হয়।
লিংকগুলার জন্যে ধন্যবাদ। আরো বিস্তারিত জানার আশা রাখছি আপনার কাছে।
নুশেরান্টিরে মিসাইতেসি এই পোস্টে; আন্টি আপনি কোথায় .....
বিমা ভাই পুস্ট দিচে, মানু পোস্ট দিচে। বন্ধু ব্লগ আবার ভইরা যাইতেচে।
হায় মালা !!! কেক্কুক কবে খাইতাম ?
শুভ জন্মদিন
মালা কে?
যাউগ্গা, শুভ জন্মদিন!
আহা.... নস্টালজিক করে দিলেন তো ভাই। স্কুলে থাকতে কতবার যে গাইছিলাম। গার্লস স্কুলের সামনে দিয়া রাস্তা। প্রতিদিন রুটিন কইরা যাইবার সময় গাইতাম।
ইসসস...
শুভ জন্মদিন, মালা।
গানটা নিয়া যে কত স্মৃতি তা বলে শেষ করা যাবে না!
১২ইমে তে ছিলাম এবার জামালপুর।পথ ধরে হাটছি আর এই গান গাচ্ছি কি দারুন ব্যাপার!
ঢাকায় থাকলে এইরকম একটা পোস্ট লিখে ফেলতাম।
আপনি লিখে ফেলছেন তাতেই মনটা ভরে গেলো
থ্যান্কস মুক্তো
ওনা দেখালে পোস্ট টা পেতাম না:)
ব্লগটগ ভালো লাগেনা
আপনাদের মতো চেনাজানা মানুষের লেখা পড়তেই আনন্দ!
খুব প্রিয় একটা বাঙলা গান।
এই ১২ই মে তুমি চলে গিয়েছিলে, জীবন থেকে আমার/ আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে, তোমার সাজানো শরীরের ভেতরে/ মালা, তুমি কে/ তুমি কে
প্রত্যেকটা লাইন আপন। অন্যমনস্ক শরৎ-এর কাছ থেকে একদিন লিরিকটা পেয়েছিলাম। এর আগেই গানটা শুনি।
বিমা, ধইন্যা।
শুভ জন্মদিন মালা
এই পোস্টটা সকাল থেকে খুজঁছিলাম। আকাইম্মা ডেভু/মডুরে এত কইরা কইলাম ব্লগে একটা সার্চ অপশন চালু করেন কানেই তুললো না।
======================
শুভজন্মদিন মালা।
********************************
টুটুল ভাইরে থ্যাঙ্কস।
এই পোষ্ট সকাল থেকে আমিও খুঁজতেছিলাম। টুটুল ভাইকে থ্যাংকস।
শুভ জন্মদিন
জীবনে এই প্রথম এই গানটা শুনলাম! বিমারে ধন্যবাদ। ইউটিউবে খুঁজতে গিয়া ইংরেজী গানটা ও শুইনা ফালাইলাম। এই দুইটা গান একত্র কইরা কোথাও রাখতে ইচ্ছা করতেছে পরে শোনার জন্য। ভাবতেছি সামুতে যাইয়া একটা কপি পোস্ট রাইখা আসব না কি!
মালা'র জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
বিমা কি এখনো মালার কথা মনে রাখছে?
হু , রাখছি
মন্তব্য করুন