ইউজার লগইন

তাকে যত তাড়াই দুরে ----- [মহীনের ঘোড়াগুলি]

..

মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের সবগুলো গান আমার কাছে ছিলো না, ক'দিন আগে অনেক খোঁজার পর সবগুলো গান জোগাড় করলাম। পুরনো শোনা গানগুলো আবারো শুনলাম, একেবারে না শোনা গানগুলো বারবার শুনলাম।

আজ নিস্তব্ধ ভরদুপুরে একা একা রুমে বসে পুরনো শোনা গানটা শুনতে শুনতে মনে হলো ঠিক এই মুহুর্তটার জন্যই যেন গানটা তৈরী করা হয়েছে .....

বারবার শুনছি.............

তাকে যত তাড়াই দুরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
তাকে আমি হারাই দুরে দুরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে

আজকাল বা পরশু
যদি সে এসে দাড়ায়
ছায়ার মত আমার ছায়ায়

ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভরদুপুরে একলা রাতে অন্যমন

সে অবুঝ খেয়ালি
সে ভিষন একাকী
আবেগ সবই তার তো ফাঁকি

এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল
বিছানায় সে ফিরবে পাশ

গানের লিংক

পোস্টটি ২০ জন ব্লগার পছন্দ করেছেন

বিষাক্ত মানুষ's picture


এ্যলবাম - "আবার বছর কুড়ি পরে"

জ্যোতি's picture


গানের বিমাকে ব্লগে পাওয়া গেলো বহুদিন পর। গান শুনলাম। ধইন্যা পাতা

বিষাক্ত মানুষ's picture


মডুরা কে কোথায় আছেন ??

ফটু দিলাম আইলো না ক্যান Sad

জ্যোতি's picture


ফটুকটা তো দারুণ সুন্দর!!!

বিষাক্ত মানুষ's picture


আমি তুলি নাই কিন্তু Steve

টুটুল's picture


বিমাকে পাওয়া যায় ...
এইটা ভালু Smile

গানের জন্য ধইন্যা

বিষাক্ত মানুষ's picture


ওয়েল্কু Cool

মেসবাহ য়াযাদ's picture


আহ্ হারে, বিমা ছেলেটা !
ভাল থাইকো, সুখে থাইকো

বিষাক্ত মানুষ's picture


আরে জসিম ভাই যে !!

১০

মীর's picture


খুবই পছন্দের একটি গান। অসংখ্য ধন্যবাদ ব্রাদার। Smile Smile

১১

বিষাক্ত মানুষ's picture


এনিটাইম Cool

১২

জিয়াউদ্দিন 's picture


ঘুরতে ঘুরতে বিমারে পাইয়া গেলাম - কেমন আছো?

১৩

বিষাক্ত মানুষ's picture


আরে !!!! জিয়া ভাই !!!!

কেমন আছেন !! আপনারে তো কোথাও পাইনা খুঁজে। ভাবি পিচ্চি কেমন আছে ? ভাবিকে আমার সালাম দিয়েন.... মনে করাইয়া দিয়েন যে পোল্যান্ডে যারে মিষ্টি খাওয়াইছিলো সে লম্বা একটা সালাম দিছে Big smile

দেশে আসবেন কবে ?

১৪

আহমাদ মোস্তফা কামাল's picture


কী সুখ!! নিস্তব্ধ ভরদুপুরে একা একা রুমে বসে পুরনো শোনা গান আবার/বাবরবার শোনেন; আর ওদিকে আমার মতো হতভাগারা খেটে মরে!

যাউকগা, বহুকাল আগে সামুতে একটা প্রশ্ন করছিলাম, সেইটা এখনো পুরনো হয়ে যায় নাই, তাই আবার করি - 'বিষাক্ত মানুষ'-এর মনটা এত গানপাগল কেন?

১৫

বিষাক্ত মানুষ's picture


কামাল ভাই , এই সুখ দুই দিনের Sad

আবার যে কোন দিন কর্পোরোট চাকর হয়ে যাবো আবার তিন মাসে একদিন ব্লগ লিখবো.... ভর দুপুরে হয়তো বছরে পাঁচ দিন গান শোনার সুযোগ হবে , তখন হয়তো গান শুনতে ইচ্ছেও হবে না।

আপনার প্রশ্নের উত্তরটা এখনো জানা যায় নাই , জানা গেলে অবশ্যই জানাবো। Big smile

১৬

লীনা দিলরুবা's picture


সে অবুঝ খেয়ালি
সে ভিষন একাকী
আবেগ সবই তার তো ফাঁকি

এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল
বিছানায় সে ফিরবে পাশ

কি সুন্দর কথা..........বিমা এই গান শোনাতে হবে।

১৭

বিষাক্ত মানুষ's picture


গানটা এখনো মুখস্থ হয় নাই। Tongue

১৮

শওকত মাসুম's picture


বছর দুই/তিন যাক। ব্লগে ২৪ ঘন্টাই পাওয়া যাবে বিমাকে। নতুন নতুন এরকমই হয়

১৯

বিষাক্ত মানুষ's picture


এইটা কি জীবন থেকে নেয়া দুলাভাই ?? Crazy

২০

নাজ's picture


নতুন নতুন এরকমই হয়

সহমত!
তয় আমার জামাই বিয়ের মাস দুই/তিন পরে থেইকাই ব্লগ/নেট এ ২৪ ঘন্টা (খালি রাইত বাদে) থাকতো। আহারে বেচারা! কপালে একটা দজ্জাল বউ পরছিলো, নতুনত্বের স্বাদই বুঝতে দিলো না Crazy

২১

নাজ's picture


আমার গান শোনার খুব একটা নেশা নেই। নেশা আছে টুটুলের। আর এখন ঋহানের। বাপ-বেটায় মিলে এখনি আমার কান ঝালা-পালা করে দেয় Sad

২২

জেবীন's picture


গানের জন্যে থ্যাঙ্কু...   যথাযথ ইমোটা দিলাম না  Tongue

২৩

তানবীরা's picture


বছর দুই/তিন যাক। ব্লগে ২৪ ঘন্টাই পাওয়া যাবে বিমাকে। নতুন নতুন এরকমই হয়

২৪

সোহম একলা ঘরে's picture


এই পোস্ট যেদিনে দেখছি তার পর থেকে পাঁচ বছরের বেশি কেটে গেছে.. তবু আজ সারাদিন এটাই শুনছি। শুনে যাচ্ছি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.