তাকে যত তাড়াই দুরে ----- [মহীনের ঘোড়াগুলি]
মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের সবগুলো গান আমার কাছে ছিলো না, ক'দিন আগে অনেক খোঁজার পর সবগুলো গান জোগাড় করলাম। পুরনো শোনা গানগুলো আবারো শুনলাম, একেবারে না শোনা গানগুলো বারবার শুনলাম।
আজ নিস্তব্ধ ভরদুপুরে একা একা রুমে বসে পুরনো শোনা গানটা শুনতে শুনতে মনে হলো ঠিক এই মুহুর্তটার জন্যই যেন গানটা তৈরী করা হয়েছে .....
বারবার শুনছি.............
তাকে যত তাড়াই দুরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
তাকে আমি হারাই দুরে দুরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে
আজকাল বা পরশু
যদি সে এসে দাড়ায়
ছায়ার মত আমার ছায়ায়
ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভরদুপুরে একলা রাতে অন্যমন
সে অবুঝ খেয়ালি
সে ভিষন একাকী
আবেগ সবই তার তো ফাঁকি
এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল
বিছানায় সে ফিরবে পাশ
এ্যলবাম - "আবার বছর কুড়ি পরে"
গানের বিমাকে ব্লগে পাওয়া গেলো বহুদিন পর। গান শুনলাম।
মডুরা কে কোথায় আছেন ??
ফটু দিলাম আইলো না ক্যান
ফটুকটা তো দারুণ সুন্দর!!!
আমি তুলি নাই কিন্তু
বিমাকে পাওয়া যায় ...
এইটা ভালু
গানের জন্য ধইন্যা
ওয়েল্কু
আহ্ হারে, বিমা ছেলেটা !
ভাল থাইকো, সুখে থাইকো
আরে জসিম ভাই যে !!
খুবই পছন্দের একটি গান। অসংখ্য ধন্যবাদ ব্রাদার।

এনিটাইম
ঘুরতে ঘুরতে বিমারে পাইয়া গেলাম - কেমন আছো?
আরে !!!! জিয়া ভাই !!!!
কেমন আছেন !! আপনারে তো কোথাও পাইনা খুঁজে। ভাবি পিচ্চি কেমন আছে ? ভাবিকে আমার সালাম দিয়েন.... মনে করাইয়া দিয়েন যে পোল্যান্ডে যারে মিষ্টি খাওয়াইছিলো সে লম্বা একটা সালাম দিছে
দেশে আসবেন কবে ?
কী সুখ!! নিস্তব্ধ ভরদুপুরে একা একা রুমে বসে পুরনো শোনা গান আবার/বাবরবার শোনেন; আর ওদিকে আমার মতো হতভাগারা খেটে মরে!
যাউকগা, বহুকাল আগে সামুতে একটা প্রশ্ন করছিলাম, সেইটা এখনো পুরনো হয়ে যায় নাই, তাই আবার করি - 'বিষাক্ত মানুষ'-এর মনটা এত গানপাগল কেন?
কামাল ভাই , এই সুখ দুই দিনের
আবার যে কোন দিন কর্পোরোট চাকর হয়ে যাবো আবার তিন মাসে একদিন ব্লগ লিখবো.... ভর দুপুরে হয়তো বছরে পাঁচ দিন গান শোনার সুযোগ হবে , তখন হয়তো গান শুনতে ইচ্ছেও হবে না।
আপনার প্রশ্নের উত্তরটা এখনো জানা যায় নাই , জানা গেলে অবশ্যই জানাবো।
সে অবুঝ খেয়ালি
সে ভিষন একাকী
আবেগ সবই তার তো ফাঁকি
এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল
বিছানায় সে ফিরবে পাশ
কি সুন্দর কথা..........বিমা এই গান শোনাতে হবে।
গানটা এখনো মুখস্থ হয় নাই।
বছর দুই/তিন যাক। ব্লগে ২৪ ঘন্টাই পাওয়া যাবে বিমাকে। নতুন নতুন এরকমই হয়
এইটা কি জীবন থেকে নেয়া দুলাভাই ??
সহমত!
তয় আমার জামাই বিয়ের মাস দুই/তিন পরে থেইকাই ব্লগ/নেট এ ২৪ ঘন্টা (খালি রাইত বাদে) থাকতো। আহারে বেচারা! কপালে একটা দজ্জাল বউ পরছিলো, নতুনত্বের স্বাদই বুঝতে দিলো না
আমার গান শোনার খুব একটা নেশা নেই। নেশা আছে টুটুলের। আর এখন ঋহানের। বাপ-বেটায় মিলে এখনি আমার কান ঝালা-পালা করে দেয়
গানের জন্যে থ্যাঙ্কু... যথাযথ ইমোটা দিলাম না
বছর দুই/তিন যাক। ব্লগে ২৪ ঘন্টাই পাওয়া যাবে বিমাকে। নতুন নতুন এরকমই হয়
এই পোস্ট যেদিনে দেখছি তার পর থেকে পাঁচ বছরের বেশি কেটে গেছে.. তবু আজ সারাদিন এটাই শুনছি। শুনে যাচ্ছি।
মন্তব্য করুন