আগা নাও যে ডুব ডুব ----- ভাওয়াইয়া
এই গানটা বছর তিনেক আগে ক্লোজআপ ওয়ান অনুষ্ঠানের বাছাই পর্বে সাজু নামের এক প্রতিযোগি গেয়েছিলো। এই গানটা সে যখন গাচ্ছিলো আমি তখন আমাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছি সেখানে ড্রয়িংরুমে টিভিতে গাটা হচ্ছে। গানটা শুনে শরীরে রোমকূম সব দাড়িয়ে গেল আমার। মনে হচ্ছিলো আগের জন্মের অসংখ্যবার শোনা গান এক জন্ম পরে শুনছি।
আমার খুব ছোটবেলায় শোনা গান এটা। ছোটবেলায় মানে একেবারেই শিশুকালের। তখনো মনে হয় আমি মাত্র স্কুলে ভর্তি হয়েছি বা হইনি। আমাদের বাসায় আব্বাস উদ্দিনের কিছু ক্যাসেট ছিলো যেটা সম্ভবত আমার দাদী অথবা আমার মা অথবা আমার ফুপুরা শুনতো। সেই ক্যাসেটের মাঝে এই গানটা ছিলো। জানি না গানটা কার এত প্রিয় ছিলো, নিয়মিত গানটা চলতো ক্যাসেটে। আমার শুধু সুরটা মনের মধ্যে গেঁথে গিয়েছিলো সেই সময়। কথাগুলো কিছুই বুঝতাম না মনেও ছিলো না। আজ রাতে গানটা আবার মোহাচ্ছন্ন করে রেখেছে। নেটে লিরিক নেই। সুতরাং দায় থেকে অন্তর্জালে এই কঠিন লিরিকটা শুনে শুনে টুকে রাখলাম যারা গানটা খুঁজবে তাদের জন্য।
ওরে আগা নাও যে ডুব ডুব
পাছা নাওয়ে বইসো
ঢোঙায় ঢোঙায় ছ্যাকঙ জল রে
ও কইন্যা পাছা নাওয়ে বইসো
ওরে জল ছেঁকিতে জল ছেঁকিতে
সেউতির ছিড়িল দড়ি
গলার হার খসেয়া কইন্যা হে
ও কইন্যা সেউতির লাগাইম দড়ি
ওরে তোক সে বলঙ ছাওয়াল কানাই
তোর সে ভাঙা নাও
ভাঙা নাওয়ের খেওয়া দিয়া হে
ও তুমি কেমন মজা পাও
ওরে ভাঙাও নোয়ায় ছেঁড়াও নোয়ায়
সোনা রূপায় গড়া
রাজার হস্তীক পার করিছঙ রে
ও কইন্যা তোর বা কত ভাড়া
ওরে এক সুন্দরীক্ পার করিতে
নিছঙ আনা আনা
তোক সুন্দরীক পার করিয়া রে
ও কইন্যা খসাইম কানের সোনা
ওরে সোনাও খসাইম রূপাও খসাইম
খসাইম কানের সোনা
ভরা গাঙের খেওয়া দিয়া রে
ও কইন্যা শরীল হইল্ মোর কালা
আমি বোধহয় মোস্তফা জামান আব্বাসীর গলায় শুনেছিলাম ছোটবেলায় টিভিতে, তখনও অসাধারণ লাগতো এখনো লাগে। মাটির গন্ধ মাখানো গান
অনেকদিন পর গানের পাখি মাঝরাতে হাজির ব্লগে । কন্যাও বাবার মত গানের পাখি হোক । অনেকদিন বিমার গান শুনি না ।
গানের জন্য
অনেক দিন পর দারুণ পোষ্ট!
আপনার পোষ্ট পড়লেই আমি খালি ২০০৭-০৮য়ে ফিরে যাই!
৮৫সালে ইডেনকলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে মোস্তফা জামান আব্বাসি এসে এই গানটা শুনিয়েছিলেন।তিনি আবার আসবেন বলেছিলেন কিন্তএর পরে আর কলেজে ছিলাম না তাই জানি না উনি আর এসেছিলেন কিনা।
মন্তব্য করুন