ইউজার লগইন

ছ্যাপ

স্থান: মৌচাক মার্কেট ট্রাফিক সিগন্যাল
সময়: মধ্য দুপুর
ঘটনা সাল : বহুদিন আগে (তখন ঢাকা শহরে নতুন ট্যাক্সি নেমেছে, ইয়েলো ক্যাব-ব্ল্যাক ক্যাব)

ট্রাফিক সিগন্যালে বেশ জটলা বাস-ট্রাক-রিকশা-মটরসাইকেল সব মিলিয়ে একটা বিরাট ভজঘট। সেই ভজঘট জ্যামে নতুন ঝা-চকচকে এক কালো ট্যাক্সি এসে থামলো। জ্যামে বসে ঘামতে থাকা অনেকেই ঘাড় ঘুরিয়ে কালো ট্যাক্সিটাকে দেখছে নগরবাসীর জন্য তখন এটা নতুন বস্তু। ভেতরে ড্রাইভার বেশ বনেদি ভাব নিয়ে উৎসুক নগরবাসীর দৃষ্টি উপভোগ করছে।
এক খালি রিকশা পেছন থেকে হালকা ব্রেক করে ট্যাক্সিটার পেছনে থামলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। রিকশাটা থামার ঠিক আগ মুহূর্তে সামনের চাকা দিয়ে হালকা একটা ঘষা দিলো ট্যাক্সিটার পেছনে এবং সেই আলতো ছোঁয়াতেই ট্যাক্সির পেছনে প্ল্যাস্টিকের খোলসের মত দেখতে বাম্পার নামক বস্তুটা দুম করে খসে পড়লো। রিকশাওয়ালা নির্বিকার। এদিকে ট্যাক্সির ড্রাইভার বেশ মারমুখি ভাব নিয়ে সিট থেকে তেড়ে এলো রিকশাওয়ালার দিকে মুখে খিস্তি-
- হালার পুত, করলি কি তুই কামডা !! তর রিকশা বেঁচলেও তো বাম্পারের দাম দিতে পারবি নারে হালার পুত। তুই এইডা কি করলি !!!

কলার চেপে ধরতেই রিকশাওয়ালা নির্বিকার ভঙ্গিতে বললো -
- তর বাম্পার কি ছ্যাপ দিয়া লাগাইছোস? হালকা ঘসা দিতেই খইসা পড়লো ক্যা !!!

পাব্লিক তখন বেশ মজায়। বাসের জানালা দিয়ে এক মুরুব্বি জবাব দিলো-
- রিকশাওয়ালা যা কইছে তার উপরে আর কোন কথা নাই, তুমি ওর কলার ছাইড়া বাম্পার নিয়া গ্যারেজে যাও মিয়া। এরপর থিকা ছ্যাপের বদলে সুপার-গ্লু লাগাইয়ো।

বেচারা ট্যাক্সি ড্রাইভার, নতমুখে কলার ছেড়ে দিয়ে বাম্পার বগলদাবা করলো ততক্ষনে জ্যাম ছেড়ে দিয়েছে।

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন

জেবীন's picture


Laughing out loud ছ্যাপ!

এইশব হইলদা ট্যাক্সির বাম্পারেই লেগে মাঝে দিয়ে কতোগুলো এক্সিডেন্ট হলো, অরে বাম্পার খুলে রাখার নির্দেশ দিলো। লাভ কি মানা হচ্ছে আর কই!

জ্যোতি's picture


রিক্সাওয়ালা তো রক্স Big smile
এখন তো ক্যাব এ উঠলে দরজা, জানালা টেনেও খোলা যায় না

পারু রহমান's picture


থাম্বস আপ টু রিক্সাওয়ালা মজা

মানুষ's picture


চলমান বিভীষিকার আর এক নাম হল এই কালো ক্যাব।যখন নতুন নেমেছিল সেই সময় চর্ম চক্ষে দেখার সুযগ হয়ে উঠেনি। যখন দেখার সুযোগ হল ততদিনে সব ছ্যাপ দিয়ে লাগানো প্রত্যঙ্গ খুলে খুলে পড়ে গিয়ে বিকট চেহারা ধারণ করেছে। দুনিয়াতেই যারা হাবিয়া দোযখের এসেন্স নিতে চান তারা কালো ক্যাবে চড়ে দেখতে পারেন। আমি একবার চড়েছিলাম। মনে হল যেন ইটের ভাটার ভিতরে বসে আছি। গোদের উপর বিষ ফোঁড়া রাস্তায় জ্যাম লেগে গেল, তার উপরে ক্যান্সার ময়লা ফেলার গাড়ি এসে থামল ঠিক আমার পাশে। আমি শিওর জীবনে যত পাপ করেছি এবং ভবিষ্যতে যত পাপ করবো সব ঐ দিন মাফ হয়ে গেছে।

জ্যোতি's picture


হাহাপেফা
একবার ঈদে বাড়ী যাওয়ার সময় কি যে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিলো! আর এখণ তো পুরা ভাঙ্গা যন্ত্রপাতি

রাসেল আশরাফ's picture


এইবার দেশ থেকে ফেরত আসার সময় ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশন থেকে উত্তরা পর্যন্ত গেছিলাম। মফিজ দেখে ভাড়া নিলো ২০০ টাকা। ব্যাগ পোটলা নিয়ে এমন ভাবে বইসা রইছিলাম তার আর বলার মতো না। ধুলা-বালি দেখি একটু অনুযোগ জানাতেই আমার উনি বলে ''হইছে তোমার বাবুগিরী, দুইদিনের বৈরাগী ভাতরে কও পোলাও'' Puzzled

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হোয়াট এ ডায়লগ!
রিকশাওয়ালা ভাই রক্স!

আরাফাত শান্ত's picture


Smile

টুটুল's picture


Big smile

১০

নিভৃত স্বপ্নচারী's picture


ছ্যাপ দিয়ে বাম্পার লাগানো!!! হেভি ডায়লগ Laughing out loud
কালো ট্যাক্সিতে উঠতেই এখন ভয় লাগে, মনে হয় দরজাগুলো যে কোন সময় খুলে পড়বে।

১১

রায়েহাত শুভ's picture


রিস্কাওয়ালা পাত্থর... তয় আমার কইলাম কালা ক্যাবে উঠতে মজাই লাগে, মনে মনে আশা করি কোন্দিন পিছের সিট লইয়া রাস্তায় বইয়া থাকুম, আর ডেরাইভার সাম্নের সিট লইয়া চইলা যাইবো Tongue

১২

টোকাই's picture


রিক্সা ওয়ালার এই ডায়ালগ পড়ে আজ সারাদিন আমি একা একা হাসছি যখন তখন।

তর বাম্পার কি ছ্যাপ দিয়া লাগাইছোস? হালকা ঘসা দিতেই খইসা পড়লো ক্যা !!!

১৩

মীর's picture


Smile

১৪

তানবীরা's picture


সান্তনা বাংলাদেশ

১৫

কামরুল হাসান রাজন's picture


বেচারা ক্যাবচালক Stare

১৬

শওকত মাসুম's picture


বেচারা, রিক্সাওয়ালা আসলেই রক্স

১৭

সামছা আকিদা জাহান's picture


বেচারা টেক্সি ডেরাইভার, রিক্সাওয়ালা জিন্দাবাদ।

১৮

মেসবাহ য়াযাদ's picture


রিকশাওয়ালা পুরাই রক।
টেক্সিক্যাব, এখন মনে হয় জাদুঘরের সম্পত্তি...

১৯

BDMOZ.COM's picture


মজা পেলাম । Party

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.