ইউজার লগইন

কত রঙ্গ দেখি দুনিয়ায় ----- [হীরক রাজার দেশে]

hrd

'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে' এই কথা আবারো প্রমান করিবার জন্য অদ্য গানের পোস্ট দাখিল করিলাম।

'হীরক রাজার দেশে' আমার জীবনে দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে অন্যতম। খুব ছোটবেলায় প্রথম যখন বাবা-মা'র সাথে সিনেমাটা দেখতে বসেছিলাম তখন মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে বসেছিলাম যে ছোটদের জন্য সত্যজিৎ রায় নির্মিত মজার সিনেমা দেখবো। দেখেছিলাম ... খুব মজা পেয়েছিলাম। উঠতে বসতে তখন মুখে ছিলো -
দড়ি ধরে মারো টান
রাজা হবে খান খান

বড় বেলায় যখন সিনেমাটা আবার দেখলাম, একটা ধাক্কা মতন খেলাম। অবাক হয়ে আবিষ্কার করলাম - এটা তো মোটেই ছোটদের সিনেমা নয় ! প্রচন্ত রকমের রাজনৈতিক সিনেমা। ঠিক সেদিন থেকেই সিনেমাটার প্রেমে পড়ে যাই।
সেই সিনেমার অনেকগুলো গানের মধ্যে একটা গান ছিলো এক বাউলের , বাউল মেঠো পথে হেঁটে হেঁটে এক মনে গান গাইছিলো, সেই গান শুনে রাজার পাইক সেই বাউলকে ধরে নিয়ে আসে রাজ দরবারে। রাজা খুশি মনে বাউলের গান শুনতে চায় , বাউল রাজ দরবারে গান শুরু করে । গান শুনে রাজার চক্ষু চড়কগাছ! তখনই সেই বাউলকে মগজ ধোলাই করতে পাঠায় রাজ বিজ্ঞানী বর্ফি'র কাছে।
বাউলের সেই গানটা অনেক খুঁজে আজ পেলাম, কয়েক ডজনবার শুনলাম, লিখলাম, গানটা আপলোড করলাম এবং পোস্টালাম।

-------------------------------------------------------------------------

কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ও ভাইরে ও ভাই
কতই রঙ্গ দেখি দুনিয়ায়

আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
আমি অর্থ কোন খুঁজে নাহি পাই রে
ও ভাই অর্থ কোন খুঁজে নাহি পাই রে
ভাইরে ভাইরে
আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়

দেখ ভাল জনে রইলো ভাঙ্গা ঘরে
মন্দ যে সে সিংহাসনে চড়ে
ও ভাই সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটে না আহার
হিরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই
ও ভাই হিরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই
ও তার কানাকড়ি নাই
ওরে ভাইরে ভাইরে
কতই রঙ্গ দেখি দুনিয়ায়


কত রঙ্গ দেখি দুনিয়ায়

পোস্টটি ২২ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


গানের কোকিলের সুরের ডাক শুনে বড়ই ভালো লাগলো। বহুদিন পর গানটা শুনলাম। তবে সিনেমাটার কথা একেবারেই মনে নেই। তবে ছোটবেলায় দেখেছি। নাম মনে পড়ছে।

বিষাক্ত মানুষ's picture


বড় হয়ে আবার দেইখো .. মজা পাইবা

জ্যোতি's picture


দেখতে মন্চাইতাইতাছে।

বিষাক্ত মানুষ's picture


কালকে নিউমার্কেট গিয়া ডিভিডি কিন্না নিয়া আইসো।

জ্যোতি's picture


তুমি ধার দেও ডিভিডি। ডিভিডি কিনতে মন্চায় না।

অপরিচিত_আবির's picture


আমি একটু বড় হয়েই ছবিটা দেখেছিলাম বলে আমি একবারেই সত্যজিৎ রায়ের উদ্দেশ্য ধরতে পেরেছিলাম। অথচ আমি বসেছিলাম একটি শিশুতোষ ছবি দেখবার জন্য! ছোটবেলায় উপেন্দ্রকিশোরের গুবি বাঘা আর টোনাটুনির গল্প পড়ে বড় হওয়া এই আমি একটা হাল্কা কিছু দেখতে গিয়ে কি যে দেখে ফেললাম, তখন থেকে কোন স্বৈরশাসনের প্রসঙ্গ আসলেই আমার হীরক রাজাকে মনে পড়ে।

যারা আবারো স্মৃতি জাগরণ করতে চান তাদের জন্য ডাউনলোডের লিংক -

http://www.rongmohol.com/viewtopic.php?id=1017

বিষাক্ত মানুষ's picture


লিংকের জন্য ধন্যবাদ আবির।

সত্যজিতের এরকম আরেকটি সিনেমা 'সতরঞ্জ কি খিলাড়ি', এত সুক্ষভাবে নিজের বক্তব্য এখনকার কেউ দিতে পারে কিনা আমার জানা নাই।

রোবোট's picture


সিনেমায় গায়ক কিন্তু গান শেষ করতে পারেনি, তার আগেই কারাগারে পাঠানো হয়।

অপরিচিত_আবির's picture


কারাগারে নয়, যন্তর মন্তর কক্ষে - কারাগারের থেকেও ভালো শাস্তি মগজ ধোলাই!

১০

রোবোট's picture


ঠিক ঠিক ঠিক

 

১১

বিষাক্ত মানুষ's picture


হু.... মগজ ধোলাই। আর বিজ্ঞানীর নাম বর্ফি

১২

আবদুর রাজ্জাক শিপন's picture


স্বর্গে গিয়াও ঢেকি মহাশয়ের ধানবানা বলব

১৩

আবদুর রাজ্জাক শিপন's picture


ইহা 'মুছিত' হোক !

১৪

আবদুর রাজ্জাক শিপন's picture


স্বর্গে গিয়াও ঢেকি মহাশয়ের ধানবানা কর্ম বলবৎ থাকুক । 

 

আর এরকম গান সবসময়ের , সবসমাজের জন্যই প্রযোজ্য ।

১৫

বিষাক্ত মানুষ's picture


থ্যাংকু শিপন Innocent

১৬

মুকুল's picture


ছবিটা অনেক আগে দেখছি। পুরা মনে নাই।

১৭

বিষাক্ত মানুষ's picture


পারলে এখন আবার দেইখ... হতাশ হবা না এই নিশ্চয়তা দিতে পারি

১৮

আরণ্যক's picture


। গোপিগাইন বাঘা বাইন ও আমার অনেক ভালো লাগে । 

-----------

 হীরক রাজার দেশে আসলে জেম অফ আ মুভি।

যে  যেটা চায় সেটাই পাবে । আমার কাছে উচ্চ ‌প‌‌্যায়ের কমেডি আর

ছন্দ  মিলানো সংলাপ সবচে বেশি ভালো লেগেছে ।

আর  মাষ্টারের চরিত্রটাও দারুন লেগেছিলো ।

আর  উৎপল দত্তের তুলনা নাই কোন ।

 

১৯

বিষাক্ত মানুষ's picture


ঠিক। সৌমিত্র আর উৎপল দত্তের তুলনা হয় না

২০

জেবীন's picture


সিনেমাটার প্রতিটা সংলাপ যে কতো ভেবেচিন্তে লেখা, মজা দেবার সাথে সাথে দারুন বক্তব্য পরিপূর্ন বুঝাই যায়......

গুপিবাঘা প্রথমে দেখেছি পরে হীরকরাজা আর ফিরে এলো গুপিবাঘা, হীরকরাজা সবচেয়ে বেশি ভালো লাগছে... 'ফিরে এলো গুপিবাঘা' সংলাপগুলো ভালো হবার পরও সেই আবেদন রাখতে পারেনি......

২১

বিষাক্ত মানুষ's picture


'গুপি বাঘা ফিরে এলো' আমারও তেমন ভাল লাগে নাই .. যদিও এটা সমসাময়ীক অনেক সিনেমাকে চ্যালেঞ্জ দেবার যোগ্যতা রাখে। সিক্যুয়ালের প্রথম সিনেমা 'গুপি গাইন বাঘা বাইন'ও আমার অনেক ভাল্লাগছে।.. জানো তো , ভূতের রাজার কণ্ঠটা সত্যজিৎ রায়ের ছিলো।

২২

জেবীন's picture


তাই নাকি?!! আমার দারুন পছন্দের ভূতের রাজার কথা গুলা ... Laughing out loud গুপিবাঘা গুপিবাঘা গুপিবাঘা গুপিবাঘা! তোরা বড়ো ভালো ছেলে কাছে আয়! কাছে আয়! কাছে আয়!

২৩

বিষাক্ত মানুষ's picture


হা হা হা .. হুমমম Smile

২৪

অদিতি's picture


বি.মা. ভাই অশেষ ধন্যবাদ গানটির জন্য। কমেন্টগুলোও মনযোগ দিয়ে পড়লাম। কয়েকটা ব্যাপার যোগ করতে চাই।

১। গায়কের নাম ছিল চরণ দাস। অভিনেতা রবিন মজুমদার। এক কালের সুদর্শন এই অভিনেতার এই হাল দুঃখজনক। গানটি গেয়েছেন অমর পাল।

২। চরণ দাসকে জন্তর-মন্তর ঘরে নয়, বনের মধ্যে একটা গর্তে ফেলে দেয়া হয়। পরে তাকে গুপী-বাঘা উদ্ধার করে।

৩। হীরক রাজার দেশে ছবিতে যে গবেষককে দেখানো হয়, তার নাম গবেষক, হীরক রাজা সম্বোধন করে- গবেষক গবচন্দ্র জ্ঞানতীর্থ জ্ঞানরত্ন জ্ঞানমবোধি জ্ঞানচূড়ামণি। অভিনেতা সন্তোষ দত্ত। উনি শুন্ডীর রাজার চরিত্রেও অভিনয় করেছিলেন।

৪। বরফি নামের যাদুকর ছিলেন গুপী গাইন-বাঘা বাইন ছবিতে। অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

২৫

বিষাক্ত মানুষ's picture


আরে দারুন !!! অনেক ধন্যবাদ তথ্যগুলোর জন্য।

২৬

টুটুল's picture


বিমা... অদিতি কিন্তু সিনেমার জাহাজ (টাইটানিক না)

২৭

আহমেদ রাকিব's picture


দারুন তথ্য, জানা ছিল না।

২৮

জেবীন's picture


শুন্ডি'র রাজা চরিত্রেই সন্তোষ দত্ত।কে বেশি মানিয়েছে...... আত্নভোলা রাজা, তার ডায়ালগ ওটা মজার ছিলো, "কম পড়িতেছে?...রাজকন্যে? আছে শুন্ডি'র রাজকন্যে মুক্তামালা"... বলার ধরনটাই মজার ...

২৯

বিষাক্ত মানুষ's picture


হা হা হা হা ঠিক ঠিক ... তবে আমার কাছে 'জটায়ু' ইজ দ্যা বেস্ট Smile

৩০

জেবীন's picture


হ্যা, জটায়ু ... আরো একটা আছে "ওগো বধূ সুন্দরী" তাতে অমলাকান্ত... ওটাও ভালো লাগছে

৩১

বিষাক্ত মানুষ's picture


দেখি নাই Sad

তবে 'সোনার কেল্লা'য় জটায়ুর যে এন্ট্রিটা হইছিলো .. সেটা বাংলা সিনেমার ইতিহাসে এক দুর্দান্ত মুহূর্ত।
যোধপুর যাবার পথে ট্রেনের কামরায় ফেলুদা আর তপসে বসে আছে .. তখন জটায়ুর প্রবেশ... ঠুকে জটায়ু ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলা শুরু করলেন । যখন টের পেলেন ট্রেনের বাকিরাও বাঙালী তার যে এক্সপ্রেশান হলো ... অসাধারন... অসাধারন

৩২

হাসান রায়হান's picture


ছোটবেলায় আম্মার কাছে অনেক গল্প শুনতাম গুপী গায়েন বাঘা বায়েন এর। আব্বা'র সাথেহলে গিয়ে দেখেছিল ছবিটা। বিটিভিতে হীরক রাজার দেশে দেকহিছিল সম্ভবতঃ সার্কের কোনো উৎসবে। ছবির পরতে পরতে ছন্দের খেলা এমন মন্ত্রমুগ্ধ করে রেখেছিল যে এখনো এত বছর পর অনেকগুলি মনে আছে। যেমন:

আহ কি সুবাস
থাকবে ছয় মাস

অনাহারে নাই খেদ
বেশি খেলে বাড়ে মেদ
যায় যদি যাক প্রাণ
হীরকের রাজা ভগবান

ছবি শেষ হওয়ার পর আমাদের পরিচিত এক লোক যে নাকি ছবি দেখছিল আমাদের সাথে বলে উঠে
জানালা দিয়ে তাকাই
যদিবা কিছু দেখতে পাই Smile

৩৩

বিষাক্ত মানুষ's picture


হু.. সেই ছড়ায় ছড়ার আবেশ অনেকদিন ছিলো ।

বাকি রাখা খাজনা
মোটেই ভালো কাজ না

৩৪

জ্যোতি's picture


কমেন্ট পইড়া মন ছুইটা গেছে। আজকেই ডি ভি ডির খোঁজ করতে হবে।

৩৫

বিষাক্ত মানুষ's picture


হু.. কিন্না ফেলো । এই সিনেমা কয়েক'শ বার দেখলেও খারাপ লাগবে না

৩৬

অদ্রোহ's picture


বারবার দেখলেও এ সিনেমা পুরনো হয়না :D।

৩৭

বিষাক্ত মানুষ's picture


ঠিক কথা

৩৮

নজরুল ইসলাম's picture


গানটার জন্য অশেষ ধন্যবাদ... ডাউনলোড চলতেছে...

৩৯

বিষাক্ত মানুষ's picture


নো ম্যানশন Smile

৪০

ভাঙ্গা পেন্সিল's picture


হ, আমি তো কয়েকদিন ধইরা ভাবতাছিলাম এইটা আসলেই বিমাদার নিক কিনা Tongue গান-বাজনা নাই, সন্দেহ হইতাছিল

৪১

বিষাক্ত মানুষ's picture


হে হে হে হে হে ... শীত নিদ্রায় ছিলাম এতকাল

৪২

টুটুল's picture


বিমা ফর্মে ফির্তাছে Smile

৪৩

ভাঙ্গা পেন্সিল's picture


অফটপিকে কই টুটুলদা, আপ্নে কি বাংলাগ্যালারির সাথে যুক্ত নাকি?

৪৪

টুটুল's picture



কোন প্রয়োজন?
বাংলাগ্যালারী এখন ডাউন আছে ... সার্ভার ট্রান্সফার চলতেছে ... স্বল্পসময়ে ফিরবে

৪৫

ভাঙ্গা পেন্সিল's picture


বাংলাগ্যালারির ডেভু আমার ভাই লাগে Wink

৪৬

টুটুল's picture


মানে কি? কিডায়?

৪৭

ভাঙ্গা পেন্সিল's picture


thatdude

অবশ্য আপ্নারা নিয়া নিলে আরেক কাহিনী! আগের ডেভু ছিল খালাতো ভাই। এখনো আছে নাকি জানি না। জিগাইতে হইবো

৪৮

বিষাক্ত মানুষ's picture


৪৯

তানবীরা's picture


মানুষরে চেতানোর জন্য হীরক রাজার ডায়লগগুলার জুড়ি নাই

৫০

বিষাক্ত মানুষ's picture


অল ক্রেডিট গোজ টু দ্যা গ্রেট সত্যজিৎ রায় Smile

৫১

কাঁকন's picture


দারুণ একটা সিনেমা;

অদিতিরে শ্রেষ্ঠ মনোযোগী দর্শক হিসেবে অস্কারে নমিনেশন দিলাম

৫২

~স্বপ্নজয়~'s picture


আমি সমর্থন করিলাম

৫৩

বিষাক্ত মানুষ's picture


হ .. ভোট দিলাম

৫৪

আহমেদ রাকিব's picture


আমিও ভোট দিলাম।

৫৫

অদিতি's picture


কাঁকন আপা, এইসব জানা ছিল এককালে আমার পেশা।

৫৬

বিষাক্ত মানুষ's picture


পেশা মানে !!! পত্রিকার ফিচার পাতা !!

৫৭

অদিতি's picture


না,সিনামা পত্রিকার বিদেশী ফিলিম বিভাগে আছিলাম,ঐ নজরুল জানে।

৫৮

আহমেদ রাকিব's picture


বিমা ভাইরে মেলা ধইন্যা। গানটার লাইগা। অনেকদিন পর শুনলাম।

৫৯

বিষাক্ত মানুষ's picture


ওয়েল্কু

৬০

মানুষ's picture


হ সত্যজিৎ হইল ওয়ান পিস, অনেকটা রবীন্দ্রনাথের মত। হিরক রাজার দেশে আমারও একখানা প্রিয় সিনেমা। গানটা শেয়ারের জন্য ধইন্যা। গুপি বাঘার আরেকটা ছবি আমি মেলাদিন আগে আপলোড করছিলাম সেইটা শেয়ারের লোভ সামলাইতে পারতেছি না। বাংলাদেশের বাইরে যারা আছে শুধু তারাই দেখতে পারবে অবশ্য

http://www.veoh.com/browse/videos/category/comedy/watch/v17348573k773e8fm

৬১

বিষাক্ত মানুষ's picture


দেশে veoh সাপোর্ট করে না। অবশ্য এই বালের সাইটে আমি বিদ্যাশ থাইকাও শান্তি মত মুভি দেখতারিনাই কোনদিন।

stagevu তে আপলোডাও না ক্যান ! ঐটা তো জুশ সাইট

৬২

জোনাকি's picture


বিমা দেখি এহানেও শুরু করছে তার গান :

৬৩

বিষাক্ত মানুষ's picture


হ ... আমি যাই বঙ্গে কপাল যায় সঙ্গে

৬৪

মুক্ত বয়ান's picture


হে হে হে..
আমার কাছে.. গোপা-বাঘা'র সিনেমার সবকয়টা গান আছে। Wink Wink

৬৫

টুটুল's picture


একটা ভালো আইডিয়া আইছে
বাংলাগ্যালারি আমরা লৈয়া লৈতাছি... ওইখানে গানের একটা যায়গা আছে...
আমরা এক কাজ করতে পারি.. আমাদের কালেকশন সেইখানে জমা রাখতে পারি.. যারা এবির সদস্য.. তারাই শুধু ডাউনলোড এবং আপলোড করতে পারবে Smile ... বাকিরা শুনতে পারবে Smile

তাইলে যে কোন রিকোয়েস্ট BG তে আপলোড Smile

৬৬

বিষাক্ত মানুষ's picture


সাইজ কত ?

৬৭

বিষাক্ত মানুষ's picture


আমার কাছে বিগত ষোল বছর থিকা আছে Stare

৬৮

টুটুল's picture


এই বিষয়ে আম্রা একদিন আলোচনা করতে পারি... কারণ আমাগো একটা অনলাইন রেডিও প্রায় প্রথম থেকেই চালু আছে "বাংলা ওয়াডিও" নামে

৬৯

বোহেমিয়ান's picture


এই মুভিটা এখনো দেখা হয় নাই Sad
তবে এইটার পরের পর্ব ই তো গোপি গাইন তাই না?
ঐটা দেখছি ।

৭০

বিষাক্ত মানুষ's picture


১. গুপি গাইন বাঘা বাইন (১৯৬৮)
২. হীরক রাজার দেশে (১৯৮০)
৩. গুপি বাঘা ফিরে এলো (সম্ভবত ১৯৯৫)

৭১

রোবোট's picture


আমিও যোগ করি,
ডায়ালগ:

১। আমিও আজ যে হাতে চুষি কাঠি
কাল সে হাতে ধরবে লাঠি

২। আজ যারা দেয় হামাগুড়ি
কালকে তারাই বুড়োবুড়ি

৩। বটে
এত বুদ্ধি ঘটে

৪। সত্তর খান মন্তব্য
বিমার পোস্টের গন্তব্য

একখান গান-
"না, না আর বিলম্ব না না আর বিলম্ব না
এখনো মোদের শরীরের রকত
রয়েছে গরম মেটেনি শখ তো
আছে যত হাড় সবইতো শক্ত
এখনো ধকল সয়
এখনো আছে সময়
দুনিয়ায় কত আছে কি দেখবার
কত কি জানার
কত কি শেখার
সবই তো বাকি
ঘরে কেন বসে রয়েছি বেকার
আর কি সহ্য হয়
অসহ্য"

৭২

বিষাক্ত মানুষ's picture


আরে জুশ !!!!!!!!!!!!!!!!

৭৩

এরশাদ বাদশা's picture


নতুন গান দ্যান, লিরিকস দ্যান, লেহা দ্যান। এবিতে লেখার পরিবেশ আছে। ভালোই লাগতেচে।

৭৪

বিষাক্ত মানুষ's picture


আজকেই রাত বারোটার সময় গানের পোষ্ট আসিতেছে

৭৫

জেবীন's picture


এমন দারুন পোষ্টগুলারে খুব্বি মিস করি! Sad কিংবা 'দালির ঘড়ি'র মতো কবিতা। এত্তো আলসেমি ভালা না কিন্তু। Stare

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.