ইউজার লগইন

খোঁজ দ্যা মুরগা (মুরগী হইলেও চলিবে)...

[মেসবাহ য়াযাদ ভাইয়ের বই মেলা কড়চার সূত্র ধরিয়া ইহা একটি জন-প্রণোদনামুলক পোস্ট]

rocky-chicken 1.JPG

লুকিং ফর মুরগা, তবে মুরগী হইলেও আপত্তি নাই। হাল্কা-পাতলা, কিংবা মোটা-তাজা; দেশী, প্রবাসী কিংবা বিদেশ হইতে সদ্য আমদানিকৃত মুরগা কিংবা মুরগী খোঁজ করা হইতেছে। আগ্রহী মুরগা/মুরগীকে বইমেলা কিংবা ছবির হাটে বিকাল হইতে রাত্রি আট ঘটিকার মধ্যে উপস্থিত হইতে হইবে। সংশ্লিষ্ট মুরগা/মুরগীকে আসিবার সময় নূণ্যতম নগদ পাঁচশত টাকার আসল নোট নিয়া হাজির হইতে হইবে, কোন প্রকার ক্রেডিট/ডেবিট কার্ড চলিবে না। তবে সময়াভাবে ঢাকায় থাকিয়েও কেহ সশরীরে মেলায় আসিতে না পারিলে, এমনিকে ঢাকা কিংবা দেশের বাহিরে থাকিয়াও যে কেহ আগ্রহী হইলেই মুরগা/মুরগী হইয়া বিশেষ সম্মান অর্জন করিতে পারিবেন। সেক্ষেত্রে, চেক, পেঅর্ডার, মানিঅর্ডার, কুরিয়ার কিংবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সম্মানী পাঠাইয়া অগ্রিম বুকিং দিতে হইবে। কেহ চাহিলে, একাধিক দিনের জন্য বুকিং দিতে পারিবেন। অত্র বছর আর মাত্র ২২টি স্লট খালি রহিয়াছে, স্বত্বর অগ্রিম বুকিং দিয়া পাঠানুরাগীদের সেবায় নিজেকে নিয়োজিত করুন।

বিঃদ্রঃ স্বয়ংক্রিয় ডাটাবেজে সকল মুরগা/মুরগীর তথ্যাদি সংগৃহীত হইতেছে। যিনি ২০১২ বইমেলায় সর্বাধিক সম্মানী প্রদান করিবেন তাহাকে বছরের শ্রেষ্ঠ মুরগা/মুরগী হিসেবে নির্বাচন করিয়া সুবিশেষ সম্মাননা প্রদান করা হইবে।

বিঃবিঃদ্রঃ বিশ্বব্যাপী বাংলা ভাষানুরাগী মুরগা/মুরগীদের ব্যাপক সাড়া পাওয়া যাওয়ায় ২০১৩ সালের বইমেলার মাত্র ২৮টি স্লটের জন্যে আগে আসিলে আগে পাইবেন ভিত্তিতে অগ্রিম বুকিং নেওয়া হইতেছে।

~

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


হাহাাাাাাাাহাহহাহাহাহহাহাহাহা

স্বপ্নের ফেরীওয়ালা's picture


প্রত্যেক টা "হা" র জন্য একটা করে বুকিং দিছেন? গুড গুড Wink

~

গ্রিফিন's picture


এগদিন আম্মো যামু মুর্গা ধর্তে Stare

স্বপ্নের ফেরীওয়ালা's picture


মুর্গা ধর্তে এসে নিজেই মুর্গা হওয়ার কিন্তু আলাদা চার্ম আছে Wink

~

লাবণী's picture


ভয়ানক ব্যাপার!!! আমি টেবিলের নিচে আছি! মুরগা/মুরগী খোঁজা শেষ হলে কেউ আওয়াজ দিয়েন!! Smile

লীনা দিলরুবা's picture


Rolling On The Floor

স্বপ্নের ফেরীওয়ালা's picture


মুরগা/মুরগী টেবিলের নিচেই তো আগে খোঁজা হয় Glasses

~

সুমি হোসেন's picture


আম্মো যামু মুর্গা ধরা দেকতে!

টুটুল's picture


লগে এক্টা ৫০০ টাকার নোট লৈয়া আইসেন Wink

১০

টুটুল's picture


মেসবাহ ভাই নেক্সট মুর্গা আপ্নারেই বানাইপে ... নিশ্চিত Wink

১১

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আমি তো ওনার সামনে দিয়ে নির্দিধায় হেটে যেতে পারুম... Wink

~

১২

সাঈদ's picture


ঐ আমরা
মুর্গা শিকার জামু
বন্দুক লইয়া রেডি হইলাম
আমি আর মামু

১৩

স্বপ্নের ফেরীওয়ালা's picture


বন্দুক ? দিনকাল কিন্তু খ্রাপ ভ্রাত Wink

~

১৪

ভাস্কর's picture


যা অবস্থা হয় দেখছি তাতে স্লট মনে হয় আনলিমিটেড...এক সন্ধ্যায়ই দুইবার এমনকি তিনবার মুরগা ধরতেও কারো ক্লান্তি লাগার কথা না...

১৫

স্বপ্নের ফেরীওয়ালা's picture


স্লট কম করে দেখালে বেশী আবেদনপত্র পরবো Smile

~

১৬

রাসেল আশরাফ's picture


মেসবাহ ভাইয়ের মুরগা লিস্টে লাবণী আর ফেরিওয়ালা ভাই যে আছে এইটা শিউর। Wink

১৭

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ওয়েস্টার্ন ইউনিয়ন আপনারে ডাকতেছে Wink

~

১৮

রাসেল আশরাফ's picture


আমার এলাকা থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন ম্যলা দূর। Tongue Tongue

১৯

জোনাকি's picture


হি হি হি...বাইচা গেছি আমি আশে পাশে নাই Big smile
এমনিতেই মেসবু ভাইয়ের পোষ্ট এ মুরগা মুগরা করাতে কেউ নাকি বই মেলাতে যায় নাই আর এই পোষ্ট পড়লে আর কেউ যাবে কিনা তা চ্রম চিন্তার বিষয় হয়ে দাড়াবে মুরগা ধরা বাহিনির জন্য !! Wink

২০

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আপনার জন্য চেক, পেঅর্ডার, মানিঅর্ডার, কুরিয়ার ইত্যাদি ব্যবস্থা আছে কিন্তু... Wink

~

২১

জোনাকি's picture


কুনু সমস্যা নাই ...আমার এই গুলার কোনটাই নাই....আমি সেফ মুডে আছি Big smile

আহা কি আনন্দ আকাশে বাতাসে ........ নৃত্য

২২

রশীদা আফরোজ's picture


যে হারে মুরগা ধরা পড়ছে, তাতে মনে হচ্ছে সব ফার্মের মুরগি। সম্ভবত বয়লার...দেশি মুরগি ধরা বড়ই কঠিন কাজ!

২৩

নীড় সন্ধানী's picture


Laughing out loud Cool

২৪

স্বপ্নের ফেরীওয়ালা's picture


এই দুইটা কিসের ছবি? মুর্গা হয়ার আগে ও পরে?

~

২৫

মেসবাহ য়াযাদ's picture


সব্বোনাষ, এই হারে মুরগা/মুরগী ধরার বিষয় নিয়ে পোস্ট আইতে থাকলেতো আসলেই লোকজন মেলায় আইবো না। আর আইলেও লিটল ম্যাগের আশে পাশে যাইবো না...। না যাক, আল্লাহ ভরসা Wink আশা করতেছি প্রতিদিনই কাউরে না কাউরে পামুই... অলরেডি মুরগা হৈবার জন্য বুকিং দিয়া রাখছে- লীনা দিলরুবা, মৌসুম, টুটুল, জয়িতা, মাসুম ভাই, কামাল ভাই, রায়হান ভাই, বৃত্ত মানে শুভ... আর আমগো তালিকায় আছে, লাবনী, রশিদা আফরোজ, সাঈদ প্রমূখ... সো নাম নিবন্ধন করুন

২৬

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ব্যাপারটারে ঠিক মত মার্কেটিং করেন, দেখবেন ফেব্রুয়ারী মাসে আপ্নের খাওয়ার খরচই লাগবো না Big smile

~

২৭

জেবীন's picture


ফেরিওলা কি মেলা ঘুরান্তি দিছেন? মিয়া, সব্বার সাথে দেখা সাক্ষাৎ কইরেন, চিল্লাপাল্লা দিলেও আমরা মানুষ ভালা, আর "আমাদের ভোলা এত্তো সহজ না!" এখন এইটা আমাদের আপায়্যনে কিবা মুরগা বানানে হয় সেইটা ভিন্ন কথা! Tongue

পোষ্ট দারুন লাইক করছি! Laughing out loud

২৮

শওকত মাসুম's picture


আপনে কবে আসবেন মেলায়?

২৯

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হে হে ... যেই দিন আপনে মুর্গা হইবেন সেই দিনই আমি মেলায় আইসা হাজির হমু Wink

~

৩০

জ্যোতি's picture


স্বপ্নের ফেরীওয়ালা যে মুরগা হবে সে বিষয়ে কুনু সন্দ নাই। বইমেলায় পাইলেই মেজবাহ ভাই জবাই দেবে Big smile

৩১

রায়েহাত শুভ's picture


পরপর দুই দিন মুর্গা মিস Sad

৩২

আরাফাত শান্ত's picture


এম এ জলিল অনন্ত জানলে সে বাংলাদেশের সব মুরগাই কিনে ফেলতো এর ছবি বানাতো "মিশন মুরগা ফিনিশ"!

৩৩

আহমাদ মোস্তফা কামাল's picture


হাহাহাহা মেসবাহ ভাই দেখি অলরেডি আমার নাম রেজিস্ট্রি কইরা ফালাইছেন আমারে না জানায়াই! অসুবিধা নাই, পয়সাটা আপ্নেই দিয়েন দাদাভাই। Big smile

মুরগা নামটা বেশ অপমানজনক। একটা কাব্যিক নাম দিলেই অকাতরে বুকিং আসপে বইলা মনে লয়! Wink

৩৪

তানবীরা's picture


রোববার থেকে বৃহস্প্রতিবার পর্যন্ত যারা আমার সাথে আড্ডাবে দুপুর বারোটা থেকে বিকাল চারটা তাদের জন্য খাওয়া দাওয়া সব ফ্রী, যে যা খাইতে চাই। Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.