হরতাল মুবারক
অনেক দিন পর বেশ হরতাল ম্যুডে আছি। কাজ কম। কি করা? গেজাই...
১। প্রেসিডেন্ট ওবামা পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন। এবার তার স্লোগান কি হওয়া উচিৎ হবে? নিন্দুক মতে উপযুক্ত স্লোগান হলঃ “পরিবর্তন, যাতে আপনি বিশ্বাস করতে পারেন। এইবার আমি প্রতিজ্ঞা করছি, সত্যিই!”
২। আরেকবার, অর্থায়ন-শুন্য সরকারের নানা বড় বড় পরিকল্পনাকে অটোমোবাইল ব্যবসার সাথে তুলনা করে বলা হয়, “আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, বর্তমান সরকার অটোমোবাইল ব্যবসায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে – যা আশ্বাস দিচ্ছে আশা, পরিবর্তন, এবং 0% অর্থায়নের!”
৩। একজন মানুষকে হোয়াইট হাউসের দেয়াল ডিঙ্গাতে দেখা গেছে। পরে তৎপর সিক্রেট সার্ভিস ওবামার সাথে কথা বলে অন্ততঃ মেয়াদ পূর্তি পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকতে তাকে সম্মত করায়!!
৪। প্রেসিডেন্ট ওবামা অর্থনীতি সম্পর্কে বলেছেন, “আকাশ ভেঙ্গে পড়ছে না”। সরকারের জনপ্রিয়তা ভেঙ্গে পড়ছে, ওয়াল স্ট্রিট ভেঙ্গে পড়ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমর্থন ভেঙ্গে পড়ছে। কিন্তু আকাশ অক্ষত আছে!!
৫। ওয়াল স্ট্রিট অধিকারে রাখার আন্দোলন বন্ধ হচ্ছে না। তারা গতকাল একটি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে, যাতে লোকজন কাজে না গিয়ে বাসায় থাকে, যে কোন খরচ কে বয়কট করে – কিন্তু এগুলি তো আমরা এমনিতেই করতে বাধ্য হচ্ছি!!
৬। সুঃসংবাদ হচ্ছে, প্রেসিডেন্ট বুশের অর্থনৈতিক পরিকল্পনা ২.৫ মিলিয়ন নতুন চাকুরী সৃষ্টি করবে। দুঃসংবাদ হচ্ছে, এর সবই ইরাকী সৈন্যদের জন্য!!
৭। একটি নতুন গবেষণা মতে, মন্দা অর্থনৈতিক পরিস্থিতি আসলে আপনার জন্য ভাল। কারণ, মন্দার সময় মানুষ অধিক কায়িক পরিশ্রম করে ও পরিমিত খায়! সুতরাং, এখন মন্দা অর্থনৈতিক পরিস্থিতি চলছে না, এটাই বুশের নতুন “স্বাস্থ্য-নীতি”!!
৮। অর্থনীতির জন্য একটি ভালো খবর! প্রেসিডেন্ট বুশ একমাসের গ্রীষ্মকালীন অবকাশে গেছেন!!
৯। বুশের মত সারাহ পলিন কেও এক জোড়া জুতো ছুড়ে মারা হলে তিনি খুব দুঃখ করে বলেন, আপনারা তো এক জোড়া কালো জুতো আমাকে দিতে পারতেন!!
১০। সারাহ পলিনের জন্য সুঃসংবাদ, তিনি ট্রুপারগেট স্ক্যান্ডাল থেকে মুক্তি পেয়েছেন! আপনারা কি জানেন কে তাকে এই স্ক্যান্ডাল থেকে মুক্তি দিয়েছে? তিনি নিজেই!!
১১। বুদ্ধিমান বিনিয়োগ বলতে কি বুঝায়? যদি আপনি আগে নরটেলের শেয়ারে ১০০০ ডলার বিনিয়োগ করে থাকেন তাহলে এখন তার বাজার মূল্য ৪৯ ডলার ; এনরনে করে থাকলে এখন বাজার মূল্য ১৬ ডলার; ওয়ার্ল্ডকমে করে থাকলে ৫ ডলার! কিন্তু যদি আপনি ১০০০ ডলার দিয়ে বিয়ারের ক্যান কিনতেন, তাহলে বিয়ার খেয়েদেয়ে এখন শুধু খালি ক্যান গুলি ফেরত দিয়ে ২১৪ ডলার পেতেন!!
চিত্তানন্দে থাকুন...
~
শেষটা তো দারুণ
চিত্তানন্দে থাকতে পারবো না। আর কিছু করতে বলেন। তয় মুড়ি-টুড়ি খাইতে কইলেও হইবো না কইলাম।
কবি বলেছেন: আমি জাহান্নামের ওভেনে বসিয়া হাসি পুষ্পের হাসি...
হাসতে হাসতে মুড়ি খান...
~
তাও মুড়িই খাইতে কৈলেন। হবে না, খেলবো না। খালেদা জিয়ারে বলেন হরতাল উঠায় নিতে।
হর্তালে এবিতেও হর্তাল লাইগা গেসেগা।
তাইলে আপনি এবিতে হর্তাল-বিরোধী আন্দোলনে নেমে পড়েন..
~
পোস্ট টা দারুণ লাগলো।
মজারু। ভালো লাগল।
ভাল লাগলে আমার ও ভাল লাগলো
~
আপনারে তো দেখি হরতাল ভালো ভাবেই পেয়েছে!
ভালো গেজাইছেন......মানে পোস্ট ভালো লেগেছে!
)
শেষটায় বিনিয়োগ করতে রাজী
মানে কি দাঁড়ালো? আপনি বিয়ারের খালি ক্যানে বিনিয়োগ করতে চান?
~
বাংলাদেশের হরতালে এমেরিকার রাজনীতি নিয়ে গবেষনা অত্যন্ত সুস্বাদু হয়েছে
শুরুটা বেশি ভাল্লাগছিল। পড়ে এতটা টানে নাই।
বাংলাদেশের পটভূমিতে এমন কিছু লিখলে সুপার হইত।
বাংলাদেশের পটভূমিতে লিখতে ভয়...
~
মন্তব্য করুন