দ্যা বয় ইন দ্যা স্ট্রাইপড পাজামাস (২০০৮)
আট বছর বয়সী ব্রুনো, আর সমবয়সী শ্যম্যূলের মধ্যে বন্ধুত্ব নিয়ে ছবি। কিন্তু সময় কাল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রুনোর বাবা উচ্চপদের নাৎসি সেনানায়ক রালফ, আর তার অধীনে থাকা কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী শ্যম্যূল ও তার পরিবার। তারপরেও ব্রুনো আর শ্যম্যূলের মধ্যে বন্ধুত্ব?নিষ্পাপ বয়স নিষেধ মানে না। ওদিকে, যেকোনো যুদ্ধে প্রথম মারা যায় মানবিকতা আর যুক্তিবাদিতা। যুদ্ধের দুটি মাত্র পক্ষ – শত্রু আর মিত্র। কে কোন পক্ষ, কার বাবার পরিচয় কি, তিনি কোন পক্ষের – এসবই যুদ্ধকালীন সম্পর্কের নির্ধারক। তাই, পিতৃ-পরিচয়ে ছোট্ট শ্যম্যূলের ঠাঁই কনসেন্ট্রেশন ক্যাম্পে যেখানে কিছুদিন পর পর চিমনী দিয়ে মানুষ পোড়ার ধোঁয়া বের হয়। অন্যদিকে, রালফের (ব্রুনোর বাবা) অধীনে চাকরী করা নাৎসি লেঃ কটলারের দায়িত্ব কেড়ে নেয়া হয় তার বাবা নাৎসি-মনষ্কতা নিয়ে সন্দেহ থাকায়।ওদিকে ব্রুনোর দাদী বোমা হামলায় মারা গেলে তাকে নাৎসি-বীর হিসেবে কবর দেয়া হয়, যদিও বেঁচে থাকতে তিনি নাৎসি মতবাদের বিরোধী ছিলেন।
যুদ্ধের কঠোর বাস্তবতার মাঝেও নিষ্পাপ ব্রুনো-শ্যম্যূলের বন্ধুত্ব অটুক থাকে, আমৃত্যু...
মুভিটা নামিয়েছিলাম কিছুদিন আগে, আজকে দেখলাম। ইতিপূর্বে না দেখে থাকলে দেখার আমন্ত্রণ রইলো...
~
এই লেখাটা এমন সময়ে লগ ইন করতে বাধ্য করল।
বুকের ভেতর তোলপাড় তুলে
'বয়েজ ডোন্ট ক্রাই' এর দোহাই দিয়েও
শেষরক্ষা না করতে পারা
শোয়া থেকে বসিয়ে
মেরুদন্ড সোজা করে
শক্ত চোখমুখ ভেদ করে
আসে হঠাত্ বৃষ্টি।
দুমড়ে মুচড়ে দেওয়ার মত একটা মুভি।
এন ইনস্ট্যান্ট ক্লাসিক!
আসলেই শেষের দিকে একদম দুমড়ে মুচড়ে দেয় মুভিটা ...
~
সব বুঝি আর এ জীবনে দেখা হবে না
( 
মুভি আর বই - দুইক্ষেত্রেই কথাটা খাটে
~
কিছু কিছু সিনেমা মনে হয় আমার এই জন্মে দেখা হবে না।তার মধ্যে এইটা একটা। কতবার যে দেখতে বসেছি কিন্তু কোন না কোন কাজের জন্য উঠতে হয়েছে। এই উইকেন্ডে দেখে ফেলবো।
দেখে ফেলেন আর তারপর আপনার প্রতিক্রিয়া জানান...
~
দ্যাশে না বৈদেশে?
বাংলা দ্যাশে
~
দারুণ একটা মুভি। এটা নিয়ে সামুতে একটা পোস্ট দিছিলাম
আহা আপনার লিঙ্ক টা দ্যান তাইলে..
~
হু... চমৎকার সিনেমা এইটা ।
এই ছবিটা দেখলে আমার লাইফ ইজ বিউটিফুল ছবিটার কথা মনে পড়ে। দুটো ছবিতেই একই রকম বেদনা!
আমিও এই কথাটা বলতে গেছিলাম, পরে লেখার সময় ভুলে গেছি।
মাসুম ভাইয়ের সামুতে পোস্ট দেখে মুভিটা দেখেছিলাম। পরে ২/৩বার দেখা শুরু করেছি ভয়ে শেষ করতে পারিনি।
মন্তব্য করুন