অনেকদিন পরে এপ্লিকেশন লিখলাম...
হরতালে বাসায়। সকাল থেকে প্রত্যেক ঘণ্টায় একবার করে বিদ্যুৎ গেছে পরের ঘণ্টায় এসেছে। এভাবে জেনারেটরের সঞ্চিত তেল শেষ। ওদিকে পেট্রল পাম্প বন্ধ, স্থানীয় থানার নির্দেশ হরতালে তাদের অনুমতি ছাড়া তেল বিক্রয় করা যাবে না। এদিকে বিদ্যুতাভাবে জীবন অতিষ্ঠ। অবশেষে, থানায় এপ্লিকেশন লিখলাম ...আবাসিক কমপ্লেক্সের জেনারেটরের জন্য সংশ্লিষ্ট পেট্রোল পাম্পকে ডিজেল বিক্রয়ের নির্দেশ প্রদানের জন্য বিনীত আবেদন। মেজাজ খারাপ ছিল তাই, এপ্লিকেশন টা ইংরেজিতেই লিখেছি। আমার এপ্লিকেশন নিয়ে কেয়ারটেকার গেছে থানায়। পরবর্তী ফলাফল জানি না। আবার বিদ্যুৎ-শালা ফুড়ুত, ল্যাপ টপের ব্যাটারীও ক্লান্ত, তাড়াতাড়ি শেষ করি...
যাহোক, ভবিষ্যতে এই ধরণের আবেদন পত্র মাধ্যমিকের বাংলা/ইংরেজি বইয়ে অন্তর্ভুক্ত করার প্রয়োজন মনে করছি...
~
এপ্লিকেশনের নমুনা দেখবার চাই!
ধুরু...ফটোক তুলে রাখা দরকার ছিল..
~
কয় লিটার কিনবার অনুমতি পাইলেন, জানায়েন...
৩০ লিটার..
~
আবেদনপত্রটা তুইলা দেন... বাংলাবাজারে পাঠাইয়া দেই... পাঠ্যবইয়ে অন্তর্ভূক্ত করতে হবে না?
...ফটোক তুলে রাখি নাই...
আচ্ছা নেক্সট টাইম দিবোনে
~
সমরথন জানালাম
গ্রামের মানুষ সূর্য আর ছায়া দেখে দিনের সময়টা অনুমাণ করতে পারতো, আমি সূর্য ছায়া কোনো কিছু না দেখেই সময় অনুমাণ করার বিদ্যায় পারদর্শী হয়ে গেছি, লোড শেডিং মানে ঘড়িতে বেজোড় সময়। ছেলে জোড়-বিজোড় সংখ্যাটা পারে নাইলে এই সুযোগে ওকে অন্তত এই বিষয়টা শিখাতে পারতাম।
সম্ভবত কিছুদিন পর ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জন্যও অ্যাপ্লিকেশন লিখতে হবে।
এই এপ্লিকেশন বাংলার ঘরে ঘরে বিনামূলে বিতরণ করা হউক
আবেদনপত্রটা তুইলা দেন। একটু দেখি।
মন্তব্য করুন