ইউজার লগইন

Spring, Summer, Fall, Winter... and Spring কিংবা শাশ্বত জীবন-চক্র

spring summer fall winter and spring 2003.jpg

জীবন-চক্র শাশ্বত, অহেতুক ব্যস্ত মানুষ হিসেবে আমরা অধিকাংশ সময় সেটা খেয়াল করতে ভুলে যাই। আধুনিক জীবনের সুবিধা, কাজের তাড়াহুড়া এবং ছুটাছুটি সর্বদা চলমান পৃথিবী থেকে আমাদের দৃষ্টি এড়িয়ে রাখে। ভাগ্যিস Spring, Summer, Fall, Winter … and Spring এর মত কিছু ছবি আছে যা আমাদের আবার শিকড়ে তাকাতে বাধ্য করে।

কোরিয়ান কিম কি-দুক এর এই ছবিতে চরিত্র হাতে গোনা, পুরো ছবির সংলাপ হয়তো সাকুল্যে এক পাতা হবে, ছবির লোকেশন বলতে গেলে এক জায়গাতেই! তারপরও ছবিটা দেখার পরে স্তব্ধ হয়ে হয়ে বসেছিলাম। এটা এতই গভীর মর্মস্পর্শী যে ভাষায় প্রকাশ করা কঠিন।

ছবির শুরুতে কোরিয়ার এক নির্জন বনে অপরূপ লেকের মধ্যে ভাসমান বৌদ্ধ মঠে এক বৃদ্ধ ভিক্ষুর সাথে শিক্ষানবিশ এক শিশু ভিক্ষুর দেখা পাই। ছবিটি পাঁচটা অংশ বা ঋতুতে ভাগ করা, প্রত্যেক অংশে শিক্ষানবিশ ভিক্ষুর জীবনের বিভিন্ন পর্যায় ফুটে উঠে। একদম শিশুকাল থেকে শিক্ষানবিশ ভিক্ষুটি বৃদ্ধ ভিক্ষুর তত্বাবধানে বেড়ে ওঠে। ঋতু-পরিক্রমায় ক্রমান্বয়ে শিশুটি যুবক হয় - তার সাথে পরিচয় হয় প্রেম, কাম, ঈর্ষা, ঘৃণা এবং রাগ এর। জীবনের যে পথ সে বেছে নেয় সেটা তার জীবনে অশান্তি ও মর্মপীড়া বয়ে আনলেও সে বার বার তার ভাসমান ঘরে ফেরার পথ খুঁজে পায়। তার সর্বশেষ ঘরে ফেরার মধ্যে দিয়ে সে শাশ্বত জীবন-চক্র অনুধাবন করতে পারে।

ছবিটা চোখ আর মন দুটোকেই কেড়ে নেয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর ঋতু বৈচিত্র্য দেখার জন্যও ছবিটা দেখা যায়। প্রায় ডায়ালগ-বিহীন ছবি, কিন্তু বক্তব্য অনেক গভীর। একদিকে জীবন আর প্রকৃতির অব্যাহত চক্র সমান্তরালে চিত্রিত হয়েছে, আর অন্যদিকে আমাদের নিজেকে অবিরাম খোঁজার সংগ্রাম।

সময়, সুযোগ হলে দেখে ফেলেন Spring, Summer, Fall, Winter … and Spring, কোথাও নাড়া দিবে নিশ্চয়ই... Smile

~

পুনশ্চঃ ছবির শেষ দৃশ্যে পরিচালক কিম কি-দুক নিজে অভিনয় করেছেন বৌদ্ধ ভিক্ষুর চরিত্রে।

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

শর্মি's picture


প্রিয় ছবি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ধইন্যা পাতা

মীর's picture


ছবিটা নিয়ে বিস্তর আলাপ শুনেছি। কিন্তু দেখা হয় নাই। আপনার ছোট্ট রাইট-আপটা বেশ ভালো হইসে।

স্বপ্নের ফেরীওয়ালা's picture


দেখে ফেলেন আর তারপর আপনার প্রতিক্রিয়া দ্যান Smile

~

মীর's picture


আচ্ছা। যদিও মনে হয় আপনার মতো সুন্দর করে লিখতে পারবো না।

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হরতালের দিন মশকরা করতেই পারেন Wink

~

মীর's picture


আরে আমি কই মশকরা করলাম। মশকরা তো শুরু করসে দুই খালা আর তার চেলা-পিলেরা। পর্দার আড়ালে চলতেসে সমঝোতার চেষ্টা Big smile

টুটুল's picture


মাসুম ভাই হয়তো বিস্তারিত মন্তব্য করতে পারবে...

ছবি এবং লেখা সুন্দর

স্বপ্নের ফেরীওয়ালা's picture


মাসুম ভাইরে কৃতজ্ঞতা আর আপ্নারে ধইন্যা Smile

~

১০

লীনা দিলরুবা's picture


অসাধারণ একটা মুভি। এটি নিয়ে এবং কিম কি দুকের মুভি নিয়ে মাসুম ভাইর পোস্ট আছে। সেটাও দারুণ লেগেছে, আপনারটাও।

http://www.amrabondhu.com/masum/4624

১১

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হো হো.. মাসুম ভাইয়ের পোস্ট দেখেই ছবিটা ডাউনলোডে দিয়েছিলাম, এতদিনে দেখা হল। এরমধ্যে মাসুম ভাইয়ের পোস্টের কথাই ভুলে গিয়েছিলাম। মনে করানোর জন্য ধইন্যা..

~

১২

জ্যোতি's picture


অসাধারণ এক্টা মুভি নিয়া পোস্ট দিলেন। থ্যাংকু। কিম কি-দুক -এর যে কয়টা মুভি দেখলাম সবই মুগ্ধতা নিয়ে দেখেছি। তার জন্য মাসুম ভাই কে এক বস্তা ধইন্যা দেওয়া উচিত ছিলো। প্রতিটা মুভি দেখে শেষ করে ভাবছি এটা নিয়ে লিখি কিন্তু পারি না ছাতামাথা। আরো লিখেন।

১৩

স্বপ্নের ফেরীওয়ালা's picture


মাসুম ভাই কে এক বস্তা ধইন্যা।

লিখে ফেলেন...

~

১৪

জেবীন's picture


সিনেমাটা দেখি নাই। আপনার লেখাটা কিন্তু বেশ ভালো হইছে!
মাসুম্ভাইয়ের পোষ্ট দেখে অই পরিচালকের ২টা মুভি দেখছি, দারুন লাগছে!

ফেরীওলার লেখা দিন কে দিন ভালো হচ্ছে কিন্তু! গুড গুড। Smile

১৫

স্বপ্নের ফেরীওয়ালা's picture


থ্যাঙ্কু ..থ্যাঙ্কু

~

১৬

নীড় সন্ধানী's picture


এই মুভিটা দেখার ব্যাপারে একটা উপদেশ। যে যখনই ছবিটা দেখতে শুরু করেন, শেষটা যেন হয় মধ্যরাতে। তাইলে ধরতে পারবেন ছবিটার কুদরতী ভূমিকা। Smile

১৭

স্বপ্নের ফেরীওয়ালা's picture


তাইলে তো ঘুম হারাম..

~

১৮

বিষাক্ত মানুষ's picture


অসাধারন একটা সিনেমা।

কিন্তু কাঠের মেঝেতে বিড়ালের লেজ দিয়ে আঁকা কথাগুলোর মানে বুঝতে পারি নাই... এইটা একটা অসম্পুর্নতা

১৯

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ছবিটাতে বুদ্ধিজম ও কনফুসিয়ান বেশ কিছু ভাবনা আছে আর বিড়ালের লেজ দিয়ে আঁকা কথাগুলো আত্মা-শুদ্ধিকরণ প্রক্রিয়ার অংশ হবে..

~

২০

রায়েহাত শুভ's picture


সিনেমাটা ভাল্লাগছে, কিন্তু আমার কাছে কেন জানি একটু বেশি মাত্রায় ইন্টেনশনাল/আরোপিত লাগছে Smile

২১

স্বপ্নের ফেরীওয়ালা's picture


একটু ইন্টেনশনাল/আরোপিত অবশ্য কিম কি-দুক এর অন্য ছবিগুলিতেও মনে হয়.. Smile

~

২২

শওকত মাসুম's picture


যখনই সেরা ছবির তালিকা করবো, এটা থাকবেই Smile

২৩

তানবীরা's picture


সময় পেলে দেখবো Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.