জড়ভরত কড়চা
বড় বিপদের কথা...মরে যাওয়া মানে পৃথিবী থেকে পুরাই বিচ্যুতি। এমনকি মরে যাওয়া মানে নিজের দেহের উপরও অধিকার হারানো। কয়দিন আগে হুমায়ূন আহমেদ কোথায় দাফিত হতে চেয়েছিলেন সেটা নিয়ে তুলকালাম। এবার সুনীল গঙ্গোপাধ্যায়ের দেহ দান করার অন্তিম ইচ্ছেটাকেই দাহ করলেন তার পরিবার। ভবিষ্যতে পছন্দের কবরস্থানে গিয়ে নিজেই জিন্দা কবর কিংবা হাসপাতালে গিয়ে জিন্দা দেহ সমর্পণ ছাড়া উপায় নাই
নাই তারেক মাসুদ, নাই হুমায়ূন আহমেদ, নাই সুনীল গঙ্গোপাধ্যায়। তারেক মাসুদের সাতচল্লিশের দেশভাগের উপর ‘কাগজের ফুল’ আর বঙ্গভঙ্গ নিয়ে ছবি দুটি হওয়া দরকার ছিল; হুমায়ূন আহমেদের হাত দিয়ে ‘দেয়াল’ কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের রামায়ণ নিয়ে উপন্যাসও পুরো শেষ হওয়া দরকার ছিল। শুধু এই কয়েকটা কাজ শেষ হলে আমাদের আত্ম-উউপলব্ধি অনেকটুকু সমৃদ্ধ হতে পারতো, যারা করতে পারতেন তারা চলে গেলেন, আমার মত ২৫ কোটি বাঙ্গালী দিব্যি বেঁচে রইলো শুধু সংখ্যা হিসেবে
হিসেবে দেখলাম সুনীলের কাছে ঋণ অনেক। আর যদি সব বাদ ও দেই, তাঁর 'প্রথম আলো', 'সেই সময়', 'পূর্ব পশ্চিম' না পড়লে জানার অপূর্ণতা মাত্রা ছাড়াতো। বোধকরি, দুই বাংলার মধ্যে শেষ বহমান ধ্মণীগুলির একটা ছিলেন সুনীল, সেটাও কাটা পড়লো। একশো বছর আগে বাবুদের নিজস্বতা বিসর্জন দিয়ে ভারতীয় হওয়ার যে চেষ্টা শুরু হয়েছিলো, তার শেষ পর্যায়ে এসে তাদের বাঙ্গালীত্ব ঘুচে যাবে, তাদের জীবন থেকে হারিয়ে যাবে বাংলা ভাষা-সংস্কৃতি, বাংলা বেঁচে থাকবে শুধু বাংলাদেশে, যেমনটি সুনীল বলে গেছেন অনেক আগেই
আগেই গেছেন অনেক কোচ, এবার গেলেন পাইবাস। গর্ডন গ্রীনিজ, এডি বার্লো, মহিন্দার অমরনাথ, ট্রেভর চ্যাপেল, মহসিন কামাল, ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স, স্টুয়ার্ট ল এর পরে এবার রিচার্ড পাইবাস। ঘটনা বুঝি না। লীগের কাউকে কেন যে কোচ বানায় না, ঠিক জমে থাকবে, মাইনে ভাল, বেশ বিদেশ-টিদেশ ঘুরান্তিস আছে
আছে বাজার ভর্তি গরু-ছাগল। গরুর দাম বেশ সস্তা মনে হলো। কারণ কি? দেশটা গরুতে ভরে গেছে বলে? গরুর সংখ্যাধিক্যে কিছু গরু আবার নিশিঝালশো করে। কিন্তু ছাগুর দাম এত বেশী কেন বুঝি না। এত দামে ছাগল কিনে পাগল
পাগল আখ্যা দিলো বউ আমাকে (সাথে আরেফিন রুমীর পুরো পরিবার কে), আরও বিয়ে করতে মঞ্চায় বলায়। বাংলাদেশের সব বউরা কেন যে আরেফিন রুমীর বউদের মতো হয় না? জাতির সকল বউ / সম্ভাব্য বউ দের কাছে প্রশ্ন...
~
সবাই খালি চলে যায় ভালো লাগে না আর! পাইবাস নিয়ে টিভিতে একটা দারুন মন্তব্য শুনছিলাম বিসিবি প্রেসিডেন্ট বলতেছেন তিনি(পাইবাস) অস্ট্রেলিয়া থেকে আনা অমুক গরুর মাংস ছাড়া খাবেন এরকম বিধি বিধান আমাদের পালন করতে একটু সময় লেগেছ!
যাওয়া আসার নামই জীবন। পাইবাস যাবেন মহাবাশ আসবেন
সংক্ষিপ্ত মাগার ভালো লাগছে।

অনেক কিছু নিয়ে একসাথে লেখা ভাল্লাগছে।
মন্তব্য করুন