ইওরোপের কোন এক খানে... (২)
ফ্রান্স নিয়া কিছু প্যাঁচাল পারি। ব্রিটেনের পরে দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল ফ্রান্সের, ১৯৬০ পর্যন্ত প্রায় পৃথিবীর ৮% এর বেশী ভূমি তাগো নিয়ন্ত্রণে ছিল। এখনো ফ্রান্স এর মোট এলাকার প্রায় ২০% ইউরোপের বাইরে অবস্থিত - নানা অঞ্চলে সেগুলি ছড়াইয়া আছে।
ফরাসিরা পরিবার ও বন্ধুদের গালে চুমু দিয়া অভিবাদন জানায়, এমনকি পুরুষদের মধ্যেও, তয় এলাকা ভেদে চুমুর সংখ্যা বাড়ে-কমে। ডুরেক্সের সার্ভেতে বছর গড়ে ফরাসিরা সব চেয়ে বেশি মিলিত হয়। আবার ফরাসিরাই দুনিয়াতে মানসিক রোগের ঔষধের বৃহত্তম ভোক্তা, সেইটা তাগো মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। ফ্রান্সে রাষ্ট্রপতি অনুমতি দিলে মরা মানুষের সাথে বিবাহ করাও সম্ভব!
ইংরেজির আগে ফরাসি ভাষাই বিশ্বের প্রথম সত্যিকার আন্তর্জাতিক ভাষা হিসাবে চলতো। বিশ্বের প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন প্যারিসে সেই ১৭৯৯ সালে হইছিল। ফরাসিরা দুনিয়ার প্রথম মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র প্রকাশ করছিলো ১৭৮৯ সালে।
যারা ধোঁয়া ছাড়েন তাগো জন্য, ‘নিকোটিন’ এর নাম রাখা হইছে জাঁ নিকোট নামে এক ফরাসি কূটনীতিক আর পণ্ডিতের নামে যে সাড়ে চারশো বছর আগে পর্তুগাল থেইক্কা ফ্রান্সে তামাক গাছ প্রথম আনছিল। দুনিয়ার প্রথম সত্যিকারের ডিপার্টমেন্ট স্টোর হইছিল প্যারিসে ১৮৩৮ সালে। বাণিজ্যিক ভিত্তিতে দুনিয়ায় বল-পয়েন্ট কলম প্রথম বানাইছিলো ‘বিক’। লেভি স্ট্রস সাহেব ক্যালিফোর্নিয়ার স্বর্ণের খনি শ্রমিক গো লাইগা মজবুত কাপড় বানাইতে গিয়ে যেই জিনস এর জন্ম হইছিল, সেই কাপড় সে আমদানী করছিলো ফ্রান্সের ‘নিমে’ থেইক্কা।
ফ্রান্সে পনির তৈরি হয় কম কইরা হইলেও ৩০০ ধরণের। এগো মতে, রান্না যত যত্ন আর সময় নিয়া করা হইবো, খাইতেও হইবো সেই রকম সময় নিয়া, আস্তে ধীরে। এই জন্য, এগো বেশির ভাগ অফিসে লাঞ্চ ব্রেক অন্ততঃ দুই ঘণ্টা। আর ফ্রান্সে প্রতিদিন অন্ততঃ দুইটা নতুন রান্নার বই বাইর হয়।
ফ্রান্সে কম-বেশি ৪০,০০০ প্রাসাদ আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার গোটা তিরিশেক ফ্রান্সে। এইসব মিলাইয়া ফ্রান্স হইলো দুনিয়ার জনপ্রিয়তম পর্যটন-গন্তব্য, বছরে ৮ কোটির মত লোক ফ্রান্সে ঘুরতে আসে।
~
ফ্রান্সের যাওয়ার লোভ দেখাচ্ছেন
হু..সব লোভ খার্প না
ছবি এতো কম দিলেন কেনো?
ভ্রমণ ব্লগের সাথে এই যে সেই জায়গা নিয়ে গল্প করলেন, এমনটাই চাই। রথ দেখা কলা বেচা দুইই হয়ে যায়
ফ্রান্সের আরো গল্প শুনতে চাই, সঙ্গে অনেক অনেক ছবি।
আবহাওয়া আর পারিপার্শিক পরিবেশ ছবি তোল্রার অনুকূল ছিল না...সামনে ছবি আসবে
চলতে থাকুক।
ফ্রান্সে যাইতে পারুম না জীবনে আপনার পোষ্ট পইড়াই ঘুরা হয়ে যাক ।
হবে হবে..
ফ্রান্সে যাইতে পারুম না জীবনে আপনার পোষ্ট পইড়াই ঘুরা হয়ে যাক ।
হয়ে যাবে..
ফ্রান্সে যাইতে পারুম না জীবনে আপনার পোষ্ট পইড়াই ঘুরা হয়ে যাক ।
আশায় থাইকা আশা ছাড়া ঠিক না বস
খুব পছন্দ হল|
দারুন, দারুন!
ঃ)
ইউরোপ যাইতে মঞ্চায়।
চলে যাবেন একদিন
আমার সৌভাগ্য হইছিলো এই দেশে দুইবার যাওয়ার
সেই সময় আমার দুই হাত লম্বা চুল ছিলো প্যারীসে এক সাদা চুলের ফরাসী পৌঢ় আমাকে শিল্পী মনে করে রাস্তায় থামিয়ে আলাপ করেছিলো এবং আমি শিল্পী না জেনেও সে কফি অফার করছিলো।
ভাল অভিজ্ঞতা...এরা শিল্প আর শিল্পী দুইটারই কদর দিতে জানে
হু, কিন্তু আপনে এই কয়টা ফটো দিলেন ক্যান! আরো কয়েকটা দিতেন!
বিমা। এই বিষয়ে আপ্নের অভিজ্ঞতা অকপটে বলেন!
এই চুমু সেই অর্থে চুমু না, এরা তো শুধু ঠোঁট ছোয়ায়, সেইটারে চুমু বলা যায়না।
তবে, ঐ যে বললাম ,আমার তখন শৈল্পীক চুল আছিলো, ফরাসী ললনারা সেইটা দেইখাই ফিদা হইয়া যাইতো এরমধ্যে দুই একজন শুধু ঠোঁটই লাগায় নাই .....
ওহ! হুদাই তাইলে "ফ্রেঞ্চ কিস" নিয়া হাউকাউ!
বাইদাওয়ে, আরবীরাও তো এই টাইপের অভিবাদন জানায়, তাহলে ফ্রেঞ্চদেরটা আলাদা কি হলো?
এইটা তুমি কি বল্লা!!!!!!!!!!!!
আস্তাগফিরুল্লা!!!!!!!!!!!
আরবে মোটকা মোটকা দাড়িওয়ালা জোব্বা পড়া ব্যাটা ছাড়া কোনদিন কোন লায়লারে চুমা দিতে দেখছো!!
আরবে শুধু ব্যাটারা ব্যাটাদের গালে চুমা দেয়
আর ফ্রান্সে মেয়েরাও দেয়, এমনকি প্রথম পরিচয়েও দেয়
চুমুর মার্কেট তো ভালাই
~
ফরাসি ললনার কথায় মনে পড়লো, আমাদের এক ফ্রেন্ড খালি বলতো যে ফ্রান্সে যাবে, বাংলাদেশের কোন মেয়ে পছন্দ না তার!! আহা সেইখানের মেয়েদের ভাবই আলাদা, একেকজন কি মোহনীয়, কি হাইট তাদের ..... আরো নানান হ্যানত্যান! তো ওরে একদিন বললাম, - ওই তুই ওদের নাগাল ক্যাম্নে পাবি, গাড়ি চালানোর সময় স্টিয়ারিং এর তলে পড়ে থাকিস, আমরাই তোর পাশে বসি না, কখন আবার পাবলিক না ভেবে বসে, "আরে, গাড়িটা আপনাআপনি কেমেন চলছে!! ড্রাইভার কই!!"
খেইপ্পা মাইর দিতে আসছিলো!!
হ্যাঁ, ঝুটিওলা বিমা'র ভাবই কিন্তু আলাদা ছিলো!
খালি ছবির সাথে জায়গাটা নিয়ে কিছু জানালে সে ছোট্টখাট মজার কিছু হলেও ব্লগটা দারুন হয়ে উঠে! আর আপ্নেতো পুরো ফ্রান্সের কান্ডকারখানা তুলে দিয়েছেন!.। ভালো লাগলো।
সুন্দর
পোস্ট পড়লাম। যাওয়ারও আশা রাখি।
ফ্রান্সের মেয়েরা দেখতে ভাল না
এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা নিয়ে আলাদা পোস্ট দ্যান
~
প্যারিসে সস্তায় থাকা যায় কোথায়? কেমন খরচ?
মন্তব্য করুন