‘৪৭ থেকে ‘৭১
১৯৪৭ এর ১৫ই আগস্ট থেকে ১৯৭১ এর ২৬শে মার্চ পর্যন্ত আমাদের যে বিশেষ বিশেষ জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলি আছে সেই দিন গুলিতে কোন দিন কি হয়েছিল, কোথায় হয়েছিল, সেই দিনগুলি কেন আমাদের জন্য গুরুত্ব বহন করে সেই সব এক জায়গায় লিপিবদ্ধ থাকা দরকার। এই বিষয় নিয়ে আমরা বন্ধু কি একটা eপুস্তক প্রকাশের উদ্যোগ নিতে পারে?
আমাদের যে ইতিহাস জ্ঞান দেখা যাচ্ছে, আমার মনে হয় এইরকম একটা eপুস্তক প্রকাশ করে সব দিকে ছড়িয়ে দেয়া অতি জরুরী হয়ে পড়েছে।
সবার মতামত আশা করছি।
~
হ আপনার প্রস্তাবনার সঙ্গে একমত। তবে ই-পুস্তক তৈরি করে সবদিকে ছড়িয়ে দেয়ার মাধ্যমে কি আসলেই কোনো কাজ হবে কিনা বুঝতে পারছি না।
হয়তো কিছুই কাজ হবে না। হয়তো একটু একটু কাজ হবে। আমি দ্বিতীয়টাতে বিশ্বাস করতে চাই। নতুন প্রজন্মের কাছে নেট নাগালের মধ্যে, একটা eপুস্তকে সব দিন গুলির বিবরণ থাকলে সেটা সহজে ছড়াতে পারে, রেফারেন্স পেতেও সুবিধা।
~
লিখতে হবে তো আগে। সেইটা কিভাবে শুরু হবে?
প্রথমে কিছু বিশেষ দিন সিলেক্ট করে লেখা শুরু করা যেতে পারে। যেমনঃ শহীদ দিবস ও আন্তঃর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ আসাদ দিবস, ড. জোহা দিবস। সেগুলি নিয়ে লেখা ঠিক করতে করতে আরো নতুন দিন যোগ হবে, একটা সময় '৪৭-'৭১ এক জায়গায় করতে পারবো আমরা। প্রসঙ্গতঃ কয়দিন আগে ড. জোহা দিবসে একটা তথ্যবহু লেখা পেলাম আমরা।
~
হলে তো ভালো হয়। আমরা নিজেরাই কত কিছু জানিনা! জানতে আগ্রহী।
ই পুস্তক দিয়ে সাধারণ জনগোষ্ঠীর কাছে কতটা পৌছোনো যাবে বলে আপনার মনে হয়? আমরা যারা কিছুটা প্রিভিলেজড, তারাই কেবল ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। সেখানে ই পুস্তক প্রকাশ করলে মাস পিপল কিভাবে জানবে বক্তব্যটা?
ই-পুস্তক হলে সেটাতে তথ্যগুলি সংকলিত হয়ে যাবে আর এর গুনগত মান ঠিক থাকলে ও প্রচার ঠিক মত হলে নেটে সবার কাছে এটা পৌছে যাবে।
তারপর, বই আকারে বের করার উদ্যোগ নেয়া যেতে পারে মাস পিপলের জন্য, হয়তো আগামী বই মেলায়।
~
একমত। আপনার সাথে। শুরু করেন সাথে আছি।
হলে তো ভালো হয়। আমরা নিজেরাই কত কিছু জানিনা! জানতে আগ্রহী।
মন্তব্য করুন