নেশার মেলায়..
নিজের পকেটের পয়সা খরচ করে বই, সিনেমা, গান, কোমল সম্ভার কিনতে আজকাল কোন আগ্রহ পাই না। তাছাড়া, যা কিছু শক্ত, যা সংখ্যায় বেশী হলে সাথে রাখতে সমস্যা, তাতে উৎসাহ কম পাই। বই হলে পিডিএফ এ চাই; কখন কোথায় থাকি ঠিক নাই, তাই আজাইরা বুকশেলফ ভরার মানে নেই। সিনেমা আর গান হলে কোমল-অনুলিপি, আজাইরা সিডি-ডিভিডির স্তূপ করে লাভ নাই। বই, সিনেমা, গান, কোমল সম্ভার, যা কিছু ভাল, এসো আমার হার্ডডিস্কে এসো। কিন্তু বই মেলায় গেলে সব সংকল্প কোথায় যেন হারিয়ে যায়।
একটা সময় ছিল যখন একুশে বইমেলায় সারা মাস প্রতিদিন হাজির থাকতাম। পিছনে তাকালে সেটা এই জীবনে নাকি গত জন্মে, নিজেরই সন্দেহ হয়। বইমেলার ওই এলাকার বাতাসে মনে হয় নেশার কিছু ভাসে, যারা যায় তারা নেশাগ্রস্থ হয়ে বার বারই যেতে থাকে।
এবার মাত্র দুই দিন মেলায় গেছি, ম্যুরাল যেদিন বের হল, আর আজকে। মাঝখানের সময়টাতে বিকাল হলেই মনটা কেমন করে উঠতো। সম্ভব না জেনেও প্রতিদিনই নিজের সাথে সময়-কষাকষির চেষ্টা চলতো, আজকে কি ঘণ্টা চারেক সময় বের করা যায়?
~
একদম ঠিক । রোজ ভাবি আর যাব না কয়েকদিন। তারপর কিসের কি! আবার যাই পরদিন, হুদাই বসে থাকতেও ভালো লাগে।
কি কি বই কিনলেন, লিস্ট দেন জলদি।
এতগুলি প্রকাশনার প্যাকেট ক্যামনে জোগাড় করলেন, ভাই ?
ফটোশপের কারসাজি
~
অনেক বই কেনা হল, প্যাকেট দেখে অনুমান করছি। এর সঙ্গে শুদ্ধস্বরের লাল সাদা প্যাকেট যোগ হলে দেখতে আরো ভালো লাগত।
হো হো...আপনার চোখ দেখি প্যাকেটের ঠিকুজিতে
~
ছোটবেলায় ম্যাচ বা সিগারেটের প্যাকেট জোগাড় করতাম চাড়া কেলার জন্য।আপনার প্যাকেটগুলো দেখে সেই কথা মনে পড়লো।
কেলার= খেলার
আহা... আমিও জমাইছিলাম কিছুদিন
~
আমি নিশ্চিত আপনি ওই ছেলেটার বস্তার ভেতর যেই কভার গুলা ছিল তার ফটুক তুলছেন
বই পড়া শেষে আলোচনা দিয়েন... মন্দ ভাল সবি
হু...আপনে আগে আগে ওই ছেলেরে নিয়া চলে গেলেন...আমি চামে তার বস্তা সাফা করছি
~
নিশা লাগিলো রে
হু.. সব নিশা খ্রাপ না
~
এইবার পকেটের কারনে মন ভরে বই কিনেত পারলাম না , আফসুস
গতবার দুই একজন বই গিফটও করছিলো এইবার একজনও করলো না , ডাবল আফসুস
গতবার কি অবিবাহিত ছিলেন?
গতবার কেন বই গিফট দিছে, এইবার কেন দিল না, এই ব্যাপারে গবেষণাপুর্বক লেখা দেন। এইটার সাথে অর্থনৈতিক পরিস্থিতির কোন সম্পর্ক আছে কিনা, নাকি মানুষের বই গিফট দেয়ার অভ্যাস হ্রাস পাচ্ছে, জানা দরকার।
~
মেলা থেইকা কেউ বই গিফট করে না।
জ্যোতি নামের একজন কথা দিয়েও গিফট করে নাই।
কেউ কথা রাখে নাই
আপনি কাদের কাদের বই গিফট করছেন সেইটা বলে ফেলেন
~
কঞ্জুস সাঈদ ভাই।
বই দেখলাম না, কিন্তুক খালি প্যাকেট! এত্তোগুলা প্যাকেট জোগাড় করাও চাট্টিখানি কথা না!
(
গতবারের বইমেলাতে ২টা বই গিফট পাইছিলাম, এইবার
গতবারের বই গিফট পাওয়া গেছিলো, এইবার কেউ গিফট দিছে না। এইটা দেখি কমন অনুযোগ। এই ব্যাপারে গবেষণা দরকার, বই গিফট কম দেয়ার সাথে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির কোন সম্পর্ক আছে কিনা, নাকি মানুষের বই গিফট দেয়ার অভ্যাস হ্রাস পাচ্ছে...
~
কি কি বই কিনলেন তার গল্প তো জানা হল না।
আচ্ছা অন্যদেরও এরকম মনে হয় তাহলে
আফসুস, বই মেলা তো শেষ
মন্তব্য করুন