ইউজার লগইন

ইট পাটকেল

আমার ছোটবেলার বন্ধু রাজশাহীর কাজলার পিন্টু পেশায় রিকশাচালক। আমি যখন রাখাল বালক তখন পিন্টু আমার নিত্যসঙ্গী। একসংগে গরু চরানো, বাঁশি বাজানো, পার্কের কদম গাছ থেকে কদম ফুল পাড়া আরো কত না মজার স্মৃতি। যেদিন ওর কাছ থেকে শিস দিয়ে সিনেমার গান গাওয়া রপ্ত করলাম বাবা মার টনক নড়ল... আমি মাদ্রাসা ঘুরে গেলাম স্কুলে আর পিন্টু জীবিকার তাগিদে পা রাখল রিকশার প্যাডেলে। তারপর পেরিয়ে গেল কত বছর... কঠোর জীবন সংগ্রাম তার, কিন্তু... মুখে আমলিন সেই ছোটবেলার নিষ্পাপ হাসি। দেখা হলেই একগাল হেসে জিজ্ঞেস করবে

কেমুন আছেন ইমুন ভাই?

কতদিন বলেছি আরে আমরা তো ছোটবেলার বন্ধু, আপনি বল কেন? এ কথায় দারুন লজ্জিত সে। বলে

কী যে বুলেন? আপনে এখন কত থ বড় ষাঁড়!!! (যথার্থ)

তো সেদিন আমার ছোটভাই রবিন চেপেছে ওর রিকশায়। স্বাভাবিকভাবেই এসেছে আমার প্রসঙ্গ। পিন্টু উচ্ছ্বসিতভাবে বলে যাচ্ছে ছেলেবেলার সব মজার ঘটনা। তার সাথে যুক্ত হয়েছে আমার স্কুলের বন্ধুদের প্রেম বিরহ বিচ্ছেদের নানা মজার ঘটনা। পিন্টু যেন ক্যাম্পাসের প্রেমিক প্রেমিকাদের এক জ্যান্ত এনসাইক্লোপিডিয়া। খুব মজা পেয়েছে রবিন। খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিচ্ছে মজাদার আর চাঞ্চল্যকর সব প্রেম কাহিনী। জানতে চেয়েছে আমার কিছু গোপন অভিসারের কথা। পিন্টুর সোজা উত্তর

আরে না, ইমুন ভাই ওই লাইনেরই লোখ না। উঁই তো থাকত লেখাপড়া, খেলা আর পলিটিশ লিয়ে (যাক, বাঁচালি বাপ!)

অবশেষে পথ ফুরোল। ভাড়া চুকিয়ে দিতেই একগাল হাসি হেসে রবিনকে পিন্টুর প্রশ্ন

ভাই কি বিহা কইরলেন?

হ্যাঁ

কাখে? উই যে যাখে লিয়ে ঘুইরতেন তাখে না অন্য কাউখে?

এবার তো বিস্ময়ে হতবাক রবিন। অস্ফুট কন্ঠে ‘তাখেই’ বলে রবিনের দ্রুত প্রস্থান।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


হা হা হা... মজারু...

মেসবাহ য়াযাদ's picture


Smile Laughing out loud Big smile Wink Tongue

নিকোলাস's picture


ভালো লাগলো। Smile

রাসেল আশরাফ's picture


ফেসবুকে একবার পঁচায়ছেন আবার এখানেও পঁচাচ্ছেন। দাঁড়ান রবিনদা'র কাছ থেকে আসল কাহিনী বের না করলে আর হচ্ছে না। Crazy
কোন পড়াশুনা আর পলিটিশ ল্যিয়ে থ্যাকতেন ব্যাহির করছি Big smile Tongue

আনন্দবাবু's picture


রাশেল ভাই, ইমুন ভায়ের উপর চেতেন ক্যান? পাইস্তারছেন না? ছে থ খালি গল্পই বুলেছে। পিন্টু বোঠাই থ ঝাম্লাবাঝ। খালি দ্যাখে বেড়াত কে কার সাথে কি কইরছে।

রাসেল আশরাফ's picture


ক্ষ্যপেছি কী আর সাধে!!!!!!! রবিনদা'কে কয়েকদিন থেকে খুব ল্যাড়ে লিছে।
=============
তা আপনার খবর কী? মাদারবক্সের পাঠ কী চুকে গেছে?

আনন্দবাবু's picture


আর বেশি দিন নেই থো, মুনের মুইধ্যে পেইন ল্যাগছে গো। Sad

উচ্ছল's picture


মজারু.... Laughing out loud

লীনা দিলরুবা's picture


Big smile

১০

যাযাবর's picture


আনন্দ পেলাম ভাই।

১১

তানবীরা's picture


গল্প মজাদার হয়েছে

কিন্তু আপনার পথচলা সিরিজের অপেক্ষায় আছি

১২

রহমতউল্লাহ ইমন's picture


সবাইকে অনেক ধন্যবাদ অনুপ্রেরণা দেবার জন্য!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.