আমার মেয়েরা, আমার মায়েরা-২
আপনেরা যে যাই কন, আমি প্রতিমাসে আমার মামণিদের একটা করে ছবি ব্লগ দিয়ে আপ্নাগোরে জ্বালামুই। আমরা বন্ধুর সাথে আমার মেয়েরাও চাঁদের মতো করে বাড়তে থাকুক। হৃষ্টপুষ্ট হোক একঝাঁক হৃদয়বাণ মানুষের আন্তরিক শুভকামনা আর ভালোবাসায়। আমি দিনরাত একজোড়া ছোট্টপরী নিয়ে যে স্বপ্নের মতো দিন কাটিয়ে যাচ্ছি তা ভাগ করে নিচ্ছি প্রিয় বন্ধুদের সাথেও। ছবি দিয়ে আপনাদের জ্বালাতন করলেও বাচ্চাপালার বিষয়ে কোনো টিপস লাগলে আমারে জিগান, একেবারে ঝাঁপি উপুড় করে পরামর্শ দিব। একসাথে দুই বাচ্চা পালার মতো কঠিন কাজ পৃথিবীতে আর খুব বেশি আছে কি না জানি না। তবুও বিনিদ্র রজনী, ক্লান্ত শরীর, ঘুমে ঢুলুঢুল আঁখি, উদাত্ত কান্নায় ফোস্কা পড়া কর্ণকুহর নিয়েও বলবো আমার দুই মা আসলেই ডাবল ব্লেসিং, কোনোভাবেই ডাবল ট্রাবল না এবং আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন।
ব্যক্তিগত কারণে ফেসবুক অফ করে দিসি, অনেকেই নতুন ছবি মিস করছেন জানি। তাই ব্লগই ভরসা।
এখন ছবি দেখেনঃ-
আমারে ক্ষেপাইলে খবর আছে ( আয়লার হুমকি)
হাসি হাসি ( রাত সাড়ে চারটার হঠাৎ করে এদের উথাল-পাথাল ফূর্তি চাপলো)
দেখ দেখে আমাকে দেখ!
কী রে দিলিতো আমার নাচ বন্ধ করে
মারামারি অফ, চলো বাইরে থেকে ঘুরে আসি
আমি কোলে নিবো
অবশ্যই নিবেন। তবে দুইটা যেই হারে গাব্দা-গোব্দা হচ্ছে তুলতে পারবেন কিনা সেই চিন্তায় আছি
আপনার মেয়েদের প্রতি আদর অব্যাহত থাকলো।
অনেক ধন্যবাদ সাঈদ ভাই।
তরিকাটা আগে জানতে পারলাম না, আফসুস। হিংশিত হইলাম আবারও।
ডিম একলগে দুইটা কইরা খায়া ট্রাই দিয়া দেখেন।
আরে সামনে আছে শুভদিন, মনের আশায় ধার দিন
পরেরবার নিশ্চয়ই এক ঢিলে দুই পাখি মারবেন! তরিকা আলোচনা হবে সাক্ষাতে 
ছবি গুলা দেখলেই মনে হয় কবে যে বাপ হমু..????????????
কিছু কইলেই তও বলবি আপ্নের শালী দেন, তাই কিছু কমু না
শালীরে দিলেই হয়.।.।তাইলে তো আর কোন কথা কইতে হয় না।
মামনিরা ব্যাপক কিউট...... নিজের একটা আছে তাই জানি অনুভুতি কেমন....।
ভালো থাকুক মামনিরা.....
ধন্যবাদ রাফি ভাই। আপনার মামণিটার জন্যও অনেক অনেক আদর
মারামারির ছবিটা সবথিকা জোস। ভালো থাকুক পিচ্চিগুলা।
ধন্যবাদ হাসান ভাই। ঐ ছবিটা আমারও খুব পছন্দের
ওরেরেরেরেরেরে!!! কি জান্টুস , গুন্টুস, বুন্টুস!!!!!!!! ভাইযা মাসে অন্ততঃ দুইবার টুনটুনিদরে ছবি দিয়ে ব্লগে পোষ্ট দিবেন।গুল্লুগাল্লুদের আদর দিয়ের আর একটু গাল টিপে দিয়েন তো আমার হয়ে।
হ দিসি, গাল টিপে লাল করে ফেলছি তোমার পক্ষ হয়ে
ছবি গুলা মাশাল্লাহ.।।।ইস এইদুইটারে যদি হাতের কাছে পেতাম. >) >) >) >) ।.।।।কতদিন ধরে পিচ্চিদের গাল টিপে লাল করি না।
কোরিয়া থিকা তাইওয়ান মাত্র আড়াই ঘন্টার রাস্তা। আইসা পড় একবার
যাইতে চাই???????কিন্তু আপনেই তো ভাগতেছেন.।।।

বাবু দুজনকে অনেক অনেক আদর
ধন্যবাদ টুটুল ভাই। আপনার পালাও কামিং সুন
চিনেন কেমনে?
লাল জামা নীল জামা দেইখা?
হা হা তা তো আছেই। তবে আয়লার কপালে একটা জন্মদাগ আছে, আর এষার আছে গালে, সেগুলা দেখে চিনি।
জটিল ছবি হয়েছে প্রত্যেকটা। ঢিশুম কি নিজে নিজে দিছে নাকি শিখায়া দিছেন
নারে ভাই শিখাইতে হয় নাই কিছুই। মাত্র চার মাস দশ দিন বয়স, হাত-পা ছোঁড়ে খুব। তার মধ্যে থেকেই ক্যামেরাই ফ্রেমে ধরা পড়ছে কিছু
ছবি শেয়ার করার জন্য পিচ্চিদের বাবাকে অসীম ধন্যবাদ।
পিচ্চি দুইটাকে কোলে নিয়ে একটু আদর করতে পারলে সবচাইতে খুশী হইতাম। আশা করি ওরা সারাজীবন বাবার হাত ধরে থাকবে। ওদের জীবন হোক বাবা-মা সব্বাইকে নিয়ে সফল ও পরিপূর্ণ।
মামুন ভাইকে শুভেচ্ছা নিরন্তর। পিচ্চ্চিদের জন্য শুভকামনা থাকবে জীবনভর।
ধন্যবাদ মীর ভাই। দেশে তো অবশ্যই আসবো। তখন দেখা হবে, কোলেও নিতে পারবেন
মামুন ভাই এত Innocent ছবি গুলা যে কি বলব।প্রিয়তে নিলাম।বাবুদের প্রতি কাকার ভালোবাসা রইল।অনেক ভালো থাকুক ওরা।একজনের নাম আয়লা নাকি? আরেকজনের নামটা কি?
অনেক ধন্যবাদ ভাই। জ্বী একজনের নাম আয়লা, আরেকজনের নাম এষা। আপনার ভালোবাসাটুকু ওদের কাছে পৌঁছে দিলাম। ভালো থাকবেন।
কি লিখব বুঝতে পারছি না! ওদের সাথে একটু দুষ্টামি করতে পারলে মনটা হাল্কা হত!
অবশ্যই করবেন একদিন। ফেব্রুয়ারীতে দেশে আসার প্ল্যান আছে
হায় আল্লাহ, এগুলো দেখি ফুপ্পীর মতো হাসি খুশী হইছে। শুধাই হাসে।
অনেক বড় হোক।
হ, দেখতে ফুপ্পীর মতো হইসে, স্বভাবে এমন দুষ্টমতি না হইলেই বাঁচি
আমার থেকেও যেনো আমার মায়েরা বেশি দুষ্টমতি হয় সেই দোয়া করি যাতে বাপের নাকে দম করে রাখতে পারে।
আমার দোয়া আমার বিফলে যায় না
মনটা ভরে গেলো আপনার মায়েদের দেখে ... অনেক দোয়া আর শুভকামনা
আমারও মনটা ভরে গেল আপনার কমেন্ট দেখে বাদশা ভাই। ভালো থাকবেন
এইরকম ছবি দেখলে মনে আর কোনো দুঃখ থাকে না
অনেক ধন্যবাদ রে দোস্ত
তোরেও অনেক ধন্যবাদ। যত অশান্তিতেই থাকি ওদের দিকে তাকাইলে সব ফকফকা!
ওয়াও, কি কিউট
ধন্যবাদ
স্বর্গীয়
ধন্যবাদ লোকেনদা
মাশাল্লাহ মামুন ভাই কি সুন্দর আপনার পরী দুইটা!! আচ্ছা আপনার ঘরে কি বাল্ব জ্বালানো লাগে?
হা হা হা , অদিতি কী সুন্দর করে কথা বলে!! না রে ভাই-- সূর্য্যও লজ্জা পায় পৃথিবীর সমস্ত শিশুদের দেখলে , বাল্বের আর কী দরকার
মাঝে মাঝে এসে দেখে যাই পিচ্চিদের
মন্তব্য করুন