ঘোর শ্রাবণে পৌষ মাস, আয়লা-এষার ছয় মাস
দেখতে দেখতে ছয় মাস হয়ে গেল! হ্যাঁ ভাই, আয়লা আর এষার আজকে হাফ জন্মদিন। অর্ধ দিবস হরতালের মতো, বা জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মতো উপলক্ষ নয়, ছোট্ট পরীদের মুখের স্বর্গীয় হাসি এবং অনাবিল আনন্দের আভা বন্ধুদের সাথে ভাগ করে নেয়ার এখনই সময়।
চোখের সামনে লাল টুকটুকে মাংসের পুটলী থেকে তিল তিল করে নিজের সন্তানদের বেড়ে উঠতে দেখার আনন্দের সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। পাল্লাপাল্লি করে লকলকিয়ে বড় হয়ে যাচ্ছে ওরা দু'জনে। নীরব একটা প্রতিযোগিতাও বোধহয় চলছে। কোনোটাতে আয়লা এগিয়ে আবার কোনোটাতে এষা। নীচের পাটিতে আয়লার খরগোশের মতো পুঁচকে দু'টি দাঁত উঠেছে( ছবি তুলতে পারিনি যদিও), এষার মাত্র উঠি উঠি করছে। কিন্তু এষা উপুড় হতে শিখে গিয়েছে খুব দ্রুত, আয়লা শেষ পর্যায়ে গিয়ে আটকে যায়, যদিও প্রতিদিন তার উপুড় হবার প্রাক্টিস জারী রয়েছে। হাসিখুশি দু'জনেই, কারণে-অকারণে খলখলিয়ে হাসে। আপনাদের দোয়ায় দু'জনেই খুব সুস্থ্য-সবল আছে, মাঝে সাঝেই শক্ত হাতে এটা সেটা আঁকড়ে ধরে। এই তো সেদিন এষা আনন্দের বশে মায়ের চুল ছিঁড়ে নিল কয়েক গাছি, কপাল ভালো আমার চুল যা আছে তাহা ধর্তব্য নহে খেলনার প্রতি এষার আগ্রহ খুব বেশি, আয়লা বোধহয় সেই হিসেবে একটু ভাবুক টাইপের। দেখছি, উপভোগ করছি, জানছি, শিখছি শিশুমহলের হালচাল।
আজকে খুব বেশী ছবি দিতে পারছি না ( ব্যস্ততার কারণে তোলার সুযোগ পাইনি), তবে সেটা পুষিয়ে দিতে বন্ধুদের অনুরোধে দুইটা ভিডিও আপ্লোড করে দিলাম ( আরও দেবার ইচ্ছে ছিল, কিন্তু ফ্লিকারের কোটা শেষ)।
অনেক হাবিজাবি কপচালাম, এখন ছবি দেখেন
বাপকা বেটি এষা
বাবার কোলে, মহা সুখে
মায়ের হাতে আয়লার প্রথম স্লাইডে চড়া
সেই লাস ভেগাস থেকে বাবার টেনে আনা চেয়ার বসে আহ্লাদে আটখানা
সাঁতার শেষে ক্লান্ত , পরিশ্রান্ত
দুঃখিত বন্ধুরা অনেক চেষ্টা করেও ভিডিও দুইটা এখানে আপ্লোড করা গেল না। একটা ফ্লিকারে, আরেকটা ইউ টিউবে আছে। মডুরা কোনো পরামর্শ দিতে পারেন কি দয়া করে?
সবাই ভালো থাকবেন।
কালারফুল বেবীস
কি দুর্দান্ত সব ছবি।

ইনাদের দেখি সব কাপড়েই সুন্দর লাগে। কোনটা ছেড়ে কোনটা বেশি পছন্দ করবো? সবগুলাই বেশি বেশি পছন্দ।
ভালো থাকুক মামণিরা।
ওরেরেরেরেরেরেরেরেরে! ক-ত-দি-ন পরে দেখলাম টুনটুনি ময়না পাখিদের ছবি। এদের দেখলেই কোলে নিয়ে গাল টিপে দিতে মন্চায়। ভাইয়া, আপনি মাসে দুইবার ছবি পোষ্ট দিবেন।আমরা দেখবো না ভাতিজীরা কত বড় হলো, কি কি শিখলো! মন ভরে গেলো ওদের দেখে। দুইটা পরী। সোনা ময়ে, গুল্লুগাল্লু। আদর দিয়েন ভাইয়া, গাল টিপে দিয়েন।
ভাইয়া, আপনি মাসে দুইবার ছবি পোষ্ট দিবেন।
তীব্রভাবে সহমত জানাইলাম ।
আসেন আমরা একটা লিস্ট করি কে কবে ফটোব্লগ দিবেঃ
১।মাসুম ভাই
২।রায়হান ভাই
৩।মেসবাহ ভাই
৪ মামুন ভাই
৫।টুটুল ভাই
৬।মামুন ভাই
আর কেও আছে???????????
আমার ছেলেটার ৫ মাস শেষ হলো এ মাসের ১ তারিখ। আয়লা আর এষা'র জন্য অনেক আদর আর শুভকামনা। ওরা ভালো থাকুক সব সময়... ছবিগুলো বেশ সুন্দর... থ্যাংকু
দারুনস!
সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে ল্যাবে এসে ফেসবুক খুলে দেখি মিষ্টি আয়লার হাসি।আর এখানে এসে দেখলাম ছবি।ক্লান্তি সব দৌড়ে কই যে গেল বুঝতে পারছিনা।
ধন্যবাদ মামুন ভাই।
মামুন ভাইকে অশেষ ধইন্যা। ছবিগুলো খুবই ভালো লাগে।
মামুন ভাই, মনটা ভীষন খারাপ যাছিলো। আপনার মেয়ে দুটোকে দেখে কিছুটা উন্নতি হচ্ছে। ওদের জন্য শুভ কামনা।
হাহাহা এষা খেলে আয়লা ভাবে
মামুন ভাই আপনি দেশে আসবেন কবে ?
হাসতে দেখে দারুণ লাগতাছে!
আহা কি চোখের শান্তি! কি শান্তি!
দেখে কি যে ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না।
কবে যে আইসা এইগুলার দখল নিমু !!!
অবশ্য আরেকটু বড় হইলে তখন দখল নিতে সুবিধা হবে
বাহ বাহ বাহ!!!
শুভ জন্ম-অর্ধবার্ষিকী টু জোড়া ভাতিজি
বন্ধুদের সবাইকে প্রাণঢালা ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। সময়াভাবে সবাইকে আলাদাভাবে ধন্যবাদ জানাতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের হৃদয় নিংড়ানো শুভেচ্ছার শুভশক্তিতেই ওরা দিনকে দিন আরও হাসিখুশী, আনন্দময়ী হয়ে উঠছে। আশাকরি আগামীতেও আপনাদের স্নেহের ছায়াতেই ওরা বেড়ে উঠবে। সকলের মঙ্গল হোক
এক চেহাড়ার দুই বেবির সখ বাইড়াই যাইতাছে.......
কবে মুভ করতেছেন ?
অনেকক্ষণ ধরে বসে বসে ছবিগুলো দেখলাম। মামুন ভাই, দেশ-গ্রামে একটা কথা চালু আছে। বেশি আদর আর প্রশংসা দিলে না কি নজর লাগে। কথাটা কি সত্যি?
আম্মুরা ভালো থাকুক, সুস্থ থাকুক, সৌভাগ্যবতী হোক।
আমার মায়েদের এই হাসি চির অক্ষয় হোক, আর এ পোষ্ট মামুন ভাই সৃষ্টির শেষদিন পর্যন্ত দিক এই কামনা
মন্তব্য করুন