ইউজার লগইন

আমার মেয়েরা, আমার মায়েরা-৩

সম্মানীত সূধীবৃন্দ,
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আবারও আপনাদের সামনে এসে হাজির হয়েছে মাসিক শিশুবার্তা। আমাদের এই পর্বে থাকছে ছোট্ট এষা এবং আয়লার ছয় মাসে পদার্পণের সুখবরের পাশাপাশি বাছাই করা কিছু ছবি।

বিগত পাঁচ মাসের ইতিহাস, বাপ-মায়ের হাড়মাস কালি হবার ইতিহাস, নির্ঘুম রজনী আর ত্রাহি চিৎকারে পোকা উড়ে যাওয়া কর্ণকুহরের ইতিহাস। তবুও দিনশেষে একটা নিস্পাপ মুচকি হাসি, অথবা অভিমানে সামান্য ঠোঁট উলটানো বদলে দেয় সবকিছু। অপার ক্লান্তি ছাপিয়ে বিজয়ী হয় স্বর্গীয় ভালোবাসা, কোচকানো ভ্রূ সোজা হয়ে মুখ ফুটে বের হয়---' আয় মা বুকে আয়।'

এবার কিছু ছবি শেয়ার করি আপনাদের সাথে।

Sisters!
আজ পুরোলো পাঁচমাস!

hmmmm...
দাঁত উঠছে মনে হয়, নিজের অজান্তেই ওদের হাত মুখে চলে যায়

Little sumos!
গোবদা-গুবদি মৌটুসি রানি

Play time
ঝুনঝুনি আঁকড়ে আয়লা খুশী

Peace!
আহ্‌ শান্তি!

Iyla cutie
ইদানীং ওরা নিজে থেকেই কাৎ বা প্রায় উপুড় হতেও শিখেছে

Cat riding
আয়লার কান্না কোনোভাবেই থামছিল না, শেষ পর্যন্ত বেড়ালের পী্ঠে চড়ে তবে ঠাণ্ডা

Iyla walker
পা পড়ে না মাটিতে, তবুও ওয়াকারে বসতে কত আগ্রহ!

Proud granny taking them out
নানী আসছিল বেড়াতে, তার সাথে পার্কে বিকেলে ঘুরতে

Little celebs
যেখানেই যায় লোকজন ভীড় করে চারপাশে, বুড়ো-বুড়িরা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয়

Karakari-1
চেনা-পরিচিতজনদের কাড়াকাড়ি

Karakari-2
আরও কাড়াকাড়ি, এক দুপুরে বিশজনের কোলে চড়ে ছবি তুলতে হয়েছিল ওদের

No you are not!
এক ফাঁকে কেউ তাইওয়ানিজ জাতীয়তাবাদ হাতে ধরিয়ে দিয়েছে এষার, শখ কতো!

Beauty queen Esha
এষা

Beauty queen Iyla
আয়লা

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

মাহবুব সুমন's picture


আমার ছেলের বয়স ২১ মাস চলছে Wink এই মুহুর্তে ও আপনার দু কন্যার ছবি দেখে মিটি হাসছে Smile

মামুন হক's picture


সাবাশ! বাপকা ব্যাটা Wink

রাসেল আশরাফ's picture


আপনার কপাল ভালো।কিছু গালিগালাজ থেকে বেচে গেলেন।কারন আজ ল্যাবে এসে আগে ফেসবুক ওপেন করে দেখি একটা ছবি গাল দিতে গিয়ে দেইনি ভাবলাম সকালবেলা গালিগালাজ দিলে দিন খারাপ যাবে সুপারম্যান ডলা দিবে।কিন্তু ব্লগ খুলে মনটা ভালো হয়ে গেলো।

আহা রে অনেক আদর।এষা আর আয়লা কে।

মামুন হক's picture


যাক কন্যাভাগ্যে এ যাত্রা বেঁচে গেলাম Smile ধন্যবাদ আশরাফ।

রাসেল আশরাফ's picture


আপনে বাচঁছেন কন্যা ভাগ্যে আর আমি বাচঁছি ভাতিজি ভাগ্যে।দুইদিন ল্যাবে আসি নাই।আজ সকালে আসার সময় চিন্তা করতে করতে আসছি আজ কপাল খারাপই আছে।সুপারম্যান আজ আমারে নিয়া ফুটবল খেলবো।কারন কোন আউটপুট নাই যেই কাজ দিছিলো তার বারোটা বাজায়ছি।স্যাম্পল নষ্ট করেছি।

কিন্ত হায় একি সুপারম্যান কয় আরে এতে আপসেট হওয়ার কি আছে!!!আমি আরো স্যাম্পল আনতেছি।তুমি দুঃখ করোনা।শুধু মনোযোগ দিয়ে কাজ করে যাও।সব ঠিক হ্যে যাবে।আমি কইলাম জি ঠিক আছে.।.।। Wink Wink Wink Wink

জ্যোতি's picture


সারাদিন রাত ফেসবুক আর মেসেন্জারে থাকলে তো এমন হবেই।

রাসেল আশরাফ's picture


ফুপি বদ দোয়া দিয়েন না গো.।

আর সারাদিন রাত আমি ফেসবুক আর মেসেঞ্জারে থাকি এটা আপনে জানলেন কেমনে?

জ্যোতি's picture


আমি যখনই ফেসবুকে যাই, মেসেন্জারে আসি দেখি আপনি আছেন, সাঈদ ভাই আছে।অতএব না জানার কি হইলো?লেখাপড়া করনের সময় পান কখন?

রাসেল আশরাফ's picture


যে রাধেঁ সে চুলও বাধেঁ।

১০

মামুন হক's picture


তার মানে কী? রাসেল রাঁধে, চুলও বাঁধে? আর কী কী নারীসুলভ গুণ আছে পোলার?

১১

রাসেল আশরাফ's picture


রান্না করা এখন আর মেয়েদের কাজ নাই ওটা ছেলেদের কাজ হইয়ে গেছে এখন।আর এই পরদেশে নিজেই রাইন্ধা খাইতে হয়।কারন আমি ঘাস লতা পাতা শামুক ঝিনুক খাইতে পারি না।
Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy

১২

লীনা দিলরুবা's picture


সকালটা সুন্দরভাবে শুরু হলো, সবটাই এষা আর আয়লার জন্যে Smile
সুইট বেবীদের অনেক আদর....

১৩

মামুন হক's picture


অসংখ্য ধন্যবাদ লীনা। ভালো আছেন আশাকরি।

১৪

জ্যোতি's picture


সকালে ঘুম থেকে উঠেই একবার পিসি অন করি ব্লগ একনজর দেখার জন্য।আজ সকাল শুরু হলো এষা আর আয়লার চাঁদমুখ দেখে।টুনটুনি গুল্লুগাল্লু ময়না পাখিদের জন্য অনেক আদর। আদর আদর আর আদর।

১৫

মামুন হক's picture


এখনও অফিসে, বিকালে তোমাদের সবার দেয়া আদরের ঝুড়ি নিয়ে বাড়িতে যাব, মেয়েদুইটাকে কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিতে হবে Smile

১৬

জ্যোতি's picture


মেয়ে দুইটারে যতই দেখি মন ভরে না তো! জানের টুকরা দুইটা।আদর দিয়েন । গাল টিপে দিয়েন কিন্তু।

১৭

টুটুল's picture


লাইক্কইরা গেলাম

১৮

সাহাদাত উদরাজী's picture


আমার মোবাইল (!) দিয়ে ওদের কিছু ছবি তুলতে হবে!
আমার মডেলরা, ভাল থেকো।

১৯

টুটুল's picture


কিছুটা কৌতুহল
প্রশ্ন ১: ক্যান... তারা কি হারাইয়া যাইতারে?
প্রশ্ন ২: মামুন ভাইয়ের কি ক্যামেরা নাই যে আপনার মোবাইল দিয়ে ছবি তুলে রাখতে হবে?

Smile

২০

জ্যোতি's picture


টুটুল দেখি পচ্ছোপেছি করতাছ!

২১

টুটুল's picture


Big smile

২২

সাহাদাত উদরাজী's picture


দুলাভাই,
আপনার মেয়ের ছবিও আমি আমার মোবাইল(!) দিয়া উঠামু।
পারলে কিছু কইরেন!
আপনার কি কাজ কাম নাই! ছুটি নিয়েছেন নাকি?

২৩

জ্যোতি's picture


টুটুল ভাই, আপনার ছেলে হবে শুনলাম য়ে! মেয়ে হবে নাকি?আপনি দেখি ভুল তথ্য দিয়া জাতিরে বিভ্যান্ত করছেন!আমরা ছেলের জন্য এত্ত নাম দিলাম আর এখন জানলাম মেয়ে হবে?

২৪

রাসেল আশরাফ's picture


Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming

২৫

জ্যোতি's picture


টুটুল ভাই এর সাথে কুনু কথা নাই। বদ লুক। আমাদের মিছা কথা কইলো? Angry Angry

২৬

টুটুল's picture


পেচ্ছাপেছিতে ছেলেও আজকাল মেয়ে হয়ে যায় Smile

২৭

জ্যোতি's picture


Shock Shock কি কন এইসব টুটুল ভাই?আপনার আজ মাথা গুলাছে। কি কইতে কি কইতাছেন নিজে জানেন তো!পুলা না মাইয়া? কি কইরা বলেন।

২৮

জ্যোতি's picture


কি কইরা= ঠিক কইরা

২৯

টুটুল's picture


যার শ্যালক গরুর বেপারি... তার তো গুলাবেইগো আফামনি

৩০

জ্যোতি's picture


থাক গুলাইয়েন না। ঠিক কইরা কন দেখি পুলা না মাইয়া?পেচ্ছাপেছিতে সব ভুইলা গেলেন?

৩১

টুটুল's picture


এত্ত সুইটো বাবুদের পোস্টে আর পেচ্ছাপেছি কৈর না Smile
চল আম্রা মেসবাহ ভাইয়ের পোস্টে যাই Smile

৩২

সাহাদাত উদরাজী's picture


দুলাভাই, আপনার এত নারী ভক্ত আছে, তা জানা ছিল না!
মাদার, আই আম সরি! আমার ইনফরমেশনে ভূল আছে।
দুলাভাই আমার মাথা খারাপ করে দিচ্ছে!
দুলাভাইর একদিন কি আমার একদিন!
মেজবাহ'র পোস্টে আসুন।

সোনামনিদের এখানে বেশী কথা বললে ওরা জেগে যাবে।

৩৩

মামুন হক's picture


ধন্যবাদ সাহাদাত ভাই, টুটুল ভাই। দেশে আসবো ফেব্রুয়ারিতে। তখন দেখা হবে নিশ্চয়ই Smile

৩৪

সাহাদাত উদরাজী's picture


এক সাথে 'ধন্যবাদ' মানি না। আমার ধন্যবাদ আমারে দেন, দুলাভাইয়ের ধন্যবাদ আলাদা দেন।
দুলাভাই আজকাল আমারে বেশী জালাচ্ছে। দেখুন দেখি, আপনার মেয়েদের ছবি আমি আমার মোবাইল দিয়ে উঠাবো, তাতে ওনার কি?

আমার হাই ফাই ডিজিটাল ক্যামেরা নাই, তাই বলে কি আমি বসে থাকবো?

৩৫

মামুন হক's picture


হা হা হা উদরাজি ভাই, ঘাট হয়েচে, মাফ করে দেন। এই নেন আপনারে একটা সমগ্র বাংলাদেশ পাঁচ টনী ট্রাক ভর্তি তাজা ধইন্যাপাতা দিলাম! এতেও মন না ভরলে জানাবেন, এই জাহাজ ধন্যবাদ পাঠিয়ে দেব আপনার ঠিকানায়।

সেটাই, বসে থাকবেন ক্যান? আপনার ভাতিজিদের ছবি আপনে মোবাইল দিয়ে উঠান বা হাতে আঁকুন, তাতে দুলাভাইয়ের বলার কী আছে! Smile

৩৬

ভাঙ্গা পেন্সিল's picture


আপনে একটা বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যানার ধরায় দিবেন না! Stare

৩৭

রাসেল আশরাফ's picture


বাংলাদেশী না বাংগালী????????

৩৮

মামুন হক's picture


ভাঙ্গা পেন্সিল, বাংলাদেশ তো ওদের অন্তরে খোদাই করা আছে। ব্যানার না হলেও চলবে Smile তবে এটা ঠিক ওরা তাইওয়ানিজ পাসপোর্ট না নেয়ায় এখনকার লোকজন বেশ অখুশী। কিন্তু কী আর করা, একটা বাপের দেশের আরেকটা মায়ের দেশের পাসপোর্টের বেশি তো রাখার উপায় নাই।

৩৯

একলব্যের পুনর্জন্ম's picture


কী সাহসী !!বিড়ালের পিঠে চড়ে বসছে Smile

৪০

মামুন হক's picture


হা হা, বেড়ালটাও এত পোষ মানা যে একটুও নড়েনি। তবে ওরা খুব জোরে চীৎকার শুরু করলে পালিয়ে ব্যালকনীতে চলে যায় Smile

৪১

শওকত মাসুম's picture


চারিদিকে মন ভাল করার এতো উপাদান, মন খারাপ করার সময়ই পাইতাছি না।

৪২

মামুন হক's picture


ধন্যবাদ মাসুম ভাই, মন ভালো রাখাটা আসলেই জরুরী এখন।

৪৩

মেসবাহ য়াযাদ's picture


সোনামনীরা দীর্ঘজীবি হোক। মন্টা সত্যিই ভালো হয়ে গেল।
জীবন্টা অনেক শান্তিময়... Big smile Smile

৪৪

মামুন হক's picture


অনেক অনেক ধন্যবাদ মেসবাহ ভাই Smile

৪৫

তানবীরা's picture


সময় কতো দ্রুত যায়। পাঁচ মাস হয়ে গেলো। মেয়েদের স্বভাবও এমন বড় হওয়ার ভীষন তাড়া থাকে।

ভালো থাকুক আমার মামনিরা।

৪৬

মামুন হক's picture


হ্যাঁ আসলেই দেখতে দেখতে পাঁচ মাস কেটে গেল! আর কতো দূরে বসে শুভকামনা পাঠাবেন? একবার কাছে এসে দেখে যানগো আফা!

৪৭

তানবীরা's picture


আপ্নে অসি যান, আমরা আসবো দেখতে Big smile

৪৮

মঈন চৌধুরী's picture


হে হে হে ........ বাপ হইতে মন চায় ........

৪৯

মামুন হক's picture


হইয়া যান চৌধুরী সাহেব, শুভকাজে দেরী করতে নাই!

৫০

জ্বিনের বাদশা's picture


কি কিউট আপনার দুই মা!!!
একেবারে বাপ কা বেটি দেখি! যেখানেই যায় মানুষের মন জয় করে

৫১

মামুন হক's picture


ধন্যবাদ বাদশা ভাই। বাপ আর পারলো কই মানুষের মন জয় করতে! মেয়েরা সেই দিক দিয়ে অনেক এগিয়ে Smile

৫২

মীর's picture


পিচ্চি দুইটাকে অনেক দিন পর আনলেন। খুব ভালো লাগলো। ওরা যত দিন যাচ্ছে তত বেশি কিউট হচ্ছে। মহান করুণাময় তাদের মঙ্গল করুন।

৫৩

মীর's picture


অশেষ শুভকামনা মামুন ভাই। পিচ্চিদের জন্য, আপনার জন্য আর পিচ্চিদের মায়ের জন্য।

৫৪

মামুন হক's picture


অনিঃশেষ ধন্যবাদ মীর ভাই। ভালো আছেন আশাকরি।

৫৫

মীর's picture


ভালো আছি। সবসময়ই পিচ্চিদের দেখার পর অনেকক্ষণ ভালো থাকি।

৫৬

মুক্ত বয়ান's picture


তৃতীয় ছবিতে ডানেরজন এত ব্যাজার করে আছে কেন মুখ?? Wink Wink

মনমুগ্ধকর সব ছবি। Smile
লাইকর্লাম। Smile

৫৭

একলব্যের পুনর্জন্ম's picture


দুইজন মারামারি করে মামুন ভাই ?? Smile

৫৮

মীর's picture


দুইটা এমন খেলনা আপনে পাইছেন মামুন ভাই। খালি দুই চোখ ভরে দেখি।

৫৯

জেবীন's picture


৩নং ছবিতে একজন ভাবছে, "" কি যন্ত্রনা! আমার চুশনী'র দিকে নজর দিছে!! "
৪নং টা দেখে তো ভাবলাম, টেনিস প্লেয়ার এলো কই থেকে!!.।।

সুন্দর সবগুলা ছবি.।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.