ঘুড়িরা উড়ে যায় বাতাবী উঠোনে
এক ঠোঙা ভালবাসা চিবুচ্ছে গরম দুপুর কিংবা মাঘের শীত
শালিখের প্রেমালাপ থেমে যাবে অজানা সূর্যের উলম্ব চুম্বনে
টিনের চালজুড়ে উচ্ছল বাতাস নেচে বেড়াবে সাথে নিয়ে বকুলের ডাল
আকাশ বদলের খেলায় নিংড়ে নেব তোমার ভালবাসা জমি।
খনিতে কি হবে ডাকিনী কুহক!
উরুর পেশীতে যদি খেলা করে বিষধর সাপ
নেউলের নধর হতে কেড়ে নেব বিষের ভাণ্ড
পেয়ালায় আজলা ডুবিয়ে দেখিয়ে দেব নকল সমীকরণ আর
অবেলার বাতাসে কাঁপা বাতাবীলেবুর ডাল।
দুমুখো বাতাসে হা হা বুক
উথাল পাথাল করে মরুক বেগানা শাড়ীর আঁচলে
ফিঙের ঠোঁটে হাসুক একরত্তি কদবেল
কাজলের মায়ায় বাঁধো যদি পথভোলা খেয়ালী পথিক
মরুর স্নিগ্ধ বাতাসে পাবে গোলাপের মিষ্টি হাসির ঝিরিঝিরি ঢেউ।
সুন্দর কবিতা।
ভাল লাগলো।
বাহ! সুন্দর কবিতা। এবি'তে
লেখালেখি চলুক পুরোদমে।
সুন্দর....
স্বাগতম এবিতে
ভালোলাগা...
কঠিন কবিতা
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আরে মিজান ভাই যে । এবি তে অয়েল্কু।
অটঃ কবিতা সুন্দর হইছে ( আমি কিন্তু কবিতা বুঝি না
)
হৈমন্তী পইড়াই বুঝছিলাম এইটা সেই সাঈদ ভাই। আন্নে তাইলে এহন এইহানে গল্প লেখেন ? কতদিন আন্নের গল্প হড়িনা।
যাউক এহন আশা করি নিয়মিত পড়তে পারব।
এনশাল্লাহ।
আমি তো এখন এখানে স্থায়ী বাসিন্দা ।
থ্যাঙ্কু ভাইডি।
মন্তব্য করুন