কি ছিল তোমার মনে!
০১.
এক্সকিউজ মি! বইটা দেয়া যাবে ?
কেন ? ঠেকছি নাকি!
অনেকদিন খুঁজে পাইনি বইটা। বলতে পারবেন কোথায় পাওয়া যাবে ?
এইতো এখানেই আছে। আমার হাতে।
এটা তো বিক্রির জন্য নয়।
বই আমার। আপনি বলার কে-বিক্রি হবে কি হবে না ?
বিক্রি করবেন ? খুব ভাল হয় তাহলে।
সেটা নির্ভর করছে আপনি কত টাকা দিয়ে কিনতে চান তার উপর।
কত টাকা দিতে হবে?
বেশি না। মাত্র এক হাজার টাকা।
এত ছোট বইয়ের দাম এত!
এটা বইয়ের দাম নয়। আপনার প্রয়োজনের দাম।
দরকার নেই বাবা এত দাম দিয়ে বই কেনার।
তাহলে বইটা আপনার প্রয়োজন নয়। প্রয়োজন ছিল আমার সাথে কথা বলার অজুহাত তৈরি করা-ঠিক বলেছি কিনা বলেন!
২.
আমি চারশ মাইল দূর থেকে শুধু আপনার সাথেই দেখা করতে এসেছি। বলুন তো কেন ?
আপনার কথা শুনে আমার একটা গল্প মনে পড়ল। কিন্তু বলা যাবে না।
বলুন আমি কিছু মনে করব না।
একজন নারীর সাথে এমন গল্প বলা ভয়ানক স্ল্যাং হিসেবে ট্রিট হবে।
আমার সমস্যা নেই আপনি বলুন।
আমরা গল্প করতেছিলাম কে কত বেশি টাকার টিকেট কেটে প্রসাব-পায়খানা করেছে এমন একটা বিষয় নিয়ে। ঘটনাটা ৯৬ সালের। আমার এক দোস্ত কইল অয় ৫০ টাকা দিয়া টিকেট কাইটা প্রস্রাব করছে। আমরা তো টাস্কি। অরে কইলাম এত দামী টয়লেট পাইলি কই? অয় কইল- বিমান বন্দরে ঢোকার জন্য ৫০ টাকার টিকেট কাটা লাগে। আমি টিকেট কাইট্যা ঢুকলাম। ঘুইরা ঘাইরা বাইর হওয়ার আগে মনে হইল কিছু না কইরা হুদাহুদিই বাইর হইয়া যামু ! টয়লেটে ঢুইকা প্রস্রাবডা সাইরা লইলাম। ব্যস হয়ে গেল পঞ্চাশ টাকা টিকেটে হিসু করা।
এই গল্পডা কেন মনে হইল আপনার?
আপনি কবি মানুষ। এইডা ভাংগাইয়া কইলে কবি জাতের অপমান হইবে।
হইবে না আপনে বলেন।
ওর প্রস্রাব করা আর আপনার আমার সাথে দেখা করা সেইম কেস। কোনটাই আসল উদ্দেশ্য না।
কইছে আপনারে! না জাইনাই এমন বাজে একটা কমেন্ট করতে পারলেন আপনে?
তাইলে কন এইবার আপনার উদ্দেশ্য।
আপনি এমন বাজে কথা বলার পর আর ওই কথা বলার রুচী আমার নাই।
আমি কিন্তু কইতে চাই নাই আপনি ই জোর কইরা হুনছেন।
আইচ্চা কই তাইলে ?
কন।
পাত্রী হিসেবে আমারে কেমন মনে হয় আপনার?
হায় আল্লাহ কয় কি! কয়দিন পর আমার মাইয়া বিয়া দিমু আর আপনে আমারে এইতা কি কন?
আরে ধুর আপনার মাইয়ার কাম মাইয়ায় করব। আপনার কাম আপনে করেন।
আপনে কি আমার দ্বিতীয় বউ হইতে চাইতাছেন নাকি!
আপনারে আছাড় মাইরা মগজ বাইর কইরা ফালামু। আপনারে কি আমি তাই কইছি নাকি!
তাইলে!
ধুর কমুই না। আপনে আমার মেজাজটাই বিলা কইরা দিছেন।
লাইক লাইক লাইক
অসাধারণ হয়েছে। মেয়ের বিয়ে দিবেন আর ছেলেরে কি করবেন?
এইয়া কিন্তু ঠিক না। গল্পের মইদ্যে লেখকরে নিয়া আসা কিন্তু মোটেও ঠিক না।
তয় আপা পাত্রীর কতা কিন্তু বুইলা যাইয়েন না।
জটিলেশ্বর
~
কী জানি আরেকটু বোঝার দরকার ছিল আমার!
আমারও সেইম অবস্থা।
বাতেনী কথা যাই হোক-লেখা চমতকার হইছে।
বুঝিনাই।
সব কিছুতে কি আর বুঝার মত জিনিস থাকে। কিছু বুঝাইতে চাইলে তো বুঝার ব্যাপার আইব। খালি কথোপকথনটুকু তুলে দিছি আর কিছু না....
প্রথমটা দারুন
দ্বিতীয়টা এই কয় লাইন
অসাম হৈছে
চমৎকার আপনার লেখা্। রবিসংকর মৈত্রী'র ফোনকার্ড কবিতাটি পড়বেন।
বলেছেন যখন পড়ার চেষ্টা করবানে।
?? আমি কি ভ্যাবাচেকা খাইলাম ??
না বুঝলেও বেশ হুন্দর হইছে !!
মন্তব্য করুন