ইউজার লগইন

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা

মাদ্রাসা শব্দটি আরবী درس (দরস) থেকে এসেছে। درس মানে হল পাঠ। আর মাদ্রাসা মানে হল যেখানে পড়ানো হয় বা বিদ্যালয়।আমাদের দেশে কয়েক ধরনের মাদ্রাসা আছে। প্রথমে একে একে এই মাদ্রাসাগুলোর পরিচয় দেই-


নূরানী/তালিমুল কুরআন/ফোরকানীয়া মাদ্রাসা:

নাম ভিন্ন হলেও এ মাদ্রাসাগুলোর কাজ একই। কুরআন শরীফ শুদ্ধ করে পড়ানো।আধুনিক পদ্ধতিতে শুদ্ধভাবে কুরআন শেখানোর জন্য এ মাদ্রাসাগুলো কাজ করে যাচ্ছে। তাজবীদ (কুরআন শেখার জন্য সহীহ উপায় সমূহ এই বইতে লেখা থাকে) সহকারে এখানে কুরআন শেখানো হয়। প্রতিটি হরফের মাখরাজ (উচ্চারণ স্থান), মদ (কোন জায়গায় টেনে পড়তে হবে, কতটুকু টেনে পড়তে হবে), এদগাম, ক্বলব, এজহার, গুন্নাহ (উচ্চারণের ধরণ সম্পর্কিত বিভিন্ন টার্ম) প্রভৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা সহকারে এখানে কুরআন শেখানো হয়।এই মাদ্রাসাগুলো মূলত ছোটদের জন্য তবে বয়স্ক কেউ শুদ্ধ করে কুরআন পড়ার জন্য তালীমুল কুরআন বা ফোরকানীয়া মাদ্রাসায় যেতে পারে।

হাফেজী মাদ্রাসা
এখানে কুরআন শরীফ মুখস্ত করানো হয়।কুরআন মুখস্থ হলে তাদেরকে হাফেজে কুরআন বলা হয়। কুরআন মুখস্থ শেষ হলে তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ী প্রদান করা হয়।

এই দুই ধারার মাদ্রাসা মূলত ছোটদের জন্য। এখানে পড়ার মেয়াদও কম। সাধারণত দুই থেকে চার বছরের মধ্যে এখানকার পড়া শেষ হয়ে যায়। তখন কেউ কেউ স্কুলে পড়াশোনা করে আবার কেউ কেউ আলীয়া বা কওমী মাদ্রাসায় পড়াশোনা করে।

আলীয়া মাদ্রাসা

আধুনিক মাদ্রাসা বলতে আলীয়া মাদ্রাসাকে বোঝায়। এখানকার পড়ুয়ারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন যারা আলীয়া থেকে পড়াশোনা করে এসেছেন।

স্কুল কলেজের সাথে মিল রেখে এখানকার সিলেবাস প্রণয়ন করা হয়।দাখিলকে এসএসসি, আলিমকে এইচএসসি, ফাজিলকে ডিগ্রী এবং কামিলকে মাস্টার্সের মান দেয়া হয়। সাম্প্রতিক সময়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ২০০ নম্বরের বাংলা, ইংরেজী না পড়ার কারণে কয়েকটি সাবজেক্টে মাদ্রাসার ছাত্রদের (আলীয়ার) ভর্তি না করার সিদ্ধান্ত নেয়া হলে মাদ্রাসার সিলেবাসে পরিবর্তন আনা হয়। এবছর যারা ক্লাস নাইনে উঠেছে তারা ২০০ নম্বরের বাংলা এবং ২০০ নম্বরের ইংরেজী পড়ছে। অর্থাৎ ২০১৫ সালের দাখিল পরীক্ষায় তারা ১৩০০ নম্বরের পরীক্ষা দিবে।আর ২০১৭ সালের আলীম পরীক্ষায় তারা ২০০ নম্বরের বাংলা ইংরেজীসহ ১৪০০ নম্বরের পরীক্ষা দিবে।

ফাজিলে ডিগ্রীর মতই তিন বছর মেয়াদী কোর্স। আর কামিল দুই বছর মেয়াদী কোর্স। বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের আওতায় পঞ্চম, অষ্টম, দাখিল এবং আলিমের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফাজিল এবং কামিল আছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে।

এখানে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান, ইংরেজী সহ অন্যান্য আধুনিক অনেক সাবজেক্ট পড়ানো হয়। ফাজিল এবং কামিলেও আধুনিক কিছু বিষয় পড়ানো হয়। কামিলে চার সাবজেক্টে মাস্টার্স করার সুযোগ থাকে। এগুলো হলো-আরবী, ফিকহ (ইসলামী আইন শাস্ত্র), কুরআন এবং হাদীস।

কওমী মাদ্রাসা
কওম শব্দের অর্থ গোত্র। এই মাদ্রাসাগুলো সরকারের কোন অনুদান না নিয়ে স্থানীয়দের দান-সাদকায় চলে বলে এই নাম হতে পারে। কওমী মাদ্রাসাকে কেউ কেউ খারেজী, দেওবন্দী (ভারতে অবস্থিত বিখ্যাত মাদ্রাসা), দরসে নিজামী ( বাগদাদে এক সময় একটা বিশ্ববিদ্যালয় ছিল যেটার নাম ছিল নিজামীয়া) ইত্যাদি নামেও ডাকা হয়। বাংলাদেশে প্রায় ১৫০০০ কওমী মাদ্রাসা আছে বলে জানা যায়। এখানকার শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লক্ষ । তবে এই সংখ্যা কম বেশী হতে পারে। অন্তত আমার তাই মনে হচ্ছে।

আমার দেখা অন্তত দুটো মাদ্রাসায় দেখেছি এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারি স্কুলের সিলেবাস অনুযায়ী বাংলা, অংক, ইংরেজী পড়ানো হয়। অন্যান্য মাদ্রাসায় পড়ানো হয় কি না আমার জানা নেই। এর পরের ক্লাসগুলোয় সব আরবী এবং ইসলাম সম্পর্কিত বই পড়ানো হয়। এই ক্লাসগুলোর নামও বিভিন্ন আরবী এবং ইসলামী কিতাবের নামানুসারে।যেমন -মিজান, নাহু মীর,হেদায়াতুন নাহু, কাফিয়া, শরহে জামী (এগুলো সবই আরবী ব্যাকরণ সম্পর্কিত বই), মেশকাত (হাদীসের গ্রন্থ) আর সর্বশেষ ক্লাসকে বলা হয় দাওরা। দাওরা পাশ করে অনেকে আবার আলীয়া থেকে দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ করে।আমি অন্তত দুজনকে জানি যারা দাওরা শেষ করে আলীয়া থেকে কামিল দিয়েছেন আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী এবং মাস্টার্সও করেছেন।

কওমী মাদ্রাসাগুলোর একটি বোর্ড আছে যেটা বেফাকুল মাদারিস নামে পরিচিত। বলাবাহুল্য এটা বেসরকারী। তবে বর্তমানে কওমী মাদ্রাসার শিক্ষাকে আধুনিক করার জন্য বিভিন্ন সময়ে আলাপ আলোচনার খবর আমরা পেয়েছি। দেশে শিক্ষিত অথচ পিছিয়ে পড়া শ্রেণী বলতে আমি এদেরকেই বুঝি। আধুনিক কোন বিষয়ে পড়াশোনা না করায় তারা চাকরীর ক্ষেত্রে পিছিয়ে থাকে। মাসজিদের ইমাম, মুয়াজ্জিন আর মাদ্রাসার শিক্ষকতা ছাড়া আর কোন কাজ করার মত তাদের থাকে না।

সবগুলো মাদ্রাসাকে একই বোর্ডের আওতায় আনা যায় কি না

অনেক আলীয়া বা কওমী মাদ্রাসার সাথে হাফেজী মাদ্রাসা, তালীমুল কুরআন/ ফোরকানীয়া /নূরানী মাদ্রাসাও আছে। আবার স্বতন্ত্র অনেক হাফেজিয়া বা ফোরকানীয়া মাদ্রাসাও আছে। এগুলো আলাদা থাকায় খুব একটা সমস্যা নেই। এগুলো অনেকটা প্রি-স্কুলিং এর মত।

আলীয়া এবং কওমীকে এক করা যায় কিনা সেটা নিয়ে আলাপ হতে পারে। আলীয়ায় কওমী মাদ্রাসার অনেক কিতাব পড়ানো হয় তবে তা আংশিক। এবং পড়ানোয় বাঙলার প্রাধান্য থাকে কওমীতে উর্দু এবং ফার্সির প্রাধান্য থাকে (আরবী দুই জায়গায়ই পড়তে হয়)। তবে যতদূর শুনেছি কওমী মাদ্রাসার সিলেবাস আধুনিক করা হচ্ছে। তাতে আধুনিক সাবজেক্টগুলো কতটা ঢুকানো হবে সেটা আমার জানা নেই।

হয়তো কার্যকর পদক্ষেপ নিলে এই দুই ধারার শিক্ষাকে একই বোর্ডের আওতায় আনা সম্ভব হবে। সে জন্য আলীয়া এবং কওমী দুই ধারার শিক্ষিত এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী সাবজেক্টগুলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইসলামী সাবজেক্টের শিক্ষকদের নিয়ে একটা কমিটি গঠন করা যেতে পারে। তারা হয়তো একটা আধুনিক যুগোপযোগী ইসলামী সিলেবাস প্রণয়ন করতে পারবেন। যেটার আওতায় আলীয়া এবং কওমী দুই ধারার শিক্ষাব্যবস্থাকেই আনা সম্ভব হবে।


নানা ধরনের শিক্ষাব্যবস্থা জনগোষ্ঠির মধ্যে বিভেদের দেয়াল তুলে দেয়

আমাদের দেশে এত ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে যে ভবিষ্যতে হয়তো আরো অনেক ধারার শিক্ষা ব্যবস্থার জন্ম হবে। আগে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামের কথা জানতাম। এখন ইংলিশ ভার্সন শুরু হয়েছে।

আমার মনে হয় ক্লাস এইট পর্যন্ত সবার জন্য একই সিলেবাস থাকা উচিত। এখানে পড়ার মিডিয়াম বিভিন্ন ভাষার হতে পারে (বাংলা, ইংরেজি, আরবী) তবে বাংলা, ইংরেজী, বিজ্ঞান ইত্যাদির উপর আবশ্যিক কোর্স থাকবে। আর কিছু সাবজেক্ট থাকবে ঐচ্ছিক। যে ভবিষ্যতে যে ধরনের পড়াশোনা করতে চায় সেগুলো বাছাই করে নিবে।

যেমন ভবিষ্যতে ইসলামী কোন বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে চাইলে সে আরবী গ্রামার পড়বে। যা অন্যদের জন্য দরকার নেই। তেমনি টেকনিক্যাল অনেক সাবজেক্ট থাকতে পারে। যেগুলো রিলেটেড বিষয়ে উচ্চতর পড়াশোনা যারা করবে তারাই শূধু পড়বে।

আমার ব্যক্তিগত অবজার্বেশন হল, বিভিন্ন বিষয়ে পড়লেও সবাই যদি একই ক্যাম্পাস ব্যবহার করে তাহলে তাদের মধ্যে অত বেশি দূরত্ব থাকে না। যতটা দূরত্ব বর্তমানের নানা ধরনের শিক্ষাপদ্ধতির কারণে গড়ে উঠেছে। পরস্পরের আবেগ, অনুভূতি, ভালবাসা, শ্রদ্ধা, ঘৃণা এগুলো সম্পর্কে জানা যায়। এ জন্য দেশে আলাদা আলাদা শিক্ষাবোর্ডের আওতায় আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থার চেয়ে সবগুলোকে একই ধরনের শিক্ষা বোর্ডের আওতায় আনতে পারলে জনগোষ্ঠীর মানসিক দূরত্ব কমে যেত।

তবে যতদিন এটা সম্ভব হবে না (আদৌ হবে না কোনদিন এই দেশে) ততদিন বিভিন্ন মাধ্যমের শিক্ষাব্যবস্থার ছাত্র-শিক্ষকদের মধ্যে দূরত্ব কমানোর পদক্ষেপ নেয়া যাতে পারে। যেমন- এক ধরনের শিক্ষাব্যবস্থার ছাত্ররা অন্য ধরনের শিক্ষা ব্যবস্থা্ ভিজিট করা, তাদের মধ্যে কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা, শিক্ষামেলার আয়োজন করা (যেখানে সব ধরনের শিক্ষা পদ্ধতির ছাত্র শিক্ষকরা নিজেদের শিক্ষা পদ্ধতি এবং বিষয় সম্পর্কে অন্যদের ধারনা দিবে) সহ এমন পদক্ষেপ নেয়া যাতে সব মাধ্যমের লোকজনই উপস্থিত থাকবে এবং পরস্পর সম্পর্কে জানার চেষ্টা করবে।

(পুনশ্চ: সাইদ ভাইর স্ট্যাটাসে দেয়া কমেন্টসকে সাইদ ভাইর পরামর্শে একটু মোডিফাই করে পোস্টটি তৈরি করা হল)

পোস্টটি ২৩ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


দারুণ একটা কাজ করেছেন। রেফারেন্স হিসাবে কাজে দিবে ।

মৃন্ময় মিজান's picture


দারুণ কাজ কিনা জানি না। তয় আপনার কারণেই কিন্তু এইডা লেখা হইছে।

রন's picture


নানা ধরনের শিক্ষাব্যবস্থা জনগোষ্ঠির মধ্যে বিভেদের দেয়াল তুলে দেয়

এবং একটি সমাজ ব্যবস্থার জন্য খুবই বিপদজনক!

ধন্যবাদ বিস্তারিত তথ্যের জন্য!

মৃন্ময় মিজান's picture


আপনাকেও পড়ার এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


মাদ্রাসা থেকে পাশ করার পর কিছু বাচ্চা জেনারেল লাইনে আসে। যারা কন্টিনিউ করে তাদের সংখ্যা বেশী। মাদ্রাসায় পাশ দিয়ে কি কি করা যায়?

মৃন্ময় মিজান's picture


আমাদের দেশে কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু নাই এটা নিশ্চয়ই মানেন। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও তেমনি। আলীয়ার পোলাপাইন সম-অধিকার ভিত্তিতে চাকুরীর জন্য জেনারেল লাইনের পোলাপাইনের মতই চাকরীর জন্য যোগ্য বলে বিবেচিত হয়।আলিম পর্যন্ত তারা সায়েন্স, আর্টস, কমার্স এমনকি কারিগরী শিক্ষায়ও পড়ার সুযোগ পায়। যে কারণে চাকরীর ক্ষেত্রে এরা তেমন পিছিয়ে নেই।

আর কওমী মাদ্রাসার পোলাপান ইমাম, মুয়াজ্জীন এবং সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোয় শিক্ষকতা করানো ছাড়া আর কোন চাকরী করতে পারে বলে মনে হয় না।

তানবীরা's picture


দারুণ একটা কাজ করেছেন। রেফারেন্স হিসাবে কাজে দিবে ।

অতিথি's picture


সান্তনা ভাই কমিলের প্রথম বর্ষের বই গুলি কি কি ?
দয়া করে জানালে উপকৃত হবো । যদি মূল টাও বলতে পারেন !
(অফটপিক নিয়ে বলার জন্য দুঃখিত)

অতিথি's picture


একাদশ শতাব্দিতে, পারস্যের বিখ্যাত ইসলামী দার্শনিক ও পণ্ডিত ইবনে সিনা (যিনি পাশ্চাত্যে Avicenna নামে পরিচিত ), তাঁর এক বইয়ে, মকতবসমূহে কর্মরত শিক্ষকদের নির্দেশনা হিসাবে মকতব সম্পর্কে "শিশুদের প্রশিক্ষণ ও লালনপালনের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা" নামে একটি অধ্যায় লিখেছেন , । তিনি লিখেছেন যে শিশুদেরকে ব্যক্তিগত শিক্ষক দিয়ে আলাদা আলাদা শিক্ষা দেয়ার পরিবর্তে শ্রেণীভিত্তিক শিক্ষা দিলে তারা তুলনামূলক ভাল শিক্ষালাভ করে।আর এখানে বিষয়টি এমন কেন সে সম্পর্কে ছাত্রদের মাঝে প্রতিযোগিতা ও পারস্পরিক অনুসরণ করে শিক্ষালাভের মূল্যের পাশাপাশি শ্রেণীবদ্ধ আলোচনা ও বিতর্কের বিভিন্ন উপকার উল্লেখপূর্বক বেশ কিছু কারণ দেখিয়েছেন।ইবনে সিনামকতবের শিক্ষার দুটি স্তরের শিক্ষার পাঠ্যক্রম বিস্তারিতভাবে উল্লেখ করে মকতবের পাঠ্যসূচীর ব্যাখ্যা দেন, .[২]

প্রাথমিক শিক্ষা[সম্পাদনা]
ইবেন িসনা লিখেছেন যে শিশুদেরকে ৬ বছর বয়স থেকেই মকতবে পাঠানো ও ১৪ বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষা দেয়া উচিৎ। এসময়ে, তারা যেন ক্বুর'আন, হাদীস, ইসলামী দর্শন, ভাষা, সাহিত্য, ইসলামী আচারব্যবহার, ও ব্যবহারিক (অর্থাৎ,যেকোন প্রকারের প্রায়োগিক ) দক্ষতা আয়ত্ত করে.

মাধ্যমিক শিক্ষা[সম্পাদনা]
ইবনে সিনা মকতবভিত্তিক শিক্ষার দ্বিতীয় স্তরকে এমন একটি বিশেষ যোগ্যতা অর্জনের ক্ষেত্র বলে আখ্যায়িত করেছেন যে সেক্ষেত্রে ছাত্রদের কর্তব্য হল,কোন সামাজিক মর্যাদার প্রতি ভ্রুক্ষেপ না করে প্রায়োগিক যোগ্যতা অর্জন করা।তিনি লিখেছেন যে চৌদ্দ-ঊর্ধ ছেলেমেয়েদেরকে তাদের নিজ ইচ্ছামত কোন বিষয় বেছে নিয়ে সেবিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করতে দেয়া উচিৎ যাতে সে আগ্রহবোধ করে, তা হতে পারে ব্যবহারিক দক্ষতা, সাহিত্য, দ্বীনের দাওয়াত, জ্যামিতি, ব্যবসা-বানিজ্য, কারূকর্ম অথবা অন্য যেকোন এমন বিষয় বা বৃত্তি যা অনুযায়ী সে ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে চায়। তিনি আরো লিখেন যে এটা তাদের পরিবর্তনশীল সময় আর ছাত্রছাত্রীদের বেড়ে ওঠার বয়স অনুযায়ী তাদের জন্য নমনীয়তা রাখা প্রয়োজন, যার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ও তাদের নির্বাচিত বিষয়গুলোকেও বিবেচনায় রাখা বাঞ্চনীয়।

তথ্য সুত্র- উইকিপিডিয়া।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মৃন্ময় মিজান's picture

নিজের সম্পর্কে

টুকটাক লেখার চেষ্টা করি।