প্রেমিকের ডানায় নাচে প্রজাপতি মন
গুচ্ছ গাড়ির বনেদি সুতোয় ঝুলে থাকে প্রেম। রঙ বদলের স্বপ্নমঞ্চে কাঁদে এক টুকরো নাকছাবি। কেউ কেউ বাতাসে ভাসে শিমুলের ওড়াওড়ি মেখে নিয়ে চোখে। পলিথিন মুড়িয়ে সুখ শুয়ে থাকে শাহবাগের মোড়ে।
তারুণ্য ছড়ানো বাদামের খোসা, দুটাকায় কেনা হলুদ গোলাপ, কিংবা মধ্য রাতের ডিম পরোটার ঝিলিক হাসিতে ফোটে এক পেয়ালা রোদ। এখানে জারুলের পাপড়ি খেয়ে গেছে নীল পাজামা, বাঁকা ভ্রু ডানা, সিনেমা ফেরত প্রেমিক যুগল এবং একটি নিরেট পদ্য।
আমাদের বয়সে পাখিগুলো ডানা হয়ে খেয়ে যেত আকাশ। তোমার ভীরু ভীরু চোখ এসব দেখার আগেই পালিয়ে যায় কাল। তার কোলে নেচে বেড়ায় অবহেলার অন্তর্দহন আর এক দুপুর বিলেতি ঘোমটা। ঘোমটার নীচে লুকিয়ে থাকা নাকে খেলা করে রঙিন স্বপ্নের মুহুর্তভেদী অন্তরীক্ষ। সেখানে গাঙচীলের ডানায় ভাসে ইউক্যালিপটাসের জলোচ্ছ্বাস, ব্যঙের গাড়ি এবং অবশ্যই আমাদের না দেখা স্বপ্নের অন্তর্বয়ন।
তোমার আলীশান কান্নার পিঠে বেহালা চপ্পল দৌড়ঝাঁপ করে সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সিডনীর বিস্তীর্ণ সৈকতের স্বচ্ছ নীল সঙ্গমে। দৌড়ের ঝোঁক থেমে গেলে উত্তরীয় খসে ভেসে ওঠে একটি বহু রঙ্গা নিথর ঠোঁটের কারুকাজ। রক্ত ঝরা অধর অশ্র“ কাতর হয়ে ঘুমিয়ে পড়লে বাদাম মুড়ির দিনগুলো ভাসতে থাকে ব্যঙের নৌকায়। আর একটি নির্বীষ আত্মহনন উঁকি দেয় বৈশাখী গনগনে শোকে।
যদিও সময় মানে ভেঙ্গে যাওয়া স্বপ্নের পিঠে খিলখিল হাসি এবং বাদামের খোসায় জন্ম নেয়া নতুন বাদামের ছোলা। তবু আমাদের অন্তরঙ্গ যুগল ছবি ফ্রেমের বিত্তে ঢেউ ভাঙ্গে, উদাসী হাসিতে জুড়ায় চোখ আর নতুন নতুন ঠোঁটের কোলে খেলা করে না বোঝা তুলতুলে শ্লেষ।
যদিও এন্টেনার উপর দিয়ে গেল তাও ভালো লাগছে।
ভাল লাগাও কিন্তু এন্টেনায় ধরা পড়ার প্রকাশ....
সুন্দরতো...
ধন্যবাদ । কেমন আছেন ?
ভাল থাকার চেষ্টা করছি...
আপনি ক্যামন আছেন?
আমিও ভাল থাকার ট্রাই করতাছি....
বাহ!! খুব সুন্দর
কমেন্টটাও সুন্দর হৈছে.....
সুন্দর একটা লেখা।
ধইন্যা ধইন্যা।
যদিও এন্টেনার উপর দিয়ে গেল তাও ভালো লাগছে।
সাঈদ ভাই কিন্তু মামলার প্রস্তুতি নিচ্ছে। কপিপেস্ট করার অপরাধে....
বাহ !!
ভালো লেগেছে।
মন্তব্য করুন