ইউজার লগইন

Half Romantic না Full Romantic ?

ঘটনা অনেক দিন আগের। বয়স তখন উড়ু উড়ু। বসন্তের বাতাস মাঝে মধ্যেই গায়ে ঝাপটা মারতে চায়। চারদিকে খালি আনন্দ আর আনন্দ। যে দিকেই তাকাই ভাল লাগে খালি কষ্ট কইরা তাকাইতে পারলেই হয়। আর রেগুলার জব এর মধ্যে আড্ডা অন্যতম প্রধান বইলা বিবেচিত বন্ধুমহলে। তো আসল কথা হইল, ভিডিও ক্যাসেটের তখন চরম দিন-বদল চলতাছে আইমিন ক্যাসেট টু সিডি কনভার্শন সবখানে। নতুন নতুন সিডিতে আসা মুভিগুলা চরম হিট আর মার্কেটে খায়ও ভাল। যাই হোক এইরকম এক সন্ধিক্ষনে পুরান অভ্যাস মোতাবেক কয়েকজনে একদিন একত্রিত হইলাম এক দোস্তের বাসায়। আড্ডা দিব, খানা-পিনা হইব, কার্ড খেলব ইত্যাদি ইত্যাদি। খানা-পিনার দ্বায়িত্ব পরম নিশ্চিন্তে খালাম্মার উপর চাপাইয়া দিয়া কার্ড খেলতে বসলাম। এর মধ্যে চা-নাস্তা সাবার। তার উপর গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হইল। ঠান্ডা ঠান্ডা হাওয়া। নাহ্‌ এইরকম আবহাওয়ায় কার্ড খেলা জমতাছে না। কি করা যায় ? একজনের প্রস্তাব মুভি দেখলে কেমন হয়। কইতে দেরী, সব কয়জনে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বাহির হইলাম মুভি আনতে। সন্ধ্যা তখন হয় হয়। সব কয়টায় হুড়মুড় কইরা একসাথে সিডির দোকানে ঢুকলাম। দোকানদার ভাইজান প্রথমে আমাদের দেইখা খুশি হইলেও যখন শুনল ৭/৮ জনে মিল্যা একটা সিডি নিব, তখন তার চেহারার জৌলুসটা হঠাৎ কইরা উধাও হইয়া গেল। মনে মনে দুই-একটা গালি যে দেয় নাই তা নিশ্চিত কইরা বলা যায় না। জিগাইলো কি সিডি দিব? সর্বসম্মত প্রস্তাব, একটা ভাল রোমান্টিক মুভির সিডি দেন। একটু একশন ও থাকতে পারে (আগেই কইছি বয়সের হাব ভাব, তার উপরে গুড়ি গুড়ি বৃষ্টি)। ভাইজানে কি বুঝলো না বুঝলো একটু ভাব নিয়া চিন্তা করল (মনে হইল আমাগো চেহারা মাপতাছে)। কইল ... আচ্ছা ঠিক আছে ... নতুন মুভি আছে কয়টা... তা...... Half Romantic দিব না Full Romantic দিব ? আ ... তাজ্জব ঘটনা, রোমান্টিক মুভি আবার হাফ আর ফুল হয় কেমনে ! একে অন্যের চেহারা পড়ার চেষ্টা করলাম কাজ হইল না। সবাই Full তাজ্জব কিন্তু জবাব না দিলেও তো সমস্যা। ভাইজানে আবার 'নয়া আইছে' ভাইবা নিতে পারে। চিন্তা কইরা দেখলাম হাফ রোমান্টিক লওয়াই ভাল, তাতে হয়তো কিছু একশন-ট্যাকশন ও থাকব, দেইখা মজা পাওয়া যাইব। কইলাম একটু একশন আছে এইরকম একটা Half Romantic মুভি দেন। ভাইজানে তামাম দন্ত্য সমূহ বাহির কইরা কইল, খুবই ভাল একটা নতুন মুভি আইছে, হাফ রোমান্টিক, সেইটা নিয়া যান। ভাল ছবি। আমরা তো মহা খুশ, ভাইজানের নিজের চয়েজ বইলা কথা, মনে হয় একটা ফার্ষ্টক্লাস মুভি দিল। বাসায় ফেরার পর ঠিক হইল, রাতে খাবারের পর মুভি দেখা হইবে। কার্ড নিয়া আবার বসলাম কিন্তু কার্ড আর কে খেলে, তার চেয়ে Full Romantic/Half Romantic এর আলোচনাই যেন মুখ্য বিষয়। কেউ কেউ তো নতুন শব্দ শিখলাম ভাইবা ডায়রিতে লেখা শুরু করল। ও আচ্ছা একটা কথা তো আগে কই নাই, খিচুড়ি রান্না হইতাছে, সাথে রোষ্ট, গরুর মাংশ ইত্যাদি। গল্পগুজবে সময় কাটতাছে ঠিকই কিন্তু খিচুড়ির ঘ্রানে পেটের মোচড়ানি কমতাছে না। ইতোমধ্যেই খাবার পরিবেশন হইল আর সাথে আসল সেই হাফ রোমান্টিক মুভির সিডি। সিডি ছাইরা দিয়া যে যার মত খিচুড়ি বাইড়া নিতাছে। এইদিকে রোষ্ট নিয়াও কাড়াকাড়ি শুরু হইয়া গেল ... কে বড়টা নিব। মুভি তো চলতেই আছে। ৪/৫ মিনিটা পার হইয়া গেলেও কাড়াকাড়ি শেষ হয় নাই। হঠাৎ ছবির একটা স্পেশাল মুহুর্ত শুরু হইয়া গেল। চাইয়া দেখি সবার মুখ হাঁ আর চোখ ছানাবড়া (কি ছবি  আর কি মুহুর্ত সেইটা মুখে প্রকাশ নাই বা করলাম, আমার ভাবে ভঙ্গিতে বুইঝা নেন)। এইটারেই তাইলে কয় হাফ রোমান্টিক ছবি। তা ছবির রোমান্টিকতা সেই যে শুরু হইল আর শেষ হয় না আর কারও ছানাবড়া ভাবও কাটে না। কিসের খিচুড়ি আর রোষ্ট। কার পাতের মাল কার পাতে যাইতাছে তারও খবর নাই। সত্যি কইলাম মুভিটাতে কোন অ-বিশেষ মুহুর্তই ছিল না। তবে মুখ হাঁ থাকায় বরং সুবিধাই হইছে। খিচুড়ি গিলতে কারও কোন কষ্টই হয় নাই। ভালয় ভালয় ছবি আর খিচুড়ি দুই ই শেষ হইলেও আমাদের জোসের কিন্তু কোন কমতি নাই। প্রশ্নই আসে না। আরাম কইরা আবার নতুন ব্যাচ কার্ড নিয়া বসল। সারারাত চলল কার্ড খেলা আর হাফ রোমান্টিক ছবির বিশেষ মুহুর্তসমূহ নিয়া আলোচনা। সকালের দিকে সূর্য্য মামা যখন সিগনাল দিল (না খেলা এখনও শেষ হয় নাই) তখন দুই একজন দর্শকের আর ধৈর্য্যে কুলাইলো না। তাহারা শয্যা পানে ধাবিত হইল। আর বাকিরা দ্বিগুন উৎসাহে আবার শুরু হইয়া গেল। সেই খেলা শেষ হইতে হইতে দুপুর ২.৩০ টা। বাজির খেলা বইলা কথা (বেশি না একটা কোকের বোতল বাজি)। এখন ঘটনা হইল যে, টানা ১৭/১৮ ঘন্টা এই কার্ড খেলার জোস পোলাপাইনে কই থেকে পাইল! এইটা কি খালি এক বোতল কোক না ঐ হাফ রোমান্টিক ছবির একশনের ধার? বুঝতে পারতাছেন নিশ্চয়। তাইলে চিন্তা কইরা দেখেন, হাফ রোমান্টিকেই এই অবস্থা আর ফুল রোমান্টিক হইলে না জানি কি ই হইত। তবে মাঝে মধ্যে এখনও ঐ কথা মনে কইরা মিছ্‌কি মারি যে, ছবি যাই দেখি না কেন, দুইটা নতুন শব্দ তো শিখতে পারলাম।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


বুঝছি।

নাহীদ Hossain's picture


বুঝনের জন্য ধন্যবাদ ......

শওকত মাসুম's picture


ইয়াবার বিকল্প হাফ রোমান্টিক মুভি তাইলে?

নাহীদ Hossain's picture


আর কইয়েন না ......... এর পর দোকানে গিয়া আর হাফ রোমান্টিক মুভি চাই নাই।

নাহীদ Hossain's picture


আর কইয়েন না ......... এর পর দোকানে গিয়া আর হাফ রোমান্টিক মুভি চাই নাই।

ভাঙ্গা পেন্সিল's picture


বুঝতে পারলাম যে আপ্নারা কম পাকছিলেন Wink

নাহীদ Hossain's picture


এইখানে আমাদের দোষটা কোথায়

টুটুল's picture


তাইতো দেক্তাছি Wink

ম্যালাদিন পোস্টান্না... ঘটনা কি?

নাহীদ Hossain's picture


আমাদের অবস্থা তো ... Surprised

১০

জমিদার's picture


Half Romantic ছবির সাথে খিচুরী
Full Romantic দেখতে হলে খাওয়ার আইটেম কি হবে???? Wink

১১

নাহীদ Hossain's picture


আফনে একটা প্রস্তাব করতে পারেন ... Wink

১২

নজরুল ইসলাম's picture


এই তাইলে গঠনা?

প্যারা কইরা দিয়েন, চোখের আরাম হয়

১৩

নাহীদ Hossain's picture


হ বড়ই বিব্রতকর গঠনা।
আচ্ছা, ঠিকাছে ..............................

১৪

চাঙ্কু's picture


রুমান্টিকতা কি জিনিস এখনও বুঝলাম না । আফসুস

১৫

নাহীদ Hossain's picture


আমার মত শিখতে হয় Wink

১৬

তানবীরা's picture


একবার আমরা রোমান্টিক ছবি চেয়েছিলাম, ভিডিও টেকের ব্যাটা সানি দেওলের ডাকাইত দিছিলো। Wink

ব্রেইনলেস গুলাই বোধহয় এই পেশাইয় আসে Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নাহীদ Hossain's picture

নিজের সম্পর্কে

এখনো তৈরী করতে পারি নাই।