একটি পরাধুনিক গাণিতিক কবিতা
১ বলে আমিই শ্রেষ্ঠ ২ বলে কি তাই
৩ আর ৪ এ হাতাহাতি মূল ভাগটা চাই।
৫ পাড়ে ম্যাঙ্গো আর ৬ বসে ভাবে
৭ এর বাড়িতে কবে দাওয়াতটা পাবে।
৮ ব্যস্ত মেরামত আর জিহবায় দিতে ধার
বাকী সব গোল্লায় যাক ৯ হলেই তার।
১০ খায় রসগোল্লা আর ১২ ঘুমায় ঘোরে
১১ মারে চপেটাঘাত ১৩র কপাল পোড়ে।
১৪ কিন্তু জন্ম কানা জীবন সংশয় তার
১৬ করে বিজয় উল্লাস রুখবার সাধ্য কার।
ভাবছেন ১৫ গায়েব বুঝি তার দেখা নাই ক্যান
সে বেচারা সংসার কষ্টে গুহায় করে ধ্যান।
রইলো যা বাকী সংখ্যা রোদ পোহাতেই ব্যস্ত
ভেবেই খুশী দ্বায়ীত্ব সব শূন্যের (০) র উপর ন্যস্ত।।
নাহিদ ভাই!!!
মহান বিজয় দিবসের শুভেচ্ছা। কবিতা ভালো হইসে। ১৬ পর্যন্ত গিয়ে থেমে গেছেন, এই ভালো।
তারপর বলেন, আছেন কিরাম? দেখা পাই না ক্যান?
ধন্যবাদ মীর ভাই। আপনে কেমন? আমি ভাল আছি
আমিও ভালো
ব্লগে আগে কম-সম আসতেন কিন্তু এইবার তো একেবারে ছেড়েই দিয়েছিলেন। অনেকগুলো বছর পর আপনাকে দেখলাম এবং ভালো লাগলো।
ভাল লাগলো পড়তে।
ধন্যবাদ বাউন্ডুলে ভাই
গনিতকে সারাজীবন ভয় পাইলেও গানিতিক কবিতা ভালু পাইলাম
http://www.amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/innocent.png
পড়ছিলাম সাথে সাথেই জানানো হয় নি!
বেশী বেশী লিখুন
আমরাও গিলি
ধন্যবাদ
ভালো হইছে..
মন্তব্য করুন