ঊৎসর্গ : ভালোবাসা দিবস।
একবার খুব ইচ্ছা হলো প্রকৃতিকে ভালোবাসি
ফুলেরা এসে বলে, আমায় ভালোবাসো
বললাম, ঠিক আছে কিন্তু তোমাদের রুপ-গন্ধ কি পারবে
আমাকে আমরন উদ্দীপ্ত করতে.....
ফুলেরা চুপ্সে গেল।
ডালে বসা ছোট্ট পাখিটি তার অদ্ভুত রঙিন
লেজটা নাড়িয়ে বলে, দেখতো আমি কেমন রই
বললাম, ওহে পাখি সত্যি করে বল, তোর ডানায় কি
আমার স্বপ্নগুলোর ভার সইবে......
পাখিটা উড়ে গেল অন্য কোথাও।
মুখে মুখে কথা রটে গেল নদীর কাছে
সে তার শীতল জলের ঝাপটা দিয়ে আমায় বলে, জোর করব না
তবে চাইলে আমার কাছে একবার আসতে পারো
জিজ্ঞেস করলাম, তুমি এত বিশাল কিন্তু তাতে কি তুমি পারবে
আমার সব অনুভুতিগুলোকে ডুবিয়ে বাঁচাতে.....
নদী অন্যদিকে তার বাঁক ঘুরিয়ে নিল।
একখন্ড ঝড়ো বাতাস সেদিক দিয়ে যাচ্ছিল
বলে বসল, আমিতো আজীবন তোমার সাথেই আছি,
আমায় কেন নয়
ওর থেকে একফালি টেনে নিলাম বুকে
বললাম, আচ্ছা বলত তোমার ঐ মৃদু পরশ কি কখনও
পারবে আমায় পুরোটা শীতল করতে.....
সে আর কথা বাড়ালো না।
ফিরতে না ফিরতেই আকাশ তার আলোকচ্ছটার ঝলকানি
দেখিয়ে বলে, প্রেমিক মাত্রই আমাকে ভালোবাসে
তার থেকে তুমিও না হয় কিছুটা নিলে
বললাম, সে না হয় বুঝলাম কিন্তু তুমি তো কখনই আমাকে
কাছে আসার সাধ দিতে পারবে না.....
আকাশে কালো মেঘ জমে গেল।
ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম টের পাইনি
স্বপ্নের জাহাজে ভেসে এল সব স্বর্গের ফুলপরীরা
নেচে নেচে জানান দিল তাদের ভালোবাসা
বললাম, এতে তো কাজ হবেনা, পারবে কি তোমরা কখনই
আলতো ছোঁয়ায় আমার ঘুম ভাঙ্গাতে.....
ওরা একটু বিরক্তি দেখিয়ে বলে, না বাপু প্রকৃতিকে ভালোবেসে
তোমার আর কাজ নাই, তুমি বরং কোন মানুষকেই ভালোবাসো।
: আমি এখন একটা মানুষকে ভালোবাসতে চাই..........................
তুই এখনো ভালোবাসতে চাস ? ভালোবাসবি কবে ? বুড়া কালে ?
এইটা তো কবির ভাষা
আর ভালোবাসতে কি বয়স লাগে ... ...
নাহীদ ভাই, কেমন আছেন?
কবিতা দারুণ হয়েছে!
আপনি কেমন? আমি মোটামুটির চেয়ে একটু ভাল
গতকালকে গাড়ীতে বসে লেখা কবিতাটা ভাল লাগছে জেনে কৃতজ্ঞ
শিক্ষাই জাতির মেরুদন্ড
নাহীদ ভাইকে দেখা গেলো ম্যালাদিন পর।
লেখা বেশ হয়েছে। শিগগির মনের মানুষ পেয়ে যান
লেখা আপনার ভাল লেগেছে জেনে খুবই ভাল লাগছে
তবে আমি কিন্তু সমগ্র নিঃগৃহীত জাতির কথা বিবেচনা করেই কবিতাটা লিখেছি
স্বর্গপরীরা শিখখিত বোঝাই যাচ্ছে! অতএব বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন।
ভাইজানের কবিতা ভালা পাইলাম
ধইন্যা ধইন্যা ...
দেখেন তো স্বর্গপরীগুলারও আর খাইয়া দাইয়া কাজ নাই, খালি মানুষ্রে খোঁচাখূঁচি
কবিতা বুঝি টুঝি না
মনের মত মানুষ খুজে পান, এটাই দোয়া করি
যারা কবিতা কম বোঝে তারাই ভাল কবিতা লিখতে পারে। অতএব শুরু করেন ...
মনের মানুষ ছবিটাই এখন পর্যন্ত দেখতে পারলাম না ... আর তো মনের মানুষ
অনেকদিন পর পর কেন? ভাল লাগছে কবিতা
মাসুম ভাই আমি তো আসলে মৌসুমী ব্লগার। মওসুম ভাল থাকলে দুই-এক লাইন বাহির হয় আর কি ...
'...সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই....'। সত্যি অনেকদিন পর একটি সুন্দর কবিতা পড়লাম, থ্যান্কস নাহীদ।
আপনার কমেন্ট পড়ে খুবই উৎসাহিত হলাম। আপনাকেও অনেক ধন্যবাদ
ভালবাসার বয়েস নাই এটা যেমন ঠিক, কবিতাটার মাঝে হাল্কা লুলামি আছে এটাও ততখানি ঠিক।
আমারে মাইর দিও না পিলিজ।
লুলামি
এইগুলা তো মানুষের খুব স্বাভাবিক চাওয়া পাওয়ার অনুভুতি।
মাইনষের স্বাভাবিক চাওয়াপাওয়ার মাঝেও "হাল্কা" লুলামি থাকতে পারে!
ভালো ভালো....
মন্তব্য করুন