মূল্যহীন বা অমূল্য কথামালা
নখরামীটা ছাড়না এবার
ছাড়না ভূতের দাবী
দেশটা কি আর লুটের মাল
যে লুটেপুটে খাবি ।
পুর্ন থালা ভরছো আবার
করছ বেজায় ছল
অন্ধকারের হয় না যে শেষ
বক্ষে চোখের জল ।
খেলায় খেলায় হেসে হেসে
নিংরে নিলি শ্বাস
হিসাব হলে নেইকো গতি
পড়বে গলায় ফাঁস ।
কাস্তে কুড়াল পায় না কদর
শুধুই জোটে আটি
ভুলিস কেন এরাই সেদিন
ছিনিয়ে আনল মাটি ।
স্বপ্ন এখন শুকনো পাতা
ইচ্ছাগুলোয় হাড়ের ব্যথা
যন্ত্রনাতে পুড়িয়ে ছাঁই
অহঙ্কারের খাতা ।
অসতের যে ডঙ্কা ভারী
উৎসবেরই চমকদারী
পয়সা পেলে খ্যামটা নাচন
বাদ বাকী সব ইন্তেজারী ।
ভাতের থালা ঘরের চালা
দেহাবরনের নেইকো দায়
তোর থলিতো পুর্ন দেখি
অলঙ্কারের সজ্জা গায় ।
ছিন্ন বসন শুন্য আশা
এতেই কি আর হবে
এই দাবী কি বেশি হবে
পেট্টি পুরে খাবে ।
আমি বলি পড়বে ঝাঁটা
থাকতে সময় লেজটা গুটা
পুচ্ছ নাড়িয়ে দাঁত কেলিয়ে
আর হবে না হাটা ।
আঙ্গুল যেদিন করবে বাঁকা
তোরটা হবে সোজা
মানুষ কেন বইবে এত
অপমানের বোঝা ।
জটিল !!! দারুন !
চরম, চরম।



কঠিন কঠিন সব কবিতার ভীড়ে একটা সহজবোধ্য কবিতা পড়লাম।
ভাল্লাগ্ছে।
+++
ধন্যবাদ......ধন্যবাদ......
জটিল হইছে। চালায়ে যা।
ধইন্যাপাতার শরবত সাথে বরফ কুচি......
বাহ্! প্রাণবন্ত লেখা।
কাস্তে কুড়াল পায় না কদর
শুধুই জোটে আটি
ভুলিস কেন এরাই সেদিন
ছিনিয়ে আনল মাটি ।
দারুণ ঝরঝরে লেখা ।
মনে হলো একটা হালকা বাষ্প ছড়াই ।
দারুণ! আপনি নিয়মিত লেখেন না কেন!
ধন্যবাদ জানানোর ভাষা নাই...

......... সত্য কথা হলো
আমার মনের কথাগুলো
লিখতে গেলে সময় বলে
লিখবি কি ছাঁই মূলো ।
স্বপ্ন এখন শুকনো পাতা
ইচ্ছাগুলোয় হাড়ের ব্যথা
যন্ত্রনাতে পুড়িয়ে ছাই
অহঙ্কারের খাতা ।
দারুণ।
ধন্যবাদ ভাই...স্বপ্নগুলা হাতে নিয়ে দেখতে ইচ্ছা করে আবার চিন্তা করি যদি চূরমুর হয়ে যায় ।
সে-ই ... স্বপ্ন দেখাতেও ভয় ...
অ.ট. আপনে আমার প্রোফাইল পিক কপি করছেন কেন?
ছবিতে কি আসে যায়...আমরা ভাই ভাই না...
ভালো লেগেছে ছন্দের খেলা।

তবে কিছু বানানের দিকে একটু খেয়াল রাখবেন।
থ্যাঙ্কু থ্যাঙ্কু......
জটিল !!! দারুন !
দারুন
ধইন্যা...মাসুম ভাই
এই ইমো কেমনে দিসেন? কবিতা ভালু হৈসে। অতি ভালু।
এই ইমো ছিলো তো। ব্যাপক ধৈন্যা
দারুন
চমৎকার ।
চারিদিকের এত ছন্দপতনের ঘটনায় এমন ছন্দময় লেখা অবশ্য ই ভালু পেলাম ।
আমার অনুভুতিও এইরকম ছিল। অনেক ধন্যবাদ
চরম। চরোমার। চরোমেসট!!
মন্তব্য করুন