ইউজার লগইন

মূল্যহীন বা অমূল্য কথামালা

নখরামীটা ছাড়না এবার
ছাড়না ভূতের দাবী
দেশটা কি আর লুটের মাল
যে লুটেপুটে খাবি ।

পুর্ন থালা ভরছো আবার
করছ বেজায় ছল
অন্ধকারের হয় না যে শেষ
বক্ষে চোখের জল ।

খেলায় খেলায় হেসে হেসে
নিংরে নিলি শ্বাস
হিসাব হলে নেইকো গতি
পড়বে গলায় ফাঁস ।

কাস্তে কুড়াল পায় না কদর
শুধুই জোটে আটি
ভুলিস কেন এরাই সেদিন
ছিনিয়ে আনল মাটি ।

স্বপ্ন এখন শুকনো পাতা
ইচ্ছাগুলোয় হাড়ের ব্যথা
যন্ত্রনাতে পুড়িয়ে ছাঁই
অহঙ্কারের খাতা ।

অসতের যে ডঙ্কা ভারী
উৎসবেরই চমকদারী
পয়সা পেলে খ্যামটা নাচন
বাদ বাকী সব ইন্তেজারী ।

ভাতের থালা ঘরের চালা
দেহাবরনের নেইকো দায়
তোর থলিতো পুর্ন দেখি
অলঙ্কারের সজ্জা গায় ।

ছিন্ন বসন শুন্য আশা
এতেই কি আর হবে
এই দাবী কি বেশি হবে
পেট্‌টি পুরে খাবে ।

আমি বলি পড়বে ঝাঁটা
থাকতে সময় লেজটা গুটা
পুচ্ছ নাড়িয়ে দাঁত কেলিয়ে
আর হবে না হাটা ।

আঙ্গুল যেদিন করবে বাঁকা
তোরটা হবে সোজা
মানুষ কেন বইবে এত
অপমানের বোঝা ।

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন

একলব্যের পুনর্জন্ম's picture


জটিল !!! দারুন !

নাহীদ Hossain's picture


Smile

মুক্ত বয়ান's picture


চরম, চরম। Smile Smile
কঠিন কঠিন সব কবিতার ভীড়ে একটা সহজবোধ্য কবিতা পড়লাম। Smile
ভাল্লাগ্ছে। Smile
+++

নাহীদ Hossain's picture


ধন্যবাদ......ধন্যবাদ......

সাঈদ's picture


জটিল হইছে। চালায়ে যা।

নাহীদ Hossain's picture


ধইন্যাপাতার শরবত সাথে বরফ কুচি......

আশরাফ মাহমুদ's picture


বাহ্! প্রাণবন্ত লেখা। Smile

নাহীদ Hossain's picture


Innocent

আবদুর রাজ্জাক শিপন's picture


কাস্তে কুড়াল পায় না কদর
শুধুই জোটে আটি
ভুলিস কেন এরাই সেদিন
ছিনিয়ে আনল মাটি ।

দারুণ ঝরঝরে লেখা  ।

১০

নাহীদ Hossain's picture


মনে হলো একটা হালকা বাষ্প ছড়াই ।

১১

নুশেরা's picture


দারুণ! আপনি নিয়মিত লেখেন না কেন!

১২

নাহীদ Hossain's picture


ধন্যবাদ জানানোর ভাষা নাই...Embarassed
      .........                     সত্য কথা হলো
                                    আমার মনের কথাগুলো
                                    লিখতে গেলে সময় বলে
                                    লিখবি কি ছাঁই মূলো ।

১৩

নড়বড়ে's picture


স্বপ্ন এখন শুকনো পাতা
ইচ্ছাগুলোয় হাড়ের ব্যথা
যন্ত্রনাতে পুড়িয়ে ছাই
অহঙ্কারের খাতা ।

দারুণ।

১৪

নাহীদ Hossain's picture


ধন্যবাদ ভাই...স্বপ্নগুলা হাতে নিয়ে দেখতে ইচ্ছা করে আবার চিন্তা করি যদি চূরমুর হয়ে যায় ।

১৫

নড়বড়ে's picture


সে-ই ... স্বপ্ন দেখাতেও ভয় ...

অ.ট. আপনে আমার প্রোফাইল পিক কপি করছেন কেন? Wink

১৬

নাহীদ Hossain's picture


ছবিতে কি আসে যায়...আমরা ভাই ভাই না...Wink

১৭

নীড় সন্ধানী's picture


ভালো লেগেছে ছন্দের খেলা। Innocent
তবে কিছু বানানের দিকে একটু খেয়াল রাখবেন।Embarassed

১৮

নাহীদ Hossain's picture


থ্যাঙ্কু থ্যাঙ্কু......

১৯

টুটুল's picture


জটিল !!! দারুন !

২০

নাহীদ Hossain's picture


Smile

২১

শওকত মাসুম's picture


দারুন

২২

নাহীদ Hossain's picture


ধইন্যা...মাসুম ভাই Innocent

২৩

কাঁকন's picture


২৪

নাহীদ Hossain's picture


২৫

মীর's picture


এই ইমো কেমনে দিসেন? কবিতা ভালু হৈসে। অতি ভালু।

২৬

নাহীদ Hossain's picture


এই ইমো ছিলো তো। ব্যাপক ধৈন্যা Smile

২৭

তানবীরা's picture


দারুন

২৮

নাহীদ Hossain's picture


ধইন্যা পাতা

২৯

বোহেমিয়ান's picture


চমৎকার ।
চারিদিকের এত ছন্দপতনের ঘটনায় এমন ছন্দময় লেখা অবশ্য ই ভালু পেলাম ।

৩০

নাহীদ Hossain's picture


আমার অনুভুতিও এইরকম ছিল। অনেক ধন্যবাদ Smile

৩১

আনন্দবাবু's picture


চরম। চরোমার। চরোমেসট!!

৩২

নাহীদ Hossain's picture


Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নাহীদ Hossain's picture

নিজের সম্পর্কে

এখনো তৈরী করতে পারি নাই।