ইউজার লগইন
নতুন আসলাম......।।
লিখেছেন: নাহীদ Hossain | জানুয়ারী ২২, ২০১০ - ২:৪০ পূর্বাহ্ন
ভাই-বোনেরা, আমি নতুন আসলাম। সবার জন্য লেখকীয় দোয়া রইলো......আর সবার কাছে সাহায্য ও দোয়া কামনা করলাম।
পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন
নাহীদ Hossain এর ব্লগ | ১৬ টি মন্তব্য |  ২২৯৪ বার পঠিত
বন্ধুর কথা
সাম্প্রতিক মন্তব্য
- একটি পরাধুনিক গাণিতিক কবিতা - কাজী রত্না
- প্রসঙ্গতঃ ফকির লালন শাহ্ ও তার রচিত পদ - কাজী রত্না
- ঊৎসর্গ : ভালোবাসা দিবস। - কাজী রত্না
- মিষ্টি উপাখ্যান - নাহীদ Hossain
- ফেলে আসা দুরন্ত সময়গুলো - রায়েহাত শুভ
- ধরা খাওয়ার ছড়া - নাহীদ Hossain
- মূল্যহীন বা অমূল্য কথামালা - নাহীদ Hossain
- Half Romantic না Full Romantic ? - তানবীরা
- এ কোন বিপাকঃ - নাহীদ Hossain
- নতুন আসলাম......।। - কাঁকন
স্বাগতম :)
welcome
নতুন সদস্যদের নিয়ম হলো এসেই পুরানদের বিরাট করে একটা ছালাম দেয়া আর কিছু খানা পিনার ব্যবস্থা করা। আপনাকে জানিয়ে দিলাম তাহলে বলেন দাওয়াত কবে পাচ্ছি
নতুন সদস্যদের নিয়ম হলো এসেই পুরানদের বিরাট করে একটা ছালাম দেয়া আর কিছু খানা পিনার ব্যবস্থা করা। আপনাকে জানিয়ে দিলাম; তাহলে বলেন দাওয়াত কবে পাচ্ছি আর কি কি খাওয়াইবেন।
আস্সালা...মুআলাইকুম......
সালামের দ্বায়ীত্ব শেষ....বাকী রইলো খানাপিনা....আশা করি আগামী ফেব্রুয়ারী মাসের ৫ তারিখে সেটাও পূরন করে দিতে পারবো........। ধন্যবাদ সবাইকে আমাকে গ্রহন করার জন্য।
৫ তারিখে খাওয়াবি মানে??? আমাগো তাইলে খাওনের টাকা মওকুফ ? সব খরচ তোর ??
খিয়াল কৈরা !!!
তবে আর কাউরে খাওয়াই বা না খাওয়াই...সুমন ভাইরে তো ওভারটেক করা যাবে বলে মনে হচ্ছে না.........(প্রোফাইল পিক্ এ যেই ছবি দিছেন)
নাহীদ, স্বাগতম।
আমার পরিচিত যে কয়জনের নাম আপনার মতো, তাদের সবাই 'নাহিদ' লিখে। আমারও অভ্যাস হয়ে গেছে তাতে। 'নাহীদ' লিখতে মাঝে মধ্যে তাই ভুল হয়ে যেতে পারে। আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
এই পোস্টে জানলাম যে আপনি আমরা বন্ধু ব্লগে এসেছেন। এবং সবার প্রতি লেখকীয় দোয়া বর্ষণ করলেন।
সঙ্গে যদি আপনার সম্পর্কে দুটো কথা বলতেন, অথবা লেখকীয় দোয়ার সঙ্গে কয়েক ছত্র লেখাও দিতেন, তাহলে ভালো লাগতো বেশি।
আপনার সালাম বা দোয়ার চেয়ে আপনার একটা সুন্দর লেখাই আপনাকে চিনিয়ে দিতো অনেক বেশি করে। আপনার প্রকাশ হোক লেখায়, সেই কামনা থাকলো।
ধন্যবাদ আপনাকে
স্বাগতম :)
স্বাগতম নাহীদ; সবাই একদিন নতুন থাকে, তারপর অন্যদের স্বাগত জানায়...
নজরুলভাইয়ের মন্তব্যতে আগাগোড়া ডিটো দিলাম।
স্বাগতম
লিখে যান মনের যতো কথামালা।
স্বাগতম জানাইয়া গেলাম :)
স্বাগতম জানাইয়া গেলাম
বিশাল স্বাগতম।
আপনার লালন শাহ এর পোস্টে মন্তব্য করা যায় না কেন?
মন্তব্য করুন