ইউজার লগইন

পুর পুর সিংগাপুর.....................।

কাহিনী একেবারে টাটকা। এই ধরেন এই পোষ্ট পাবলিশ হবার ২ঘন্টা আগে ঘটেছে। কাহিনী এইবার শোনেন।

বাংলাদেশে একটা ইএমএস (পার্সেল) পাঠায়ছিলাম গত ৯ই এপ্রিল। নরমাল পার্সেল করলেও হইতো, কিন্তু আমার বউয়ের প্রথম ভাস্তির জন্য পাঠানো জিনিসপত্র যেন ঠিক মত তাড়াতাড়ি পৌছায় তাই করলাম ইএমএস, টাকা বেশি লাগলেও। বউরে তেল মারাও কইতে পারেন এইটারে.।.।.।.।।।

তো সেই এপ্রিল গেলো, ৪ কর্মদিবসের জায়গায় ৪ সপ্তাহ হওয়ার যোগাড়, কিন্তু নিকট কুটুম্বরা জানায় পার্সেল পায় নাই। ধইরা নেই বাংলাদেশে গিয়া গতি স্লো হয়া গেছে, ইএমএস যাচ্ছে.।.।.।। এর মধ্যে বাসা বদলানোর ঝক্কিতে সব উলট পালট, ইএমএস এর রিসিপ্টটা কোথায় গেছে কে জানে, তাই আর খোজ নেয়া হয়নি সেই পার্সেল এর। আজ দুপুরে দেখলাম চেষ্ট অব ড্রয়ারে সেই রিসিপ্টটা, পেয়েই খোজ লাগালাম, ট্র্যাক করলাম। এবং আমাকে হতভম্ব করে দিয়ে ট্র্যাক রেজাল্ট দেখালো যে আমার পাঠানো পার্সেল এখন সিংগাপুরে। চোখ কচলে আবার নাম্বারটা দেখি। একি কাহিনী.।.।.।.। ওখানে ডেলিভারীর এটেম্পট নেয়া হয়েছে তিনবার, কিন্তু ডেলিভারী করা যায় নাই।।।।.।।।

বুঝতে পারছিলাম না ভুল কোথায় হলো, আমি কি ভুল এড্রেস দিয়েছি? চেক করলাম ইএমএস এর রিসিপ্টটা। ওখানে সব ঠিকই আছে, আমি ঠিক এড্রেসই দিয়েছি। তাহলে? ভালো করে এড্রেসটা পড়লাম, এইবার ক্লিয়ার হলো কাহিনী.।.।.।।।

শ্বশুরবাড়ীর ঠিকানায় দুইটা পুর আছে, "মনিপুর" আর "মিরপুর"। যদিও শেষে বাংলাদেশ লেখা আছে, কিন্তু পার্সেলটা ডেস্টিনেশন অনুসারে সর্টিং করতে গিয়ে সেই "পুর"টাই চোখে পড়েছে মনে হয়। ফলাফল বাংলাদেশের মাল এখন সিংগাপুরে।।.।।.।

যাই হোক Auspost এ ফোন করে জানালাম কাহিনী, ওরাও প্রথমে বিশ্বাস করছিলো না, কিন্তু ট্র্যাক করে দেখে বিশ্বাস করলো। এখন দেখি কি কর।।।.।।।.।

যাই হোক কৈতে পারুম, আমার শ্বশুরবাড়ী সিংগাপুর।।.।।.।।।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

নুরুজ্জামান মানিক's picture


'পুর' নিয়ে অনেক মিথ চালু আছে তবে, আপনারটা হল , বাস্তব ঘটনা ।

যাই হোক কৈতে পারুম, আমার শ্বশুরবাড়ী সিংগাপুর।

লোল ।

রাফি's picture


আমারই বিশ্বাস হৈতেছিলো না মানিক ভাই। ঘটলো আবার আমার সাথেই...। Sad

হাসান রায়হান's picture


বউরে কইবেন - সিঙ্গাপুরি মেম তুমি করবা নাকি প্রেম Smile

নুরুজ্জামান মানিক's picture


মধুমিতায় দেখা ‘লাভ ইন সিঙ্গাপুর’ ছবির কথা মনে পড়ে গেল ।

রাফি's picture


খেক খেক.....।

বিষাক্ত মানুষ's picture


হা হা হা হা,,, একটা সিনেমা হইতে পারে । "মিরপুর কেন সিংগাপুর?"

নুরুজ্জামান মানিক's picture


হ ।

রাফি's picture


হ! কিংবা "মিরপুরি কৈতুরী এখন সিংগাপুরী......"

নীড় সন্ধানী's picture


সিঙ্গাপুর কইলেই লাভ ইন সিঙ্গাপুর মনে পড়ে। কৈশোরে দেখা সবচে রোমান্টিক ছবি।

তবে আপনার ঘটনার তুলনা নাই, জোক অব দ্য ইয়ার!!
LaughingLaughingLaughingLaughingLaughing

১০

রাফি's picture


কি সিনেমারে ভাই......। আজও মনে পড়ে.....।

এইটারেই হয় রিয়েল লাইফ জোক.....।

১১

সাঈদ's picture


মিরপুর কেন সিঙ্গাপুর ছিনেমার নাম - মানুম না , মানিনা

আমি মিরপুরের বাসিন্দা হইয়া মিরপুরের এইরাম অপমান সহ্য করুম্না। দেশে কি আর পুর নাই ?

১২

রাফি's picture


অপমানের কি আছে..... আপগ্রেডেশন হৈছে কন.....।

১৩

সাঈদ's picture


আম্রার মিরপুর সিঙ্গাপুর থেইকা বড় হইবো।

১৪

রাফি's picture


শুধু কি বড়! বাড়িঘর আর গলির সংখ্যাও সিংগাপুরের চাইতে বেশি হৈপে...

১৫

জ্যোতি's picture


রায়হান ভাই এর কমেন্ট মনে ধরছে। মিরপুরি মেম করছে আপনের সাথে প্রেম।

১৬

রাফি's picture


হে হে..... উনি ন্যুকালী বংশোদ্ভুত মিরপুরী.....।

১৭

জেবীন's picture


যাওয়ার ছিলো মিরপুরের মনিপুরে, কিন্তু পড়বিতো পড় পড়েই থাক্লো সিংগাপুরে!!...

সিংগাপুরি মেম'এর সাথে প্রেম শেষ করে, এখন আপনি সিংগাপুরি জামাই ?? Tongue out

১৮

রাফি's picture


হ! সিটাই। Smile

১৯

শওকত মাসুম's picture


আমি পারলে প্রতিদিন সিঙ্গাপুরের কাছাকাছি মিরপুর যাই।

২০

রাফি's picture


হাহাহা, একসময় মিষ্টির পোটলা নিয়া যাইতে হৈতো.......

২১

পুতুল's picture


মজা পাইলাম।

২২

রাফি's picture


হে হে

২৩

মাহবুব সুমন's picture


সর্টিং করা হয় পোস্ট কোড অনুসারে। আর ইন্টারন্যাশনাল পার্সেলের মোড়কটাইতো ভিন্ন ডোমেস্টিকের চাইতে। তারপরো কেনো যে ভুল করে করে ফেলে এরা।

২৪

রাফি's picture


মাইটে দৌড়ের উপর ছেলো মনে হয়।

২৫

তানবীরা's picture


যাই হোক কৈতে পারুম, আমার শ্বশুরবাড়ী সিংগাপুর।।.।।.।।

আহা কি সুখ ঃ)

২৬

রাফি's picture


সিটাই....। এত ভাগ্য এই বুড়া বয়সে........

২৭

শাওন৩৫০৪'s picture


কুনদেশে পুষ্টাফিস এরুম ব্যাক্কল?

২৮

রাফি's picture


অষ্ট্রেলিয়ার....। ;P

২৯

নজরুল ইসলাম's picture


এখন থেকে লোকজনরে বলবো আমার শৈশব কাটছে সিঙ্গাপুরে

৩০

রাফি's picture


হাহা.....।

৩১

টুটুল's picture


সিঙ্গাপুরেও?

৩২

রাফি's picture


আপনেই লাইনে আছেন।

আমি ভাগ্যবান, কি কন?

৩৩

~স্বপ্নজয়~'s picture


হা হা হা ... লেটেস্ট নিউজ কি? দেশের পথে পার্সেল কি রওনা দিছে?

রাফি কেমন আছেন? বহুদিন কথা হয়না ......

৩৪

রাফি's picture


লেটেষ্ট খবর হৈলো জিনিস পৌছাইছে.... Laughing out loud

আপনে তো আমারে শরমিন্দা বানাবেন, কারন যদি না চিনি.... কৃষিবিদ.ইনফোর কথা কৈলে তো এফ.কে.সু.. এর কথা মনে আসে আগে.......। ঠিক আছে না?

৩৫

মাহবুব সুমন's picture


আমি দুইবার এক্সপ্রেস মেইলে কাগজের সাথে ডলারই পাঠাইছিলাম। কথা ছিলো ৫-৬ দিন লাগবে যেতে, সময় নিয়েছিলো ১২ দিন। সব সময় টেনশনে ছিলাম আমাদের পোস্টাপিসের লুকগুলা আবার নিজের মনে কৈরা ডলার গুলা নিয়া নেয় কি না Wink

৩৬

রাফি's picture


হাহহাহা, ডলার পাঠাইলে কার্বন পেপার দিয়া মুড়ায়া পাঠায়েন। তাইলে আর স্ক্যান মেশিন ধরতে পারতো না।,

৩৭

বাতিঘর's picture


হা হা হাআআ...কাহিনী তো আসলেই মজার রে ভাইডি! আচ্ছা, মনে একটা পরশনো জাগছে করি? আমি আপনেরে চিনি চিনি মনে কয়! আপনি কি সেই, নাকি তার ছুডুভাই? যদি তিনিই হন তো খুবই খুশি হইছি ভাইডি আপনারে দেখে! আছেন কেমন? মামণি কেমন আছে? তার জন্য অনেককক আদর আর দোয়া । ভাবী আর আপনের লাগি ব্যাপক শুভেচ্ছা! ভালু থাকপেন কইলাম !( আপনি যদি আম্রার সেই ভাইডি না হন তো, এই এত্তো প্যাঁচাল সিংঙ্গাপুর পাঠাই দিপেন)

৩৮

রাফি's picture


হাহা, এতদিন লাগলো ধরতে। ঐ লুকের ছুড কোন ভাই নাই। Wink

মেয়ে আর মেয়ের মা দুইজনেই ভালো আছে...। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রাফি's picture

নিজের সম্পর্কে

লাইফটা শ্যাষ পর্যন্ত কষ্টেরই.........